বর্তমানে বাংলাদেশে ঘরে বসে পাসপোর্ট হয়েছে কিনা তা জানা যায়। ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাক। আপনার করা ই পাসপোর্ট আবেদনের পর আপনি অনলাইনে ই পাসপোর্ট চেকিং পদ্ধতি ব্যবহার করে সহজে আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা নিজেই ঘরে বসে যাচাই করতে পারেন।
পাসপোর্ট যাচাই করুন বিষয়ে আপনাকে অনেকেই অনেক ধরনের তথ্য দিয়ে থাকে। তবে এই পোস্টে আমরা আপনাকে সঠিক তথ্যটি প্রদানের মাধ্যমে আপনার সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনি সহজেই ই পাসপোর্ট অনলাইনে চেক করতে পারেন।
বর্তমানে আপনার আবেদনকৃত ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে অনলাইন থেকে জানতে পারবেন। এজন্য আপনার পাসপোর্ট আবেদনের Online Registration ID (OID) বা Application ID প্রয়োজন হবে।
আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন করার পর, Application Summery পেইজ থেকে Online Registration ID বা OID পাবেন।
এছাড়া Registration Form থেকেও Application ID এবং OID জানতে পারবেন। যা আপনাকে পাসপোর্ট আবেদনের পরবর্তীতে একটি স্লিপ আকারে দেয়া হয়েছে।
Contents In Brief
অনলাইনে ই পাসপোর্ট চেক করতে যা লাগবে
বর্তমানে অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে।
এছাড়াও পাসপোর্ট চেকিং করতে আপনার প্রয়োজন হবে,
- Online Registration ID (OID) অথবা Application ID
- পাসপোর্ট আবেদনে উল্লেখিত জন্ম তারিখ
অনলাইনে নতুন ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
নতুন পাসপোর্ট তৈরির জন্য আবেদন করে থাকেন এবং আপনার আবেদন জমা হলে আপনি ই পাসপোর্ট চেক করার নিয়ম ব্যাবহার করে যাচাই করতে পারবেন।
বর্তমানে আপনি ২ টি উপায়ে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক বা যাচাই করতে পারেন।
- এটি হচ্ছে sms এর মাধ্যমে ই পাসপোর্ট চেক
- দ্বিতীয়টি হচ্ছে ই পাসপোর্ট চেক অনলাইন পদ্ধতি
sms এর মাধ্যমে ই পাসপোর্ট চেক
ঘরে বসে ই পাসপোর্ট স্ট্যাটাস এসএমএস এর মাধ্যমে জানতে আপনার মোবাইলে ম্যাসেজ লেখার অপশানে যান, তারপর START EPP ও Application ID লিখে এসএমএস টি সেন্ড করুন ১৬৪৪৫ নম্বরে।
উদাহরণ স্বরূপঃ START EPP 4103-000092451 Send 16445.
START লিখে একটি স্পেস দিন, তারপর EPP লিখে একটি স্পেস দিন, এখন Application ID লিখে (4103-000092451) ১৬৪৪৫ নম্বরে সেন্ড করুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন আইডিটি আপনি পাসপোর্ট এর জন্য অনলাইন আবেদন ফরম পূরণ করলেই পেয়ে যাবেন।
পাসপোর্ট আবেদন জমা নেওয়ার পর আপনাকে যে স্লিপ দেওয়া থাকলে উক্ত স্লিপ পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সহ বিস্তারিত উল্লেখ থাকে।
আপনি সঠিক ভাবে এসএমএস পাঠালে এরপর আপনি ফিরতি এসএমএস এ আপনার পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
উল্লেখও বাংলাদেশের চলমান যেকোনো অপারেটর থেকে এসএমএস সেন্ড করতে তিন টাকা চার্জ করা হয়ে থাকে। তাই নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আপনার মোবাইলে থাকতে হবে।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
আরও পড়ুনঃ
প্রেমিক প্রেমিকার রোমান্টিক পিক ডাউনলোড
কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত লেখার সহজ নিয়ম
অনলাইনে নতুন ই পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনেপাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রমে বা অন্য যে কোন ব্রাউজার থেকে ভিজিট করুন- www.epassport.gov.bd সাইটে।
বাংলাদেশ পাসপোর্ট চেকিং অফিশিয়াল ওয়েবসাইটে Check Status মেন্যুতে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হবে।
- এই পেজে Online Registration ID অথবা Application ID ফিল্ডে আপনার নম্বরটি লিখুন।
- তারপর জন্ম তারিখ লিখুন।
- সবশেষে I am human লেখার পাশে টিক দিয়ে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।
এই পদ্ধতিতে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ই পাসপোর্ট চেক করতে পারবেন।
অথবা এসএমএস পদ্ধতি আপনার পাসপোর্ট চেক করতে পারেন।
- অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য এই পেইজের নিচের দিকে স্ক্রল করুন।
- Online Registration ID নম্বর টি লিখুন। এছাড়া, Application ID ও ব্যবহার করতে পারেন।
- পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
- I am human লেখার বাম পাশে, টিক দিন এবং ক্যাপচা পূরণ করুন।
- সবশেষে চেক বাটনে ক্লিক করুন। আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন সহজেই।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
বর্তমানে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার কোন সুযোগ দিচ্ছে না বাংলাদেশ সরকার।
তবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ
couple রোমান্টিক ভালোবাসার ছবি ডাউনলোড পদ্ধতি
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি?
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক FAQS
ঘরে বসে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে বাংলাদেশ পাসপোর্ট সম্পর্কিত তথ্যের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট (https://www.epassport.gov.bd/) করুন এবং আপনার পাসপোর্ট এপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ ব্যবহার করে সহজেই পাসপোর্ট চেক করুন।
অনলাইন থেকে ই-পাসপোর্ট চেকিং করতে https://www.epassport.gov.bd/ লিংকে ক্লিক করুন। তারপর চেক স্ট্যাটাস মেন্যুতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্মতারিখ ব্যবহার করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন।
২০০৪ সালে পাকিস্তান প্রথম বায়োমেট্রিক পাসপোর্ট চালু বা ই পাসপোর্ট করে। কিন্তু এটি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। কারণ ই–পাসপোর্টের ভেতরে এক ধরনের চিপ থাকে যা ওই পাসপোর্টে ছিল না। ২০১২ সালে আইসিএও-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ বহুমাত্রিক বায়োমেট্রিক ই–পাসপোর্ট চালু করে পাকিস্তান সরকার।
এখন sms এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করতে মোবাইলের write SMS এ START লিখে একটি স্পেস দিন, তারপর EPP লিখে একটি স্পেস দিন, এখন Application ID লিখে (4103-000092451) ১৬৪৪৫ নম্বরে সেন্ড করুন।
উপসংহার
আশা করি আপনি ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
ঘরে বসে এসএমএস পদ্ধতিতে এবং অনলাইনে পাসপোর্ট চেক করার সকল পদ্ধতি গুলো এখানে আপনাদের বিস্তারিত জানানো হয়েছে।
সেই সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অনলাইনে পাসপোর্ট আবেদন চেক করার পরেই যে স্ট্যাটাস গুলো আপনি পেয়ে থাকেন ওই স্টেশন গুলোর বিস্তারিত।
এই বিষয়ে আরো জানার থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানান।
ইন্টারনেট থেকে সঠিক তথ্য জানতে আপনি আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।