নগদ একাউন্ট খোলার পদ্ধতি | মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নগদ একাউন্ট খোলার পদ্ধতি কি? এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে। দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন এখানে।

দুনিয়া যতই ডিজিটাল হচ্ছে কাগজের টাকার ব্যবহার ততই কমে আসছে। বাংলাদেশ ঠিক এর ব্যতিক্রম নয়, তারই ধারাবাহিকতায় বর্তমানে ডিজিটাল টাকা লেনদেন সম্বভ হচ্ছে, এই সেবা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে তারমধ্যে অন্যতম হল নগদ মোবাইল ব্যাংকিং সেবা। 

বাংলাদেশ সরকারের ডাক বিভাগের আওতায় একটি ডিজিটাল আর্থিক সেবার নাম হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং।

কত সালে নগদ মোবাইল ব্যাংকিং চালু হয়? 

২০১৮ সালের নভেম্বর মাসে নগদ নামে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে একটি নতুন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়, তবে বর্তমানে বিকাশের পর নগদ খুব জনপ্রিয়তা পেয়েছে। এর সেবা ও জনপ্রিয়তা বিকাশ এর মতই দ্রুত বেড়ে চলেছে সারা বাংলাদেশে।

বর্তমান সময়ে টেলিভিশনের পর্দায়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যানার ফেস্টুনে অথবা যেকোনো অনলাইন ওয়েবসাইটে ঢুকলে নগদের অ্যাড দেখা যায়। চমকপ্রদ নতুন নতুন অফার ও মোবাইল রিচার্জে বিশেষ ছাড় নিয়ে গ্রাহকদের আকর্ষণ করে চলেছে নগদ। 

তাই মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী গ্রাহকের কৌতূহল জাগে নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে।

আপনাদের মনে নগদ একাউন্ট নিয়ে যত প্রশ্ন আছে আজকে সবগুলোর উত্তর আমরা দিতে চেষ্টা করব।

চলুন তাহলে দেখে নেই সহজে নগদ অ্যাপ ও বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩

বর্তমানে নগদ একাউন্ট খোলার একাধিক পদ্ধতি রয়েছ।

সবচেয়ে সহজ এবং গ্রাহকবান্ধব পদ্ধতি হচ্ছে নগদ অ্যাপ ব্যবহার করে ডিজিটাল eKYC রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যাবহার করে নগদ একাউন্ট খোলা। 

তবে যোদি আপনার কাছে নগদ অ্যাপস ব্যবহার করার মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন না থাকে তবে আপনি বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করতে পারেন যা অত্যন্ত সহজ।  

এ ছাড়াও বিনামুল্যে নগদ একাউন্ট খোলার জন্য আপনি নগদ উদ্যোক্তা বা এজেন্ট পয়েন্ট টেবিলস করতে পারেন আপনার আসল ভোটার আইডি কার্ড সহ। 

যেহেতু আপনি ঘরে বসে নিজে নগদ একাউন্ট খুলতে পারেন, তাহলে আপনাকে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করার প্রয়োজন নেই।

তবে অনেক সময় বিভিন্ন কারণে যদি আপনার আইডি কার্ড ব্যবহার করে আপনি নগদ একাউন্ট খুলতে না পারেন বা নগদ একাউন্ট ব্যবহারে কোন সমস্যা হয় তবে অবশ্যই আপনি নগদ কাস্টমার কেয়ার অফিসে ভিজিট করতে পারেন।

কেনোনা নগদ কর্তৃপক্ষ গ্রাহকদের সুবিধার্থে বিনামূল্যে অ্যাকাউন্ট সম্পর্কিত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে।

নগদ একাউন্ট খোলার অ্যাপস – মোবাইলে অ্যাপ থেকে নগদ নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ 

  • প্রথমেইগুগল  “প্লে স্টোর” কিংবা “অ্যাপ স্টোর” থেকে নগদ অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর অ্যাপ ইন্সটল সম্পূর্ণ করে ওপেন করার পর প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। 
  • নগদ অ্যাপ টি ওপেন করলে আপনি লগইন এবং নতুন অ্যাকাউন্ট খুলুন নামের দুটি অপশন টি দেখতে পাবেন। 
  • আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে আপনি “নতুন অ্যাকাউন্ট খুলুন” বাটনে ট্যাব করুন।
নতুন অ্যাকাউন্ট খুলুন নগদে
নতুন অ্যাকাউন্ট খুলুন নগদে
  • তারপর আপনার মোবাইল নাম্বারটি দিন যেই নাম্বারে আপনি নগদ একাউন্ট খুলতে যাচ্ছেন এবং পরবর্তী ধাপ বাটনে ট্যাপ করুন।
আপনার মোবাইল নাম্বারটি দিন
আপনার মোবাইল নাম্বারটি দিন

আপনি আপনার ব্যবহৃত টেলিকম অপারেটর নির্বাচন করে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন।   

এরপর নগদ একাউন্ট টাইপ নির্বাচন করুন। বর্তমানে রেগুলার এবং ইসলামিক দুই ধরনের একাউন্ট টাইপ নগদ মোবাইল ব্যাংকিং য়ে রয়েছে।

নগদ একাউন্ট টাইপ নির্বাচন করুন
নগদ একাউন্ট টাইপ নির্বাচন করুন

এই পর্যায়ে জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি আপলোড করতে হবে। 

জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি আপলোড
জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি আপলোড
  • একটি সেলফি তুলে একাউন্টের যুক্ত করতে হবে। 
  • আপনি যদি মুনাফা পেতে চান তাহলে তা নির্বাচন করুন এবং আপনার তথ্য দিন। 
  • এরপর নগদ অ্যাপের কর্তৃক কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে ওগুলো ভালো করে পড়ে নিতে হবে। 
  • 4 ডিজিট বা চার সংখ্যার পিন সেট করতে হবে। 
  • আপনার পিনটি পুনরায় টাইপ করে কনফার্ম হতে হবে। (মনে রাখবেন নগদ পিন কোড কারো সাথে কখনো শেয়ার করবেন না, এমনকি কোনো নগদ এজেন্ট অথবা উদ্যোক্তার কাছেও না। )
  • কিছুক্ষণের মধ্যে নগদ কর্তৃক আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠাবে। এবং সেই সাথে আপনার নগদ একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।

অ্যাপ ছাড়া কি নগদ একাউন্ট খোলা যাবে? 

হ্যাঁ, যাবে। আপনি অ্যাপ থেকে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ। 

তবে এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কেন না ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া নগদ একাউন্ট খুললে অনেক সময় সেইসব একাউন্ট থেকে বেশি পরিমাণ টাকা লেনদেন করা যায় না এবং পুনরায় তথ্য হালনাগাদ করার প্রয়োজন পড়ে।

তাই আমি সাজেস্ট করবো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন (eKYC ভেরিফিকেশন) করার মাধ্যমেই নগদ একাউন্ট চালু করবেন।

এতে করে আপনার কোন ধরনের সমস্যা হবে না পরবর্তীতে আপনার নগদ অ্যাকাউন্ট টি ব্যাবহার করতে। 

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছেঃ-

বর্তমানে বাংলাদেশের সকল টেলিকম অপারেটর নম্বর এই নগদ একাউন্ট সচল রয়েছে, শুধুমাত্র পিনকোড সেট করার মাধ্যমে নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন। 

  • প্রথমেই আপনার মোবাইল থেকে *১৬৭# ডায়াল করুন। 
  • প্রযোজ্য শর্তাবলী (ট্রামস এন্ড কন্ডিশন) ভালো করে পড়ে নিয়ে সম্মতি জানাতে হবে। 
  • মোবাইল নাম্বার এবং টেলিকম অপারেটর সিলেক্ট করুন। 
  • 4 ডিজিটের পিন সেট করতে হবে। 
  • পুনরায় আপনার পিনটি সেট করে কনফার্ম হয়ে নিতে হবে। 
  • সর্বশেষে একটি কনফারমেশন মেসেজ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার নগদ একাউন্ট চালু হয়েছে।

আপনার কাজ শেষ আপনি সহজেই নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন তবে এই ধরনের একাউন্ট যেকোনো সময় হালনাগাদ করার জন্য নগদ কতৃপক্ষ আপনাকে মেসেজ দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন। 

আমি মনে করি উপরোক্ত দেখানো দুইটি যে কোন একটি পদ্ধতিকে আপনি নগদ একাউন্ট খোলার পদ্ধতি হিসাবে ব্যবহার করতে পারেন।

বাটনে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ।  

একটি আইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায়? 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড ব্যবহার করে একজন গ্রাহক একটি কোম্পানীর একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন।

আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি একটি বিকাশ একাউন্ট খোলা থাকে ঐ আইডি কার্ড ব্যাবহার করে আপনি নগদ রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার একাউন্ট খুলতে পারবেন।

তবে পূর্বে একটি মোবাইল ব্যাংকিং সেবার একাধিক অ্যাকাউন্ট একটি আইডি কার্ডে খোলা সম্ভব হলেও বর্তমানে তা সম্ভব নয়।

এক্ষেত্রে যদি কোন কারনে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ একাউন্ট খোলা সম্ভব না হয় তবে আপনি নিকটস্থ নগদ কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করে সহজেই একটি নগদ একাউন্ট চালু করতে পারেন।

মনে রাখবেন একটি ভোটার আইডি কার্ড দিয়ে একজন গ্রাহক একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারে, তাই আপনাকে আপনার পছন্দের এবং প্রয়োজনীয় নাম্বারটি নগদ একাউন্ট করুন যাতে আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন।

নগদ কাস্টমার কেয়ার থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

যদি কোনো কারণে উপরে উল্লিখিত দুইটি পদ্ধতিতে আপনি নগদ একাউন্ট খুলতে না পারেন তবে নগদ কাস্টমার কেয়ারে সরাসরি আপনার আসল ভোটার আইডি কার্ড সহ উপস্থিত হয় সহজেই একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

যেহেতু নগদ কতৃপক্ষ সকল টেলিকম অপারেটর সিমে নগদ একাউন্ট সচল করে দিয়েছে শুধুমাত্র পিনকোড সেট করলেই নগদ একাউন্ট সচল হয়ে যায় তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় অপ্রয়োজনে অনেকেই সিমের নগদ একাউন্ট পিন সেট করার চেষ্টা করে থাকেন ও করেন এবং পরবর্তিতে ভুলে যান।

তবে সমস্যা যাই হোক না কেন আপনার অরজিনাল ভোটার আইডি কার্ড  ও যেমোবাইল নাম্বারে নগদ একাউন্ট খুলতে যাচ্ছেন এই নম্বরটি সহ সশরীরে উপস্থিত হলে নগদ কর্তৃপক্ষ আপনাকে একাউন্ট সচল করে দিবে। 

এছাড়া আপনি নগদ উদ্যোক্তা কাছ থেকে নগদ একাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন যদি কোনো কারণে নগদ উদ্যোক্তা ও আপনার অ্যাকাউন্ট খুলে দিতে না পারে তবে তারা আপনাকে প্রয়োজনীয় হেল্প করবে।  

কিভাবে নগদ একাউন্ট এর পিন কোড সেট করবেন? 

আপনি যেকোন মোবাইল ব্যাংকিং কোম্পানির সেবা ব্যবহার করেন না কেন আপনাকে একটি পিন কোড সেট করতে হবে। 

বিকাশ কতৃপক্ষ তাদের গ্রাহকদের জন্যে বর্তমানে 5 সংখ্যার পিন কোড পদ্ধতি চালু করলেও এখনো চার সংখ্যার পিন কোড রয়েছে। 

কখনোই ক্রমানুসারে নম্বর দিয়ে বা চারটি একই সংখ্যা ব্যবহার করে পিনকোড সেট করবেন না।

যেমন, ১২৩৪, ৪৫৬৭, ৩২১৪ এবং ০০০০, ১১১১, ২২২২ ইত্যাদি। 

সহজ পিন কোড ও একই সংখ্যার পিন ব্যবহারে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়, ফলে আপনার অজান্তেই যে কেউ আপনার নগদ একাউন্ট হ্যাক করতে পারবে। 

পিনকোড সবসময় এলোমেলো সংখ্যায় রাখার চেষ্টা করুন।

যেমন, ২৫৯০, ১৩৫৭, ৪৪৯১, ২৩৫১ ইত্যাদি। 

তবে যদি কোনো কারনে আপনার কাছে মনে হয় যে আপনি আপনার বিকাশ একাউন্টের পিন কোড টি পরিবর্তন করতে চান পরবর্তীতে তা করতে পারবেন।

আপনার নগদ মোবাইল ব্যাংকিং সেবার নিরাপত্তার স্বার্থে আপনি নিয়মিত নির্দিষ্ট বিরতিতে পিন কোড পরিবর্তন করতে পারেন এতে করে কোন ধরনের সমস্যা হবে না শুধুমাত্র আপনাকে পিন কোড টি মনে রাখতে হবে। 

নগদ একাউন্ট পিন কোড পরিবর্তন করার নিয়ম?

মনে রাখবেন নগদ অ্যাপ থেকে নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন করা সম্ভব নয়।

তাই নগদ পিন কোড পরিবর্তন করার জন্য আপনাকে ম্যানুয়ালি নগদ ডায়াল কোড *১৬৭# ব্যবহার করতে হবে।

মনে রাখবেন নগদ একাউন্ট পিন কোড পরিবর্তন করার জন্য আপনার পূর্ববতী নগদ পিন কোড টি জানা জরুরী। 

  • প্রথমেই আপনার নগদ একাউন্ট থেকে *১৬৭# ডায়াল করুন।
  • তারপর নগদ মোবাইল মেন্যু থেকে ৮ নম্বরে থাকা পিন রিসেট (PIN Reset) অপশনটি সিলেক্ট করুন।  
  • রিসেট পিন অপশনটি নির্বাচন করলে আপনার সামনে নতুন আরেকটি মেনু ওপেন হবে।
  • এই মেনুতে আপনি দুটি অপশন দেখতে পাবেন প্রথম অপশন হচ্ছে পিন পুনরুদ্ধার (1. Forgot PIN) এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে পিনকোড পরিবর্তন (2. Change PIN) চেঞ্জ। 
  • এখন দুই নম্বরে থাকা পিন কোড পরিবর্তন অপশনটি নির্বাচন করুন তারপর আপনার পুরাতন পিনকোড দিন।
  •  এর পর আপনার নতুন পিন কোড টি লিখুন।
  •  দ্বিতীয় বার পুনরায় আপনার নতুন পিন কোড টি লিখে সেন্ড বাটনে ট্যাপ করুন।

আপনি যদি পদক্ষেপ গুলো সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনার নগদ একাউন্টের পিন কোড টি পরিবর্তন হয়ে যাবে। 

আরও পড়ুনঃ

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

আজকের খেলার সময় সূচি প্রথম আলো

লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

নিজ নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? 

যদি আপনি পিন কোড টি না জানেন তবে নগদ হেলপ্লাইন ১৬১৬৭ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্যগুলো দিলে তারা আপনাকে নগদ পিন কোড সেট করার বিষয়ে সাহায্য করবে। 

  • নগদ হেলপ্লাইন ১৬১৬৭ নম্বরে কল করে পিন কোড পরিবর্তন।
  • মেনুয়ালি *১৬৭# ডায়াল করে নগদ পিনকোড রিসেট করুন।

বর্তমানের নগদে পিন রিসেট নামে নতুন একটি পদ্ধতি চালু করেছে।

এই পদ্ধতিতে অল্প কিছু তথ্য প্রদানের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন। 

এজন্য আপনাকে উপরে উল্লেখিত পিনকোড পরিবর্তনের প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ অনুসরণ করার পর রিসেট অপশনটি নির্বাচন করতে হবে।

তারপর আপনার সর্বশেষ লেনদেন এর ধরন এবং অর্থের পরিমাণ উল্লেখ করে দিলে নগদ কর্তৃপক্ষ আপনার দেয়া তথ্য সঠিক থাকলে আপনার পিনকোড টেস্ট করে দিবে।

এবং পুনরায় উপরোক্ত দেখানো পদ্ধতিতে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে নিবেন আপনার নগদ একাউন্ট এর জন্য।

আড়ও পড়ুনঃ

Freelancing meaning in Bengali 

উপায় মোবাইল ব্যাংকিং 

How to buy skitto Mb without app?

=> নগদ একাউন্ট খোলার পদ্ধতি 2023

নগদ একাউন্ট খোলার নিয়ম কি?

নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে ডায়াল কোড *১৬৭# ডায়াল করে পিন সেট করে নেয়া। তবে আপনি নগদ অ্যাপ ব্যাবহার করে সহজেই নগদ একাউন্ট খুলতে পারেন।

কত সালে নগদ চালু হয়?

২০১৮ সালের নভেম্বর মাসে নগদ মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম হচ্ছে নগদ।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি কি?

ঘরে বসে মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি হচ্ছে মেনুয়ালি ডায়াল কোড *১৬৭# ব্যাবহার করা অথবা গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড ইনস্টল করে ভোটার আইডি কার্ডের উভয় পাশের ছবি উঠিয়ে এবং নিজের সেলফি উঠিয়ে একাউন্ট চালু করা।

নগদ একাউন্ট দেখার কোড কত?

প্রত্যেকটি মোবাইল ব্যাংকিং সেবার ব্যালান্স চেক করার উপায় ভিন্ন ভিন্ন। নগদ একাউন্ট দেখার কোড হচ্ছে*১৬৭#।

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম কি?

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে দায়া কোড *১৬৭# ডায়াল করে পিন সেট করা অথবা নগদ অ্যাপ ব্যাবহার করা।

নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি?

নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় হচ্ছে রিসেট পিন পদ্ধতি ব্যবহার করা অথবা নগদ হেল্পলাইন নাম্বার 16167 এ কল করে সাহায্য নেওয়া।

ব্যাবহারকারীদের জন্য নগদ একাউন্টের কোড কত?

নগদ একাউন্টের কোড হচ্ছে *১৬৭#।

উপসংহার,

আশা করি আপনি নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

বর্তমানে ঘরে বসে খুব সহজে পিন কোড সেট করার মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যায়।

তবে মনে রাখবেন ঘরে বসে যেহেতু নগদ অ্যাপস এর মাধ্যমে কোন ধরনের ঝামেলা ছাড়াই মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ।

তাই আপনি আইডি কার্ড ব্যবহার করে আপনার ভেরিফিকেশন নিশ্চিত করে একটি একাউন্ট সচল করুন।

তাহলে আপনি নিরাপদে এবং নিশ্চিন্তে নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন কোন ধরনের সমস্যা ছাড়াই।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি 2023 সম্পর্কিত আপনার  আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। 

আমরা আমাদের ভিজিটরদের নিয়মিত সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আমাদের লিখিত এই পোস্টটি আপনার ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট.

এই সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? | কিভাবে গড়ে উঠলো এই দ্বীপ জানুন

সোমপুর বিহার কোথায় অবস্থিত? | সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন

বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম উল্লেখ কর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।