How to check Banglalink internet balance by SMS. ইন্টারনেট প্যাক ক্রয় করে বাংলালিংক ইন্টারনেট চেক কোড বা পদ্দতি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারনেট প্যাকের সঠিক ব্যাবহারের জন্য অবশিষ্ট ভলিউম সম্পর্কে জানতে হবে আপনাকে।
কিছু নতুন ইন্টারনেট ব্যবহারকারী banglalink internet balance check অনুসন্ধান করছেন। কারণ তারা নিজের কর্য করা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স জেনে সঠিক ভাবে ইন্টারনেট ব্রাউজ করে চান।
Also read: Robi balance check code
এই পোস্টে, আমরা আপনাকে banglalink mb check code এবং বাংলালিংক ইন্টারনেট ডেটা চেক করার সকল পদ্দতি ব্যাখ্যা করব। এখন একটি শর্টকোড ব্যবহার করে সহজেই আপনার বাংলালিংক ইন্টারনেট ডেটা প্যাকটির অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারেন।
How to check banglalink internet balance 2022

বন্ধুরা, Banglalink internet balance check করতে ডায়াল করুন *121*1# OR *5000*500#. আপনার ক্রয় করা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে আপনি বাংলালিংক মোবাইল অ্যাপ ব্যাবহার করতে পারেন।
For instance, বাংলালিংক prepaid গ্রাহক এবং বাংলালিংক postpaid গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যালান্স চেক করার পদ্ধতি ভিন্ন ভিন্ন।
বন্ধু যদি আপনি বাংলালিংক প্রিপেইড সিম ব্যবহারকারী হন,
তবে আপনার জন্য বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড হচ্ছে * 121 * 1 #। আপনার মোবাইলের স্ক্রিনে আপনার ক্রয় করা অফারের অবশিষ্ট ডাটা দেখতে পাবেন এবং বাংলালিংক থেকে এসএমএস করেও আপনাকে জানানো হবে।
এছাড়াও আপনি যদি বাংলালিংক পোস্টপেইড গ্রাহকহন তবে Banglalink internet balance চেক করতে * 5000 * 500 # ডায়াল করুন।
Important Banglalink Trams | Activation Code |
Banglalink prepaid user internet balance code | *121*1# OR *5000*500# |
Banglalink postpaid user internet balance code | *5000*500# |
If, Your Qutions is How to check banglalink internet balance by sms Dial code *121*1# OR *5000*500#.
অর্থাৎ বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক হচ্ছে *১২১*১# অথবা *৫০০০*৫০০#।
তাছাড়া বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স দেখতে My Banglalink andriod app ব্যবহার করতে পারেন। বাংলালিংক অ্যাপটি ব্যবহার করতে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।
আশা করি, এই পোস্ট দেখার পর বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে আপনার কোনও সমস্যা হবে না।
বন্ধুরা আপনি যদি নিয়মিত বাংলালিংক ইন্টারনেট অফার ব্যবহার করেন তবে সম্প্রতি প্রকাশিত বাংলালিংক বান্ডিল অফার 2021 আপনার জন্য সেরা প্যাক হতে পারে।
বাংলালিংক বান্ডেল অফার ক্রয়ে আপনি মিনিট ও ইন্টারনেট এক সাথে একই অফারে পাচ্ছেন।
About Banglalink Telecom?
বন্ধুরা বাংলালিংক বর্তমানে বাংলাদেশের একটি জন্যপ্রিয় গ্রাহকবান্ধব টেলিকম অপারেটর পরিষেবা প্রদানকারী।
প্রতিদিন এই টেলিকম অপারেটরে নতুন গ্রাহকরা যুক্ত হচ্ছে, তার মুক কারন হচ্ছে তাদের দুর্দান্ত ইন্টারনেট অফার গুলি।
রেগুলার Banglalink internet offer 2022 একই ধরনের অফার সমূহে অন্যান্য টেলিকম থেকে বেশি মেয়াদ দিয়ে থাকে।
Banglalink internet offer 30 Days
এখানে আপনাদের কিছু ৩০ দিন মেয়াদি Banglalink internet pack সম্পর্কে জানিয়ে দেই।
Banglalink 698 Taka Recharge offer
বন্ধুরা এখন বাংলালিংক ৬৯৮ টাকায় একটি বান্ডেল অফার দিচ্ছে। এই অফারে গ্রাহক তার বাংল্লাইঙ্ক সিমে ৬৯৮ টাকা রিচার্জে পাচ্ছেন ১১০০ মিনিট ও ১০ জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন।
Banglalink 50 GB internet offer
আপনি যদি আপনার বাংলালিংক সিমে ৫০ জিবি ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করতে চান, তবে বাংলালিংক সেরা অফার দিচ্ছে।
বাংলালিংক গ্রাহক ৪৯৯ টাকা রিচার্জে পাছেন ৫০ জিবি ইন্টারনেট। তবে বর্তমানে আপনি ৪৯৯ টাকায় বাংলালিংক গ্রাহকদের দিচ্ছে ৬০ জিবি ইন্টারনেট।
See More Article
In conclusion,
আশা করু আপনার প্রশ্ন How to check Banglalink internet balance? সম্পর্কে জানতে পেরেছেন। বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করা বিষয়ে আপনার কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানান।
বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেবা, ইন্টারনেট অফার, মিনিট অফার সম্পর্কে জনাতে আমাদের সাথে থাকুন। join our Facebook page.
If you are a Banglalink postpaid customer, dial * 5000 * 500 # to check Banglalink internet balance.
USSD code দিয়ে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ১২১১# অথবা ৫০০০*৫০০# ডায়াল করুন।