প্রিয় পাঠকগণ শেষ বিকেলের ক্যাপশন গুলো কেমন হতে পারে আপনারা কি জানেন। মিষ্টি এবং মধুর সূর্য ডুবী বিকেলটা দেখতে কার না ভালো লাগে বলুন তো। শেষ বিকেলে যখন আমরা একটি ছবি তুলব তখন সে শেষ বিকেলের ক্যাপশন কি হবে। এই ক্যাপশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই আর্টিকেলটি গঠন করা হয়েছে।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপনারা আপনাদের কাঙ্খিত ক্যাপশনগুলো আজকের এই আর্টিকেলটি থেকে পেয়ে যাবেন। মিষ্টি এবং মধুর এই বিকেলে আমাদের সকলেরই খুবই ভালো লাগে।
সেইসাথে সূর্য ডুবে যাচ্ছে এই ঘটনাটি দেখলে তো মন আরো বেশি উৎফুল্ল হয়ে যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক শেষ বিকেলের ক্যাপশন গুলো কেমন হতে পারে।
Content Summary
শেষ বিকেলের ক্যাপশন – Late Afternoon Quotes, Late Afternoon Captions
আমরা নানান কাজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশন হিসেবে ব্যবহার করার জন্য শেষ বিকেলের ক্যাপশন গুলো খুঁজে থাকি।
যদি আপনার পাশে আপনার প্রিয় মানুষটি থাকে তাও আবার শেষ বিকেলে তাহলে সেখানে তো কিছু বলার থাকে না।
শেষ বিকেলের ক্যাপশন গুলো আপনাদের জন্য নিচে উল্লেখ করা হলো।
- আহা কত মধুরে বিকেল, যেখানে শুধু তুমি আর আমি হারিয়ে যাই।
- গোধূলী বেলায় চা খেতে খতে বলবো তোমাকে- “ওগো প্রিয়া! তোমায় বড্ড ভালোবাসি।”
- এই বিকেলে কাছাকাছি তুমি আমি পাশাপাশি, সূর্যাস্ত দেখার তরেই, নদীর তীরে ছুটে আসি।
- শেষ বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি, টুকরো টুকরো মন খারাপের কোলাজ জলছবি।
- আমার কুয়াশাভেজা আবছায়া ভোর জেগে ওঠে সূর্য কনার সাথে, আমার ধূসর বিকেল সব হারিয়ে বিষন্ন ঝিমুনির অন্তরালে একাকী পড়ে থাকে।
- একটা রং চটা বিকেল কিছু অন্ধকারের বাষ্প, কিছু লুকিয়ে রাখা উদ্বেগ বইয়ের তাক।
- হাওয়ার গল্প আর পাখিদের কুহু কলতানে আজ এই বিকেলে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
- ইচ্ছেরা তো শুধু ওরে পাখির মতো আকাশ জুড়ে, মনটা তো কেবলি ভোগে অপূর্ণতা আর অবসাদে।
- কিছু কিছু অভিযোগ যায় সয়ে সয়ে, কত কত মন খারাপের বিকেলে।
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, আরেকবার যদি তোমাদের দলে নাও আমায়।
- দিনের শেষে সূর্য যখন পশ্চিমে দেবে ডুব, কিছুক্ষণের জন্য তুমি থেকো একটু চুপ।
- নীল আকাশের বুকে তখনই পাখিরা উড়বে হলদে ছায়ায়, আমি তখন বলবো তোমায় এসো আমার মনে এই শুভ সন্ধ্যায়।
- গোধূলী! তুমি প্রতিদিন নিয়ম করে এসো কিন্তু!
- আমি পাতা জুড়ে শুধু লিখি গোধূলী বেলার মনোরম দৃশ্যগুলীর বর্ণনা।
- গোধূলী লগনে তোমার পরশে জুড়ায় মোর এই প্রাণ, তুমি আছো তাই, চারিধারে ছড়ায়, আনন্দেরই বান।
- গোধূলী লগ্নকে কে না ভালোবাসে? এমন কেউ নেই যে গোধূলীকে ভালোবাসে না।
আরও পড়ুনঃ
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল?
শেষ বিকেলের উক্তি
প্রিয় পাঠকগণ আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ক্যাপশন গুলোর সংগ্রহ আমাদের কাছে রয়েছে।
চলুন নতুন নতুন সকল ক্যাপশনগুলো দেখে নেয়া যাক।
- শেষ বিকেলের আলো গোধুলি লগ্নে, সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম লগ্নে।
- দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল, অস্তগামী সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল
- সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত, বিকেলের শেষ রোদটুকু এত কদর।
- পড়ন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়, উদাসী বাতাস এসে কত্ত কথা বলে যায়
- শেষ বিকেলের শান্ত আলো এসে পড়ে শুন্য আঙ্গিনায়, আমি খুঁজি ফিরি তাকে দুচোখ থাকে মিথ্যে আশায়।
- বিকেলের শেষ আলোতে পড়ছে তোমার মনে, এখনো রোদের আভা লেগে আছে আকাশ গগনে।
- মেঘে মেঘে ছুয়েছে আকাশ কালো, ঢেকে গেছে বিকেলের রোদ, মনে আছে দীর্ঘ আশায় কোন পড়ন্ত বিকেলে পাবো তোমার খোঁজ।
- দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল, পড়ন্ত বিকেলের সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল।
- শেষ বিকেলের পড়ন্ত রোদ পিঠে নিয়ে, দিন আর সাঝেঁর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
আরও পড়ুনঃ
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
৭ মার্চের ভাষণের মূল বিষয়বস্তু কি?
শেষ বিকেলের ক্যাপশন FAQS
বিকেলের শেষ প্রান্তে মধুর কথার আমেসে শেষ বিকেলের ক্যাপশন গুলো হয়ে থাকে।
শেষ বিকেলের ক্যাপশন হচ্ছে নিজের মনের ভাব সহজ ভাষায় প্রকাশ করা।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি শেষ বিকেলের ক্যাপশন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য গঠন করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
আপনাদের যদি এই আর্টিকেল সম্পর্কিত কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ব্লগিং এর মত অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো শিখতে আমাদের ওয়েবসাইটে সংক্রান্ত আর্টিকেল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
আপনারা চাইলে সে সকল আর্টিকেলগুলো পড়ে নিজেদের ক্যারিয়ার কিভাবে গঠন করতে পারেন তাও অনলাইনের মাধ্যমে তা জেনে নিতে পারেন।
সেইসাথে আমাদের রয়েছে সম্পর্কিত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।