বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি নিয়ে এসেছে এক দারুণ দীর্ঘমেয়াদি অফার — রবি ইন্টারনেট অফার ৯০ দিন মেয়াদ। যারা নিয়মিত বড় ডেটা ব্যবহার করেন বা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই অফারটি একদম পারফেক্ট।
আপনি যদি বেশি মেয়াদে ইন্টারনেট ব্যাবহার করতে চান তাহলে রবি ৫০ জিবি ৯০ দিন মেয়াদ অফার কিনতে পারেন।
Content Summary
রবি ইন্টারনেট অফার ৯০ দিন মেয়াদ ২০২৫

রবি নিয়ে এলো ৯০ দিন মেয়াদ ইন্টারনেট অফার। রবি ইন্টারনেট অফার ২০২৫ লিস্টে এই অফারটি প্রকাশিত হয়েছে। রবি দিচ্ছে ৫০ জিবি ইন্টারনেট ৯০ দিন মেয়াদে কিনতে খরচ হবে ৯৪৮ টাকা।
সরাসরি ৯৪৮ টাকা রিচার্জ করে রবি রিটেলার এর কাছ থেকে অফারটি কিনতে পারেন। অফারটি সরাসরি রিচার্জ মাধ্যম ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ব্যাংকিং সেবা থেকে কেনা যাবে।
রবির নতুন এই অফারে আপনি পাবেন ৫০ জিবি ইন্টারনেট মাত্র ৯৪৮ টাকায়। অফারটির মেয়াদ পুরো ৯০ দিন, অর্থাৎ একবার কিনলে তিন মাস নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
অফারের বিবরণ:
- ইন্টারনেট পরিমাণ: ৫০ জিবি
- মেয়াদ: ৯০ দিন
- মূল্য: ৯৪৮ টাকা
- অফার কোড / ক্রয় পদ্ধতি: সরাসরি রিচার্জ বা অ্যাপ থেকে ক্রয়যোগ্য
আরও পড়ুনঃ রবি ইন্টারনেট অফার ১৮০ দিন মেয়াদ
কিভাবে কিনবেন রবি ইন্টারনেট অফার ৯০ দিন মেয়াদ
রবি গ্রাহকরা খুব সহজেই এই অফারটি অ্যাক্টিভ করতে পারেন নিচের যেকোনো একটি উপায়ে —
- রিচার্জের মাধ্যমে: সরাসরি ৯৪৮ টাকা রিচার্জ করুন রবি রিটেইলার থেকে। রিচার্জ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অফারটি সক্রিয় হবে।
- MyRobi অ্যাপ থেকে: আপনার স্মার্টফোনে MyRobi অ্যাপ খুলুন → “Internet Offers” সেকশন থেকে ৯০ দিন মেয়াদি ৫০GB অফারটি নির্বাচন করুন → “Buy Now” এ ক্লিক করুন।
- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে: বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মাধ্যমে ৯৪৮ টাকা রিচার্জ করেও এই অফারটি কেনা যাবে।
রবি ৫০ জিবি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ দাম কত টাকা?
যারা ৯০ দিনের পরিবর্তে এক মাসের বা ৩০ দিনের মেয়াদ রবি ইন্টারনেট চান, তাদের জন্যও রয়েছে বিকল্প। রবি দিচ্ছে ৫০ জিবি ইন্টারনেট ৩০ দিনের মেয়াদে, যার দাম ৬১৮ টাকা।
এই অফারটি MyRobi অ্যাপ বা সরাসরি রিচার্জের মাধ্যমেও পাওয়া যাবে। এছাড়াও সরাসরি রিচার্জের মাধ্যমে রবি 30 জিবি ইন্টারনেট অফার কেনা যায়।
আরও পড়ুনঃ জিপি ১ পয়সা কলরেট অফার ৩৬৫ দিন মেয়াদ
রবি ইন্টারনেট অফার ২০২৫
মূলত এই নিবন্ধনটি তৈরি করা হয়েছে রবি ইন্টারনেট অফার ৯০ দিন প্যাকেজ সম্পর্কে আলোচনা করার জন্য।
যেহেতু আপনি রবি অফার সম্পর্কে খুঁজছেন তাই আপনাকে রবি ইন্টারনেট অফার ২০২৫ লিস্ট প্রদান করা হলো।
এখান থেকে আপনি আপনার পছন্দের রবি ইন্টারনেট অফারটি কিনতে পারবেন সরাসরি রিচার্জের মাধ্যমে।
এক কথায় আপনি বলতে পারেন এগুলো রবি রিচার্জ ইন্টারনেট অফার ২০২৫।
| Recharge | Offer | Validity |
|---|---|---|
| 58 Taka | 2 GB | 24 Hours |
| 68 Taka | 3 GB | 24 Hours |
| 98 Taka | 3 GB | 72 Hours |
| 118 Taka | 12 GB | 7 Days |
| 168 Taka | 7 GB | 7 Days |
| 198 Taka | 18 GB | 7 Days |
| 228 Taka | 25GB/30 GB | 7 Days |
| 308 Taka | 7 GB | 30 Days |
| 418 Taka | 12 GB | 30 Days |
| 498 Taka | 18 GB | 30 Days |
| 518 Taka | 35 GB/ 25 GB | 30 Days |
| 618 Taka | 45 GB | 30 Days |
| 698 Taka | 60 GB | 30 Days |
| 798 Taka | 100 GB | 30 Days |
আরও পড়ুনঃ টেলিটক ইন্টারনেট অফার আনলিমিটেড মেয়াদ | ২৫GB, ৫০GB, ৭৫GB প্যাক
অতিরিক্ত টিপস
- রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৪৪#
- অফারটি শুধুমাত্র প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকের জন্য প্রযোজ্য
- মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবহার না করা ডেটা পরবর্তী রিচার্জের সঙ্গে যোগ হবে না
উপসংহার
রবি ইন্টারনেট অফার ৯০ দিন মেয়াদ ২০২৫ এমন গ্রাহকদের জন্য তৈরি, যারা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য ইন্টারনেট খুঁজছেন।
মাত্র ৯৪৮ টাকায় ৫০ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাজারে সবচেয়ে সাশ্রয়ী ও সুবিধাজনক অফারগুলোর একটি।
এখনই ৯৪৮ টাকা রিচার্জ করুন, আর তিন মাসের জন্য নিশ্চিন্তে ইন্টারনেট উপভোগ করুন!
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে –
টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


