আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত? | আর্জেন্টিনার ভূপ্রকৃতি, খেলাধুলা ও ধর্ম

সুপ্রিয় পাঠকবৃন্দ আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। মূলত পুরো পৃথিবীতে আর্জেন্টিনা দেশটি ফুটবলের জন্য নিজেদের খ্যাতি অর্জন করেছে।

আমরা ফুটবলের দিক থেকে আর্জেন্টিনাকে খুবই ভালভাবে চিনলেও দেশটি কোন মহাদেশে অবস্থিত সে সম্পর্কে জানিনা। এছাড়াও আর্জেন্টিনার মানুষের ধর্ম এবং ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।

তাই আজকের এই আর্টিকেলে আর্জেন্টিনা কোন মহাদেশ অবস্থিত এবং আর্জেন্টিনার সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। 

আর্জেন্টিনার অবস্থান কোন মহাদেশে 

আর্জেন্টিনার অবস্থান কোন মহাদেশে
আর্জেন্টিনার অবস্থান কোন মহাদেশে 

অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা নিয়ে গঠিত দক্ষিন আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা।

আর্জেন্টিনার আধুনিক ফুটবলের পাশাপাশি রয়েছে উন্নত সংস্কৃতি, ইতিহাস এবং বিপুল প্রাকৃতিক সম্পদ।

পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে আর্জেন্টিনা দেশটি অষ্টম অবস্থানে রয়েছে।

এছাড়াও আমেরিকান মহাদেশের মধ্যে আর্জেন্টিনার অবস্থান আয়তনের দিক থেকে দ্বিতীয়।

বিচিত্র ভূ-প্রকৃতি ও জলবায়ু’তে গঠিত আর্জেন্টিনার অবস্থান পৃথিবীর মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের মেরু অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তৃতি। 

এছাড়াও অরণ্যভূমি, মরুভূমি, তুন্দ্রাভূমি, সুউচ্চ সব পর্বত সৃঙ্গের পাশাপাশি নদনদী ও হাজার কিলোমিটারের ও বেশি দক্ষিণ উপসাগরীয় উপকূলভূমি নিয়ে গঠিত আর্জেন্টিনা।

বর্তমান এই আধুনিক আর্জেন্টিনার সূচনা হয় ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশীকরন এর মাধ্যমে।

১৭৭৬ সালে স্পেনীয় উপনিবেশীকরন এর মাধ্যমে রিও দে লা প্লাতা নামের উপ-রাজ্যের সূচনা হয়। যার পরবর্তীতে বর্তমান আর্জেন্টিনা নামে উত্থিত হয়।

তিন শতাব্দীর ঔপনিবেশিক শাসনের পর ১৮১০ সালে স্বাধীনতা লাভ করে আর্জেন্টিনা এবং ১৮১৮ সালে তাদের যুদ্ধ বিজয় শেষ হয় স্পেনের বিরুদ্ধে।

আর্জেন্টিনার ভূপ্রকৃতি ও ধর্ম | আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত

আয়তনের দিক থেকে আর্জেন্টিনা ১০, ৭৩, ৫১৮ বর্গমাইল।

আর্জেন্টিনা সমগ্র দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ জুড়ে অবস্থিত।

দেশটির পশ্চিমে রয়েছে চিলি,উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর-পূর্ব অঞ্চলে ব্রাজিল ও দক্ষিণে ড্রেক প্রণালী ও আটলান্টিক মহাসাগরের তটরেখা অবস্থিত।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

স্থলসীমান্তের দৈর্ঘ্য ৯,৩৭৬ কি.মি ও দক্ষিণ আটল্যান্টিকে তটরেখার দৈর্ঘ্য ৫,১১৭ কি.মি।

আকোনকাগুয়া আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বৎশৃঙ্গ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৯৫৯ মি উঁচু তে অবস্থিত।

আর্জেন্টিনার সর্বনিম্ন বিন্দু হচ্ছে সান্তা ক্রুস প্রদেশে অবস্থিত লাগুনা দেল কার্বন ; যা সমুদ্র পৃষ্ঠ থেকে ১০৫ মিটার নিচে অবস্থিত।

আর্জেন্টিনার প্রধান দুইটি নদী হচ্ছে পারানা ও উরুগুয়াই নদী ; যা একত্রে রিও দে লা প্লাতা গঠন করে।

তাছাড়া সালাদো,রিও নেগ্রো,সান্তা ক্রুস, পিকোমাইয়ো, বোর্মেহো, কোলোরাদো নদী রয়েছে ; যা আর্জেন্টেনীয় সাগরে গিয়ে পড়েছে এবং পরবর্তীতে আটল্যান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে।

আর্জেন্টিনায় কোন ধর্মাবলম্বী মানুষের বাস?

আপনারা অবশ্যই আর্জেন্টিনা কোন মহাদেশ অবস্থিত সেটি জানার পরে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার মানুষ কোন ধর্মের এবং তাদের প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে জানার জন্য আগ্রহী হবেন।

আর্জেন্টিনার জনসংখ্যা সর্বমোট ৩৮,৭৮৭,০০০ জন।

সর্বমোট জনসংখ্যার ৯১% মানুষের ধর্ম হচ্ছে খ্রিষ্টান।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আর্জেন্টিনা বাকি ৯% মানুষের মাঝে ৪% মানুষ হিন্দু এবং ২% মানুষ মুসলিম।

এ ছাড়া বাদবাকি ৩% মানুষ অন্যান্য ধর্মালম্বী। 

আর্জেন্টিনার ৯৬.৭% শ্বেতাঙ্গ, ২.৫% এমিরিন্ডায়ান, ০.৫% এশিয়ান ও ০.৪% আফ্রকান জনসংখ্যা। 

আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত FAQS

আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত?

অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা নিয়ে গঠিত দক্ষিন আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জাতীয় খেলা কোনটি?

আর্জেন্টিনার জাতীয় খেলা হচ্ছে ফুটবল।

আর্জেন্টিনা কতবার ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে?

আর্জেন্টিনা ০৩ বার ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ( ১৯৭৮, ১৯৮৬, ২০২২)

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত, ইতিহাস ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা অর্থনীতি প্রাকৃতিক সম্পদ মিলিয়ে আর্জেন্টিনা একটি পরিপূর্ণ দেশ।  

পৃথিবীর একসময় সপ্তম অর্থনীতির দেশ থেকে বিভিন্ন কারণে নিচে নেমে এখন ২১ তম অবস্থানে আছে।

তবে আর্জেন্টিনার অর্থনীতির বর্তমান অবস্থান আরও নিম্নগামী ; যা আশংকাজনক।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আর্জেন্টিনা কোন মহাদেশ অবস্থিত সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, খেলাধুলা বিষয়ক এবং জ্ঞান মূলক আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়ের সাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment