প্রিয় পাঠকগণ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে? আপনারা জানেন কি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার ঘরে তুলেছে সে সম্পর্কে জানাবো। ক্রিকেট খুবই মজার একটি খেলা। এটি বর্তমানে খুবই জনপ্রিয় খেলাও বটে।
আন্তর্জাতিকভাবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আয়োজিত বিশ্বকাপ গুলো কখনো টি-টোয়েন্টি হয়ে থাকে আবার কখনো বা ওয়ানডে হয়ে থাকে। আজ আমরা জানবো টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে কে কত বার নিজেদের ঘরে বিশ্বকাপ তুলেছে।
প্রিয় পাঠকগণ কষ্টকর হলেও সত্যি যে বাংলাদেশে এখনও পর্যন্ত ১ টিও বিশ্বকাপ নিজেদের ঝুলিতে ঢুকাতে পারে নি।
Content Summary
- 1 টি-টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে? How many times has T20 World Cup taken?
- 1.1 টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে
- 1.2 টি-২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে তালিকা
- 1.3 টি টোয়েন্টি বিশ্বকাপঃ টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট
- 1.4 টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী
- 1.5 টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী
- 1.6 টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে FAQS
- 1.7 উপসংহার
- 1.8 Share this:
টি-টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে? How many times has T20 World Cup taken?
গতবারের বিশ্বকাপ টুর্নামেন্ট করোনাভাইরাস এবং বিভিন্ন ইস্যুতে পাঁচ বছর পর সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে অনুষ্ঠিত হয়েছিল।
এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ খুব শীঘ্রই আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে।
২০২১ সালে t20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
৫ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আরব আমিরাতের মাটি থেকে নিজেদের ঘরে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলেছিল।
২০০৭ সালে দর্শক উন্মাদনা ও ব্যবসা প্রসার এর কথা চিন্তা করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ইভেন্টের আয়োজন করেছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতি দুই বছরে একবার করে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানান সমস্যার কারণে সেটি সবসময় সম্ভব হয়নি।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সর্ব শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
মাঝখানে ৫ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বন্ধ ছিল।
২০২২ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে।
ক্রিকেটপ্রেমীরা টানা তিন বছর মোট তিনটি বিশ্ব কাপের স্বাদ গ্রহণ করবে।
ওয়ানডে বিশ্বকাপের তুলনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের একটু কম প্রদান করা হয় বটে।
তবে দিনশেষে বিশ্বকাপ কিন্তু বিশ্বকাপই হয়ে থাকে।
তাই এই টুর্নামেন্ট কে ঘিরে সব দল এবং সমর্থকদের মাঝে কোন ধরনের আনন্দ উত্তেজনার কমতি থাকে না।
আরও পড়ুনঃ
টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে
টি-টোয়েন্টি জগতের সবচেয়ে ভয়ানক দল ক্যারিবিয়ান দেশ ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত সর্বোচ্চ দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পেরেছে।
এছাড়া ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া জিতেছে একবার করে।
টি-টোয়েন্টি সর্বপ্রথম আসর ২০০৭ সালে ভারত সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।
ঠিক তারপরের আসরে পাকিস্তান বাজিমাত করে নিজেদের থলিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঢুকেয়েছিলইয়ে২০০৯ সালে।
এরপর ইংল্যান্ড ২০১০ সালে ও শ্রীলঙ্কা ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে।
২০১২ ও ২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরপর দুটি টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওডিআই বিশ্বকাপে যে অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন, তারা সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল হিসেবে বর্তমানে অবস্থান করছে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল অস্ট্রেলিয়া।
একটি আসরেও অস্ট্রেলিয়া ফাইনাল পৌঁছতে পারেনি। অবশেষে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত সর্বোচ্চ টি-টোয়েন্টি ফাইনাল খেলেছে শ্রীলংকা। যদিও তারা মাত্র একবার বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে।
তবে তারা তিন বার ফাইনাল খেলেছে।
পাকিস্তান দলটি বরাবরই টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই ভালো দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসরে পাকিস্তান ফাইনাল খেলেছে, দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সেমিফাইনালে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃখের বিষয় এটাই বাংলাদেশ দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো সেমিফাইনাল খেলতে পারেনি।
আমরা বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে ২০২২ সালের বিশ্বকাপে ভালো কিছু আশা করব।
টি-২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে তালিকা
সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
২০০৭ | ভারত | পাকিস্তান |
২০০৯ | পাকিস্তান | শ্রীলঙ্কা |
২০১০ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া |
২০১২ | ও.ইন্ডিজ | শ্রীলঙ্কা |
২০১৪ | শ্রীলঙ্কা | ভারত |
২০১৬ | ও.ইন্ডিজ | ইংল্যান্ড |
২০২১ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
আরও পড়ুনঃ
কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল এবং খেলার বাংলাদেশ সময়
টি টোয়েন্টি বিশ্বকাপঃ টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট
সাল | টুর্নামেন্ট সেরা | সর্বোচ্চ রান | সর্বোচ্চ উইকেট |
২০০৭ | শহীদ আফ্রিদি | ম্যাথু হেইডেন | উমর গুল |
২০০৯ | দিলশান | দিলশান | উমর গুল |
২০১০ | কেভিন পিটারসন | মাহেলা জয়বর্ধনে | ডার্ক ন্যানেস |
২০১২ | শেন ওয়াটসন | শেন ওয়াটসন | অজন্তা মেন্ডিস |
২০১৪ | বিরাট কোহলি | বিরাট কোহলি | আহসান মালিক ও ইমরান তাহির |
২০১৬ | বিরাট কোহলি | তামিম ইকবাল | মোহাম্মদ নাবী |
২০২১ | ডেভিড ওয়ার্নার | বাবর আজম | ওয়ানিন্দু হাসারাঙ্গা |
টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী
সাল | প্লেয়ার | দল | রান |
২০০৭ | ম্যাথু হেইডেন | অস্ট্রেলিয়া | ২৬৫ |
২০০৯ | তিলকারত্নে দিলশান | শ্রীলঙ্কা | ৩১৭ |
২০১০ | মাহেলা জয়াবর্ধনে | শ্রীলঙ্কা | ৩০২ |
২০১২ | শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ২৪৯ |
২০১৪ | বিরাট কোহলি | ভারত | ২৯৫ |
২০১৬ | তামিম ইকবাল | বাংলাদেশ | ২৯৫ |
২০২১ | বাবর আজম | পাকিস্তান | ৩০৩ |
টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী
সাল | প্লেয়ার | দল | উইকেট |
২০০৭ | উমর গুল | পাকিস্তান | ১৩ |
২০০৯ | উমর গুল | পাকিস্তান | ১৩ |
২০১০ | ডার্ক ন্যানেস | অস্ট্রেলিয়া | ১৪ |
২০১২ | অজন্তা মেন্ডিস | শ্রীলঙ্কা | ১৫ |
২০১৪ | ইমরান তাহির/আহসান মালিক | দক্ষিণ আফ্রিকা/নেদারল্যান্ড | ১২/১২ |
২০১৬ | মোহাম্মদ নবী | আফগানিস্তান | ১৬ |
২০২১ | ওয়ানিন্দু হাসারাঙ্গা | শ্রীলঙ্কা | ১৬ |
আরও পড়ুনঃ
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড
আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে
টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে FAQS
পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট টি ২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ২ বার। এবং ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া জিতেছে ১ বার করে।
শ্রীলঙ্কা টি ২০ বিশ্বকাপে মোট ৩ বার ফাইনাল খেলেছে।
২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ নিয়েছে ভারত।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে বিষয়ে আপনাদের কে সম্পূর্ণ বিস্তারিত জানানো হয়েছে।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
২০২২ সালে বাংলাদেশ ভালো কিছু করবে এই আশা রেখে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি।
আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং,ফেইসবুক মার্কেটিং ইত্যাদি নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজ শিখতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলগুলো পড়ুন।
আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।