সুপ্রিয় পাঠকবৃন্দ বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের নামের তালিকা জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ৭ জন বীরশ্রেষ্ঠের সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকের মধ্যেই রয়েছে।
তবে পাঠ্যবই ব্যতীত তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য অন্য কোন জায়গায় পাওয়া সম্ভব নয়। তাই অনেকেই আমরা বীরশ্রেষ্ঠদের সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো ভুলে গেছি কিংবা আমাদের স্মরণে নেই।
আজকের এই আর্টিক্যালে আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী আপনাদেরকে প্রদান করব এবং সকলের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পরিচিতি জানানোর চেষ্টা করব। তাই আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল, তবেই আপনি সাতজন বীরশ্রেষ্ঠের নাম জানতে পারবেন।
Content Summary
৭ জন বীরশ্রেষ্ঠের নামের তালিকা (সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী)
আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য বীরশ্রেষ্ঠ দের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের নাম আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নেব।
চলুন তালিকা অনুসারে সাতজন বীরশ্রেষ্ঠের নাম জেনে নেয়া যাক ।
সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী
ক্রমিক নং | বীরশ্রেষ্ঠের নাম | পদবী |
১ | মুন্সি আব্দুর রউফ | ল্যান্স নায়েক |
২ | মোঃ মোস্তফা কামাল | সিপাহী |
৩ | মতিউর রহমান | ফ্লাইট লেফটেন্যান্ট |
৪ | নূর মোহাম্মদ শেখ | ল্যান্স নায়েক |
৫ | হামিদুর রহমান | সিপাহী |
৬ | রুহুল আমীন | স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার |
৭ | মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন |
বীরশ্রেষ্ঠের নামের তালিকা
৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী
সাতজন বীরশ্রেষ্ঠের নাম এবং তাদের জন্মস্থান ও পদবী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো এখানে। তাই আপনার যদি ৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও পরিচয় জানার দরকার হয় এখান থেকে একেকজনের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
১) মুন্সি আব্দুর রউফ
- জন্মস্থানঃ মুন্সি আব্দুর রউফ এর জন্মস্থান ফরিদপুরে, তিনি ফরিদপুর জেলার, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর।
- জন্ম তারিখ: ১মে, ১৯৪৩।
- পদবিঃ ল্যান্স নায়েক,
- কর্মস্থলঃ ইপিআর।
- সেক্টরঃ ১ নং।
- শহীদ হনঃ ৮ এপ্রিল, ১৯৭১ তারিখে।
২) মোঃ মোস্তফা কামাল
- জন্মস্থানঃ জেলা: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী।
- জন্ম তারিখ: ১৬/১২/১৯৪৭।
- পদবিঃ সিপাহী ,
- কর্মস্থলঃ সেনাবাহীনি।
- সেক্টরঃ ২ নং।
- শহীদ হনঃ ১৭\০৪\১৯৭২ তারিখে।
৩) মতিউর রহমান
- জন্মস্থানঃ জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর।
- জন্ম তারিখ: ২৯শে অক্টোবর, ১৯৪১।
- পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট,
- কর্মস্থলঃ বিমানবাহিনী।
- শহীদ হনঃ ২০শে আগস্ট, ১৯৭১ তারিখে।
৪) নূর মোহাম্মদ শেখ
- জন্মস্থানঃ জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা।
- জন্ম তারিখ: ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬।
- পদবিঃ ল্যান্স নায়েক,
- কর্মস্থলঃ ইপিআর।
- সেক্টরঃ ৮ নং।
- শহীদ হনঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ তারিখে।
৫) হামিদুর রহমান
- জন্মস্থানঃ জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর।
- জন্মঃ ০২/০২/১৯৩৪।
- পদবিঃ সিপাহী,
- কর্মস্থলঃ সেনাবাহিনী।
- সেক্টরঃ ৪ নং।
- শহীদ হনঃ ২৮\১০\১৯৭১ তারিখে।
৬) রুহুল আমীন
- জন্মস্থানঃ জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া।
- জন্মঃ ১৯৩৪।
- পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার,
- কর্মস্থলঃ নৌবাহিনী।
- সেক্টরঃ ১০ নং।
- শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।
৭) মহিউদ্দিন জাহাঙ্গীর
- জন্মস্থানঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মস্থান জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ।
- জন্মঃ ৭ই মার্চ, ১৯৪৯।
- পদবিঃ ক্যাপ্টেন,
- কর্মস্থলঃ সেনাবাহিনী।
- সেক্টরঃ ৭ নং।
- শহীদ হনঃ ১৪ই ডিসেম্বর, ১৯৭১ তারিখে।
FAQS- About ৭ জন বীরশ্রেষ্ঠের নামের তালিকা
মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠের নামের মুন্সি আব্দুর রউফ, মোঃ মোস্তফা কামাল, মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ, হামিদুর রহমান, রুহুল আমীন, মহিউদ্দিন জাহাঙ্গীর।
১মে, ১৯৪৩ সালে মুন্সি আব্দুর রউফ জন্ম গ্রহণ করেন।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ ৭ জন বীরশ্রেষ্ঠের নামের তালিকা সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাংলাদেশের শহীদ হওয়া সাতজন বীরশ্রেষ্ঠের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আরো পড়ুনঃ
এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল ২০২৩
বাংলাদেশের ইতিহাস এবং অনলাইন থেকে আয় সংক্রান্ত যে কোন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটের সকল আর্টিকেলগুলো পড়তে এবং আর্টিকেলগুলো পেতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।