Nagad customer care number ! বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার এবং নগদ কাস্টমার কেয়ার ঠিকানা সম্পর্কিত সকল তথ্য পাবেন এই পোস্টে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত ডাচ বাংলা ব্যাংক কে বলা হলেও বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবায় প্রথম অবস্থানে বিকাশ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নগদ মোবাইল ব্যাংকিং সেবা।
বর্তমানে প্রতিদিনই কয়েক কোটি টাকা লেনদেন হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে।
- আরও পড়ুনঃ Bkash customer care number
ঈদুল ফিতরের ঈদের আগে একদিনে নগদ থেকে দেশে লেনদেন ছিল প্রায় 230 কোটি টাকা। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন নগদ কতটা জনপ্রিয় হয়ে চলেছে বাংলাদেশ।
এই বিপুল সংখ্যক নগদ গ্রাহক প্রতিদিন নগদ মোবাইল ব্যাংকিং ব্যাবহারে লেনদেন নানা সমস্যা পরে থাকেন।
গ্রাহক সমস্যা সমাধান রয়েছে একটি রয়েছে নগদ হেল্পলাইন নাম্বার। এছাড়াও গ্রাহকদের অত্যাবশ্যকীয় সুবিধা প্রদানের জন্য বিভিন্ন ঠিকানায় তাদের কাস্টমার কেয়ার তো থাকছেই।
Nagad customer care number | নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার যোগাযোগ পদ্ধতি

বন্ধুরা Nagad customer care number online হচ্ছে ১৬১৬৭ যা যেকোন নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীর জন্য দিনের 24 ঘন্টা খোলা থাকে।
দিনের যেকোন সময় আপনি যেকোন নগদ মোবাইল ব্যাংকিং সমস্যা সম্পর্কে জানতে নগদ হেল্পলাইন নাম্বার থেকে নগদ সেবা গ্রহন করতে পারবেন।
উল্লেখিত নম্বর ছাড়াও নগদের আরো কিছু যোগাযোগ পদ্ধতি রয়েছে উক্ত যোগাযোগ পদ্ধতি গুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার সমস্যা সমাধান করতে পারেন বলবে আমরা মনে করি।
নগদ কি?
দেশের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে এবং সাধারণ কর্মজীবী মানুষের মাঝে মোবাইল এর মাধ্যমে টাকা লেনদেন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা।
সহজে মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করতে 2009 সালে প্রথম ডাচ বাংলা ব্যাংক থেকে একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হয়। পরবর্তীতে 2011 সালে বিকাশ নামে আরো একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।
উপরোক্ত দুটি সেবার সার্ভিস চার্জ, ক্যাশ আউট চার্জ বেশি হওয়ার কারণে অনেক গ্রাহকের প্রত্যাশা ছিল কম এবং সস্তা ক্যাশ আউট চার্জ মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে।
20১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ ডাক বিভাগ সাথে সমন্বয় করে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 14 টাকা 50 পয়সা হাজারে একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করে চালু করে নগদ নামে।
এই মোবাইল ব্যাংকিং সেবায় অতি অল্প সময়ের মধ্যে চার কোটি গ্রাহক সংখ্যার মাইলফলক অর্জন করতে পেরেছে।
পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিয়ে নগদ মোবাইল ব্যাংকিং বর্তমানে দেশের দ্বিতীয় সেরা মোবাইল ব্যাংকিং হিসেবে গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে।
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার সম্পর্কে আরও কিছু তথ্য-
বর্তমানে একজন নগদ গ্রাহক তার একাউন্ট থেকে মোবাইল রিচার্জে, বিদ্যুৎ বিল পরিশোধ, অন লাইন কেনাকাটার পেমেন্ট সহ আরো অনেক কিছু।
এছাড়াও বয়স্ক ভাতা প্রদান, উপবৃত্তির টাকা প্রদান সেবা সহ আরও অনেক নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং সেবায়।
সেইসাথে কোভিড-১৯ পরিস্থিতিতে বর্তমানে কম সংখ্যক প্রতিনিধি নিয়ে নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নম্বর সভা পরিচালনা করা হচ্ছে।
- আরও পড়ুনঃ নগদ মোবাইল ব্যাংকিং বেলেঞ্চে চেক কোড
তাই গ্রাহক সেবা পেতে অনেক সময় অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তবে লাইনে পেলে অনেক সময় অনেক গ্রাহক সঠিক তথ্য না জানার কারণে তাদের সমস্যার সমাধান করতে পারে না।
এখানে আপনাদের নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার কল করলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তা আপনি জেনে নিন।
- প্রথমে আপনার নগদ একাউন্ট এর বর্তমান ব্যালান্স সম্পর্কে জানতে চাওয়া হবে।
- পরবর্তীতে আপনার নগদ একাউন্টে সর্বশেষ দুটি লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হবে।
- আপনার একাউন্টি ভেরিফাই করতে হবে, এখন ভেরিফাই করতে আপনার আইডি কার্ডটি সাথে রাখুন।
Nagad customer care number contact online call | ১৬১৬৭ |
নগদ কাস্টমার কেয়ার hotline | ০৯৬ ০৯৬ ১৬১৬৭ |
ইমেইল | [email protected] |
ফেসবুক | MYNAGAD |
নগদ ফেসবুক Verified Page | https://www.facebook.com/MyNagad |
নগদ হেল্পলাইন নাম্বার ১৬১৬৭ কল করে আপনি সঠিক সহযোগিতা না পেলে নগদ হটলাইন নাম্বার ০৯৬ ০৯৬ ১৬১৬৭ কল করুন।
প্রয়োজনে ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করে সেখানে আপনার সমস্যা সম্পর্কে তাদের জানাতে পারেন।
প্রথমে ঘরে বসে চেষ্টা করুন না হলে নগদ কাস্টমার কেয়ার ঠিকানায় যোগাযোগ করুন।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার
অনেক নগদ গ্রাহক নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার খুজে থাকেন, তবে আমি আপনাকে বলব Nagad customer care number একই ।
আপনি উপরোক্ত সারণী থেকে যে কোন একটি পদ্দতি ব্যাবহার করে Nagad customer care number থেকে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারেন।
Nagad helpline number 16167 all open all time for customer help.
উপসংহার
আশাকরি Nagad customer care number সম্পর্কে আপনি যত তথ্য পেয়েছেন এই বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট করুন।
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।