রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত এই সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। প্রয়োজনীয় সময়ে রবি সিমের ব্যালেন্স শেষ হয়ে আপনারকে রবি ইমারজেন্সি টাকা লোণ গ্রহণ করার জন্য কোড জানা খুবই জরুরী।

মূলত বর্তমানে ব্যস্ততম সময়ে আপনি যেকোন সিম ব্যবহার করেন না কেন সেই সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় সম্পর্কে জেনে রাখা ভালো।

তাই আপনারা যারা রবি সিম ব্যবহার করছেন তাদের জন্য রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড জানাবো এই পোস্টে।

বর্তমানে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন ইউএসএসডি কোড ব্যবহার করে। চলুন দেখে নেয়া যাক কিভাবে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স লোণ নেয়া যায়।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড কত?

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড হলো *১২৩*০০৭#, রবি সিমে ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি)। আপনি রবি ইমারজেন্সি লোণ সেবার আওতাভুক্ত হলে অবশ্যই আপনি টাকা ধার নিতে পারবেন।

রবি তাদের গ্রাহকদের ব্যালেন্স ব্যবহারের উপর ভিত্তি করে ইমারজেন্সি লোন দিয়ে থাকে। রবি সিমে সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স লোন দেয়া হয়।

তবে এক্ষেত্রে রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে একজন যোগ্য গ্রাহক হতে হবে।

আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণের ক্ষেত্রে একজন যোগ্য গ্রাহক কিনা চেক করতে *৮# ডায়াল করুন।

১২ টাকা কিংবা তার উপরে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

অর্থাৎ আপনাকে যদি রবিতে ১২ টাকা ইমারজেন্সি ব্যালেন্স দেয়া হয় তবে আপনার একাউন্টে ১০ টাকা যুক্ত হবে।

রবিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন হিসাবে পাওয়া যায়।

আপনার ব্যালেন্স ব্যবহারের পরিমাণ বেশি হলে ১০০ টাকা লোন নিলে আপনার একাউন্টে ৯৮ টাকা জমা হবে।

আরও পড়ুনঃ

Robi SMS pack code 2024 list

Robi Bondho SIM Offer 2024

কোথায় ব্যবহার করা যাবে রবি ইমারজেন্সি ব্যালেন্স?

  • রবি ইমারজেন্সি ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে ব্যবহার করতে পারবেন।
  • রবি ঝটপট ব্যালেন্স বান্ডেল প্যাকেজ, মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
  • রবি ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
  • তবে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে কথা বলার ক্ষেত্রে প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।

রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড ও করার নিয়ম?

আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার পর কত টাকা ব্যবহার করেছেন বা বর্তমানে একাউন্টে কত টাকা রয়েছে তা জানতে চান, তবে আপনাকে USSD code ডায়াল করতে হবে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড হল *১# অথবা *২২২#, এই কোড দুটির যেকোনো একটি ডায়াল করে আপনি রবি সিমের আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।

এছাড়াও রবি তাদের গ্রাহকদের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করার সুবিধা দিয়ে থাকে।

রবি আউটস্ট্যান্ডিং জটপট ব্যালেন্স চেক করতে করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।

আরও পড়ুনঃ

Robi Minute Check Code

My Robi Internet Offer 2024

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড হল *১২৩*০০৭#

উপসংহার,

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার ক্ষেত্রে অফিসিয়ালি কোন অ্যালাউন্সমেন্ট না হলেও একটি সিমের অন্যতম বয়স ৬ মাস বের হবার পরেই ওই সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার সুবিধা দেয়া হয়ে থাকে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তবে অনেক রবি সিমে ব্যবহারকারীর ব্যালেন্স ব্যবহারের পরিমাণ বেশি হলে এর চেয়েও দ্রুত সময়ে রবি ঝটপট ব্যালেন্স সার্ভিসটি ওপেন করে দেয় গ্রাহকদের জন্য।

আশা করি আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত? এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এই পোস্টটি আপনি পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে পড়লে রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে আপনার কোন সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ

রবিতে এমবি দেখে কিভাবে 

রবিতে টাকা দেখে কিভাবে

সেই সাথে এই ব্লগে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনি কিভাবে রবি ইমারজেন্সি ব্যালেন্স নিবেন এবং ইমারজেন্সি ব্যালেন্সের অবশিষ্ট টাকা চেক করবেন।

ইন্টারনেট থেকে টাকা ইনকাম সহ সর্বদা সঠিক তথ্য পেতে, বাংলাদেশের টেলিকম অপারেটর সম্পর্কে তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment