খেলা প্রিয় ভাই ও বোনেরা পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান এবং কোন দল বেশি শক্তিশালী সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই আগ্রহী। এবারের কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিস্টিন এ ইতিমধ্যেই ১৬ টি দল নিজেদের জায়গা করে নিয়েছে।
এই ১৬ টি দলের মধ্যে দুটি দল হচ্ছে পর্তুগাল এবং সুজারল্যান্ড যারা রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। মূলত আজকের এই আর্টিকেলে আমরা এই দুই দলের মাঝে কোন দল মুখোমুখি দেখায় কতবার জিতেছে সেই সম্পর্কে বিস্তারিত জানব।
এছাড়াও শক্তিমত্তার দিক থেকে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
Contents In Brief
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান ২০২৩ | খেলার বাংলাদেশ সময়সূচী
ইন্টারন্যাশনাল ম্যাচ গুলোর মধ্যে এখনো পর্যন্ত পর্তুগাল এবং সুইজারল্যান্ড এর মধ্যে মুখোমুখি হয়েছে সর্বমোট ২৫ বার।
এই দুই দলের সর্বমোট ২৫ বারের মুখোমুখি দেখায় পর্তুগাল সর্বমোট ম্যাচ জিতেছে ৯ টি।
অপরদিকে সুইজারল্যান্ড জিতেছে সর্বমোট ১১ বার।
আর বাদ বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যান এবং শক্তিমত্তার বিচার করলে অবশ্যই সুইজারল্যান্ডকে আপনার অনেকটাই এগিয়ে রাখতে হবে।
তবে এবারের ফিফা বিশ্বকাপ যদি আপনি পরিসংখ্যান বাদ দিয়ে হিসাব করেন তাহলে অবশ্যই সুইজারল্যান্ড থেকে পর্তুগাল খুবই ভালো খেলে রাউন্ড অফ সিক্সটিন এসেছে।
এছাড়াও পর্তুগালের অন্যতম একটি ভালো দিক হচ্ছে বিশ্বখ্যাত স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।
যখনই ক্রিস্টান রোনালদো মাঠে থাকেন তখন খেলার মোড় যে কোন দিকে যেতে পারে।
তাই এই দুই দলের পরিসংখ্যান নিয়ে নানান ধরনের মতামত রয়েছে।
তবে যেকোনো আলোচনা-সমালোচনা ভুলে গিয়ে কি হবে রাউন্ড অফ সিক্সটিন এ সেটি দেখার বাকি দর্শকদের।
আরও পড়ুনঃ
ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২৩
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড ম্যাচগুলো – পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান
চলন এবারে পর্তুগাল এবং সুইজারল্যান্ড এর মুখোমুখি ম্যাচগুলোর পরিসংখ্যান দেখে নেয়া যাক।
তারিখ | ম্যাচ | বিজয়ী দল | গোল সংখ্যা | প্রতিযোগিতা |
১ মে ১৯৩৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 1-2 | FIFA World Cup |
৬ নভেম্বর ১৯৩৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 1-0 | International Friendly |
১২ ফেব্রুয়ারি ১৯৩৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 2-4 | International Friendly |
১ জানুয়ারি ১৯৪২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 3-0 | International Friendly |
২১ মে ১৯৪৫ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 1-0 | International Friendly |
০৫ জানুয়ারি ১৯৪৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ড্র | 2-2 | International Friendly |
১৬ মে ১৯৫৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 4-3 | International Friendly |
২৯ এপ্রিল ১৯৬৪ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 2-3 | International Friendly |
১৬ এপ্রিল ১৯৬৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 0-2 | FIFA World Cup |
০২ নভেম্বর ১৯৬৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ড্র | 1-1 | FIFA World Cup |
১৩ নভেম্বর ১৯৭৪ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 3-0 | International Friendly |
৩০ মার্চ ১৯৭৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 1-0 | International Friendly |
২৪ মার্চ ১৯৮২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 2-1 | International Friendly |
২৯ অক্টোবর ১৯৮৬ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ড্র | 1-1 | UEFA European Championship |
১১ নভেম্বর ১৯৮৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ড্র | 0-0 | UEFA European Championship |
২৬ এপ্রিল ১৯৮৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 3-1 | FIFA World Cup |
২০ সেপ্টেম্বর ১৯৮৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 1-2 | FIFA World Cup |
৩১ মার্চ ১৯৯৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ড্র | 1-1 | FIFA World Cup |
১৩ অক্টোবর ১৯৯৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 1-0 | FIFA World Cup |
১৫ জুন ২০০৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 2-0 | UEFA European Championship |
০৬ সেপ্টেম্বর ২০১৬ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 2-0 | FIFA World Cup |
১০ অক্টোবর ২০১৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 2-0 | FIFA World Cup |
০৫ জুন ২০১৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 3-1 | UEFA Nations League |
০৫ জুন ২০২৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | পর্তুগাল | 4-0 | UEFA Nations League |
১২ জুন ২০২৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | সুইজারল্যান্ড | 1-0 | UEFA Nations League |
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড ম্যাচ কবে?
রাউন্ড অফ সিক্সটিন এর সর্ব শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী সুইজারল্যান্ড।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর বুধবার রাত ১ টায়।
আরও পড়ুনঃ
জাপান বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান
জার্মানি বনাম কোস্টারিকা পরিসংখ্যান
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান FAQS
এই দুই দলের সর্বমোট ২৫ বারের মুখোমুখি দেখায় পর্তুগাল সর্বমোট ম্যাচ জিতেছে ৯ টি। অপরদিকে সুইজারল্যান্ড জিতেছে সর্বমোট ১১ বার, আর বাদ বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর বুধবার রাত ১ টায়।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আসবেন এবং মরক্কোর মুখোমুখি হাওয়া ম্যাচগুলো সম্পর্কে জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ম্যাচের আগেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
কাতার বিশ্বকাপ 2022 এর সকল ম্যাচগুলোর পরিসংখ্যান জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সেই সাথে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে বিভিন্ন ধরনের ফুটবল বিষয়ক আর্টিকেল গুলো আমাদের ওয়েবসাইট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।