How To Change Bkash Pin? বিকাশ পিন রিসেট করার নিয়ম

আপনার প্রশ্ন How To Change Bkash Pin? সম্পর্কে এখানে আপনাদের জানানো হবে। বিকাশ পিন রিসেট করার নিয়ম অনেক সহজ হলেও অনেকেই তাদের বিকাশ পিন পরিবর্তন করতে সমস্যায় পড়েন। 

বিকাশ বাংলাদেশের জনপ্রিয় আর্থিং মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান।  2011 সাল থেকে যাত্রা শুরু করে বর্তমানে এই মোবাইল ব্যাংকিং সেবাটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তাদের গ্রাহক সংখ্যা পাঁচ কোটিরও বেশি।

এই বিপুল সংখ্যক গ্রাহকের প্রতিদিনের বিকাশ ব্যবহারে বিভিন্ন কারণে তাদের বিকাশ পিন পরিবর্তন করার প্রয়োজন হয়।

বিকাশ পিন পরিবর্তন করাকে বিকাশ পিন রিসেট বলা হয়ে থাকে। 

বিকাশ পিন ব্লক হলে যে পরিবর্তন করতে হবে এমনটা নয়, যদি কোনো কারণে কেউ আপনার বিকাশ পিন সম্পর্কে জানতে পারে তবে অবশ্যই আপনার উচিত আপনার বিকাশ পিন পরিবর্তন করে (How To Change Bkash Pin) নতুন একটি পিন সেট করা।

নতুন বিকাশ পিন সেট করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য এখানে রয়েছে। 

How To Change Bkash Pin? কিভাবে বিকাশ পিন পরিবর্তন করবেন বা রিসেট করবেন 

বিকাশ পিন সংখ্যা কত
বিকাশ পিন সংখ্যা কত

প্রথমত বেসিক কিছু কারণে লোকেরা তাদের বিকাশ পিন পরিবর্তন করতে চায়। 

বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাদের বিকাশ একাউন্ট নিরাপত্তা নিশ্চিতের জন্য পিন কোড পরিবর্তন করে থাকে।

এছাড়াও দীর্ঘদিন একটি পিন কোড বিকাশ একাউন্টের জন্য রাখা থিক নয়। 

কেননা বিকাশ একাউন্টের পিন কোড সম্পর্কে যদি কারো ধারণা থাকে সে অবশ্যই আপনার মোবাইল ফোনটি হাতে পেলে আপনার টাকা আত্মসাতের চেষ্টা করতে পারে, সে যেই হোক না কেন। 

এছাড়াও অনেক সময় আপনার বিকাশ একাউন্টের পিন ব্লক হবার কারণে আপনার বিকাশের পিন কোড সেট করা প্রয়োজন পড়ে।

তবে বিকাশ পিন কোড জানা থাকলে বিকাশের পিন পরিবর্তন করার একটি নিয়ম এবং পিন না জানা থাকলে বিকাশ পিন রিসেট করার অন্য একটি নিয়ম রয়েছে। 

এখানে আমরা আপনাদের জানাব আপনার বর্তমান বিকাশ পিন কোড জানা আছে এবং আপনি আপনার বর্তমান বিকাশ পিন পরিবর্তন করে একটি নতুন বিকাশ পিন কোড রাখতে চাচ্ছেন এই বিষয়ে।

To change the PIN of your bKash account at home, dial the bKash dial code * 247 #. Then from the bKash menu select the My bKash option at number eight and select the PIN change option from the new menu. Now enter the Your own Bkash PIN code in the old bKash pin code field and tap the send button.

Tap the Send button again with a new 5-digit PIN, and confirm again with a 5-digit PIN press the Send button.

If the information you provide is correct, your bKash account will change. 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

নিজেই নিজের বিকাশ পিন রিসেট করার নিয়ম 

  • নিজেই নিজের বিকাশ পিন কোড পরিবর্তন করার জন্য প্রথমে বিকাশ ডায়াল কোড *২৪৭#  ডায়াল করুন।
  • তারপর বিকাশ মোবাইল মেন্যু চলে আসবে বিকাশ মোবাইল মেন্যু থেকে আপনি 8 নম্বরে থাকা মাই বিকাশ অপশনটি নির্বাচন করুন।
  • এখন মাই বিকাশ অপশনে আপনি আরো একটি মেনু লিস্ট দেখতে পাবেন যেখানে তিন নম্বরে থাকা চেঞ্জ ইন অপশনটি নির্বাচন করুন।
  • তারপর আপনাকে আপনার ওল্ড পিন কোড দেওয়ার জন্য বলবে বর্তমান চলমান পিন। 
  • এখন ইন্টারে 5-digit নিউ পিন অপশনটি আপনার সামনে প্রদর্শিত হবে যেখানে আপনি আপনার জন্য নতুন একটি পিন কোড ডায়াল করবেন।
  • প্রথমে 5 সংখ্যার একটি ভিন্ন পিন কোড ডায়াল করুন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
  • এই পর্যায়ে পুনরায় আপনাকে পাঁচ সংখ্যার পিন দেওয়ার জন্য বলা হবে তাই পুনরায় 5 সংখ্যার পিন কোড টি চাপুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। 

এখানে দেখানো স্টেপ গুলো সঠিকভাবে অনুসরণ করলে এবং আপনার পুরানো পিনকোড ঠিক থাকলে আপনি সহজেই আপনার বিকাশ পিন কোড পরিবর্তন করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ

Nagad Send Money Charge, Limit 

নগদ একাউন্টের সুবিধা

বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম কি?

How To Change Bkash Pin?

If for any reason you want to change the current pin code of your bKash, you must dial the bKash dial code * 247 # and select 8. My Bkash, then select the “Change PIN” option from the next menu and follow the next steps.

How many digits is bKash pin?

BKash currently has a 5-digit BKash PIN code to protect customers’ accounts. Previously there was a four-digit BKash pin code but now you need to use a 5 digit BKash pin code.

What is a one-time password in BKash?

The one-time password is abbreviated as OTP. BKash allows its customers to use this one-time password within 30 seconds to verify various account information. The popular mobile banking service in Bangladesh uses it to ensure the security of the BKash account and other activities starting from the BKash app login.

Is bKash safe?

This is a very safe mobile banking service if you use bKash account with a little caution.

বিকাশ পিন রিসেট করার নিয়ম কি?

বিকাশ পিন রিসেট করার জন্য আপনাকে দুইটি পদ্ধতি ব্যবহার করতেপারেন। একটি হচ্ছে বিকাশ ডায়াল কোড ব্যবহার করে এবং অন্যটি হচ্ছে বিকাশ হেল্প লাইন ১৬২৪৭ নম্বরে কল করার মাধ্যমে।

আড়ও পড়ুনঃ

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | জামানত ছাড়া সিটি ব্যাংক ও বিকাশ ঋণ

Happy Valentines Day SMS Bangla | বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা

বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম কি?

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম অনলাইনে

এয়ারটেল নাম্বার চেক কোড | এয়ারটেল নাম্বার দেখার নিয়

Conclusion,

Hope you like How To Change Bkash Pin? Got to know about. If you have any further information on how to reset bKash PIN, please comment.

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment