প্রিয় পাঠকগণ ঘরে প্রবেশের দোয়া কোনটি সে বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আপনারা আপনাদের ঘরে কিংবা যেকোন ঘরে প্রবেশ করার সময় কোন দোয়াটি পাঠ করবেন তা উল্লেখ করা হবে।
আমরা প্রতিদিনই নানান কারণে বাইরে যাই এবং আমাদের নিজেদের ঘরে ফিরে আসি। মহান আল্লাহ তায়ালা অন্যান্য কাজের পাশাপাশি ঘরে প্রবেশ করলেও আলাদা একটি দোয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন।
মূলত আজকে আমরা সেই দোয়াটি শিখব এবং কিভাবে এর আমল করবেন সেটিও বিস্তারিত জানাবো।
Contents In Brief
ঘরে প্রবেশের দোয়া আরবি উচ্চারণ ও অর্থ
আপনি যখন নিজের ঘরে অথবা অন্য যে কোন ঘরে প্রবেশ করবেন তখন নিচের দোয়াটি পাঠ করবেন।
আরবি :
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুক খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি।
ঘরে প্রবেশের দোয়া আরবি উচ্চারণ ও অর্থ
আপনারা যখন এই দোয়াটি পাঠ করে যেকোনো ঘরে প্রবেশ করবেন তখন আল্লাহতালা আপনাদের উপর সন্তুষ্ট হবেন।
আল্লাহতালা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রেই সামান্য কিছু দোয়া অথবা আমল করা জন্য বলেছেন।
এবং তিনি এই দোয়া এবং আমলগুলোকে নির্দিষ্ট করে আলাদা আলাদা করে দিয়েছেন।
তাই অবশ্যই আমরা ঘরে ঢোকার সময়ই দোয়াটি পাঠ করার চেষ্টা করব।
আবু মালিক আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই (নিম্নোক্ত) দোয়া বলে। অতঃপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয়। (আবু দাউদ, হাদিস : ৫০৯৬)
আরও পড়ুনঃ
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র
পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
ঘরে প্রবেশের দোয়া FAQS
আরবি :
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুক খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের ঘরে প্রবেশের দোয়া কোনটি সেটি আপনাদেরকে জানানো হয়েছে।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনার আজকেরে আর্টিকেল থেকে নিজেদের ঘর কিংবা অন্য কারো ঘরে প্রবেশ করবেন কিভাবে অথবা কোন দোয়াটি পাঠ করবেন তা জেনেছেন।
তবুও যদি আপনাদের এ বিষয়ে কোন প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
অনলাইনের কাজ গুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে নিজের আগ্রহ প্রকাশ করেছেন।
তবে কিভাবে অনলাইন থেকে কাজ করা যায় সে বিষয়ে আপনাদের তেমন কোন ধারণা নেই।
অনলাইন কাজের সঠিক মাধ্যম এবং ইনকাম কেমন সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত আর্টিকেল গুলো পড়ুন।
আমাদের ওয়েব সাইটের সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।