মাগো ওরা বলে কবিতা | কবিতার মূলভাব ও প্রেক্ষাপট কি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ মাগো ওরা বলে কবিতা টি পড়ার জন্য এবং মাগো ওরা বলে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে জানতে আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেল থেকে আপনারা মাগো ওরা বলে কবিতা টি পড়তে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে এই কবিতাটি ডাউনলোড করে নিতে পারবেন।

পাঠ্যবইয়ে থাকা সত্ত্বেও অনেক সময় আমরা পাঠ্যবইয়ের কাছাকাছি অথবা পাঠ্যবইটি হারিয়ে গেলে আমাদের সকল বিষয়ে পড়াশোনা অনলাইনের মাধ্যমে করতে হয়।আপনাদের সুবিধার্থে আমরা এই সকল আর্টিকেলগুলো আপনাদের বিশেষ প্রয়োজনে লিখে থাকি।

আজকের এই আর্টিকেলে আমরা এই কবিতাটি সহ এর পাশাপাশি কবিতার মূলভাব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।

মাগো ওরা বলে কবিতা

মাগো ওরা বলে কবিতা
মাগো ওরা বলে কবিতা

কবিতার নাম

মাগো, ওরা বলে

– আবু জাফর ওবায়দুল্লাহ

‘কুমড়ো ফুলে ফুলে

নুয়ে পড়েছে লতাটা,

সজনে ডাঁটায়

ভরে গেছে গাছটা,

আর, আমি ডালের বড়ি

শুকিয়ে রেখেছি—

খোকা তুই কবে আসবি!

কবে ছুটি?’

চিঠিটা তার পকেটে ছিল,

ছেঁড়া আর রক্তে ভেজা।

‘মাগো, ওরা বলে,

সবার কথা কেড়ে নেবে

তোমার কোলে শুয়ে

গল্প শুনতে দেবে না।

বলো, মা, তাই কি হয়?

তাইতো আমার দেরী হচ্ছে।

তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে

তবেই না বাড়ী ফিরবো।

লক্ষ্মী মা রাগ ক’রো না,

মাত্রতো আর কটা দিন।’

‘পাগল ছেলে’ ,

মা পড়ে আর হাসে,

‘তোর ওপরে রাগ করতে পারি!’

নারকেলের চিঁড়ে কোটে,

উড়কি ধানের মুড়কি ভাজে

এটা সেটা আরো কত কি!

তার খোকা যে বাড়ী ফিরবে!

ক্লান্ত খোকা!

কুমড়ো ফুল

শুকিয়ে গেছে,

ঝ’রে প’ড়েছে ডাঁটা;

পুঁইলতাটা নেতানো,—

‘খোকা এলি?’

ঝাপসা চোখে মা তাকায়

উঠোনে, উঠোনে

যেখানে খোকার শব

শকুনিরা ব্যবচ্ছেদ করে।

এখন,

মা’র চোখে চৈত্রের রোদ

পুড়িয়ে দেয় শকুনিদের।

তারপর,

দাওয়ায় ব’সে

মা আবার ধান ভানে,

বিন্নি ধানের খই ভাজে,

খোকা তার

কখন আসে! কখন আসে!

এখন,

মা’র চোখে শিশির ভোর,

স্নেহের রোদে

ভিটে ভরেছে।

মাগো ওরা বলে কবিতার প্রেক্ষাপট কি?

কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা মাগো ওরা বলে এই কবিতার মধ্যে বাংলাদেশের মানুষের জীবন যাপনের সঙ্গে পুরোপুরি মিল সাদৃশ্যপূর্ণ।

চিরচেনা বাঙালি খাবার নিয়ে সন্তানের জন্য এক মায়ের আক্ষেপের কথা বল কবি এই কবিতার মধ্যে বিশেষ ভাবে ফুটিয়ে তুলেছেন।

আর এই বিষয়টি পাঠকগনের মনে তৈরি করেছে গভীর দ্যোতনা।ছেলে মাকে, মায়ের মুখের ভাষাকে ভালোবেসে রাজপথে ঝাঁপিয়ে পড়ে।

আর মা ছেলেকে চিঠি লেখেন, নারকেলের চিড়া কোটেন।

উড়কি ধানের মুড়কি ভাজেন। ছেলের প্রিয় সব খাবার নিয়ে অপেক্ষায় থাকেন মা।

আরও পড়ুনঃ

আবার আসিব ফিরে কবিতা

জীবনের কিছু বাস্তব কথা সত্য

বিদায় অনুষ্ঠানের কবিতা কোনগুলো?

মাগো ওরা বলে কবিতা FAQS

মাগো ওরা বলে কবিতার লেখক কে?

বাংলাদেশের অন্যতম একজন লেখক আবু জাফর ওবায়দুল্লাহ মাগো ওরা বলে কবিতাটি লিখেছেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে মাগো ওরা বলে কবিতা টি আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে আপনার কাংখিত কবিতাটি পেয়ে গিয়েছেন।

এছাড়াও আপনারা মাগো ওরা বলে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

আরও পড়ুনঃ

Banglalink Recharge Offer 2023 | বাংলালিংক রিচার্জ অফার ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩ । Icc world cup 2023 points table

নারিকেল কোন ভাষার শব্দ? নারিকেল কি শব্দ

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় সংক্রান্ত আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এছাড়া আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।