ফরজ নামাজের পর দোয়া । কোন দোয়া গুলো পড়তে হয়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে ফরজ নামাজের পর দোয়া কোন গুলো পড়তে হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা ভোরের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল করে থাকেন।

ফজর নামাজ আদায়ের পর নানান ধরনের দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যদি আমরা মন খুলে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের তার দরবারে অবশ্যই আশ্রয় দিবেন। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সকলেই চেষ্টা করব সে দোয়াটি শিখে নেয়ার।

আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন এবং আমরা তার সন্তুষ্টি লাভের জন্য সকল কিছু করতে প্রস্তুত থাকি। ফজরের নামাজের পর এমনিতেও নানান ধরনের দোয়া মানুষ পড়ে থাকে। চলুন সেগুলোই আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো।

ফরজ নামাজের পর জিকির সমূহ | ফজর ও মাগরিবের নামাজের পর আমল

ফরজ নামাজের পর জিকির সমূহ
ফরজ নামাজের পর জিকির সমূহ

ফজর নামাজের পর আপনারা কোন আমল গুলো করবেন তা নিচে উল্লেখ করা হলো

১. রাসুল (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন। (মুসলিম, হাদিস : ১২২২)

২. তারপর ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম’ – এটি পরতেন। (মুসলিম, হাদিস : ১২২১)

৩. সুবহানাল্লাহ [৩৩ বার], আলহাদুলিল্লাহ [৩৩ বার], আল্লাহু আকবার [৩৩ বার], [লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু; লাহুল মুলকু; ওয়ালাহুল হামদু; ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বাদির) (১ বার)।

এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, হাদিস : ১২৪০)

৪. রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাঁধা থাকবে না।’

(নাসায়ি, হাদিস : ৯৪৪৮; তাবারানি, হাদিস : ৭৮৩২)

আরও পড়ুনঃ

পেট ব্যাথা কমানোর দোয়া কি?

৫. ‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর।

সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। (আবু দাউদ, হাদিস : ৫০৮০)

৬. সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর।

রাসুল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।

৭. দরুদ শরিফ ১০ বার, ফজর ও মাগরিবের পর।

কেয়ামতের দিন রাসুল (সা.)-এর শাফাআত লাভ হবে।

৮. রাদ্বিতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনাঁও, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা— এই দোয়াটি ৩ বার, ফজর ও মাগরিবের পর।

এটা পড়লে রাসুল (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। (ইবনে আবি শাইবা, হাদিস : ০৬/৩৬)

৯. রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ» (সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহি) তার পাপগুলো মুছে ফেলা হয়।

যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারি, হাদিস : ৬৪০৫; মুসলিম, হাদিস : ২৬৯১)

আরও পড়ুনঃ

কবরের আজাব থেকে মুক্তির দোয়া কোনটি?

বিপদের দোয়া কোনগুলো?

দোয়া কবুল হওয়ার সূরা কোনগুলো?

ফরজ নামাজের পর দোয়া FAQS

ফরজ নামাজের পর দোয়া কোনগুলো?

আপনি যখন ফজর নামাজ আদায় শেষ করবেন তখন আপনি চাইলে অনেক গুলো দোয়া পড়তে পারেন। তবে এই গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ্য যোগ্য দোয়া হচ্ছে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ পড়া।

উপসংহার 

সুপ্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি ফজর নামাজের পর কোন দোয়া এবং আমল গুলো আপনারা করবেন সে সম্পর্কে তৈরি করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সঠিক নিয়মে ফজর নামাজের পর দোয়া করতে পারবেন।

আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব এবং প্রয়োজন আমাদের পরে সকল দোয়া গুলো পড়ার চেষ্টা করব।

এ সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

ব্লগিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ নানান ধরনের অনলাইন প্লাটফর্ম কাজগুলো কিভাবে আপনারা শুরু করবেন সে সম্পর্কে আর্টিকেল আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

আপনারা চাইলে সে সকল আর্টিকেলগুলো করে নিজেদের ক্যারিয়ারকে অনলাইনের মাধ্যমে গঠন করতে পারেন।

সেই সাথে আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।