প্রিয় পাঠকগণ বিপিএল পয়েন্ট টেবিল সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর। বিপিএলের এই আসরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে উচ্ছাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে।
তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়ে সেটি হচ্ছে বিপিএল পয়েন্ট টেবিল। কে কতটি ম্যাচ জিতছে এবং কারা টপ ৪ এর মধ্যে আছে সেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনাল ব্যতীত সর্বমোট ৪২ টি ম্যাচের ফলাফল এবং গ্রুপের মধ্যে কারা এগিয়ে আছে সেটি আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।
এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলের সংখ্যা সর্বমোট ৭ টি। মূলত ব্যালিস্টিক ম্যাচের মাধ্যমে একে অপরের মুখোমুখি হবে দুবার। তাহলে চলুন দেখে নেয়া যাক এবারের বিপিএলের পয়েন্ট টেবিলে কে সবচেয়ে উপরে রয়েছে এবং কার অবস্থান কত।
পোস্ট সারসংক্ষেপ
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ | BPL Points Table

এবারের বিপিএলে সাতটি দলের অংশগ্রহণে সর্বমোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেই এবারের বিপিএলের পয়েন্ট টেবিল।
বিপিএল ২০২৩ এর পয়েন্ট টেবিলে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য যোগ হয় ২ পয়েন্ট করে।
কোন কারনে ম্যাচ ড্রা বা পরিতাক্ত হলে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে উভায় দলের সাথে যোগ হয় ১ পয়েন্ট করে।
বি পি এল পয়েন্ট টেবিল তালিকা ২০২৩ – BPL Point Table 2023
নং- | গ্রহণকারী দল | ম্যাচ | জয় | হার | ড্র | নেট রানরেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
1 | সিলেট স্ট্রাইকার্স (Q) | 12 | 9 | 3 | 0 | +0.737 | 18 |
2 | কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Q) | 12 | 9 | 3 | 0 | +0.723 | 18 |
3 | রংপুর রাইডার্স (Q) | 12 | 8 | 4 | 0 | +0.165 | 16 |
4 | ফরচুন বরিশাল (Q) | 12 | 7 | 5 | 0 | +0.542 | 14 |
5 | খুলনা স্ট্রাইকার্স | 12 | 3 | 9 | 0 | -0.534 | 6 |
6 | ঢাকা ডমিনেটর | 12 | 3 | 9 | 0 | -0.776 | 6 |
7 | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | 12 | 3 | 9 | 0 | -0.872 | 6 |
বিপিএল খেলা লাইভ দেখার উপায়
বিপিএল ২০২৩ নবম আসর শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি থেকে।
এরি মধ্যে বাংলাদেশ থেকে বিপিলের লাইভ ম্যাচ গুলো দেখা যাবে দুইটি চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টস থেকে।
এছাড়া বিভিন্ন দেশ থেকে বিপিএল এর লাইভ ম্যাচ দেখার উপায় নিচে দেওয়া হলো।
দেশ | টিভি চ্যানেল / অ্যাপস |
বাংলাদেশ | গাজী টিভি, টি স্পোর্টস |
ভারত | ফ্যান কোড |
পাকিস্থানআফগানিস্থানশ্রীলঙ্কানেপালভুটানমালদ্বীপ | Rabbitholebd Prime |
ইংল্যান্ড | BT Sport |
ওয়েস্ট ইন্ডিজ | Flow Sports |
যুক্তরাষ্ট্র | Hotster US |
কানাডা | Hotster Canada |
আয়ারল্যান্ড | BT Sport |
আরও পড়ুনঃ
বিপিএল পয়েন্ট টেবিল FAQS
এবারের বিপিএলের পয়েন্ট টেবিল উপরে আর্টিকেলে প্রদান করা হয়েছে।
বিপিএল 2023 এর মোট দল ০৭ টি।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ বিপিএল পয়েন্ট টেবিল সম্পর্কে জানতে আপনারা অনেকেই আগ্রহী ছিলেন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেল লিখে বিপিএলের পয়েন্ট টেবিল সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এবং কোন কোন দল সেরা ৪ এর মধ্যে আছে সে সম্পর্কেও জানতে পেরেছেন।
আপনাদের যদি বিপিএল এবং আইপিএল সম্পর্কে বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এছাড়াও আমাদের ওয়েবসাইটের সকল তথ্য গুলো পেয়ে যেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ