MTFE কি? MTFE Bangladesh সম্পর্কে সকলের জানা খুবই জরুরী। এমটিএফই আসলে কি? এই ধরনের স্কিম অ্যাপ গুলো নাম পাল্টে পুনরায় বাংলাদেশে প্রবেশ করবে। হাতিয়ে নেবে বাংলাদেশের সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা। এখানে আমাদেরও ভুল রয়েছে, আমরা বাঙালি জাতি বারবার লোভে পড়ি এবং বারবার ভুল করি। সেই সুযোগটি নিয়ে থাকে MTFE এর মত scam app গুলি।
প্রথমে MTFE Online apps কিছু লোভনীয় অফারের মাধ্যমে লোকেদের mtfe trading করার পরামর্শ দিয়ে থাকে। এক্ষেত্রে mtfe trading app পরিচালনাকারীরা প্রথমে লোভনীয় বেতনে এলাকার পরিচিত মুখ খুঁজে তাদের এই অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেয়।
পরবর্তীতে mtfe ceo নামধারী বা mtfe মাঠ প্রতিনিধি হিসেবে তারা লোকেদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এভাবেই একসময় অনেক অর্থ জমা হলে হঠাৎ MTFE Bangladesh নামক কোম্পানিগুলো কেটে পড়ে লোকেদের সর্বস্ব নিয়ে।
এখনো বাংলাদেশের লোকেরা Online trading শুনলে মনে করেন রাতারাতি বড়লোক হওয়ার অন্যতম উপায় এটি, তবে কখনোই যাচাই করেন না mtfe real or fake হতে পারে কিনা।
দ্রুত বড়লোক হওয়ার ইচ্ছায় চোখ বন্ধ করে অর্থ বিনিয়োগ করে ফেলেন mtfe trading app এর মত স্কিম সাইট গুলিতে।
চলুন জেনে নেয়া যাক MTFE কি? কিভাবে MTFE Bangladesh লোকেদের ঠকিয়ে এক মিলিয়ন ডলার নিয়ে পালিয়েছে।
Contents In Brief
What is MTFE Bangladesh? – এমটিএফই MTFE কি?
MTFE কি? MTFE এর পূর্ণ রূপ হল Metaverse Foreign Exchange Group INC (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ INC)। আরো সহজ ভাষায় বললে MTFE বা এমটিএফই হচ্ছে আন্তর্জাতিক আর্থিক বাজারে ট্রেডিংয়ের সুযোগের নামে পরিচালিত একটি অনলাইন পঞ্জি স্কিম অ্যাপ।
বাংলাদেশের অনেকে জানেনই না এটি আসলে কিভাবে খুব কম সময়ের মধ্যে লোকেদের কাছে আস্থা অর্জন করেছে। এবং MTFE Bangladesh নিজেদের লক্ষ্য পূরণের উপর দ্রুতই কেটে পড়েছে।
About MTFE app – এমটিএফই ট্রেডিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত
এমটিএফই APP গুগল প্লে স্টোরে তাদের About সেকশনে যে তথ্য দিয়েছে, তাতে MTFE Bangladesh উল্লেখ করেছে “MTFE হচ্ছে বৈদেশিক মুদ্রা, পণ্য, স্টক, স্টক সূচক এবং অন্যান্য পণ্যগুলিতে অনলাইন বিনিয়োগের জন্য একটি ট্রেডিং পরিষেবা প্রদানকারী।
MTFE app সম্পর্কে আরো জানা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনি আন্তর্জাতিক আর্থিক বাজারে সাধারণ পণ্য বাণিজ্য করতে বিভিন্ন লিভারেজ ব্যবহার করতে পারেন।
এমটিএফই আরও বলছে আমরা গ্রাহকদের Mobile App এবং ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডিং প্ল্যাটফর্ম সরবরাহ করি এবং একই সাথে অত্যন্ত প্রতিযোগিতামূলক লেনদেন খরচ, Customer Investment, Training Course এবং গ্রাহক পরিষেবা সিস্টেমের সম্পূর্ণ পরিসর রয়েছে।
MTFE trading app এর মাধ্যমে, আপনি অবাধে বৈদেশিক মুদ্রা, সূচক, পণ্য, স্টক ইত্যাদির মতো সম্পদ পরিষেবা গুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যতক্ষণ না বাজার মূল্য ওঠানামা করে, ততক্ষণ MTFE trading থেকে profit opportunity দখল করা সম্ভব।
সম্প্রতি আগস্ট ২০২৩-এ MTFE Bangladesh app থেকে এক থেকে পাঁচ লাখ গ্রাহক প্রতারিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে জানা গেছে। এমনকি তাদের MTFE CEO গনও Bangladesh থেকে পালিয়েছেন।
এমটিএফই আসলে কি?
এমটিএফই (MTFE) প্রায় ১ বিলিয়ন ডলার বাংলাদেশী টাকা নিয়ে পালিয়েছে বা স্ক্যাম করেছে। তাই বুঝতেই পারছেন এমটিএফই আসলে হলো অনলাইন ট্রেডিং এর নামে স্ক্যাম অ্যাপ। সুতরাং কেউ ভুলেও MTFE অ্যাপটিতে রিচার্জ করতে যাবেন না।
ফরেক্স MTFE এআই ট্রেডিং কি?
ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে বসে আন্তর্জাতিক বাজারে পণ্য কেনাবেচা (ট্রেডিং), বৈদেশিক মুদ্রা, কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা যায় এমন সাইটগুলোকেই ফরেক্স ট্রেডিং অ্যাপ বলা হয়ে থাকে।
তবে বাংলাদেশে ফরেক্স MTFE এআই ট্রেডিং এপ হচ্ছে একটি প্রতারণার নাম। MTFE Bangladesh থেকে প্রায় ১ বিলিয়ন USD ডলার নিয়ে স্ক্যাম করেছে। সুতরাং বুঝতেই পারছেন MTFE কোন ফরেক্স ট্রেডিং অ্যাপ নয়, এটি সম্পূর্ণ একটি স্ক্যাম।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
যেখানে লোকেদের প্রলোভন দেখানো হয়েছে দ্রুতই আপনার টাকা বৃদ্ধি পাবে আপনি সহজেই বড়লোক হতে পারবেন।
শুধু ট্রেডিং নয়, MTFE Bangladesh অ্যাপ এ ইনভেস্টের মাধ্যমে আপনি ইনভেস্টার হতে পারবেন, একজন বিনিয়োগকারী হিসেবে কোম্পানির সিইও আপনাকে বানানো হবে।
আরও পড়ুনঃ
আজকের দুবাই টাকার রেট কত টাকা?
টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
MTFE real or fake – mtfe কি হালাল
উপরোক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন MTFE real or fake, কেননা আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন MTFE trading app বাংলাদেশ থেকে এক মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ নিয়ে পালিয়েছে।
mtfe কি হালাল, MTFE real or fake এসব বিষয়ে ভেবে এখন আফসোস করা ছাড়া কিছুই করার নেই, কেননা অসাধু লোকেরা তাদের কর্মকাণ্ড ঠিকই চালে যাচ্ছে এই বাংলাদেশ।
তাই MTFE এর মত ট্রেডিং কোম্পানিগুলো real or fake ভালোভাবে যাচাই করে তবেই সেগুলোতে বিনিয়োগ করবেন। আমি মনে করি না কোন সাধারণ মানুষের এই ধরনের লোভনীয় ট্রেডিং অ্যাপ এ বিনিয়োগ করার কোন যৌক্তিকতা রয়েছে।
কেননা তারা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেনই না, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো হয় তাই তারা সেখানে বিনিয়োগ করেন। এছাড়াও MTFE কি? যারা বিনিয়োগ করেছেন তাদের অনেকেও জানেন না।
আরও পড়ুনঃ
Video Dekhe Taka Income App 2023
অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায়
MTFE কি FAQS
এমটিএফই, MTFE অর্থ হলো মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ INC, যে অ্যাপে লোকেদের স্বপ্ন দেখিয়ে সর্বসান্ত করা হয়েছে।
এমটিএফই বা MTFE হলো একটি অনলাইন ট্রেডিং অ্যাপ। MTFE বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের ট্রেডিং করার জন্য তাদের অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে দেয়।
ইতিমধ্যে এমটিএফই অ্যাপটি বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা ও নাইজেরিয়ায় নিষিদ্ধ হয়েছে।
উপসংহার,
আশা করি MTFE কি? MTFE Bangladesh মিলিয়ন ডলার প্রতারণার ফাঁদ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। ভবিষ্যতে কখনো ভুলেও MTFE app এর মত কোন অ্যাপ Bangladesh আসলে সেগুলোতে বিনিয়োগ করবেন না।
আর লোভ একেবারেই করা উচিত নয়, একটি কথা আমরা অনেক শুনেছি যে ” লোভে পাপ আর পাপে মৃত্যু”। তবে বর্তমানে লোভে মৃত্যু না হলেও সবারই সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে অনেকেরই।
তাই MTFE Bangladesh trading app গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন সুরক্ষিত থাকুন। অনলাইন ট্রেডিং করা কোন বাচ্চার খেলা নয়, যখন মন চাইল খেললাম, আবার যখন মন চাইলো না খেললাম না।
নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন, ডিজিটাল বাংলাদেশ লোকেদের আরো বেশি ডিজিটাল করুন তবে scam মারদের হাত থেকে রক্ষা করুন।
ইন্টারনেট থেকে নিয়মিত সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন ডিজিটাল ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।