How To Get Emergency Balance In Robi | রবিতে ইমারজেন্সি ব্যালেন্স

How to get emergency balance in Robi? সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য খুবই দরকারী একটি পোস্ট এটি। এই পোস্টে আপনারা রবিতে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার পদ্ধতি ও কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আপনি জানেন কি আপনার মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে গেলে রবি আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করবে, জরুরী প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যেই রবিতে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হয়ে থাকে।

তবে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স পেতে কিছু শর্ত রয়েছে, রবি সিমে ইমারজেন্সি টাকা লোন পেতে আপনাকে রবিতে প্রদান করা উল্লেখিত শর্তসমূহ মানতে হবে। তবেই আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করে খুব সহজেই ইমারজেন্সি লোন নিতে পারবেন।

চলুন দেখে না করে দেখে নেয়া যাক কিভাবে আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স লোন গ্রহণ করবেন।

How To Get Emergency Balance In Robi? – রবি সিমে টাকা লোন নেওয়ার কোড

Get Emergency Balance In Robi
Get Emergency Balance In Robi

You can get Emergency Balance In Robi if you are an eligible Robi prepaid customer. So please ensure you are eligible for Robi Lone. To check Robi Emergency Balance eligibility dial *8#. If you are eligible for Robi Emergency Balance Then Dial *123*007#, and you can get Robi Emergency Balance.

বর্তমানে রবিতে সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হয়ে থাকে। আপনি যদি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করেন তবে আপনাকে যে পরিমাণ রবি ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হবে, তার মধ্য থেকে আপনাকে দুই টাকা ভ্যাট দিতে হবে।

অর্থাৎ আপনি যদি রবিতে ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করেন তবে আপনার একাউন্টে ১০ টাকা যুক্ত হবে, দুই টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেওয়া হবে। এমনটা রবিতে প্রতিটি ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য।

ধরুন আপনাকে রবিতে সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স ১০০ টাকা দেয়া হলো, তবে আপনার কাছ থেকে দুই টাকা সার্ভিস চার্জ কেটে নেয়া হবে এবং আপনার মূল অ্যাকাউন্টে ৯৮ টাকা যুক্ত হবে।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত? – How To Take Emergency Balance In Robi

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড হলো *১২৩*০০৭#, এই রবি টাকা লোন নেয়ার কোড টি ডায়াল করলে আপনি আপনার সিমের যোগ্যতা অনুসারে নির্দিষ্ট পরিমাণ লোন পেয়ে যাবেন।

যদিও রবির পক্ষ থেকে বলা হচ্ছে ফ্রি অফ চার্জ ইমার্জেন্সি লোন প্রদান করা হয় বিষয়টি মোটেও এমন নয়, ইমারজেন্সি ব্যালেন্স লোন দেয়ার ক্ষেত্রে রবি সার্ভিস চার্জ হিসাবে ২ টাকা নিয়ে থাকে যা ইতিপূর্বে আপনাদের উদাহরণসহ জানানো হয়েছে।

To take an emergency balance in Robi dial 123007#, If your Robi SIM is eligible for Robi emergency balance, You can get up to 100 Taka on your SIM.

আরও পড়ুনঃ

রবিতে টাকা দেখে কিভাবে 

Robi Minute Check Code BD

Robi 500 Minute Offer code

My Robi Internet Offer 2024

Robi emergency balance code 2024

বেশিরভাগ সময়ে রবি তাদের ইমার্জেন্সি ব্যালেন্স লোন কোড পরিবর্তন করে না, তবে অনেক রবি গ্রাহক রবি emergency balance code 2024 লিখেও গুগলে সার্চ করছেন ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণের উপায় সম্পর্কে জানতে।

তবে সম্প্রতি রবি গ্রাহকদের জন্য রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড 2024 প্রকাশ করেছে।

আপনি এই রবি লোন কোড ব্যবহার করে খুব সহজে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারবেন।

Robi emergency balance code 2024 is *123*007#, So Please dial Robi Taka Lone code *123*007#.

এই রবি লোন কোড *129*007# ডায়াল করে যে কোন রবি গ্রাহক খুব সহজেই রবিতে ইমারজেন্সি টাকা লোন নিতে পারবেন।

Robi Emergency Balance 10 Tk

রবিতে সর্বনিম্ন ১০ টাকা লোন দেয়া হয়ে থাকে। তবে রবিতে ১০ টাকা লোন নিলে আপনাকে 12 টাকা পরিশোধ করতে হবে সার্ভিস চার্জসহ। এজন্য আপনাকে রবি টাকা লোন নেয়ার কোড *১২৩*০০৭# ডায়াল করতে হবে।

Robi Emergency Balance 20 Tk

গ্রাহকরা তাদের সিমে কি পরিমাণ টাকা ব্যবহার করেন তার উপর ভিত্তি করে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হয়ে থাকে।

তবে রবি গ্রাহক কখনোই নির্দিষ্ট করে বলতে পারবেন না রবিতে তাকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স প্রদান করা হবে।

তাই আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করুন নির্দ্বিধায়, কেননা আপনার রবিতে টাকা ব্যবহারের পরিমাণ বেশি হলে আপনাকে বেশি পরিমাণে ইমার্জেন্সি লোন দেয়া হবে।

Robi Emergency Balance 100 Tk

বর্তমানে রবিদের সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি টাকা ব্যালেন্স দেয়া হয়ে থাকে।

আপনি যদি নিয়মিত রবি সিম ব্যবহার করেন, তবে আপনি রবিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন পেতে পারেন।

এজন্য আপনাকে রবিতে ইমারজেন্সি লোন নেওয়ার কোড *129*007# ডায়াল করতে হবে।

অথবা আপনি যদি মাই রবি অ্যাপস ব্যবহার করেন তবে অ্যাপ থেকেও খুব সহজে রবিতে টাকা লোন নিতে পারবেন।

Robi Emergency Minute Loan

বর্তমান সময়ে অনেকেই Robi Emergency Minute Loan নিতে চাচ্ছেন, বর্তমানে সরাসরি রবি ইমারজেন্সি মিনিট লোন কোড প্রকাশ করেনি কোম্পানিটি।

তবে আপনার যদি জরুরি প্রয়োজনে Robi Emergency Minute Loan দরকার হয় তাহলে ব্যবহার করে নিতে পারে।

How to check Robi emergency balance?

এই পোস্টে আপনাদের রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে জানিয়েছি। এছাড়াও আপনাদের জানানো হয়েছে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রবিতে ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন কোড ডায়াল করার মাধ্যমে।

আপনি জেনে আনন্দিত হবেন যে আপনি বর্তমানে আপনার ব্যবহৃত রবি ইমারজেন্সি ব্যালেন্স কত খরচ করেছেন তা চেক করতে পারবেন।

To check Robi emergency balance dial *1# OR *222#. So Robi emergency balance check code is *1# OR *222#

এছাড়াও আপনি আরো একটি পদ্ধতিতে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন। এজন্য আপনাকে রবি ইমারজেন্সি ব্যালেন্স এলিজিবিলিটি চেক কোড *৮# ডায়াল করতে হবে, রবি ইমারজেন্সি ব্যালেন্স জানতে *৮# করতে ডায়াল পরবর্তী আপনাকে মেনু থেকে ১ প্রেস করতে হবে, তাহলেই আপনি আপনার রবি সিমে ইমারজেন্সি কত টাকা লোন নিয়েছেন তা জানতে পাবেন।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স পেতে শর্ত সমূহ

আপনি কোন নতুন সিমে রবি ইমারজেন্সি ব্যালেন্স পাবেন না।

এজন্য আপনাকে সিমটি কমপক্ষে ৬ মাস ব্যবহার করতে হবে অথবা এক মাসের মধ্যে রবি সিমে ৩০০ টাকার অধিক ব্যালেন্স ব্যবহার করতে হবে।

  • তারপর আপনি রবি ইমারজেন্সি ব্যালেন্স লোন পাবেন কিনা এজন্য আপনাকে *৮# চেক করতে হবে।
  • রবিতে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হয়ে থাকে
  • আপনি আপনার রবি সিমে যে পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করেন না কেন আপনাকে ২ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
  • রবিতে ইমারজেন্সি ব্যালেন্স পেতে *১২৩*০০৭# ডায়াল করতে হবে।
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করে আপনি শুধুমাত্র কল করতে পারবেন দেশের যে কোন নেটওয়ার্ক নম্বরে।
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি রবি সিমে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ ক্রয় করিতে পারিবেন না।

আরও পড়ুনঃ

রবিতে মিনিট চেক করে কিভাবে

রবি এমবি কেনার কোড 2024

রবিতে এমবি দেখে কিভাবে

উপসংহার,

আশা করি আপনি এই নিবন্ধের মাধ্যমে আপনার প্রশ্ন How To Get Emergency Balance In Robi? সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত কিভাবে আপনি খুব সহজেই রবিতে ইমারজেন্সি টাকা লোন পেতে পারেন এই বিষয়ে পূর্ণাঙ্গ বর্ণনা দেয়ার চেষ্টা করা হয়েছে এই ব্লগ পোষ্টের মাধ্যমে।

রবি বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিকম অপারেটর, এই টেলিকম অপারেটরে গ্রাহকদের চমৎকার সব অফার দেওয়া হয়ে থাকে তাই এই অপারেটরের গ্রাহক সংখ্যা দিনে বেড়েই চলেছে।

গ্রাহকদের রবি সিম ব্যবহারে আরো বেশি আগ্রহী করতে robi emergency mb loan code 2024 প্রদান করা হয়েছে নতুন আঙ্গিকে।

আরও পড়ুনঃ

Robi Offer Check Code

রবিতে এসএমএস কেনার কোড

রবি মিনিট কেনার কোড ২০২

আপনি যদি এখনো রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিবেন এ সম্পর্কে বিস্তারিত বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনার সমস্যা কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত নতুন নতুন পোস্টগুলি সম্পর্কে সবার আগে আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment