প্রিয় পাঠকগণ বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে আপনারা জানার জন্য বিভিন্ন সময়ে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। বিদায় বেলায় শেষ একটি অনুষ্ঠানের মধ্যে আপনারা সকলেই নিজেদের যেকোনো একটি প্রতিভাকে সকলের সামনে উপস্থিত করতে চান।
সে সকল বিষয়গুলো ছাপিয়ে বিদায় অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রাধান্য পেয়ে থাকে সেটি হচ্ছে কবিতা আবৃতি। আপনি বিদায় বেলার সময় যদি একটি বিদায়ের কবিতা সকলকে উপহার দিতে পারেন সেক্ষেত্রে আপনার স্মৃতিই মানুষের কাছে কিংবা ওইখানে চিরকাল থেকে যাবে।
আজকে আমরা আপনাদেরকে কতগুলো বিদায় অনুষ্ঠানে কবিতা প্রধান করব। এই কবিতাগুলো আপনারা অনুষ্ঠানের মত কোন অনুষ্ঠানের সব সময় ব্যবহার করতে পারেন।
বিদায় অনুষ্ঠানের ছন্দ ও কবিতা – বিদায় সংবর্ধনা বিদায় অনুষ্ঠানের কবিতা
![বিদায় অনুষ্ঠানের ছন্দ ও কবিতা](https://digitaltuch.com/wp-content/uploads/2023/05/বিদায়-অনুষ্ঠানের-ছন্দ-ও-কবিতা.png)
নিচে বিদায় অনুষ্ঠান সম্পর্কে কিছু কবিতা আকারে প্রদান করা হলো-
১/ বিদায়ী বাসনা
– মহিব্বুল্লাহ আফনান
বিদায় বেলার ক্রান্তিলগ্নে ভাড়াক্রান্ত মনে,
কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।
তোমার থেকেই গ্রহেছি মোরা জ্ঞানের পাণ্ডুলিপি,
সেই তোমাকে কেমনে জানাই ‘বিদায়’ তদ্যপি।
তবুও আজি ‘বিদায়’ মঞ্চে দাঁড়াতে হলো মোরে,
স্নেহ দিও, দোয়া দিও বিদায় কালের তরে।
বিদায় কালে করো গ্রহণ আপন ভালোবাসা,
তোমার বুকেই পেয়েছি মোরা জীবন গড়ার আশা।
শিক্ষাগুরুর কদমতলে জানাই শ্রদ্ধা জ্ঞাপন,
যাদের দিশায় লাভ করেছি বিদ্যার আয়োজন।
বিদ্যাগুরু করো মোদের ভুল-ভ্রান্তি ক্ষমা,
জীবন মোদের ধন্য হবে, শ্রাদ্ধ হবে জমা।
শেষের কালে সবার নিকট দোয়া ভিক্ষা মাগি,
জীবন পথে চলতে গিয়ে সফল হওয়ার লাগি।
২/ তুমি কি বিদায় নিলে
নাকি বাহানা খুঁজছিলে?
আমি খুবই বোকা ছিলাম
শুধু ভালোবাসতে চেয়েছিলাম।
৩/ মন চায় না দিতে বিদায়
কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়
সময় চলে যাচ্ছে সময়ের মত
মনে করে দেখো স্মৃতি আছে কত!
৪/ আজ আকাশেরও মন ভাল নেই
সাদা মেঘ গুলো কালো হয়ে উঠেছে
আজ তবে থাক, পরে ভালোবেসো
বিদায় মেঘ, কাল আবার এসো।
৫/ আসলেই কি বিদায় নেওয়া যায়?
তুমিও কি আজ ভুলে গেছো আমায়?
কই আমি তো ভুলতে পারি না,
শতবার ফিরে আসে অতীতের ভাবনা৷
আরও পড়ুনঃ
স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা
১/ দেহকে জানাই চির বিদায়
অনেকেই তো ছিল এ যাত্রায়
আমি এখন বাতাসে ভাসব নির্দ্বিধায়।
২/ ভাঙ্গে, ভাঙ্গে, সবই ভাঙ্গে
বদলে যায় দিন, মাস, বছর
কেলেন্ডারের তারিখ পাল্টায়।
পাল্টে যায় মানুষ, মানুষের মনের সমীকরণ।
এভাবেই বিদায় নেয় আরো একটি বছর৷
৩/ আমাদের দেখা হয়েছিল রঙিন ধুলো কুড়োতে গিয়ে
অনেক বেলা কেটেছে পুতুল খেলে
জীবনের ছুটি ফুরিয়ে যাবার পরে
বিদায় নিতে আমার কাছে এলে!
৪/ একবার ভেবেছিলাম তোমাকে ছেড়ে যাব
‘ বিদায় প্রিয় ‘ বলে পথ হারাবো
তখনই তোমার মিষ্টি ঠোঁটের ওঠা নামার কথা মনে পড়ে
তাই বারবার ফিরে আসি তোমার বাহুডোরে।
৫/ খুবই বিষন্ন এক বিকেলে আমি বিদায় নিবো
হঠাৎ শালিকের সাথে দেখা হলে গান শোনাবো,
কেউ দেখুক বা না দেখুক, আমি চলে যাবো
আড়াল থেকে তোমার শুধু ভালবাসবো।
Also Read:
বিদায় অনুষ্ঠানের কবিতা তৈরীর নিয়ম – সহকর্মীর বিদায় কবিতা
আমরা আপনাদের আগে অনেকগুলো আর্টিকেল এর মধ্যে প্রকাশ করেছি যে যদি আপনার কবিতা লিখতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো ভালো কবিতা খুব সহজে লিখতে পারেন।
নিজে থেকে কবিতা লেখার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ইচ্ছে থাকতে হবে।
এছাড়াও আপনি বিদায় অনুষ্ঠানের সম্পর্কে যেহেতু কবিতা লিখবেন সেহেতু আপনি চাইবেন সেই বিষয়টি যাতে আপনার কবিতায় ফুটে ওঠে।
আমাদের মধ্যে অনেকেই কবিতা প্রেমিক রয়েছে যারা কবিতা লিখতে এবং বেশি বেশি পড়তে ভালোবাসি।
তারা খুব সহজেই বিভিন্ন ধরনের ছন্দ মিলিয়ে ফেলতে পারে।
তাদের জন্য কবিতা তৈরি করা খুবই সহজ এবং কম সময়ের একটি কাজ।
আপনি কবে থেকে ভালবাসলে তাহলে আপনিও খুব সহজেই এই কবিতা লিখতে এবং আবৃত্তি করতে পারবেন।
আরও পড়ুনঃ
পৃথিবীর সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী কে?
স্বর্গীয় বধু মসজিদ কে নির্মাণ করেন?
বিদায় অনুষ্ঠানের কবিতা FAQS
আপনি আপনার বিদ্যালয় কিংবা যেখান থেকে বিঁধায় নেন না কেন আপনার এই সকল কবিতার ক্ষেত্রে বিদায়ী মনোভাব গুলো প্রকাশ করা অনেক জরুরি। আপনি অবশ্যই এই সকল কবিতা গুলো নিজে থেকে লিখতে পারবেন।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের বিদায় অনুষ্ঠানের কবিতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আজকের এই আর্টিকেল থেকে বিদায় অনুষ্ঠানের ছন্দ গুলো আপনারা জেনে নিয়েছেন।
আপনি কি অনলাইনের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হতে চান।
অথবা নিজের ক্যারিয়ার নিয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েছেন।
আপনারা যদি ঘরে শুধু শুধু বসে থাকেন তাহলে কখনো এই সমস্যার সমাধান হবে না।
আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ গাইড লাইন সহকারে অনলাইন বিষয়ক আর সম্পর্কে জানতে পারেন।
আপনারা যদি আমাদের ওয়ের সাইট সম্পর্কিত কোন আবৃতি প্রয়োজনে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেইজে ফলো করুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।