সুপ্রিয় পাঠকবৃন্দ তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কোনটি পাঠ করতে হবে সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কি পাঠ করবেন।
মূলত পবিত্র রমজান মাসের প্রতিটি রোজা রাখার ক্ষেত্রে আমাদের তারাবির নামাজ আদায় করতে হয়। আর এই তারাবি নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া পাঠ করতে হবে।
এই সময়টুকু যে আমরা বিশ্রাম গ্রহণ করি এই সময়ে কোন দোয়াগুলো পাঠ করব সে সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি গঠন করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কিভাবে পাঠ করতে হবে সেটি অবশ্যই জানতে পারবেন।
অবশ্যই তারাবির নামাজের এই চার রাকাতের পর কোন দোয়াটি পাঠ করবেন সে বিষয়ে জানতে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
Contents In Brief
- 1 তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কি? – Tarabi Namazer Dua
- 1.1 তারাবির নামাজের দোয়া – Prayer Of Tarabi Prayer
- 1.2 তারাবির নামাজের দোয়া কখন পড়তে হয় – When To Read Tarabi Prayers
- 1.3 তারাবির নামাজের দুই রাকাতের পর দোয়া – Dua After Two Rakats Of Tarabi Prayer
- 1.4 তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া – Four Consecutive Rakats Of Tarabi Prayer
- 1.5 তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া FAQS
- 1.6 উপসংহার
- 1.7 Share this:
তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কি? – Tarabi Namazer Dua
আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ আদায় করতে হয়।
তারাবি নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের ১০ সালামে ২০ রাকাত নামাজ আদায় করতে হয়।
এরই মাঝে আমরা প্রতি চার রাকাত পর পর একটি বিরতি গ্রহণ করি বা বিশ্রাম গ্রহণ করি।
এই বিশ্রামের সময় কিংবা বিরতির সময় অনেকেই দোয়া পাঠ করে থাকেন আবার অনেকেই দোয়া পাঠ করেন না।
এছাড়া ও সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই যে এই সময়টিতে আপনাদের দোয়া করতেই হবে।
তবে আমাদের অবশ্যই উচিত এই সময়টিতে যেকোনো দোয়া পাঠ করা।
এছাড়াও তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া পড়ার জন্য একটি ব্যাপক প্রচলিত একটি দোয়া রয়েছে।
তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া হচ্ছেঃ ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’
মূলত এই দোয়াটি ব্যাপক প্রচলিত এবং তারাবির নামাজের চার রাকাত শেষে যে সময়টুকু আমরা বিশ্রাম করি সেই সময় এই দোয়াটি বেশিরভাগ পড়া হয়ে থাকে।
আপনারা চাইলে এই দোয়াটি পড়তে পারেন কিংবা অন্যান্য যে কোন দোয়া পাঠ করতে পারেন।
আমাদের দুই রাকাত করে দশ সালামে সর্বমোট ২০ রাকাত নামাজ আদায় করতে হয়।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
২০ রাকাত নামাজের শেষ হওয়ার পূর্বে সর্বমোট চারবার আমাদেরকে বিশ্রাম গ্রহণ করতে হয়।
এই সকল বিশ্রামের সময় আপনারা উপরে উল্লেখিত দোয়াটি পাঠ করতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন দোয়া পাঠ করতে পারেন।
তারাবির নামাজের দোয়া – Prayer Of Tarabi Prayer
মূলত তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়।
এশার নামাজের ফরজ এবং সুন্নত আদায় করার পর বিতরের নামাজের পূর্বে যে ১০ সালামে ২০ রাকাত নামাজ আমরা আদায় করে থাকি সেটি হচ্ছে তারাবির নামাজ।
এই তারাবির নামাজের ক্ষেত্রে প্রতি চার রাকাত পর পর আমাদের একটু বিশ্রাম করার নিয়ম রয়েছে।
বিশ্রামকালীন এই সময়টিতে অনেকেই বিভিন্ন ধরনের দোয়া পাঠ করে থাকেন।
অন্যতম প্রচলিত দোয়া গুলোর মধ্যে একটি তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া হচ্ছে,
‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’
এই দোয়াটি না পারলে কিংবা না পড়লে আপনার তারাবির নামাজ হবে না এমনটি কিন্তু নয়।
আপনারা চাইলে এই সময় যেই কোন দোয়ায় পাঠ করতে পারেন।
তবে এ সময়টিতে কুরআন-সুন্নাহর দোয়া, তাওবাহ-ইসতেগফারগুলো পড়াই উত্তম।
আরও পড়ুনঃ
তারাবির নামাজের দোয়া কখন পড়তে হয় – When To Read Tarabi Prayers
মূলত আপনারা তারাবির নামাজের দোয়া কখন পড়তে হয় সেই সম্পর্কে বিভিন্ন সময় জানার ইচ্ছা প্রকাশ করে থাকেন।
অবশ্যই তারাবির নামাজের দোয়া তারাবির নামাজের প্রতি চার রাকাত পর পর পড়বেন।
তারাবির নামাজ যখন আমরা আদায় করে থাকি সে ক্ষেত্রে আমাদের প্রতি চার রাকাত পর পর সামান্য সময় বিশ্রাম করার নিয়ম রয়েছে।
মূলত একটি দীর্ঘ সময় আমরা তারাবির নামাজ আদায় করে থাকে।
সর্বমোট ১০ সালামে আমরা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করে থাকি।
তাই রাকাত পর পর আমাদের বিশ্রামের নিয়ম রয়েছে।
আর আমরা এই চার রাকাত পরে পরে যেকোনো দোয়া পড়তে পারি।
এছাড়াও একটি প্রচলিত দোয়া রয়েছে যেটি ইতিমধ্যেই আপনাদের সাথে আমরা আলোচনা করেছি এবং আপনাদের সামনে দোয়াটি তুলে ধরেছি।
আপনারা চাইলে সেই দোয়াটি পড়তে পারেন কিংবা আপনারা অন্যান্য দোয়া পড়তে পারেন।
তারাবির নামাজের দুই রাকাতের পর দোয়া – Dua After Two Rakats Of Tarabi Prayer
আমরা পবিত্র মাহে রমজান মাসের তারাবির নামাজ আদায় করে থাকে।
দুই রাকাত পড়া সর্বমোট আমরা ২০ রাকাত নামাজ আদায় করি।
আর এই নামাজের মাঝে আমাদের কিছু পাঠ করতে হয়।
আমরা প্রতি চার রাকাত পর পর একটি প্রচলিত দোয়া কিংবা নিজের ইচ্ছার অনুযায়ী কোরআন কিংবা তাওবাহ-ইসতেগফারগুলো পড়ে থাকি।
তবে দুই রাকাত পর কোন দোয়া পড়ার প্রচলন নেই।
আমরা অনেকেই তারাবির দুই রাকাত নামাজ শেষে কোন দোয়া পড়বো সেই সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকি।
তবে এক্ষেত্রে কোন নিয়ম নেই আমরা তারাবি নামাজের দুই রাকাত পর কোন দোয়াগুলো পড়ব সেই সম্পর্কে।
তবে যারা দুই রাকাত পর দোয়া পড়ে থাকেন তারা নিজের ইচ্ছে অনুযায়ী যেকোনো একটি দোয়া পাঠ করতে পারেন।
চার রাকাত পর দোয়া পাঠ করার প্রচলন রয়েছে।
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া – Four Consecutive Rakats Of Tarabi Prayer
ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছে তারাবি নামাজের ৪ রাকাতের পর দোয়া কোনটি এবং কিভাবে পড়বেন।
আপনারা নিয়ম অনুসারে খুব সহজে তারাবি নামাজে চার রাকাত পর পর দোয়া পড়তে পারেন।
এই দোয়াইটি পারার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুবই কম সময় পাবেন।
তাই নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন।
কেননা আপনারা যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন সেই ক্ষেত্রে ইমাম সাহেব চাইবেন খুব দ্রুত নামাজ শেষ করতে।
তাই অবশ্যই দ্রুত এই দোয়াটি পড়ে নিবেন।
আর যদি আপনারা এই দোয়াটি পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য যেকোন দোয়া পড়তে পারেন।
আরও পড়ুনঃ
রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?
তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া FAQS
‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’
মূলত তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা।
হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা অনুসারে তারাবির নামাজ ২০ রাকাত।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ তারাবিহ নামাজের ৪ রাকাতের পর দোয়া কি সেই সম্পর্কে জানতে আপনার অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছিলেন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে তারাবিহ নামাজের ৪ রাকাত পর দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা তারাবির নামাজ সম্পর্কে তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন।
আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
ধন্যবাদ।
আরও পড়ুনঃ
রোজা রাখার নিয়ত, ইফতারের দোয়া
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।