Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক

বাংলাদেশে বসে কিভাবে Official Phone Check Bangladesh করা যায় আজকে এ সম্পর্কে জানবো। জানবো অফিসিয়াল ফোন চেক করার প্রয়োজনীয়তা সম্পর্কে। আসলেই কি অফিসিয়াল ফোন কেনা উচিত? সত্যিই কি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার?

বৈধতা এবং সঠিক উপায়ে একটি মোবাইল ফোন চালানোর জন্য মোবাইল কেনার সময় কি কি খেয়াল রাখতে হবে জানবো তা। আপনি কি অফিসিয়াল আর আন অফিসিয়াল মোবাইলের মধ্যে পার্থক্য সঠিক তথ্য জানেন না? উত্তর যদি হয় না তাহলে আপনি নিশ্চিত ঠকে যাচ্ছেন এবিষয়ে ১০০ ভাগ শিওর থাকেন। 

ঠকতে না চাইলে আজকের সম্পূর্ণ পোস্টটি আপনার জন্য। একটি মোবাইল এই সময়ে একজন জীবনের সবকিছু হিসেবেই কাজ করে। একজন মানুষের নিত্য দিনের সাথী এখন মোবাইল ফোন। 

চলুন প্রথমেই জেনে নেওয়া যাক অফিসিয়াল এবং আন অফিসিয়াল মোবাইল সম্পর্কে। 

What is Official phone? – অফিসিয়াল মোবাইল কি? 

Official Phone Check Bangladesh
Official Phone Check Bangladesh

যে মোবাইলগুলো দেশের সরকারকে ট্যাক্স দিয়ে ছাড়পত্র পেয়ে, তবেই দেশের বাজারে আসে এগুলোকে মূলত অফিসিয়াল মোবাইল বলা হয়। এককথায় বলতে গেলে বলা যায়, সরকারের অনুমদনের প্রেক্ষিতে দেশে যেসব বিদেশি মোবাইল বিক্রি হয় সেগুলোই মূলত অফিসিয়াল মোবাইল ফোন। 

আনঅফিসিয়াআল মোবাইল কি এবং কাকে বলে ? 

সরকারের ট্যাক্স ফাকি দিয়ে গোপনে দেশে প্রবেশ করা মোবাইলকে আনফিসিয়াল মোবাইল বলা হয়।

এগুলো মূলত দেশের রাজস্ব ফাকি দিয়ে বাজারে এসে থাকে। এর কারণে এই আনঅফিইয়াল মোবাইলের মূল্য একটু কম হলেও এই ধরনের মোবাইল ব্যবহারে এক ধরনের অনিশ্চয়তা, ভিতি কাজ করে।

এছাড়াও বিভিন্ন সময়ে অবৈধ মোবাইল নিয়ে সরকারের বিভিন্ন সার্ভিস বন্ধ করে দেওয়ার অনিসচয়তা থেকেই যায়। 

এতক্ষণে আমরা জানলাম অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইলে কি এবং কাকে বলে।

আরও পড়ুনঃ

ভোটার আইডি কার্ড চেক 2022 । Voter ID Card Check Online

NESCO Bill Check Online | অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি

এবার জানবো কিভাবে মোবাইল চেক করে বোঝা যাবে যে মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ? 

Official Phone Check Bangladesh –  অফিসিয়াল মোবাইল ফোন চেনার উপায় কি 

মোবাইল ফোন অফিসিয়াল কি না তা দেখার জন্য আপনাকে মোবাইলের IMEI নাম্বার জানতে হবে।

এটি আপনি নতুন মোবাইল কেনার সময়ে মোবাইলের পিছনের কাগজে পেয়ে যেতে পারেন অথবা মোবাইলের বক্সে পেয়ে যাবেন। IMEI নাম্বারটি থাকবে ১৫ সংখ্যার। 

নিজেই মোবাইলের ইএমইআই নাম্বার বের করার জন্য আমাদের এই পোস্টটি পরে নিতে পারেন। 

IMEI Check BD Bangladesh | কিভাবে IMEI চেক করবেন  

এবার আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে আপনার নতুন মোবাইলের ১৫ সংখ্যার আইইএমআই নাম্বারটি বসিয়ে এসএমএসটি পাথিয়ে দিন 16002 নাম্বারে। 

For Example: KYD IMEI Number send 16002 

এবার কিছুক্ষন অপেক্ষা করুন।

কিছুক্ষণের মধ্যেই আপনাকে ফিরতি এসএমএস এ জানিয়ে দেওয়া হবে মোবাইলটির অফিসিয়াল বা আনঅফিসিয়াল তথ্য সম্পর্কে। 

NOTE: বলে রাখা ভালো, এক্ষেত্রে আপনাকে ঐ মোবাইলটিতে সিম কার্ড প্রবেশ করিয়ে সেই সিম থেকে এসএমএস করতে হবে। এবং আপনি সরাসরি ডায়াল করেও ইএমইএআই বের করে নিতে পারবেন।

সরাসরি ইএমইএআই চেক করতে ডায়াল নাম্বারটি হলো *#৬#। এই নাম্বারে ডায়াল করলেই ১৫ সংখ্যার আইইএমইআই নাম্বারটি পেয়ে যাবেন। 

এতক্ষণে আমরা জানতে পারলাম কিভাবে মোবাইল অফিসিয়াল কি না তা চেক করে।

এবার অফিসিয়াল মোবাইল কেনার প্রয়োজনীয়তা জানার চেষ্টা করবো। 

All kinds off phone like, realme official phone check Bangladesh, BTRC official phone check Bangladesh, xiaomi official phone check Bangladesh process are same.

কেন অফিসিয়াল মোবাইল ফোন কেনা উচিত? 

Official phone check code BD সম্পর্কে মানুষ জানেনা বিধায় আনঅফিসিয়াল মোবাইলের পিছনে কিছু টাকা বাঁচানোর জন্য ছুটে যায়। এখন জানবো BD official phone check সম্পর্কে জানা।

না জানলে আপনি মোবাইল কেনা পরবর্তী সময়ে মোবাইল চুরি হওয়া থেকে শুরু করে যেকোনো সমস্যায় আইনি সহযোগিতা তো পাবেন ই না বরং মোবাইলের রাজস্ব ফাকি দেওয়ায় আপনি একটি অপরাধ করলেন আপনার মোবাইল নিয়ে। 

যা পরবর্তী সময়ে সরকার আনঅফিসিয়াল মোবাইলের নেটওয়ার্ক সার্ভিস বন্ধ করে দিতে পারে যা ইতিমধ্যে সরকার ২ থেকে তিন বার ঘোষণা দিয়েছে তবে কার্যকর করলে মোবাইলে আপনি কোনো রকম নেটওয়ার্ক সার্ভিস পাবেন না। 

আর একটি মোবাইল ফোনের নেটওয়ার্ক সার্ভিস মানে স্থায়ী ভাবে বন্ধ মানে কি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। 

তাই আমাদের সবার উচিত, অফিসিয়াল মোবাইল ক্রয় করা।

মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল কি না তা দেখে চেক করে কেনা উচিত। 

আরও পড়ুনঃ

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় | TikTok Income Bangladesh

করোনা টেস্ট রিপোর্ট কিভাবে পাবো । How to get Corona test report

Jibon Khub Koster Bangla SMS |  জীবন নিয়ে খুব কষ্টের এসএমএস

About Official Phone Check Bangladesh

How can I check my phone official or unofficial?

When purchasing a new mobile, you can know the mobile official and unofficial by checking the IMEI number with the mobile and the IMEI number of the mobile checked by BRTC. To check your mobile IMEI Number please Dial *#06# from your phone.

Is an Unofficial phone safe to buy in Bangladesh?

No. Unofficial mobile phones are not safe to buy in Bangladesh.

How can I know my IMEI number in Bangladesh?

To check your mobile phone IMEI number in Bangladesh dial *06#.

How To Check Official Phone in Bangladesh?

To check the official phone in Bangladesh, go to the SMS option, type KYD, enter the 15-digit IEMI number of the mobile with space, and send the SMS to 16002. BRTC will inform you whether your phone is official or unofficial through a return SMS.

অফিসিয়াল মোবাইল ফোন চেক করার উপায় কি?

নিজে নিজের মোবাইল ফোন অফিসিয়াল কিনা চেক করতে KYD লিখে স্পেস দিয়ে IMEI Number লিখে এসএমএস সেন্ড করুন 16002 নম্বরে। কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএস এ মোবাইলটি অফিসিয়াল কিনা তা জানতে পারবেন।

উপসংহার

আজকের পোষ্টে আমরা জানতে চেষ্টা করেছি Official Phone Check Bangladesh সম্পর্কে।

কিভাবে একটি মোবাইল অফিসিয়াল কিনা তা দেখা যায় জেনেছি এর আদ্দপান্থ সবই। 

আশা করছি এ বিষয়ে আর কোনো ভ্রান্ত চিন্তা বা অজ্ঞতা থাকবে না। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

নলাইনে ঘরে বসে টাকা ইনকাম,

টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

4 thoughts on “Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক”

Leave a Comment