জেবিসি আবার চালু করল পেনশন বিমা পলিসি | জানুন নতুন নিয়ম ও সুবিধা

রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন (জেবিসি) প্রায় দুই বছর পর আবার চালু করেছে তাদের জনপ্রিয় পেনশন বিমা পরিকল্পনা। ২২ মাস ১৯ দিন বন্ধ থাকার পর নতুন নাম ‘জেবিসি পেনশন বিমা’ দিয়ে এ পরিকল্পনা শুরু হয়েছে ২০২৫ সালের অক্টোবর মাসে।

প্রথমে এই পরিকল্পনাটি ২০২৩ সালের ১ ডিসেম্বর ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’ নামে বন্ধ করা হয়েছিল। তবে এখন আগের মতো একই বৈশিষ্ট্যের নতুন রূপে ফিরে এসেছে পেনশন বিমা পলিসি, যা অবসরজীবনের জন্য নিরাপদ সঞ্চয়ের সুযোগ তৈরি করবে।

গতকাল রবিবার (১৯ অক্টোবর) ঢাকার মতিঝিলে জেবিসির ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই নতুন পলিসির উদ্বোধন করেন। এ সময় তিনি ১৫ দিনব্যাপী গ্রাহকসেবা পক্ষেরও উদ্বোধন করেন, যা চলবে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

জেবিসি পেনশন বিমা পলিসি আবার চালু হলো

জেবিসি আবার চালু করল পেনশন বিমা পলিসি 2025
জীবন বীমা করপোরেশন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে নতুন এই পেনশন বিমা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন গ্রাহক শায়লা শারমিনশেখ মোহাম্মদ হাসান এর হাতে নতুন পলিসির ফার্স্ট প্রিমিয়াম রিসিট (এফপিআর) তুলে দেওয়া হয়।

জেবিসি জানিয়েছে, অবসর জীবনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। গ্রাহকেরা আজীবন পেনশন সুবিধা পাবেন এবং প্রয়োজনে নমিনিরাও এই সুবিধার আওতায় থাকবেন।

আরও পড়ুনঃ জাতীয় জাদুঘর অনলাইন টিকেট কাটার নিয়ম কি?

নতুন জীবন বীমা পলিসিতে কী সুবিধা থাকছে

নিচের টেবিলে সংক্ষেপে জীবন বীমা করপোরেশন পেনশন বিমার মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলোঃ

বিষয়বিবরণ
পলিসির নামজেবিসি পেনশন বিমা
বয়সসীমা২০ থেকে ৬০ বছর
মেয়াদসর্বনিম্ন ৫ বছর, সর্বোচ্চ ৪৫ বছর
প্রিমিয়াম পরিশোধপ্রতি মাসিক বা বার্ষিক ভিত্তিতে
সুবিধা শুরু বয়সে৫৫ থেকে ৬৫ বছর
সর্বনিম্ন বার্ষিক পেনশন১০,০০০ টাকা
পেনশন সুবিধাআজীবন বা এককালীন পেনশন
আয়কর রেয়াতপ্রিমিয়ামের ওপর প্রযোজ্য
নমিনি সুবিধাবিমাগ্রাহকের মৃত্যুর পরও পেনশন চলমান
মৃত্যুজনিত সুবিধাবার্ষিক পেনশনের ৫ গুণ অর্থ এবং ১০ বছরের পেনশন সুবিধা

পেনশনভোগীর জন্য বিশেষ সুবিধা

নতুন নিয়মে, যদি পেনশন শুরু হওয়ার ১০ বছরের মধ্যে গ্রাহক মারা যান, তবে বাকি সময়ের জন্য নমিনি পেনশন পাবেন। এছাড়া, বিমার মেয়াদকালে গ্রাহকের মৃত্যু হলে তার নমিনি বার্ষিক পেনশনের ১৫ গুণ সুবিধা পাবেন।

এভাবে জেবিসি নতুন পলিসিটিকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করেছে যাতে অবসর পরবর্তী জীবনে আয় নিশ্চিত থাকে।

কেন বন্ধ হয়েছিল আগের পলিসি

২০২৩ সালের ডিসেম্বর মাসে ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’ বন্ধ করে দেয় জেবিসি। কারণ হিসেবে সংস্থাটি জানায়, এটি অলাভজনক হয়ে পড়েছিল।

জেবিসির তৎকালীন এমডি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান জানিয়েছিলেন, “এজেন্ট ও গ্রাহকরা লাভ পেলেও সরকারের আর্থিক ক্ষতি হচ্ছিল।” এছাড়া, সরকার তখন সর্বজনীন পেনশন স্কিম চালুর দিকে বেশি গুরুত্ব দিচ্ছিল।

ফলে সেই সময় অ্যাকচুয়ারিয়াল পরামর্শকের সুপারিশে পলিসিটি বন্ধ করা হয়। এখন নতুন করে কিছু নিয়ম পরিবর্তন ও আয় বণ্টন কাঠামো সংশোধন করে পলিসিটি আবার চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় আপনি জানেন কি?

নতুন জীবন বীমা করপোরেশন পেনশন বিমা কাদের জন্য

জেবিসি আবার চালু করল পেনশন বিমা, কেন জানেন কি?

এই পলিসি মূলত সেইসব নাগরিকদের জন্য যারা কর্মজীবন শেষে নিরবচ্ছিন্ন আয় চান। সরকারি-বেসরকারি চাকরিজীবী, স্বনির্ভর ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তা সবাই এই বিমার আওতায় আসতে পারেন।

২০ বছর বয়সের পর যেকোনো সময় পলিসি নেওয়া সম্ভব, এবং সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত গ্রাহক হতে পারবেন।

প্রিমিয়াম কিভাবে পরিশোধ করবেন

গ্রাহকরা ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। চেক, ব্যাংক ড্রাফট, বা অনলাইন পেমেন্ট মাধ্যমেও পেমেন্ট করা যাবে।

পলিসি মেয়াদ শেষে গ্রাহক চাইলে এককালীন অর্থ অথবা মাসিক পেনশন হিসেবে সুবিধা নিতে পারবেন।

মৃত্যু বা অবসরের পর কী হয়

যদি গ্রাহক বিমার মেয়াদকালেই মারা যান, তাহলে তার নমিনি পুরো পেনশন সুবিধা পাবেন।
মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে বার্ষিক পেনশনের ৫ গুণ অর্থ দেওয়া হবে, এবং পরবর্তী ১০ বছর পর্যন্ত পেনশন দেওয়া চলবে।

আরও পড়ুনঃ গেম ডাউনলোড করবো কিভাবে? | ভালো অনলাইন গেম ডাউনলোড

FAQs – জীবন বীমা করপোরেশন বীমা নিয়ম

জেবিসি পেনশন বিমা কবে থেকে চালু হলো?

২০২৫ সালের অক্টোবর মাসে নতুনভাবে চালু হয়েছে।

এতে কারা যোগ দিতে পারবেন?

২০ থেকে ৬০ বছর বয়সী যে কোনো নাগরিক যোগ দিতে পারবেন।

সর্বনিম্ন পেনশন কত?

বার্ষিক ১০,০০০ টাকা।

প্রিমিয়াম কবে দিতে হয়?

ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে।

মৃত্যুর পর নমিনি কত পান?

বার্ষিক পেনশনের ৫ গুণ অর্থ এবং ১০ বছরের পেনশন সুবিধা।

উপসংহার

জীবন বীমা করপোরেশনের নতুন এই পেনশন পলিসি আবারও নাগরিকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। দীর্ঘ সময় পর পুনরায় চালু হওয়ায় এখন অনেকেই অবসর জীবনের সুরক্ষার জন্য জেবিসির দিকে ফিরছেন।

সরকারি তত্ত্বাবধানে পরিচালিত এই পলিসি নিরাপদ, স্থায়ী এবং আয়কর রেয়াতযোগ্য হওয়ায় এটি হতে পারে ভবিষ্যতের সেরা সঞ্চয় পরিকল্পনা।

টেকনোলজি ও নতুন নতুন খবর সবার আগে আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment