Robi internet offer 30 days 2023 সম্পর্কে আপনি জানেন কি? বন্ধুরা রবি ৩০ দিন মেয়াদে ইন্টারনেট অফার সম্পর্কে আজকে আপনাদের জানাতে চলে এলাম। অনেকেই তাদের সিমে রবি ৩০ দিন মেয়াদে ইন্টারনেট অফার প্রবেশ করাতে চান।
তবে আপনাদের অবগতির জন্য বলতেছি যে বর্তমানে রবি 30 দিন মেয়াদে ইন্টারনেট অফার গুলি পরীক্ষা করলে দেখা যায় যে বেশিরভাগ অফারে মিনিট এবং ইন্টারনেট একসাথে পাওয়া যাচ্ছে।
এর মূল কারণ হচ্ছে রবি এবং এয়ারটেল টেলিকমে গ্রাহকদের বান্ডেল অফার দেওয়ার প্রবণতা বেশি লক্ষণীয়।
আরও লক্ষ্যনীয় যে সম্প্রতি প্রকাশ রবি ইন্টার্নেট লিস্টে দেখা যাচ্ছে ৩০ দিন মেয়াদি অফারের তুলনায় ২৮ দিন মেয়াদি অফারের সংখ্যা বেশি।
জানা জায়নি থিক কি কারণে তবে 30 দিন মেয়াদে ইন্টারনেট অফার খুব বেশি, রবি অফিশিয়াল ব্যানারে আমার নজরে পড়েনি।
যাইহোক আমি আপনাদেরকে রেগুলার robi internet offer 30 days pack ছাড়াও আরো কিছু রবি internet অফার সম্পর্কে জানাবো।
Contents In Brief
- 1 Robi Internet Offer 30 Days 2023 List – রবি ইন্টারনেট অফার ২০২৩ মাসিক
- 2 Robi Internet Offer Monthly Bundle pack 2023
- 2.1 রবি ইন্টারনেট বান্ডেল অফার ২০২৩ – Robi internet offer 30 days Bundle pack
- 2.2 Robi 158 Taka Bundle Offer
- 2.3 Robi 198 Taka Bundle Offer
- 2.4 Robi 299 Taka Bundle Offer
- 2.5 Robi 348 Taka Bundle Offer
- 2.6 Robi 498 Taka Bundle Offer
- 2.7 Robi 548 Taka Bundle Offer
- 2.8 Robi 598 Taka Bundle Offer
- 2.9 Robi 648 Taka Bundle Offer
- 2.10 Robi 799 Taka Bundle Offer
- 2.11 Robi bundle offer 30 days – Robi internet package 30 days
- 2.12 উপসংহার,
- 2.13 Share this:
Robi Internet Offer 30 Days 2023 List – রবি ইন্টারনেট অফার ২০২৩ মাসিক

তবে সম্প্রতি প্রকাশিত রবি কম্বো বান্ডেল অফার গ্রাহকদের জন্য রয়েছে বেশকিছু 30 দিন মেয়াদে ইন্টারনেট অফার.
এই রবি ইন্টারনেট অফার ২০২৩ মাসিক প্যাক গুলোতে ইন্টারনেটের সাথে গ্রাহক পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মিনিট।
যেহেতু আমরা মোবাইল ব্যবহার করি এবং মোবাইল ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কল হচ্ছে সবচেয়ে সহজতম মাধ্যম। তাই কমবেশি সকলেরই মিনিটের প্রয়োজন হয়।
যদি আপনার মিনিট ব্যবহার থেকে থাকে তবে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি রবি কম্বো বান্ডেল অফার সমূহ ব্যবহার করুন।
আরও পড়ুনঃ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
শুধুমাত্র ডেটা প্রদান করা রবি ইন্টারনেট অফার ৩০ দিন – robi internet package 30 days

বর্তমানে রবি ইন্টারনেট অফার 30 দিন মেয়াদ লিস্ট লক্ষ করলে আপনি দেখতে পাবেন বর্তমানে তারা গ্রাহকদের শুধুমাত্র ইন্টারনেট দেয়ার ক্ষেত্রে তিনটি অফার রেখেছে।
রবি মাসিক ইন্টারনেট প্যাক বর্তমানে শুরু হচ্ছে 349 টাকা থেকে। বর্তমানে সর্বোচ্চ মাসিক ইন্টারনেট প্যাক হচ্ছে 50 জিবি অফার এবং সর্বনিন্ম হচ্ছে ২৬ জিবি প্যাক।
তবে আপনি যদি রবি বান্ডেল অফার ব্যবহার করেন 100 জিবি পর্যন্ত ইন্টারনেট পেতে পারেন মিনিটের সাথে।
তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রবি প্রমোশনাল কিছু ইন্টারনেট অফার, আবার কিছু বন্ধ সিমের আওতাভুক্ত অফার রয়েছে, সে সকল অফার গুলোতে গ্রাহকরা কম দামে 30 দিনের ইন্টারনেট পেয়ে থাকেন।
এই অফার গুলো মূলত সকল রবি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য নয়। তবে যে সকল রবি গ্রাহক বিশেষ রবি ইন্টারনেট অফার সম্পর্কে এসএমএস পেয়েছেন তারাই অফার গুলো রিচার্জ অথবা এক্টিভেশন কোড এর মাধ্যমে চালু করতে পারবেন।
যাইহোক চলুন পোষ্টের এই পর্যায়ে রবি ইন্টারনেট অফার সম্পর্কে কিছু আলোচনা করি।
Robi 349 Taka Internet Offer
রবি ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা অনেক আগে থেকেই রবি 349 টাকা ইন্টারনেট অফার সম্পর্কে জানেন।
যখন এই Robi internet offer 30 days শুরু করেছিল তখন প্রতিদিন 1 জিবি করে 30 জিবি ইন্টারনেট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল গ্রাহকদের সাথে সেরা একটি রবি নেট প্যাকেজ হিসাবে।
পরবর্তীতে এই ইন্টারনেট প্যাকেজ টিকে চারটি ভাগে বিভক্ত করে সপ্তাহে পাঁচ জিবি করে ইন্টারনেট দিয়ে আসছিল অনেকদিন যাবত।
তবে বর্তমানে রবি তাদের গ্রাহকদের জন্য 349 টাকায় ইন্টারনেট অফার এ কোন ধরনের বাধ্যবাধকতা ছাড়াই 26 জিবি ইন্টারনেট প্রদান করছে।
রবি 349 টাকা রিচার্জে 26 জিবি ইন্টারনেট অফার এর মেয়াদ 30 দিন নির্ধারণ করা হয়েছে।
Robi 429 Taka Internet Offer
বাংলাদেশে এমন অনেক রবি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন যাদের প্রতি মাসে 30 জিবি ইন্টারনেট ডাটার প্রয়োজন হয়।
সেই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই রবি 429 টাকা রিচার্জে 45 জিবি ইন্টারনেট অফার টিকে নিয়ে এসেছে।
আপনার যদি রবি 30 দিন মেয়াদে ইন্টারনেট অফার এর প্রয়োজন হয় তবে আপনি 429 টাকা রিচার্জ করে 45 জিবি ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারেন।
Robi 497 Taka Internet Offer
শুধুমাত্র ইন্টারনেট ডাটা প্রদান করার ক্ষেত্রে রবি সিমের সর্বোচ্চ অফার হচ্ছে 50 জিবি অফার।
আপনার ইন্টারনেট ব্যবহারের পরিমাণ যদি বেশি হয় তবে আপনি Robi internet offer 30 days / রবি মাসিক ইন্টারনেট অফার ক্রয় করতে পারেন।
আপনার রবি সিমে 30 দিন মেয়াদে ৫০ জিবি রবি ইন্টারনেট অফার ক্রয় করতে এখনই রিচার্জ করুন।
আরও পড়ুনঃ
couple রোমান্টিক ভালোবাসার ছবি ডাউনলোড পদ্ধতি
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি?
Robi Internet Offer Monthly Bundle pack 2023

আপনি একই সাথে ইন্টারনেট এবং মিনিট ব্যবহার করতে পারবেন সাশ্রয়ী মূল্যে। লক্ষ্য করলে বর্তমানে রেগুলার ৯ টি অফার চলমান রয়েছে রবি সিমে।
রবি ইন্টারনেট বান্ডেল অফার ২০২৩ – Robi internet offer 30 days Bundle pack
বন্ধুরা উপরের সারণিতে আপনারা নিশ্চয় দেখেছেন.
বর্তমানে রবি মাসিক ইন্টারনেট অফারে যে সকল ইন্টারনেট বান্ডেল অফার পাওয়া যাচ্ছে তা এখানে দেয়া হয়েছে।
তবে বর্তমানে বেশ কিছু অফার পোস্টার ব্যানার এর বাইরে রয়েছে যে অফারগুলো রবি ফ্লেক্সি লোড সিমের লক্ষণীয়।
বন্ধুরা একটু সমস্যা হচ্ছে বেশিরভাগ বান্ডেল অফার ইন্টারনেট অফার সমূহের মেয়াদ 28 দিন থেকে পরিবর্তন করে 30 দিন মেয়াদ করা হয়েছে।
Robi 158 Taka Bundle Offer
বর্তমানে রবি সিমে সর্বনিম্ন টাকার 30 দিন মেয়াদে বান্ডেল অফার 158 টাকার বান্ডেল প্যাক। রবি বান্ডেল অফার 158 টাকায় গ্রাহক পাচ্ছেন 2 জিবি ইন্টারনেট + 150 মিনিট।
Robi 198 Taka Bundle Offer
এমন অনেক রবি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন যারা শুধুমাত্র ইমুতে কথা বলার জন্য সামান্য কিছু ইন্টারনেট ব্যাবহার করতে চান 30 দিন মেয়াদে।
সেই সাথে তাদের কিছু মিনিটের চাহিদা রয়েছে, এমন গ্রাহকদের কথা চিন্তা করেই রবি 198 টাকা রিচার্জে 4 জিবি ইন্টারনেট ও 200 মিনিট অফার প্রদান করছে নতুন একটি বান্ডেল অফারে।
Robi 299 Taka Bundle Offer
300 টাকার মধ্যে মিনিট ও ইন্টারনেট রবিতে আছে কি? হ্যাঁ আছে রবি গ্রাহকদের জন্য বর্তমানে 300 টাকা রিচার্জে 7 জিবি ইন্টারনেট ও 300 মিনিট দিচ্ছে।
30 দিন মেয়াদে এই বান্ডেল অফার যেসকল গ্রাহক সীমিত বাজেটের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য সেরা একটি অফার।
Robi 348 Taka Bundle Offer
দিনে দিনে রবি বান্ডেল অফার এর চাহিদা বাড়ছে।
তারই ধারাবাহিকতায় রবি তাদের গ্রাহকদের জন্য বান্ডেল অফার এর পরিমাণ বৃদ্ধি করছে, তেমনি একটি রবি অফার হচ্ছে রবি 348 টাকার রিচার্জ বান্ডেল অফার।
এই অফারে গ্রাহক ১০ ইন্টারনেটে ব্যবহারের সাথে সাথে 400 মিনিট কথা বলতে পারবেন।
আরও পড়ুনঃ
প্রেমিক প্রেমিকার রোমান্টিক পিক ডাউনলোড
কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত লেখার সহজ নিয়ম
Robi 498 Taka Bundle Offer
আপনি যদি পছন্দমত রবি বান্ডেল অফার ক্রয় করতে চান তবে আপনাকে মোটামুটি 500 টাকার মতো খরচ করতে হবে।
তবে এটা শুধু রবি টেলিকম অপারেটর নয় বাংলাদেশের প্রায় সকল অপারেটরে ঠিক একই অবস্থা।
অন্যান্য টেলিকম অপারেটর এর তুলনায় Robi internet offer 30 days প্যাক অন্য সকল টেলিকম থেকে রবি 498 টাকা রিচার্জ বান্ডেল অফার টি গ্রাহকদের কিছুটা বেশি দিচ্ছে।
যেখানে রবি গ্রাহকরা পাচ্ছেন 25 জিবি ইন্টারনেট ও ৭০০ মিনিট।
ঠিক একই ধরনের অফার আপনার জিপি সিমে ক্রয় করতে আপনাকে 598 টাকা রিচার্জ করতে হবে।
Robi 548 Taka Bundle Offer
রবি সিমে 498 টাকা এবং 448 টাকা বান্ডেল অফার দুটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
আপনি দুইটি অপরের মধ্যে পার্থক্য বিবেচনায় আপনার পছন্দের অফারটি ক্রয় করতে পারেন।
বর্তমানে রবি তার গ্রাহকদের 548 টাকায় 28 জিবি ইন্টারনেট ও 750 মিনিট প্রদান করছে 30 দিনের জন্য।
Robi internet Bundel offer 30 days থেকে এই অফার টি ক্রয় করতে সরাসরি ৫৪৮ টাকা রিচার্জ করুন।
Robi 598 Taka Bundle Offer
আপনি যদি চান যে আপনি রবি সিম থেকে 40 জিবি ইন্টারনেট ও 900 মিনিট একসাথে ক্রয় করবেন তবে 598 টাকা বান্ডেল অফার টি আপনার জন্য।
বর্তমানে রবি সিমে 598 টাকা রিচার্জে আপনি ঠিক এই পরিমাণ মিনিট ও ইন্টারনেট ডাটা পাচ্ছেন।
আরও পড়ুনঃ
টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে? বিস্তারিত জানুন
Robi 648 Taka Bundle Offer
একসময় রবি বান্ডেল অফার লিস্ট 598 টাকা পর্যন্ত সর্বোচ্চ রবি অফার চলমান থাকলেও বর্তমানে গ্রাহকদের জন্য 648 টাকা ও 799 টাকা দুইটি ভিন্ন ভিন্ন নতুন ইন্টারনেট ও মিনিট প্রদান করা হচ্ছে।
যেখানে রবি গ্রাহক 1000 ও এর থেকে বেশি মিনিট পাচ্ছেন।
আপনার মাসিক ইন্টারনেট ব্যবহার যদি 50 জিবি হয় এবং সেইসাথে 1000 মিনিট এর প্রয়োজন হয় তবে আপনি রবি 648 টাকায় ক্রয় করতে পারেন।
এবং 30 দিনের জন্য নিশ্চিন্তে মিনিট ও ইন্টারনেট প্যাক ব্যবহার করতে পারেন।
Robi 799 Taka Bundle Offer
রবি সিমে প্রকাশিত সর্বশেষ অফিশিয়াল ব্যানারে রবি গ্রাহকদের 1200 মিনিট ও 60 জিবি ইন্টারনেট অফার একসাথে দেয়ার একটি অফার ঘোষণা করেছে।
আপনি যদি আপনার রবি সিমে ঠিক এই ধরণের অফার ক্রয় করতে আগ্রহী হন তবে অফারটি আপনার জন্য।
৬০ জিবি ইন্টারনেট ও ১২০০ মিনিট প্যাক ব্যবহার করতে ইচ্ছুক হন তবে এখনই 799 টাকা রিচার্জ করুন।
Robi bundle offer 30 days – Robi internet package 30 days
আপনারা উপরোক্ত রবি মাসিক ইন্টারনেট অফারে মিনিট ও ইন্টারনেটের সাথে অফার গুলো দেখতে পেয়েছেন এ সকল অফার কি রবি বান্ডেল বলা হয়ে থাকে।
মূলত গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতেই মিনিটের সাথে ইন্টারনেট প্যাক গুলো প্রদান করছে।
যেকোনো টেলিকম অপারেটর এ কথা বলার জন্য আপনি ব্যবহার করতে পারেন রবি বান্ডেল অফার প্যাক মিনিট সমূহ।
তাই আমি সাজেস্ট করবো আপনি বান্ডেল অফার ক্রয়ের পূর্বে ভালভাবে যাচাই বাছাই করে নিন।
প্রয়োজনে রবি টপ-আপ সেন্টারে ভিজিট করে দোকানদারের কাছ থেকে সঠিক অফারটি সম্পর্কে জানুন।
কেননা বর্তমানে অনেক অফারে রবি পরিবর্তন নিয়ে এসেছে হতে পারে আপনার বর্তমানে পছন্দ করা অফারে কিছুটা পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঃ
সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে?
ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার নিয়ম
Robi most popular Internet Offer 30 Days pack is 429 Taka 45 GB.
রবি ইন্টারনেট অফার ৩০ দিন প্যাক ক্রয় করতে সরাসরি উল্লেখিত পরিমান টাকা রিচার্জ করুন।
উপসংহার,
আশা করি আপনি Robi Internet Offer 30 Days list 2023 থেকে আপনার পছন্দের রবি ইন্টারনেট অফার খুঁজে পেয়েছেন।
এছাড়াও এই পোস্টে আমরা আপনাকে রবি বান্ডেল অফার সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করেছি।
robi internet package 30 days মেয়াদে যেসকল প্যাকেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমার দেখা বান্ডেল অফার গুলি গ্রাহকদের জন্য বেস্ট।
ইন্টারনেট অফার মিনিট অফার কলরেট অফার সহ বান্ডেল অফার গুলো সম্পর্কে সঠিক তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।