বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরি অনেকের স্বপ্ন। এখন আপনার স্বপ্ন পূরণের সময় এসেছে বাংলাদেশের সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে আকর্ষণীয় বেতনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।

বিসিএস হওয়া যেমন শিক্ষার্থীদের স্বপ্ন, তেমনি বাংলাদেশ ব্যাংকে চাকরিও শিক্ষার্থীদের একটি স্বপ্নের চাকরি। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের এডি পদে পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দ্রুতই নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের শিক্ষিত তরুণ তরুণীদের কাছে বাংলাদেশ ব্যাংকের এডি পদের চাকরি পছন্দের শীর্ষে রয়েছে কারণ বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে থাকে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে গত বছরের মে মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সালের মে মাসের পূর্বেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক পদের চাকরিতে সামাজিক স্বীকৃতি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ–সুবিধা তো আছেই।

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ব্যাংক
পদের নামসহকারী পরিচাল (এডি)
পদসংখ্যাআনুমানিক ১০০ টি
আবেদন শুরু হবে৫ জুন ২০২৩
যোগ্যতাচার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি
বয়স২১ থেকে ৩০ বছরের মধ্যে ( বিশেষ ক্ষেত্রে ৩২ বছর)
চাকরির ধরনফুলটাইম
কর্মস্থলসমগ্র বাংলাদেশ
বেতন২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের শেষ তারিখ৬ জুলাই ২০২৩
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিস্তারিত

আরও পড়ুনঃ

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ০২ জুন ২০২৩

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে এডি বা সহকারী পরিচালক পদে এবার ১০০ জন যোগ্য সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এডি পদে চাকরির পদসংখ্যা কম বা বেশি হতে পারে।

সরকারি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৫ জুন ২০২৩ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৬ জুলাই। বাংলাদেশ ব্যাংক সহকারি পরিচালক পদে চাকরিতে আবেদনের জন্য কোনো ধরনের ফি দিতে হয় না।

এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে দেরি না করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে (শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে) আপনার পূর্ণাঙ্গ সিভি জমা দিয়ে ব্যাংকে চাকরির জন্য আবেদন করে দিন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পদে চাকরি আবেদনের যোগ্যতা

সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এডি বা সহকারী পরিচালক পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর  ডিগ্রী থাকতে হবে।

আরো বলা হয়েছে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগে  উত্তীর্ণ শিক্ষার্থীরা গ্রহণযোগ্য হবে না।

আগামী ৬ জুলাই ২০২৩ বা এর আগে যাঁদের স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তাঁরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক  সহকারী পরিচালক পদে চাকরির বয়স

বাংলাদেশের অন্যান্য সরকারি চাকরির মতোই বাংলাদেশ ব্যাংকের চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। 

এক্ষেত্রে বীর বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী  চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ১৯৯০ সালের ২৬ মার্চ তারিখে যাঁদের জন্ম, তাঁরাও আবেদন করতে পারবেন। লক্ষণীয় হচ্ছে তাদের জন্য কিছুটা বিশেষ ছাড় রয়েছে যাদের অল্প কিছুদিন বয়স পেরিয়ে গেছে আবেদনের ক্ষেত্রে

বাংলাদেশ ব্যাংকে চাকরির বাছাইপ্রক্রিয়া

ব্যাংক কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগ পেতে প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তাই বর্তমানে প্রার্থীদের কোন ধরনের প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন নেই। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ ব্যাংকের  অফিসিয়াল ওয়েবসাইটে  ভিজিট করুন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ (২২,০০০-৫৩,০৬০ টাকা) অনুযায়ী নিয়োগ প্রাপ্ত  প্রার্থীদের  বেতন নির্ধারণ করা হবে।  এছাড়াও বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন কর্মীরা। 
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে কর্মরত  একজন প্রথম আলোকে জানিয়েছেন, সহকারী পরিচালক পদে কর্মরতদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি ও পড়াশোনার জন্য ছুটির  বিশেষ সুবিধা আছে।  এছাড়াও  বাংলাদেশ ব্যাংকের এডি পদে চাকরি হলে আপনি ধাপে ধাপে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।

ব্যাংক চাকরির জন্য প্রিলিমিনারির প্রস্তুতির জন্য করণীয়

 এক্ষেত্রে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক টি দ্রুত প্রিলিমিনারির তারিখ  প্রকাশ করে থাকে।  আবেদন শেষ হওয়ার পরপরই দ্রুত প্রকাশ করা হয় পরীক্ষার তারিখ।  তাই দেরি না করে আপনি যদি বাংলাদেশ ব্যাংকে সহকারি পদে চাকরির জন্য আবেদন করতে চান এখনই আপনার প্রস্তুতি শুরু করে দিন। 

এ বছর বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে প্রথম হওয়া রিয়াজ উদ্দিন বলেন,  বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাংলা দ্বিতীয় পত্র, গণিত ও ইংরেজি থেকে। 

ব্যাংক সহকারি পরিচালক পদে লিখিত পরীক্ষার টিকিট পেতে হলে এই তিন অংশে ভালো নম্বর নিশ্চিত করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের  পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে জন্য বাজারের যেকোনো একটি ভালো মানের ব্যাকরণ বই পড়তে হবে।
রিয়াজ উদ্দিনের  ভাষায় গণিত হলো প্রিলিমিনারির ট্রাম্প কার্ড।  আপনাকে যত দ্রুত সম্ভব গণিত সমাধান করতে হবে।  এক্ষেত্রে উল্লেখ্য যে ৩০ মিনিটের কম সময়ে ২০টা অঙ্ক সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে। 

এছাড়াও তিনি আরো বলেন ইংরেজির জন্য ব্যাকরণ ও ভোকাবুলারি দুটিই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। 

অন্যান্য সাধারণ জ্ঞানগুলির মধ্যে রয়েছে  বেসিক কম্পিউটার এবং বিশেষ করে সাম্প্রতিক বিষয়গুলো জোর দিতে পড়তে হবে।  কেননা সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন শিক্ষনীয় বিষয়গুলোতে বাংলাদেশ ব্যাংক সহকারী পদে প্রার্থীদের প্রশ্ন করা হয়ে থাকে। 

 উপসংহার,

আশা করি আপনি বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 

চাকরি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. আপনাকে ধন্যবাদ এভাবে তথ্য দিয়ে সাহায্য করার জন্য

Comments are closed.