ফুটবলে অফসাইড কিভাবে হয়? ফুটবলে অফসাইডের নতুন নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফুটবলে অফসাইড কিভাবে হয় এই সম্পর্কে জানতে বর্তমানে অবেকের আগ্রহ লক্ষণীয়। চলমান ফুটবল বিশ্বকাপ 2022 কে সামনে রাখে অনেক ফুটবলপ্রেমীর মনে প্রশ্ন ফুটবলে অফসাইড কিভাবে হয়।

আপনি যদি একজন ফুটবল খেলোয়াড় হন তবে অবশ্যই জানেন ফুটবলের অফসাইড কিভাবে হয়। 

তবে বর্তমান কাতার বিশ্বকাপে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার তিন তিন টি গোল বাতিল হবার পর অনেকেই এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান। 

ফুটবলে অফসাইড কিভাবে হয়, অফসাইড এর যত নিয়ম, VAR কি? এই সকল বিষয়গুলো ফুটবলপ্রেমীদের মনে আবারও নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

তাই আপনাদের জানা সুবিধার্থে আজকের এই নতুন পোস্ট সাজিয়েছি যেখানে ফুটবলে অফসাইডের নতুন নিয়ম কানুন সহ বিস্তারিত বর্ণনা করা হবে। 

ফুটবলে অফসাইড কিভাবে হয়? – How is offside in football?

ফুটবলে অফসাইড কিভাবে হয়? ফুটবলে অফসাইডের নতুন নিয়ম
ফুটবলে অফসাইড কিভাবে হয়? ফুটবলে অফসাইডের নতুন নিয়ম

অফসাইড হল ফুটবলের অন্যতম একটি আইন। এই আইনটি ফুটবল খেলার আইনের ১১ নম্বরে বিধিবদ্ধ হয়েছে এবং এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

আইনে বলা হয়েছে যে কোনও খেলোয়াড় অফসাইড অবস্থায় রয়েছে কিভাবে বলা হয়, যদি হাত ও বাহু বাদ দিয়ে, তার শরীরের কোনও অংশ, প্রতিপক্ষের অর্ধের পিচের মধ্যে থাকে, এবং বল ও শেষ দুজন-প্রতিপক্ষ,- উভয়ের থেকেই সে প্রতিপক্ষের গোল লাইনের বেশি কাছাকাছি থাকে (শেষ প্রতিপক্ষ সাধারণত গোলরক্ষক হয়, তবে অপরিহার্যভাবে নয়)। 

অফসাইড অবস্থানে থাকাটা বিশেষ ভাবে কোন অপরাধ নয় ফুটবল আইনে, কিন্তু সতীর্থের পায়ে যখন বল থাকে, তখন একজন খেলোয়াড়ের এমন অবস্থানে থাকা কে অফসাইড অপরাধ হিসেবে গণ্য করা।

যদি সে “সক্রিয় খেলায় জড়িত” হয়ে যায়, “প্রতিপক্ষকে বাধাদান করে”, বা ঐ অবস্থানে থেকে “সুবিধা অর্জন করে” এমনি স্পর্শকাতর’ বিষয়গুলোতে অক্সাইডের বাধ্যবাধকতা আরোপ করা হয়ে থাকে।

সহজ বাংলায় বলা হলে বলা যায় প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারকে বল পায়ে ছাড়াই কোন খেলোয়ার ছাড়িয়ে গেলেই অফসাইড ধরা হয়।

প্রতিপক্ষের ডিফেন্সের অবস্থানের উপর এটা নির্ভর করে না। তাই অফসাইড একটা ফাদ হিসেবেও ব্যবহার করা হয়। 

সাইড রেফারির কাছে একটা প্লেয়ারের অবস্থান প্রতিপক্ষের ডিফেন্ডার ছাড়িয়ে থাকলেই অফসাইড, তার কাছে বল যাক বা না যাক। কিন্তু থ্রু পাস বাড়ালে সেই পাস ধরতে ডিফেন্সের ফাক গলে এগিয়ে আসলে অফসাইড হবে না। 

নিয়মের পরিবর্তন করে অক্সাইডের বাধ্যবাধকতাকে আরো কঠিন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

অফসাইডের নিয়মে নতুন চেঞ্জ বলতে অফসাইড এখন আরো কড়াকড়ি ভাবে খেয়াল কর হয়, পূর্বের যে কোনো সময়ের তুলনায়। 

আরও পড়ুনঃ

বিপিএল ২০২৩ সময়সূচী ও দল, প্লেয়ার ড্রাফট 

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

পৃথিবীর সবচেয়ে ভদ্র ফুটবলার কে?

ফুটবলে অফসাইড এর এর তাৎপর্য ও গুরুত্ব

আপনি জানেন কি ফুটবলে অফসাইড কিভাবে বিচার করা হয়?

মনে রাখবেন ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে সাম্প্রতিকতম সতীর্থের বলটি সর্বশেষে স্পর্শ করার মুহুর্ত দিয়ে অফসাইড বিচার করা হয়। 

যে কোন সময় একজন ফুটবলার অফসাইড অবস্থানে থাকা অপরাধ নয়। যে মুহুর্তে কোনও সতীর্থ বলটি শেষ ছুঁয়েছে বা খেলেছে, সেই সময় একজন খেলোয়াড় যে অফসাইড অবস্থানে ছিল, তাকে এরপরে অবশ্যই রেফারির মতানুসারে সক্রিয় খেলায় জড়িত থাকতে হবে, অফসাইড অপরাধে অপরাধী হবার জন্য। 

যখন খেলা পরিচালনা কারি সাইড রেফারির কাছ থেকে প্রধান রেফারি সংকেত পান তখনি অফসাইড অপরাধ হয়, রেফারি খেলা বন্ধ করে, এবং অফসাইড খেলোয়াড়ের সক্রিয় খেলায় জড়িত হওয়ার জায়গা থেকে প্রতিপক্ষ দলকে একটি পরোক্ষ ফ্রি”কিক” প্রদান করে।

আরও পড়ুনঃ

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো কি?

কাতার বিশ্বকাপ গ্রুপ তালিকা ২০২২

ফুটবলে অফসাইড কেন দেওয়া হয়? 

একজন ফুটবলার প্রতিপক্ষের জালে বল জড়ানোর জন্য বা একজন আক্রমণভাগের খেলোয়াড় যে বিরোধী রক্ষণের পেছনে থেকে বল পেয়ে যায়, সে প্রায়ই গোল করার মত ভাল অবস্থানে থাকে।

অফসাইড নিয়মের মাধ্যমে আক্রমণের খেলোয়াড়ের এটি করার ক্ষমতা সীমাবদ্ধ করা হয়, অর্থাৎ বলটি নিজ দখলে নিতে এগিয়ে যাওয়ার সময় তাকে অনসাইডে থাকতে প্রতিপক্ষের খেলোয়ারের অবস্থান এর প্রতি লক্ষ্য রাখতে হবে। 

যথাসময়ে পাসের মাধ্যমে বল পেয়ে এবং দ্রুত দৌড়ে আক্রমণের খেলোয়াড় বল মারার পরে এমন অবস্থানে আসতে পারে, যেখানে এই অপরাধ হয়না।

অফসাইড সম্পর্কিত রেফারীর সিদ্ধান্ত, যা প্রায়শই কেবলমাত্র কিছু সেন্টিমিটার বা ইঞ্চির দূরত্ব হতে পারে, অনেক সময় টা সমালোচনার সম্মুখীন হতে পারে। 

তবে পুর্বে সাইড রেফারী দাঁড়া অফসাইড নির্ধারণ করা হলেও বর্তমানে কাতার বিশ্বকাপ 2022 এর সম্পূর্ণ নতুন VAR প্রযুক্তির ব্যাবহার করে অফসাইডের অবস্থান নির্ণয় করা হয়। 

আরও পড়ুনঃ

বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা কত?

ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি

আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড

নতুন অফসাইড নির্ধারণ প্রযুক্তি VAR কি? 

নতুন অফসাইড নির্ধারণ প্রযুক্তি VAR কি?
নতুন অফসাইড নির্ধারণ প্রযুক্তি VAR কি?

VAR এর পূর্ণ রুপ হচ্ছে Video Assistant Referee. অর্থাৎ খেলা চলাকালীন ভিডিও ফুটেজকে বিচার বিশ্লেষণ করে, ও ডিজিটাল ক্যামেরায় ধারণকৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারেন্স প্রযুক্তি ব্যবহার করে অফসাইডের নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করার একটি প্রক্রিয়া হচ্ছে ভিএআর।  

সেই সাথে অফসাইড কে আরও নির্ভুল ভাবে নির্ধারণে যুক্ত করা হয়েছে Semi Automated Offside Technology.

এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষথেকে কাতার বিশ্বকাপ ২০২২ এ ব্যবহার করা হচ্ছে এডিডাস এর ফুটবল বল যে বলটির মেইন বা মেডেল পজিশনে একটি চিপ রয়েছে এরুপ।

এছাড়াও আরো কয়েকটি চিপ প্রত্যেকটি প্লেয়ারের বডিতে সেট করা আছে। যা একটি প্লেয়ারের দেহের ২৯ টি পয়েন্ট এর প্রত্যেক এক সেকেন্ডে প্রায় পাঁচশো বার শরীর মুভমেন্ট সংক্রান্ত তথ্য পাঠায় যে তথ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাজে ব্যাবহার করা হয়।

এবং ব্যবহৃত সিস্টেম কম্পিউটারে এই সকল তথ্য গুলি সেখানে জমা হয়। 

তাছাড়া স্টেডিয়ামের ছাদের নীচের অংশে অর্থাৎ মাঠের ভেতরের বিভিন্ন পয়েন্টে রয়েছে মোট 12টি ‍Specialized Dedicated ক্যামেরা। 

সব মিলে Video Assistant Referee সিস্টেমটি 1 সেকেন্ডের 500 ভাগের এক ভাগ সময়ে প্রতিনিয়ত ডাটা নিতে থাকে এবং কোন খেলোয়াড় অফসাইডে থাকলে এ সিস্টেম নিজে থেকেই এলার্ম দিতে থাকে।

পরবর্তীতে মাঠের রেফারী যখনই এ সিস্টেমের সাহায্য নিতে চান তখনই রেডিমেইড হিসাবে রিপোর্ট আকারে তা পেয়ে যান তারা। 

ঠিক ক্রিকেটের এলবিডব্লিউর সিদ্ধান্তের মতোই কাজ করে থাকে Video Assistant Referee প্রযূক্তি। 

কবে থেকে VAR (Video Assistant Referee) প্রযূক্তি ফুটবলে চালু হয়

2022 কাতার ফুটবল বিশ্বকাপ থেকেই ফিফার নতুন অফসাইড নিয়ম VAR (Video Assistant Referee) প্রযূক্তি চালু করা হয়।

আর সারা বিশ্বের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) এ প্রযুক্তিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে 100% সফলতা পেয়েছেন।

এবং তার পরেই তা এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এ Video Assistant Referee বা VAR প্রযূক্তি সকল ম্যাচের বাস্তবায়ন করেছেন।

যার মাধ্যমে নিখুত ভাবে ফুটবল মাঠে খেলা চলাকালীন সময় অফসাইড নির্ধারণ করা হচ্ছে।

তবে এ বিষয়টি আরো ভালোভাবে নজরে আসে ফুটবল প্রেমীদের যখন আর্জেন্টিনার সৌদি আরবের ম্যাচে আর্জেন্টিনার করা ৩ টি গোল বাতিল হয় VAR প্রযূক্তির মাধ্যমে। 

কেননা ফুটবল খেলার ভিডিও থেকে VAR প্রযুক্তির ব্যাবহার করে দেখা যায় আর্জেন্টিনার প্লেয়াররা অফসাইডে ছিলেন।

তাই আর্জেন্টিনার ৩ টি গোল বাতিল করা হয়।

এবং আর্জেন্টিনা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিরুদ্ধে ২/১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

যা ছিল এ বছরের ফিফা কাতার বিশ্বকাপের প্রথম অঘটন।  

যেখানে বলা হচ্ছিল ফুটবলের এই নতুন আইনের সর্বোচ্চ ব্যবহার করেছে সৌদি আরব ফুটবল দল।

আরও পড়ুনঃ

ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার নিয়ম

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে

ফুটবলে অফসাইড কিভাবে হয় এবং কবে শুরু হয় সম্পর্কে কিছু প্রশ্ন

ফুটবলে অফসাইড কিভাবে হয়?

কোন প্লেয়ার যখন প্রতিপক্ষ দলের গোলকিপার বাদে অন্য সকল প্লেয়ার এবং বলের আগে চলে যায় তাহলে তখন অফসাইড ঘোষণা করা হয়।

ফুটবলে অফসাইড কেন দেওয়া হয়?

অফসাইড নিয়মের মাধ্যমে আক্রমণের খেলোয়াড়ের এটি করার ক্ষমতা সীমাবদ্ধ করা হয়, অর্থাৎ বলটি নিজ দখলে নিতে এগিয়ে যাওয়ার সময় তাকে বাড়তি সুবিধা না দিতেই ফুটবলে অফসাইড দেওয়া হয়।

অফসাইড কবে থেকে শুরু হয়?

১৮৬৩ সালে সর্বপ্রথম অফসাইড চালু করা হয়। ১৮৭২ সালে সর্বপ্রথম অফিসিয়ালি ফুটবলে অফসাইড পদ্ধতি চালু করা হয়।

VAR প্রযুক্তি কবে থেকে চালু হয় ফুটবলে?

কাতার ফুটবল বিশ্বকাপ 2022 থেকেই ফিফার নতুন অফসাইড নিয়ম VAR (Video Assistant Referee) প্রযূক্তি চালু করা হয় ফুটবলে। 

উপসংহার,

আশাকরি আপনি ফুটবলে অফসাইড কিভাবে হয় এবং ফুটবলে অফসাইড কেন দেওয়া হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। 

সেইসাথে আমরা আপনাকে VAR কি বা Video Assistant Referee প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। 

ফুটবলে অফসাইড কিভাবে হয় এ সম্পর্কে আপনার জানা থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে একটি গঠনমূলক মন্তব্য করুন।

আপনার করা একটি কমেন্টের মাধ্যমে এই পোষ্টের মানোন্নয়নে সাহায্য করতে পারেন। 

ব্লগিং help, ডিজিটাল মার্কেটিং, টেলিকম অফার, মোবীলে ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট সম্পর্কে জানতে পারবেন এই ব্লগে।

ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে পারবেন এই ব্লগে।

এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

আরও পড়ুনঃ

প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিন্ম সদস্য সংখ্যা কত জন? 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো 2022

নেইমারের ধর্ম কি? | What is Neymar’s religion?

ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়গুলো | Brazil’s biggest defeats

বিপিএল 2023 সব দলের স্কোয়াড – BPL 2023 All Team Full Squad

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।