Freelancing meaning in Bengali | ফ্রিল্যান্সিং কি ও কাকে বলে

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? বাংলাদেশে শিক্ষিত বেকার তরুন ও যুবকদের কাছে ফ্রিল্যান্সিং শব্দটি একটি শব্দই নয়। Freelancing meaning in Bengali সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে। ফ্রিল্যান্সিং করে এখন অনেকই নিজেকে সাবলম্বি করে তুলছে। এখন ফ্রিল্যান্সিং শিখে আপনিও ঘরে বসে টাকা আয় করতে পারবেন। বর্তমান বিশ্ব বাজারে Freelancing jobs চাহিদা দিনে দিনে বেড়েই চলছে।

বর্তমানে বাংলাদেশে দিনে দিনে বেকারত্ব একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশে প্রতি বছর কয়েক মিলিয়ন শিক্ষিত বেকার যুবক তৈরি হচ্ছে।

অনেক শিক্ষিত বেকার যুবক জানেননা কিভবে Freelancing করে টাকা আয় করতে হয়। বর্তমানে দেশে অনেক শিক্ষিত যুবক চাকরি না পেয়ে ঘরে বসে অনলাইনে কীভাবে অর্থ উপার্জন করা যায় তা জানতে চান।

বন্ধুরা ফ্রিল্যান্সিং অনলাইন থেকে অর্থ উপার্জনের সব থেকে ভাল পদ্দতি। তবে আপনাকে Freelancing meaning in Bengali, সঠিক পদ্দতি জানাতে চলে এলাম এই পোস্টে।

কেননা Freelancing meaning সম্পর্কে আপনার সঠিক ধারণা না থকালে আপনি অর্থ উপার্জনের পূর্বেই জালিয়াতির শিকার হতে পারেন।

আপনি কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে একটি টাকাও আসবে না অথবা আপনি Freelancing শিখতে অনেক বেশি টাকা খরচ করে ফেলবেন।

তাই ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাকে বলে এই সম্পর্কে Freelancing meaning in Bengali পোস্ট দরকার বলে আমি মনে করি।

কেননা বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং শিখানোর নামে ব্যবসা করে যাচ্ছে এবং অনেকেই তাদের প্রতারনার শিকার হচ্ছেন।

So, আজ আপনি এখান থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে সব থেকে সেরা উপায় Freelancing meaning সম্পর্কে জেনে জাবেন। যে পাশাকে আপন করে নিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষ।

Freelancing meaning in Bengali | ফ্রিল্যান্সিং কি | ফ্রিল্যান্সিং কাকে বলে

Freelancing meaning in Bengali
Freelancing meaning in Bengali

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার নিজের যে কোনও দক্ষতার বিনিময়ে ঘরে বসে সহজে অর্থোপার্জন।

চলুন আপনাকে উদাহরণ দিয়ে বুজানো যাক Freelancing meaning সম্পর্কে।

ALSO Read:

How to buy skitto Mb without app

Nagad account open offer

উদাহরণ 1# ধরুন আপনি পড়ালেখা করেছেন এবং ভালো ইংলিশ জানেন, অনলাইনে কাজ বিষয়ে আপনার কোন দক্ষতা নাই। এখানে আপনার জন্য আপনার জন্য একটি কাজ রয়েছে, সে ডাটা এন্ট্রি। 

ডাটা এন্ট্রি করেও অনেকে হাজার হাজার টাকা প্রতি মাসে অনলাইন থেকে আয় করছেন। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

শুরুতে এই বিষয়ে আপনার ধারনা না থাকতে পারে, ইউটিউবে এই বিষয়ে কিছুক্ষণ সময় ব্যয় করে রিচার্জ করলে আপনি এই সম্পর্কে অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন এবং অনেক তাড়াতাড়ি আপনার অনলাইন আয় শুরু করতে পারবেন বলে মনে করি।

উদাহরণ 2# মনে করুন আপনি নিজের ছবির কাজ করেছেন Photoshop এ এবং আপনি ছবির ভালো কাজ করতে পারেন। তাহলে আপনি এখন Youtube থেকে কিছু ধারণা নিয়ে ফটো এডিটিং কাজ করতে পারেন অন লাইন মার্কেটপ্লেস গুলিতে।

বন্ধুরা আপনি অনলাইনে কাজ করতে হলে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনার কি টপিক বা বিষয় ভালো লাগে আপনি নিজের পছন্দমতো সময়ে ওই টপিক গুলো আস্তে আস্তে শিখতে থাকুন ঘরে বসেই।

What is Freelancing | ফ্রিল্যান্সিং কাকে বলে?

আমি আশাকরি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি? 

ফ্রিল্যান্সিং কাকে বলে এ বিষয়ে আপনাকে আরও কিছু বিভাগ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এখানে আপনাদের ফ্রিল্যান্সিংয়ের কিছু বিভাগ সমূহ সম্পর্কে জানাবো।

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

  • Adobe Photoshop (এডোবি ফটোশপ )
  • Content Writing ( কন্টেন্ট রাইটিং)
  • Online teaching ( অনলাইন টিচিং )
  • Painting (পেইন্টিং )
  • Music ( সংগীত )
  • Computer specialist ( কম্পিউটার বিশেষজ্ঞ)
  • Art ( চিত্র )
  • Web design and development ( ওয়েব ডিজাইন  & ডেভেলপমেন্ট )
  • Graphic design ( গ্রাফিক ডিজাইন )
  • এবং আরও অনেক বিষয় রয়েছে বর্তমানে Freelancing করার মতো।

যে বিষয়ে আপনার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে সেই বিষয়ে আপনি প্রথমে চেষ্টা করুন ফ্রিল্যান্সিং করতে।

অফলাইন কাজের ক্ষেত্রে আমরা যেমন কাজের বিনিময়ে টাকা পাই ফ্রিল্যান্সিংও এমনি একটি পেশা, তবে তা সম্পূর্ণ অনলাইন কাজ।

তবে এখানে আপনাকে পেমেন্ট অনলাইনে গ্রহণ করতে হবে এবং ক্লাইন্ট ( কাস্টমার ) অনলাইন থেকেই আপনাকে কাজ করাবে। যা আপনি নিজ ঘরে বসে আপনার পছন্দ মতো সময়ে করে জমা দিতে পারবেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আশা করি আপনি ফ্রিল্যান্সিং কাকে বলে বুঝতে পেরেছেন। 

Freelancer meaning in Bengali – ফ্রিল্যান্সার কাকে বলে

যারা অনলাইন মার্কেটপ্লেসে অন্যের কাজগুলো অর্থের বিনিময়ে করে দিয়ে থাকেন তাদেরকেই ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। অর্থাৎ Freelancer meaning in bengali মানে হচ্ছে নিজের সার্ভিস বা সেভার বিনিময়ে অনলাইনে টাকা ইনকাম করার পদ্ধতি।

ফ্রিল্যান্সিং সফল হতে করনীয়

অনলাইন থেকে ফ্রিল্যান্সিং অর্থ উপার্জনের জন্য সেরা উপায়।

তবে নতুন ফ্রিল্যান্সারদের প্রথমে কাজ পেতে কঠোর পরিশ্রম করতে হবে, সফল হতে হলে প্রথম কাজ পেতে কয়েক মাস লাগতে পারে।

আপনি যদি প্রথম কয়েক মাস কষ্ট করেন, সফল হন, তবে আপনি ১ ঘন্টায় ৫০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে।

এখানে কাজের কোন সময়সীমা নেই, তাই যখনই আপনার মন চাইবে আপনি তখনি কাজ করতে পারেন।

বন্ধুরা Freelancing meaning in Bengali জানার পর, এখান আপনাকে Freelancing ওয়েবসাইট গুলিতে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

এখানে আপনাকে আপনার দক্ষতা বিষয় এবং নিজের সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য দিতে হবে। তবেই আপনি ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন।

Freelancing marketplace list | শীর্ষ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট

  • Upwork ( আপওয়ার্ক)
  • Fiverr ( ফাইবার )
  • Freelancer ( ফ্রিলাঞ্চার)
  • Peopleperhour ( পিপল-পার-অয়ার )
  • Toptal ( টপটাল )
  • Elance ( এলাঞ্চ )
  • Project4hire
  • SimplyHired
  • IFreelance
  • Guru
  • 99designs

How to do a freelancing  job? ফ্রিল্যান্সিং জব কীভাবে করবেন

আমরা আপনাকে আগেই বলেছি যে ফ্রিল্যান্সিং একটি দক্ষতা ভিত্তিক কাজ।

উপরোক্ত সাইট গুলিতে আপনি আপনার দক্ষতা থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং ফ্রিল্যান্সার হতে চান তবে প্রথমে অবশ্যই আপনার দক্ষতা চিহ্নিত করুন, আপনি অনলাইনে কোন কাজটি ভাল করতে পারেন?

অবশর সময়ে আপনি কী করতে চান? আপনি কোন খরচ ছাড়া কী কাজ করতে পছন্দ করেন?

এখন নিজ প্রতিভা বুজে আপনি কাজ নির্ণয় করবেন। আপনার পছন্দনীয় ঐ কাজটি শিখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন।

আপনার কাজটিকে আপনি আরও ভাল এবং যে কারো থেকে নতুন উপায়ে করা শুরু করুন।

যাতে আপনি অন লাইন প্লাটফরম গুলিতে ক্লায়েন্টদের সেরা মূল্যে এবং ভালো মানে কাজ দিতে পারেন। কখনোই সস্তা দামে কাজ করবেন না অন্যান্য ফ্রিল্যান্সারদের রেট দেখে কাজের মূল্য নির্ধারণ করুন। 

ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন 

ফ্রিল্যান্সিং কি? Freelancing meaning in Bengali পড়ে আপনি নিশ্চয়ই বুজতে পেরেছেন আপনার কাজের ধরণ। Freelancing বেশিরভাগ কাজগুলি অনলাইনে হয়ে থাকে।

এজন্য আপনার নিন্মে উল্লিখিত জিনিসগুলি সর্বদা প্রয়োজন হবে-  

  • Computer OR leptop /  একটি কম্পিউটার বা ল্যাপটপ
  • Internet connection ( ইন্টারনেট সংযোগ )
  • Smartphone ( স্মার্টফোন )
  • Email account ( একটি ইমেল অ্যাকাউন্ট )
  • Bank Account ( ব্যাংক হিসাব )

ফ্রিল্যান্সিং কাজে ক্লায়েন্টদের কাছ থেকে অর্থ গ্রহন করতে অনলাইন পেমেন্ট পদ্ধতি থেকে যে কোন একটি অন লাইন পেমেন্ট পদ্দতি ব্যাবহার করতে হবে। যেমন পেপ্যাল ​​অ্যাকাউন্ট, পেওনিয়ার ইত্যাদি।

How to learn freelancing in Bangladesh?

Freelancing meaning Bangla পোস্টে আমরা আপনাদের ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন এবং ফ্রিল্যান্সিং হতে হলে আপনাকে বাংলাদেশে কি ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।

বর্তমানে বাংলাদেশ থেকে ফ্রীলান্সিং করে টাকা আয় করছেন অনেকেই। ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় একটি পেশা হয়েছে সমগ্র বিশ্বে। তবে সেই সাথে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর কম্পিটিশন রয়েছে এখন।

তাই আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে অবশ্যই সঠিক বিষয়টি নির্বাচন করতে হবে।

কেননা ইন্টারনেট পুরো বিশ্ব মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। চাইলে শুরুতে আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন।

বর্তমানে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছে আপনাদের আশেপাশে। আপনারা চাইলে তাদের কাছে শরণাপন্ন হয়ে তাদের কিছু কাজ ফ্রিতে করে দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। 

freelancing in bangladesh নামে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুকে। আপনি চাইলে তাদের ফেসবুক গ্রুপে জয়েন কর, তাদের কথোপকথন এবং তাদের লেখা বিভিন্ন পোস্ট থেকে বুঝতে পারেন।

তারা কি ধরনের কাজের কথা বলছে এবং বর্তমানে মার্কেট প্লেসে কি ধরণের কাজের চাহিদা রয়েছে।

আপনি কি ধরনের কাজ করবেন এবং ফ্রিল্যান্সার হতে আপনার কি করনীয় সকল বিষয়ে আপনি সঠিক ধারণা পেতে হলে অবশ্যই ফ্রিল্যান্সিং করা  লোকদের সঙ্গে আপনার যোগাযোগ থাকা দরকার। 

Freelancing meaning in Bengali OR Bangladesh?

Freelancing meaning in Bengali
Freelancing meaning in Bengali

বন্ধুরা বাংলাদেশে অনেকেই এমন রয়েছেন যারা Freelancing meaning বলতে বুজেন অল্প সময়ে ইন্টারনেট থেকে বেশি পরিমান অর্থ আয় করা।

হ্যাঁ এটা সম্বভ তবে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটে অনেক ভালো ভালো কাজ রয়েছে, আপনাকে প্রথমে সেই কাজ গুলি সম্পর্কে জানতে হবে। 

আমি আপনাদের বলবো আপনি ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকে ছোট ছোট কাজ গুলি দিয়ে শুরু করেন। 

ছোট কাজ গুলিতে আপনি ভালো দক্ষতা দেখাতে পারলে আপনি বড় কাজগুলি করতে পারবেন।

অনেক এমন ফ্রিল্যান্সার রয়েছেন বাংলাদেশে যাদের মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি। তাই ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে টাকার দিকে না তাকিয়ে আগে কাজ শিখুন। 

আপনি একবার কষ্ট করে ভালো কাজ শিখতে পারলে ফ্রিল্যান্সিং করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। ধন্যবাদ আশা করি Freelancing meaning in Bangladesh ধারণা পরিস্কার হয়েছে। 

আরও পড়ুনঃ 

নগদ একাউন্ট সুবিধাউপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে

পদ্মা সেতুর খরচ কত টাকা? 

ইউটিউব থেকে আয় করার উপায় 

Blogger Meaning In Bengali

Freelancing meaning in Bengali – ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

ফ্রিল্যান্সিং কি?

আমাদের দৈনন্দিন জীবনের কাজের মত ফ্রিল্যান্সিংও একটি কাজ, বলতে পারেন ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা, যে পেশার মাধ্যমে আপনি অনলাইনে ঘরে ক্লাইন্টের কাজ করে টাকা আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং এর কাজ কি?

ভিডিও এডিটিং কনটেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইনিং সহ অনেক ধরনের কাজ অনলাইনে ঘরে বসে করা যায়। মূলত এই কাজগুলো করার জন্যই বায়ার ফ্রিল্যান্সারদের হায়ার করে।

ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায়?

বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে এমন কিছু কাজ রয়েছে যে কাজ গুলি মোবাইল দিয়ে করা যায়। তবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনার সফলতা অর্জন করতে অনেক কষ্ট হবে।

ফ্রিল্যান্সিং কেন করব?

বর্তমানে অনেকেই নিজেকে চাকরির চেয়ে ফ্রিল্যান্সিংয়ে নিজেকে অনেক বেশি কমফর্টেবল মনে করছেন এবং ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। বাংলাদেশের অনেক বেসরকারি চাকরির চেয়ে ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো পরিমাণ টাকা আয় করা যায় তাই আপনিও চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন নিজেকে আর্থিক ভাবে সফল করতে।

ফ্রিল্যান্সিং কি হালাল?

ফ্রিল্যান্সিং অবশ্যই হালাল। কেননা আপনি অনলাইনে ঘরে বসে কাজ করে আপনার স্কিল ও শ্রমের বিনিময়ে আপনি টাকা পেয়ে থাকেন।

In conclusion,

আশা করি আপনি Freelancing meaning in Bengali পোস্ট থেকে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

কোথায় ফ্রিল্যান্সিং কাজ করবেন বা কীভাবে এবং কোথায় পাবেন আপনার ক্লায়েন্টের কিভাবে খুজবেন এই সকল বিষয়ে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করুন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

3 thoughts on “Freelancing meaning in Bengali | ফ্রিল্যান্সিং কি ও কাকে বলে”

Leave a Comment