বিপিএল 2025 সব দলের স্কোয়াড | BPL 2025 All Team Full Squad

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিপিএল 2025 সব দলের স্কোয়াড সম্পর্কে জানতে বর্তমানে অনেকে গুগোল সার্চ করছেন। কেননা গতকাল ২৩শে নভেম্বর আসন্য বিপিএল নবম আসর উপলক্ষ্যে প্লেয়ারস ড্রাফট কর্মসূচি সম্পূর্ণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিলর এবং ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি বিপিএল আসর ২০২৫ উপলক্ষে অংশগ্রহণকারী সকল দল তাদের খেলোয়ারদের তালিকা চূড়ান্ত করেছে এবং জানুয়ারির ৫ তারিখে অনুষ্ঠিতব্য নবম টি-টোয়েন্টি আসরে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে। 

ইতি মধ্যে সকল প্রস্তুতি শেষ এ ২০২৫ সালের ৫ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ফ্রাঞ্চাইজি আশর বাংলাদেশ প্রিমিয়াম প্রিমিয়ার লিগ বিপিএল।  

তাই বিপিএল ২০২৫ কে কোন দলে কোন ক্রিকেটার খেলবে সকল বিষয়ে আপনাদের জানাতে আজকের এই পোস্ট।

Content Summary

বিপিএল 2025 সব দলের স্কোয়াড – বিপিএল 2025 খেলোয়ার তালিকা । BPL 2025 All Team Full Squad and All Players Name

BPL 2025 All Team Full Squad and All Players Name
BPL 2025 All Team Full Squad and All Players Name

আশা করি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নবম আসর সাতটি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে।

নবম বিপিএল আশর ৫ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে। ৪১ দিন ব্যাপী অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এ ৭ টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। ৫ই জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারী ২০২৫ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এবং ১৬ ফেব্রুয়ারী ফাইনালের মাধ্যমে ২০২৫ বিপিএল চ্যাম্পিয়ান নির্বাচনের শেষে পর্দা নামবে বিপিএল 2025 আসরের।  

তাই বাংলাদেশ ক্রিকেট প্রেমিদের আগ্রহকে লক্ষ্য করে বিপিএল 2025 সব দলের স্কোয়াড প্রতি বছরের ন্যায় এই বছরও প্রকাশ করা হচ্ছে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হওয়ার সাথে সাথেই। 

২৩ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষণা অনুযায়ী কে কোন দলে খেলবে এবং বিপিএল ২০২২ সময়সূচি আজকে আমরা শেয়ার করবো। 

আসা করি বিপিএল ২০২৫ সকল দলের স্কোয়াড ও প্লেয়ার দের নামের তালিকা এবং চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা সহ সকল বিষয়ে জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে।

বি পি এল ২০২৫ এ কতটি দল অংশগ্রহণ করছে  

বিপিএল 2025 সব দলের স্কোয়াড, দল সংখ্যা ও প্লেয়ারদের নামের তালিকা
বিপিএল 2025 সব দলের স্কোয়াড, দল সংখ্যা ও প্লেয়ারদের নামের তালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ আশরে মোট ৭ টি দল দল অংশগ্রহণ করবে।

BPL 2025 আশরে অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজি গুলির নাম হচ্ছ –

  1. ঢাকা স্টার্স
  2. রংপুর রাইডার্স
  3. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
  4. সিলেট সানরাইজার্স
  5. ফরচুন বরিশাল
  6. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
  7. খুলনা টাইগার্স

ঢাকা ডমিনেটরস দলের স্কোয়াড বিপিএল ২০২৫

রাজধানী ঢাকার হয়ে প্রতিনিধিত্বকারী বিপিএল দলটির নাম ঢাকা ডমিনেটরস। ঢাকা ডমিনেটরস দটিতে সরাসরি চুক্তিতে আছেন বাংলাদেশের ও বিদেশের বেশকিছু নামি দামী ক্রিকেটার।

দলের নামঢাকা ডমিনেটরস
হেড কোচN/A
আইকন প্লেয়ারতাসকিন আহমেদ
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৩ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১৭ জন
মোট ক্রিকেটার সংখ্যা২০ জন

ঢাকা ডমিনেটরস দলের স্কোয়াড ২০২৫

ঢাকা ডমিনেটরস দলে ডিরেক্ট সাইনিং করা ৩ জন ক্রিকেটার হচ্ছেন – 

  1. তাসকিন আহমেদ ( বাংলাদেশ)
  2. চামিকা করুনারাত্নে ( শ্রীলংকা)
  3. দিলশান মুনাবিরা ( শ্রীলংকা)

ড্রাফট থেকে ঢাকা ডমিনেটরস নেয়া ক্রিকেটারদের নাম

  1. সৌম্য সরকার ( অল রাউন্ডার),
  2. আরিফুল হক ( ব্যাটসম্যান ),
  3. মোহাম্মদ মিঠুন ( ব্যাটসম্যান),
  4. নাসির হোসেন ( অল রাউন্ডার),
  5. শরিফুল ইসলাম (পেস বোলার)
  6. আরাফাত সানি ( স্পিন বোলার)
  7. আল আমিন হোসেন( সিনিয়র ),
  8. মনির হোসেন,
  9. মুক্তার আলী,
  10. দেলোয়ার হোসেন,
  11. মিজানুর রহমান,
  12. অলোক কাপালি,
  13. দিলশান মুনাবিরা ( শ্রীলঙ্কা ),
  14. সালমান ইরশাদ ( পাকিস্থান ),
  15. চামিকা করুনারত্নে ( শ্রীলঙ্কা ),
  16. আহমেদ শেহজাদ ( পাকিস্থান ),
  17. ওসমান গণি ( আফগানিস্তান )।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের স্কোয়াড বিপিএল ২০২৫

দলের নামচট্টগ্রাম চ্যালেঞ্জার্স
হেড কোচপল নিক্সন
আইকন প্লেয়ারআফিফ হোসেন
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৭ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১২ জন
মোট ক্রিকেটার সংখ্যা২১ জন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের স্কোয়াড ও প্লেয়ার তালিকা ২০২৫

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রামের হয়ে যে দলটি প্রতিনিধিত্ব করবে তার নাম হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

বিপিএল 2025 সব দলের স্কোয়াড এর তুলনা করলে চট্টগ্রাম দলের স্কোয়াড  অনেকটাই তরুণ নির্ভর।

বিপিএল 2025 চট্টগ্রাম দলের স্কোয়াড সাজানো হয়েছে সরাসরি সাইনিং করার ৪ জন প্লেয়ার এবং বিপিএল প্লেয়ার ড্রাফট ২০২২ থেকে ক্রয় করা ১২ জন দেশি ও বিদেশি প্লেয়ার এর সমন্বয়ে।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সাথে ডিরেক্ট সাইনিং করেছেন এমন প্লেয়াররা হচ্ছেন- 

  1. আফিফ হোসেন, 
  2. বিশ্ব ফার্নান্দো ( শ্রীলঙ্কা ) ,
  3. আশান প্রিয়ঞ্জন ( শ্রীলঙ্কা ) ,
  4. কার্টিস ক্যাম্পার,
  5. ম্যাক্স ও’ডাউড ( নেদারল্যান্ডাস ),
  6. উন্মুক্ত চাঁদ ( ইউএসএ ),
  7. কার্টিস ক্যাম্পার ( সাউথ আফ্রিকা )

ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে যোগ দেওয়া ক্রিকেটাররা হচ্ছেন

  1. মৃত্যুঞ্জয় চৌধুরী, 
  2. শুভাগত হোম, 
  3. মেহেদী হাসান রানা, 
  4. ইরফান শুক্কুর, 
  5. মেহেদী মারুফ,
  6. জিয়াউর রহমান, 
  7. ম্যাক্স ও’ডাউড, 
  8. উন্মুক্ত চাঁদ, 
  9. তাইজুল ইসলাম, 
  10. আবু জায়েদ, 
  11. ফরহাদ রেজা, 
  12. তৌফিক খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের স্কোয়াড ও প্লেয়ার লিস্ট

দলের নামকুমিল্লা ভিক্টোরিয়ান্স
হেড কোচমোহাম্মদ সালাউদ্দিন
আইকন প্লেয়ারইমরুল কায়েস
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৯ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১৩ জন
মোট ক্রিকেটার সংখ্যা২২ জন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের স্কোয়াড ও প্লেয়ার তালিকা ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের সকল ক্রিকেটার এর পছন্দের কোচ হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এই মোহাম্মদ সালাউদ্দিন তত্বাবধায়নে ইমরুল কায়েস কে অধিনায়ক করে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড।

বিপিএল ২০২৫ সব দলের স্কোয়াড তুলনা করলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের স্কোয়াড অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে।

সরাসরি চুক্তি ও প্লেয়ার ড্রাফট থেকে নেয়া ক্রিকেটার দের মিলিয়ে সব চেয়ে তারকা বহুল দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ডিরেক্ট সাইনিং প্লেয়াররা হচ্ছেন- 

  1. মোস্তাফিজুর রহমান, 
  2. শাহিন শাহ আফ্রিদি, 
  3. মোহাম্মদ রিজওয়ান, 
  4. হাসান আলী, 
  5. খুশদিল শাহ, 
  6. মোহাম্মদ নবী, 
  7. আবরার আহমেদ, 
  8. জস কব, 
  9. ব্র্যান্ডন কিং।  

ড্রাফট থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে যোগ দেওয়া ক্রিকেটাররা হচ্ছেন

  1. লিটন দাস, 
  2. মোসাদ্দেক হোসেন, 
  3. তানভীর ইসলাম, 
  4. ইমরুল কায়েস, 
  5. আশিকুজ্জামান, 
  6. জাকের আলী, 
  7. শন উইলিয়ামস, 
  8. চ্যাডউইক ওয়ালটন, 
  9. সৈকত আলী, 
  10. আবু হায়দার, 
  11. নাঈম হাসান, 
  12. মুকিদুল ইসলাম, 
  13. মাহিদুল ইসলাম।

খুলনা টাইগার্স দলের স্কোয়াড বিপিএল 2025 ও সম্পূর্ণ প্লেয়ার লিস্ট

খুলনা টাইগার্স দলের স্কোয়াড বিপিএল 2025

দলের নামখুলনা টাইগার্স
হেড কোচখালেদ মাহমুদ
আইকন প্লেয়ারতামিম ইকবাল
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৫ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১২ জন
মোট ক্রিকেটার সংখ্যা১৭ জন

খুলনা টাইগার্স দলের স্কোয়াড, ক্রিকেটার তালিকা বিপিএল ২০২৫

সুন্দরবন এর নিকটবতী বাংলাদেশের অন্যতম সৌন্দর্য্যমন্ডিত বিভাগীয় শহর খুলনা নামে বিপিএল ২০২৫ আসরে অংশগ্রহণকারী দলের নাম হচ্ছে খুলনা টাইগার্স। 

খুলনা টাইগার্স দলে ডিরেক্ট সাইনিং প্লেয়ার এবং আইকন প্লেয়ার হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান।

এছাড়াও পাকিস্তানের তরুণ পেস তুর্কি নাসিম শাহ ও অভিজ্ঞ পেসার ওহাব রিয়াজ খেলবেন খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে।  

আরও পড়ুনঃ

বিপিএল ২০২৫ সময়সূচী ও দল, প্লেয়ার ড্রাফট 

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

পৃথিবীর সবচেয়ে ভদ্র ফুটবলার কে?

খুলনা টাইগার্স দলে ডিরেক্ট সাইনিং প্লেয়ার আছেন ৫ জন ক্রিকেটার, তারা হলেন-

  1. তামিম ইকবাল, 
  2. আজম খান, 
  3. ওয়াহাব রিয়াজ, 
  4. আভিস্কা ফার্নান্ডো, 
  5. নাসিম শাহ।

ড্রাফট থেকে খুলনা টাইগার্স দলে নেওয়া স্কোয়াড হচ্ছে –  

  1. মোহাম্মদ সাইফউদ্দিন, 
  2. ইয়াসির আলী, 
  3. নাসুম আহমেদ, 
  4. নাহিদুল ইসলাম, 
  5. মুনিম শাহরিয়ার, 
  6. সাব্বির রহমান, 
  7. দাসুন শানাকা, 
  8. পল ফন মিকেরেন, 
  9. শফিকুল ইসলাম, 
  10. প্রিতম কুমার, 
  11. হাবিবুল রহমান, 
  12. মাহমুদুল হাসান।

সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াড ও প্লেয়ার লিস্ট ২০২৫

দলের নামসিলেট স্ট্রাইকার্স
হেড কোচরাজিম সালেহ
আইকন প্লেয়ারমাশরাফী বিন মোর্ত্তজা
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৮ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১৩ জন

সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াড ও প্লেয়ার তালিকা বিপিএল ২০২৫

বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পীর-আউলিয়ার জেলা শহর সিলেটের হয়ে এবারের বিপিএল ২০২৫ নবম আসরের প্রতিনিধিত্ব করবেন সিলেট স্ট্রাইকার্স। 

বর্তমানে জাতীয় সংসদের একজন সদস্য ও বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের গর্ব আমাদের প্রানপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা রয়েছেন সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াডে। 

এছাড়াও সিলেট স্ট্রাইকার্স দলের আইকন প্লেয়ার হিসাবে নাম ঘোষণা করা হয়েছে মাশরাফি বিন মুর্তজার নাম।

আরও পড়ুনঃ

ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার নিয়ম

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডে ডিরেক্ট সাইনিং করা ক্রিকেটাররা হচ্ছেন-  

  1. মাশরাফি বিন মুর্তজা, 
  2. মোহাম্মদ আমির, 
  3. মোহাম্মদ হারিস, 
  4. থিসারা পেরেরা, 
  5. ধনাঞ্জয়া ডি সিলভা, 
  6. রায়ান বার্ল, 
  7. কামিন্দু মেন্ডিস, 
  8. কলিন অ্যাকারম্যান।

ড্রাফট থেকে সিলেট স্ট্রাইকার্স বিপিএল দলের স্কোয়াড 2025 ক্রিকেটাররা হচ্ছেন –

  1. মুশফিকুর রহিম, 
  2. নাজমুল হোসেন, 
  3. রেজাউর রহমান, 
  4. নাবিল সামাদ, 
  5. তৌহিদ হৃদয়, 
  6. রুবেল হোসেন, 
  7. টম মুডস, 
  8. গুলবদিন নাইব, 
  9. জাকির হাসান, 
  10. নাজমুল ইসলাম অপু, 
  11. আকবর আলী, 
  12. শরীফউল্লাহ, 
  13. তানজিম হাসান।

ফরচুন বরিশাল দলের বিপিএল স্কোয়াড ২০২৫

ফরচুন বরিশাল দলের বিপিএল স্কোয়াড ২০২৫

দলের নামফরচুন বরিশাল
হেড কোচনাজমুল আবেদিন ফাহিম
আইকন প্লেয়ারসাকিব আল হাসান
ডিরেক্ট সাইনিং প্লেয়ার সংখ্যা৮ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১৩ জন
মোট ক্রিকেটার সংখ্যা২১ জন

বিপিএল 2025 সব দলের স্কোয়াড ও প্লেয়ার তালিকা

নদী মাত্রিক দেশ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিভাগীয় একটি শহর হচ্ছে বরিশাল। নদী বেষ্টিত শহর বরিশালের জেলার হয়ে বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ আসরে প্রতিনিধিত্ব করার জন্য ফরচুন বরিশাল রয়েছে। 

বিপিএল 2025 সব দলের স্কোয়াড এর পাশাপাশি ফরচুন বরিশাল দলের স্কোয়াড এর উপর নজর ছিল ক্রিকেট ভক্তদের।

কেননা ফরচুন বরিশাল দলের আইকনিক প্লেয়ারের হিসবে ঘোষণা করা হয়েছে বর্তমান বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক এবং বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে। 

এই দলে রয়েছে ক্রিস গেইল, কুশল পেরেরা, মাহমুদউল্লাহ সহ অনেক অভিজ্ঞ প্লেয়ার।

এছাড়াও ফরচুন বরিশাল দলের হেড কোচ হিসাবে আছেন দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম।

ফরচুন বরিশাল দলে ডিরেক্ট সাইনিং প্লেয়াররা হচ্ছেন 

  1. সাকিব আল হাসান, 
  2. রাকিম কর্নওয়াল, 
  3. মোহাম্মদ ওয়াসিম, 
  4. ক্রিস গেইল, 
  5. ইব্রাহিম জাদরান, 
  6. ইফতিখার আহমেদ, 
  7. নাভিন-উল-হক, 
  8. উসমান কাদির, 
  9. কুশল পেরেরা, 
  10. রহমানউল্লাহ গুরবাজ, 
  11. করিম জানাত।

ড্রাফট থেকে ক্রয় করা ফরচুন বরিশাল ক্রিকেটাররা হচ্ছেন- 

  1. মাহমুদউল্লাহ, 
  2. মেহেদী হাসান মিরাজ, 
  3. ইবাদত হোসেন, 
  4. এনামুল হক, 
  5. কামরুল ইসলাম, 
  6. ফজলে রাব্বি, 
  7. হায়দার আলী, 
  8. চতুরাঙ্গা ডি সিলভা, 
  9. খালেদ আহমেদ, 
  10. সাইফ হাসান, 
  11. কাজি অনীক, 
  12. সানজামুল ইসলাম, 
  13. সালমান হোসেন।

রংপুর রাইডার্স বিপিএল 2025 দলের স্কোয়াড

দলের নামফরচুন বরিশাল
হেড কোচসোহেল ইসলাম
আইকন প্লেয়ারনুরুল হাসান সোহান
ডিরেক্ট সাইনিং প্লেয়ার৭ জন
প্লেয়ার ড্রাফট থেকে ক্রয়১২ জন
মোট ক্রিকেটার সংখ্যা১৯ জন

রংপুর রাইডার্স বিপিএল 2025 দলের স্কোয়াড

বিভাগীয় শহর রংপুর থেকে বিপিএল ২০২৫ অংশগ্রহনকারী দলের নাম হচ্ছে এ রংপুর রাইডার্স। নর্থ বেঙ্গলে অবস্থিত এই জেলার লোকেরা অনেকটা খেলা পাগল।

বর্তমানে বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান ও টি-টোয়েন্টি দলেরন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান রয়েছেন রংপুর রাইডার্স দলের আইকনিক প্লেয়ার হিসাবে। 

সিকান্দার রাজা ও শোয়েব মালিকের মত নামিদামি আন্তর্জাতিক মানসম্পন্ন প্লেয়ার রয়েছেন রংপুর রাইডার্স দলের স্কোয়াডে। 

রংপুর রাইডার্স দলে ডিরেক্ট সাইনিং ক্রিকেটার হচ্ছেন –

  1. নুরুল হাসান, 
  2. সিকান্দার রাজা, 
  3. হারিফ রউফ, 
  4. মোহাম্মদ নেওয়াজ, 
  5. শোয়েব মালিক, 
  6. পাতুম নিশাঙ্কা, 
  7. জেফরি ভ্যান্ডারসাই।

ড্রাফট থেকে রংপুর রাইডার্স বিপিএল 2025 দলের স্কোয়াড এ নেয়া হয়েছে

  1. শেখ মেহেদী হাসান, 
  2. হাসান মাহমুদ, 
  3. মোহাম্মদ নাঈম, 
  4. রকিবুল হাসান, 
  5. শামীম হোসেন, 
  6. রিপন মন্ডল, 
  7. আজমতউল্লাহ, 
  8. অ্যারন জোন্স, 
  9. রনি তালুকদার, 
  10. পারভেজ হোসেন, 
  11. রবিউল হক, 
  12. আলাউদ্দিন বাবু।

বিপিএল কি? What is BPL?

বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লীগ হচ্ছে বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদিত এই ক্রিকেট লীগে বিপিএল গভর্নিং কাউন্সিলর সাথে ফ্র্যাঞ্চাইজি গুলি চুক্তিবদ্ধ হয়ে নিজ নিজ দল গঠন করে টুনামেন্ট অংশগ্রহণ করে থাকে। 

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সৌন্দর্য্যকে আরো বৃদ্ধি করেছে দেশীয় ও আন্তর্জাতিক নতুন খেলোয়াড় যুক্ত হয়ে।

সেই ২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন করে আসছে।

আরও পড়ুনঃ

বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে?

বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা কত?

বিপিএল 2025 সব দলের স্কোয়াড সম্পর্কে কিছু প্রশ্ন

প্রথম বিপিএল শুরু হয় কত সালে?

বাংলাদেশের প্রথম বিপিএল আয়োজন হয় ২০১২ সালে। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়াম প্রিমিয়ার লিগ বিপিএল ২০১২ সাল চালু হয়েছে। ১০ ফেব্রুয়ারী ২০১২ এ বিপিএল-এর প্রথম আসর শুরু হয়।

বিপিএল 2025 সব দলের স্কোয়াড করবে ঘোষণা করা হয়?

২৩শে নভেম্বর ২০২৫ তারিখে আসন্য বিপিএল নবম আসর উপলক্ষ্যে প্লেয়ারস ড্রাফট শেষে বিপিএল 2025 সব দলের স্কোয়াড ঘোষণা করা হয়।

বিপিএল 2025 এ সব দলের মধ্যে সেরা স্কোয়াড কোনটি?

নবম বিপিএল আসর 2025 প্লেয়ারস ড্রাফট শেষে সকল দলের স্কোয়াড বিবেচনায় সেরা স্কোয়াড কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাজিয়েছে বলে আমি মনে করি। আপনি মতে বিপিএল 2025 সেরা স্কোয়াড কোনটি কমেন্ট করে জানান।

উপসংহার,

আশাকরি আপনি বিপিএল 2025 সব দলের স্কোয়াড সর্ম্পকে সঠিক তথ্য খুজে পেয়েছেন ডিজিটাল টাচ ওয়েবসাইটে। 

এই পোস্টে বিপিএল 2025 সব দলের স্কোয়াড লিষ্টে আপনাকে যথাসম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি। 

তারই অংশ হিসাবে আমরা সকল দলের হেড কোচ, আইকন প্লেয়ার ও মোট প্লেয়ার সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

এই পোষ্টের মানোন্নয়ন তখনই সম্ভব যখন আপনারা আমাদের কমেন্টে একটি সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাদেরকে সাজেশন দিবেন। আশা করি আপনাদের কাছ থেকে ভালো একটি ফিডব্যাক বিপিএল 2025 সব দলের স্কোয়াড পোষ্ট সম্পর্কে।

ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, খেলাধুলা ইন্টারনেট থেকে টাকা আয় সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়মিত জানতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

ফেজবুকে আমাদের সংবাদ পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

আরও পড়ুনঃ

ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার নিয়ম

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment