গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২৫ সম্পর্কে এই পোস্টে আপনাদের জানাবো। সম্প্রতি বাংলাদেশে আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু হয়েছে। মনে রাখবেন কোন ধরনের কলরেট মিনিট ও এসএমএস প্যাক এর ক্ষেত্রে আনলিমিটেড অফার চালু করা হয়নি।
অনেক গ্রামীণফোন গ্রাহক তাদের সিমে বেশি মেয়াদে ইন্টারনেট প্যাক খুঁজে থাকেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিকম অথরিটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই যুগান্তকারী উদ্যোগ।
তবে যেহেতু নতুন করে বাংলাদেশে জিপি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু হয়েছে তাই বর্তমানে গ্রাহকদের জন্য মাত্র তিনটি আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাক রাখা হয়েছে।
Content Summary
গ্রামীণফোন আনলিমিটেড ডাটা প্যাক কি?
মূলত যে সকল ইন্টারনেট প্যাক গুলো পূর্বে গ্রাহকরা ব্যবহার করতেন সেসকল ইন্টারনেট প্যাক গুলোর মেয়াদ 1 দিন, তিন দিন, সাতদিন, সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থাকতো।
তবে বর্তমানে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় ডাটা প্যাক এর মেয়াদ 365 দিন করা হয়েছে।
জিপি গ্রাহকদের জন্য 365 দিন মেয়াদে ইন্টারনেট ডাটা প্যাকেজ কে আনলিমিটেড ডাটা প্যাক বলা হচ্ছে।
গ্রামীণফোন জিপি মাসিক আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ লিস্ট ২০২৫

ইতিমধ্যেই আমপারা জেনেছেন যে গ্রামীণফোনের 365 দিন মেয়াদে ইন্টারনেট প্যাক গুলোকে আনলিমিটেড ডাটা প্যাক বলা হয়ে থাকে।
বর্তমানে গ্রামীণফোন গ্রাহকদের জন্য তিনটি আনলিমিটেড ডাটা প্যাক প্রকাশ করেছে। আশা করা যায় জিপি ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও বেশি নতুন আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ প্রকাশ করবে।
চলুন দেখে নেয়া যাক গ্রামীণফোন তিনটি আনলিমিটেড ডাটা প্যাক সম্পর্কে।
গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ লিস্ট ২০২৫
টাকা | ইন্টারনেট | মেয়াদ |
---|---|---|
২৪২ টাকা | আনলিমিটেড ইন্টারনেট (10MBps) | ৭ দিন |
৮০৬ টাকা | আনলিমিটেড ইন্টারনেট (10MBps) | ৩০ দিন |
৮৯৯ টাকা | আনলিমিটেড ইন্টারনেট (15MBps) | ৩০ দিন |
GP Unlimited Internet 30 Days
বর্তমানে গ্রামীণফোন সিমে সর্বোচ্চ মেয়াদের সাথে সবচেয়ে বড় ডাটা প্যাকেজ হচ্ছে ৮৯৯ টাকা রিচার্জে আনলিমিটেড ইন্টারনেট অফার, মেয়াদ ৩০ দিন।
তবে গ্রামীণফোন জিপি আনলিমিটেড ইন্টারনেট অফারে ১০ এমবিপিএস এবং ১৫ এমবিপিএস ইন্টারনেট স্পিড প্রদান করা হয়ে থাকে এবং দুইটি ভিন্ন ভিন্ন অফার রয়েছে।
১০ এমবিপিএস গতির জিপি আনলিমিটেড ইন্টারনেট ৩০ দিন মেয়াদ পেতে এখনি ৮০৬ টাকা রিচার্জ করুন।
জিপি ৮৯৯ টাকা রিচার্জ ইন্টারনেট অফার
গ্রামীণফোন আনলিমিটেড ডাটা প্যাক এর মধ্যে আরো একটি অফার হচ্ছে আরজিবি ৮৯৯ টাকা রিচার্জ অফার। এই জিপি আনলিমিটেড ইন্টারনেট অফার দেয়া হচ্ছে ১৫ এমবিপিএস স্পিড মেয়াদ ৩০ দিন।
জিপি আনলিমিটেড ইন্টারনেট ৭ দিন মেয়াদ
আপনি কি জিপি আনলিমিটেড ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদে ব্যাবহার করতে ইচ্ছুক। তবে এখনি ২৪২ টাকা রিচার্জ করুন।
গ্রামীণফোন আনলিমিটেড ডাটা প্যাক অফার এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ৭ দিন মেয়াদ ইন্টারনেট।
যে সকল অফারে জিপি গ্রাহকদের নির্দিষ্ট মেয়াদে আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা দিয়ে থাকে, ঐ সকল অফার কে জিপি আনলিমিটেড ডাটা প্যাক বলা হয়ে থাকে।
বর্তমানে গ্রামীণফোন গ্রাহকদের জিপি আনলিমিটেড প্যাকেজ ক্রয় করার জন্য সরাসরি রিচার্জ পদ্দতি চালু করেছে। জিপি আনলিমিটেড অ্যাক্টিভেশন কোড সম্পর্কে এখনো আপডেট দেয়া হয়নি।
আড়ও পড়ুনঃ
GP 20 Minute Offer Price and Code
জিপি বা গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ শর্তঃ
- জিপির পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
- উল্লেখিত জিপি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সমূহ সকল জিপি গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- আনলিমিটেড মেয়াদ প্যাকের জন্য সর্বাধিক বৈধতার সময়কাল হবে 365 দিন।
- জিপি আনলিমিটেড ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#
- সীমাহীন বৈধতা প্যাকের জন্য অব্যবহৃত ইন্টারনেট ডেটা ভলিউম পুনরায় ফরোয়ার্ড করা হবে না।
- আপনার জিপি আনলিমিটেড ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল করুন *121*3041#
- ইন্টারনেট প্যাকের সকল শর্তাবলী এখানেও প্রযোজ্য হবে
- অফার সমূহ Skitto গ্রাহকদের জন্য বৈধ নয়
- ইন্টারনেট আনলিমিটেড ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময়, ‘বিকাশ বা কার্ডের মাধ্যমে অর্থপ্রদানের’ জন্য, প্রিপেইড গ্রাহকের জন্য ক্রয়ের সীমা 10 টাকা – 1000 টাকা এবং পোস্টপেইড গ্রাহকের জন্য 10 টাকা – 50000 টাকা।
উপসংহার,
আশা করি আপনারা গ্রামীণফোন আনলিমিটেড ডাটা প্যাকেজ সম্পর্কে জানতে পেরেছেন। পোস্টটি ভাল লাগলে এবং জিপি আনলিমিটেড সম্পর্কে আপনার আরও জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।