funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন 2024 – Funny captions about friendship

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ জীবনে আমার আপনার সকলের ভালো বন্ধু রয়েছে। আজকের এই আর্টিকেলটি funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন আপনাদেরকে দেয়ার জন্য গঠন করা হয়েছে। আমাদের জীবনে যে সকল বন্ধু রয়েছে সকলেই অনেক মজার হয়ে থাকে এটা আমরা সবাই জানি।

তবে কিছু কিছু বন্ধু আমাদের জীবনের অনেক বড় একটি অংশ হয়ে যায়। তারা শুধুমাত্র নিজেদের বন্ধুই নয় ভাইয়ের মত হয়ে থাকে। এ সকল বন্ধুদেরকে নিয়ে আজকের এই আর্টিকেলে কতটা ফানি ক্যাপশন আপনারা দিতে পারেন তা আপনাদের সামনে উল্লেখ করব।

প্রিয় পাঠকগণ যেসকল ক্যাপশনগুলো আপনাদেরকে আজকেরে আর্টিকেলে প্রদান করা হবে সে সকল ক্যাপশনগুলো আপনারা চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং আপনাদের নানান কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুদের সাথে হাসি এবং মজার করেই প্রতিটি মানুষ জীবনে বেঁচে থাকে। এবং বন্ধুদের সাথে জীবনের সকল কথা শেয়ার করা যায়।

বন্ধুত্ব নিয়ে মজার ক্যাপশন – Funny captions about friendship

বন্ধুত্ব নিয়ে মজার ক্যাপশন
বন্ধুত্ব নিয়ে মজার ক্যাপশন 

প্রিয় পাঠকগণ চলুন আমরা দেখে নেই বন্ধুদের নিয়ে মজার মজার কিছু ক্যাপশন।

১. বন্ধু আমার ভালোবাসার রাজা নিঃসন্দেহে সেঞ্চুরি করবে। আবার হয়ত শুনব কিছুদিন পর নতুন তথ্য প্রেমের ব্যাপারে।

২. বন্ধুত্ব যখন গভীর হয়ে যায় তখন, কথার চেয়ে গালাগালি বেশি হয়।

৩. বন্ধু হচ্ছে তোমার সকল দোষের ব্যাংক, যে তোমার থেকে তোমার সম্পর্কে বেশি জানে।

৪. বন্ধুর সাথে গিয়েছিলাম সেদিন বাজারে, ওর পকেটে ঠিক আছে তবে আমার পকেট ফাঁকা।

৫. সকল কষ্টের মাঝে হঠাৎ করে একটি মুখ দেখলেই হাসি পায়, আর সে মুখটি হল বন্ধুর মুখ।

৬. সকলে বলে প্রেম ছাড়া কি জীবন বাঁচে, বন্ধু বলে তাহলে আমরা কি এলিয়েন নাকি।

৭. বন্ধু তো সেই যে কিনা সব জায়গায় কট খাওয়াবে।

৮. ভালোবাসার সম্পর্ক ভাঙলে যে বন্ধু ট্রিট দেয় সেটাইতো বন্ধুত্ব।

৯. প্রকৃত বন্ধু কে চিহ্নিত করা দুঃসময়ে সে বুঝিয়ে দেয় কে আমার বন্ধু ছিল আর কেউ ছিলনা।

১০. বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।

১১. বিপদে যে পাশে রয়েছে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু।

১২. ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মারার নাম হচ্ছে বন্ধুত্ব।

১৩. সকলে যখন পিটিতে ব্যস্ত, বন্ধুকে নিয়ে তখন লুকিয়ে থাকার মজাই আলাদা।

১৪. পকেটে টাকা না থাকা একজন সৎ বন্ধু, কোটিপতি অসৎ বন্ধুর চেয়ে অনেক অনেক উত্তম। সঠিক মনুষ্যত্ব বোধ নিয়ে একজন সৎ বন্ধু তৈরি হয়।

অসৎ বন্ধু কখনো প্রকৃত বন্ধু সমতুল্য হতে পারে না।

১৫. বন্ধু সে নয় যে আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছে, বন্ধু সে যে বিপদ থেকে আপনাকে মৃত্যুর বিনিময়ে বাঁচাতে চেয়েছে।

১৬. প্রিয় বন্ধু থাকা সত্যিই আল্লাহতালার আশীর্বাদ, যা সকলের থাকে না।

১৭. বন্ধুত্ব পৃথিবীতে না থাকলে হয়তো কোন মহৎ কাজ সম্পন্ন হতো না, ব্যক্তিগত কোন সুখ -দুঃখ ,হতাশা ভাগাভাগি করার মতো কোনো অপশন থাকতো না।

মানুষকে হয়তো পাওয়া যেত না একটি সুস্থ মনুষ্যত্ব রুপে। বন্ধু ছাড়া, একটি সুস্থ মানুষ বাঁচতে পারতো না।

১৮. রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো একটি নাম বন্ধু।

১৯. আকাশের তারাদের মিষ্টি হাসির মতো বন্ধু তুই আমার কাছে। যা কোনদিন হারাবে না।

২০. বন্ধু তুই আমার কাছে মুক্ত নীল আকাশে মত উদার।

আরও পড়ুনঃ

৭ মার্চের ভাষণের মূল বিষয়বস্তু কি?

মানুষের জন্য কল্যাণকর দশটি কাজের তালিকা

ঋণাত্মক কাজের উদাহরণ কি? 

Best friend funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন

এখন আমরা এ পর্যায়ে best friend funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। 

জীবনের সকলেরই বেস্ট ফ্রেন্ড নামক বন্ধুগুলো রয়েছে যারা আপনাকে খুবই আগলে রাখে। জীবনের সকল জায়গায় যারা আপনার বিপদ নিজের ঘাড়ে নিয়ে নেয়।

এরাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড, যারা আপনাকে কখনো ছেড়ে যাবেনা।

যাদের কাছে শুধুমাত্র আপনার প্রাধান্য বেশি থাকবে। চলুন বেস্ট ফ্রেন্ড কে নিয়ে কিছু ক্যাপশন দেখে নেয়া যাক।

Funny Clip

১. বন্ধুদের মাঝে ফিরে আসুক সেই ছোটবেলা, যেখানে ছিল না কোন সোশ্যাল মিডিয়া, চলবে শুধু বন্ধু বন্ধু খেলা।

২. বন্ধু লাগলে বলিস, জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাতে তোকে দেবো, লবণ মাখিয়ে নিস।

৩. বন্ধু মানে ফুর্তি নাম।

৪. টিফিন পালিয়ে পরদিন মার খাওয়ার ভয় স্কুলে না যাওয়ার নামগুলো হচ্ছে বন্ধুত্ব।

৫. বন্ধুরা একসাথে থাকলে পৃথিবীর কোন বিপদ আসতে পারে না।

৬. তোর মত বন্ধু না থাকলে হয়তো বা বুঝতাম না যে এই ছোট্ট নামটির অর্থ কত বড় মহান ব্যক্তির অধিকারী তুই না থাকলে ভরসার কোন মানুষই খুঁজে পেতাম না এভাবেই তোর পাশে থাকতে চাই বন্ধু দুজন দুজনাকে পাশে নিয়ে।

৭. তুই তো আমার বন্ধু একবেলা না দেখলে বুকের ভেতর ছটফট করা অসংখ্য কষ্ট।

৮. বন্ধু মানে পরিবারের পরে বাইরে আরেকটা পরিবার।

৯. যার ওপরে আস্থা ভরসা বিশ্বাস সবটুকুই অর্জন করা যায়, তার নামই হচ্ছে বন্ধু।

১০. আমরা সময়ের ব্যবধানে যে যতই দূরে থাকি না কেন একে অন্যর মনে আমরা এখন সুতোয় গাঁথা থাকবো যেটা থাকবে অদৃশ্য অদৃশ্য মানব এর বসবাস হবে আমাদের দুজনের মধ্যে।

১১. কেউ নাই কেউ চলন ব্যস্ততার মাঝেও একে অন্যের সাথে আড্ডা না দিলে চলবে না সব মেস হবে দিনে কিন্তু আড্ডাটাকে মিস করা যাবে না হয়তোবা আমরা একদিন অনেক দূরে থাকবো তা ভেবেও।

১২. চল বন্ধু সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাই।

১৩. বন্ধুত্বের মধ্যে ঝগড়া,  অভিমান সবই হবে কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে যাবে।

১৪. দূরে থাকলেও তুই আমার সর্বসময় কল্পনাতে থাকবি বন্ধু তোরে স্থান যে মনের মধ্যখানে।

১৫. বিপদে তুই আমার পাশে থেকে বুঝেছিস তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু।

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের আমরা আপনাদেরকে অনেকগুলো ক্যাপশন প্রদান করেছি।

এসকল ক্যাপশনগুলো আপনাদের কাজে লাগবে বলে আমরা আশাবাদী।

funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন FAQS

funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন কোথায় পাবো?

আপনারা যদি বন্ধুদের নিয়ে মজার ক্যাপশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে মজার মজার ক্যাপশন গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে funny বন্ধুত্ব নিয়ে ক্যাপশন গুলোর ধারা।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে। 

এবং আপনারা আপনাদের বন্ধুদের সাথে এ সকল বিষয়গুলো শেয়ার করতে পারবেন। 

আপনাদের যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ব্লগের মতো অনলাইন প্লাটফর্ম এ কিভাবে কাজ করতে হয় সকল বিষয়ে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশিত হয়েছে। 

সেগুলো পড়ার মাধ্যমে আপনারা অনলাইনে কিভাবে নিজেদের ক্যারিয়ার শুরু করতে পারেন সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন।

সেই সাথে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।