Robi 29 TK Recharge Offer | রবি ২৯ টাকা রিচার্জ অফার

আপনি কি Robi 29 TK recharge offer সম্পর্কে জানেন। বন্ধুরা রবি তাদের গ্রাহকদের জন্য রিচার্জ অফার সমূহ সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। তারমধ্যে রবি ২৯ টাকা রিচার্জ অফার একটি।

অনেক গ্রাহক robi 29 Taka package কি এবং ২৯ টাকা কি কি পাওয়া যায় তা জানতে চান। বন্ধুরা বর্তমানে ২৯ টাকায় মিনিটের একটি নতুন মিনিট অফার যুক্ত হয়েছে রবি সিমে। 

রবি 29 টাকা রিচার্জ অফার নিয়ে গ্রাহকদের মধ্যে ভিন্ন ভাবনা তৈরি হচ্ছে।

Also Read: Robi balance check code

একই মূল্যে রবি কলরেট অফার, একই মূল্যে ইন্টারনেট, একই মূল্যে মিনিট অফারটি মোটেও অনেক গ্রাহকের বোধগম্য নয়। 

Robi 29 TK recharge offer | রবি ২৯ টাকা রিচার্জ অফার

Robi 29 TK recharge offer
Robi 29 TK recharge offer

গ্রাহককে রবি সিমে 29 টাকা রিচার্জ করার পূর্বে অবশ্যই জানতে হবে যে তার কি প্রয়োজন। 

পূর্বে রবি ২৯ টাকা রিচার্জ কলরেট অফার থাকলেও বর্তমানে গ্রাহক ২৯ টাকায় কোন ধরনের রবি রিচার্জ কলরেট অফার পাচ্ছেন না।

রবি কলরেট অফার সমূহে বিস্তর ব্যবধান রয়েছে তাই আপনি যদি কোন কলরেট অফার ব্যাবহার করতে চান, তবে Robi 29 TK recharge pack ব্যবহার করবেন না, আপনার থেকে বেশি চার্জ করা হবে। 

Also Read: Robi SMS pack 30 days

আপনি যদি রবি সিমে রিচার্জ কলরেট অফার ব্যাবহার করতে চান তবে, এখন আপনাকে ১৮ টাকা, ৪৪ টাকা অথবা ১৩৯ টাকা রিচার্জ করতে হবে।

অনেকেই জিপি ২৯ টাকা রিচার্জ কলরেট অফারের মত রবি সিমে ২৯ টাকায় কলরেট অফার খুঁজে থাকেন যা রবি সিমে একেবারেই দেয়া হচ্ছে না।

বর্তমানে রবি সিমে 29 টাকা রি চার্জে গ্রাহককে টাকা প্রদান করা হচ্ছে।

Robi 29 Taka offer
Recharge29 Taka
Offer TypeTAKA/ 46 minute/ internet
Validity46 minute for 3 days

আপনারা হয়তো ভাবছেন একটি মাত্র রিচার্জ অফার কি করে তিন ধরনের সার্ভিস প্রদান করা হয়।

হা বন্ধুরা রবি ২৯ টাকা রিচার্জ অফার এমনটা লক্ষনীয়।

তাই অফার ক্রয় করার সময় আপনি ফ্লেক্সিশপ দোকানদারকে বলুন যে আমাকে টাকা দিবেন অথবা ইন্টারনেট অথবা মিনিট। 

তবে নির্দিষ্ট করে না বললে দোকানদারি অনেক সময় টাকা দিয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নাও হতে পারে, যদি আপনি টাকা ব্যবহার করতে পছন্দ করেন।

আর যদি আপনার মিনিট প্রয়োজন হয় তবে আপনাকে অবশ্যই বলতে হবে আমাকে ২৯ টাকা মিনিট অফার দিন। 

রবি ২৯ টাকা মিনিট প্যাক

হাঁ বন্ধুরা রবি ২৯ টাকা রিচার্জ মিনিট প্যাক ২০২৩ রবি তাদের গ্রাহকদের ৪৬ মিনিটের একটি ৩ দিন মেয়াদে মিনিট প্যাক দিচ্ছে। 

তবে এই ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি রবি ২৯ টাকা মিনিট অফার হি চাচ্ছেন। 

Robi 29 Taka internet pack

তবে রবি ২৯ টাকা রিচার্জ অফারে ইন্টারনেট দেয়ার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।

সকল নাম্বারে ২৯ টাকায় ইন্টারনেট অফার দেয়া হচ্ছে না, কিছু কিছু Robi bondho SIM offer 2023 গ্রাহককে ২৯ টাকায় 2 জিবি ইন্টারনেট দেয়া হচ্ছে 3 দিন মেয়াদ। 

আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি কোন কারণে বিষয়টি বুঝতে আপনার সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।

See More Article

GP bundle offer GP SMS pack 30 days code Robi minute offer

What is Robi 29 TK recharge offer?

Robi 29 TK recharge offer is one kind of call rate offer.

In conclusion,

Robi 29 TK recharge offer সম্পর্কে আজ এ পর্যন্তই। পরবরতিতে নতুন কোন আপডেট পেলে আপনাকে জানানো হবে।

মিনিট অফার, ইন্টারনেট অফার, বান্ডেল অফার সম্পর্কে আপডেট

Leave a Comment