ROM এর পূর্ণরূপ কি? | ROM কোথায় ব্যবহার করা হয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ ROM এর পূর্ণরূপ কি? আপনারা কি জানেন। আপনারা যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য। আমাদের সাথে অতি পরিচিত হচ্ছে rom। আমরা সকলেই যখন মোবাইল কিংবা কোনো কম্পিউটার ক্রয় করতে চাই সে সময় আমরা সবসময় এর রোম কত তা জানতে চাই।

কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইসের জন্য এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমরি ইউনিট। এর মধ্যেই থাকে আমাদের ডিভাইস এর বুট ফার্মওয়্যার সঞ্চিত যা ডিভাইসকে সঠিকভাবে চলাচল করতে সাহায্য করে।

কিন্তু এর পূর্ণরূপ কি সে সম্পর্কে আমাদের সকলের জানা নেই। তাই আজকের এই আর্টিকেলে rom এর পূর্ণরূপ সহকারে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব।

rom এর পূর্ণরূপ

rom এর পূর্ণরূপ
রম(rom) এর পূর্ণরূপ

ROM এর পূর্ণরূপ হচ্ছে Read-Only Memory। বাংলা ভাষায় যদি এর পূর্ণরূপ করা হয় রীড-অনলি মেমোরি।

এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ROM কাকে বলে বা এটি কি?

রোম হচ্ছে এক ধরনের নন ভোলাটাইল কম্পিউটার মেমোরি স্থায়ীভাবে আপনার ডাটা কে সঞ্চয় করতে সক্ষম।

সুতরাং আমরা বলতে পারি ROM এরমধ্যে সঞ্চিত তথ্য কম্পিউটার বন্ধ করে দেওয়ার পরেও সঞ্চিত থাকে।

এবং এটি হচ্ছে এক ধরনের read-only মেমোরি মানে এতে সঞ্চিত তথ্যগুলো শুধু আপনি করতে পারবেন।

আমরা যে সকল কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইস গুলো ব্যবহার করছি সেখানে আলাদা আলাদা পরিমাণে ROM এর ব্যবহার হয়ে থাকে।

এছাড়াও কম্পিউটারের বুট ফার্মওয়্যার এর মধ্যেই সঞ্চিত থাকে।

যা কম্পিউটার চালু হওয়ার সময় কিছু প্রোগ্রাম রান করার জন্য ব্যবহৃত হয় যেমন আমরা বলতে পারি হার্ডওয়ার ডায়াগনস্টিক চালানো, অপারেটিং সিস্টেম কে RAM এ লোড করা ইত্যাদি।

আরও পড়ুনঃ

ভাষা শহীদদের সম্পর্কে ১০টি বাক্য

নিজের সম্পর্কে ১০ টি বাক্য

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য

ROM এর প্রকারভেদ

এটিকে আমার প্রধানত নিম্নলিখিত পাঁচটি ভাগে ভাগ করে থাকি-

  1. MROM (Masked Read Only Memory):- এটি একটি সস্তা এবং উচ্চ গতি সম্পূর্ণ ROM, এর মধ্যে আগে থেকে কয়েকটি পোগ্রাম ও নির্দেশ সঞ্চিত থাকে।
  2. PROM (Programmable Read Only Memory):- এই ধরণের মেমোরিকে ব্যাবহারকারী একবার পোগ্রাম করতে পারে কারণ এই মেমোরিকে তৈরী করার সময় এতে কোনো পোগ্রাম আপলোড করা হয় না।
  3. EPROM (Erasable and Programmable Read Only Memory):- এই ধরণের মেমোরিতে আগে থেকে সঞ্চিত পোগ্রামকে মোছা যায়, যার ফলে ব্যবহার করি খুব সহজেই এতে নতুন পোগ্রাম লিখতে পারে।
  4. EEPROM (Electrically Erasable and Programmable Read Only Memory):- এটাও একধরণের EPROM তবে এতে বিদ্যুতের মাধ্যমে পোগ্রাম ও নির্দেশ গুলিকে মোছা ও সঞ্চয় করা হয়।
  5. Flash Memory:- এটি হলো একধরণের আধুনিক EEPROM। এতে খুব সহজেই উচ্চ গতি সাথে পোগ্রাম ও নির্দেশ গুলিকে মোছা ও সঞ্চয় করা হয় ও এর সঞ্চয় ক্ষমতাও তুলনা মূলকভাবে বেশি হয়।

ROM এর অন্যান ফুল ফর্ম

  • Return On Margin- রিটার্ন অন মার্জিন
  • Risk Of Mortality – রিস্ক অফ মর্টালিটি
  • Royal Ontario Museum – রয়েল অন্টারিও মিউসিয়াম
  • Rough Order of Magnitude – রাফ অর্ডার অফ ম্যাগ্নিটুড
  • Register Of Merit – রেজিস্টার অফ মেরিট
  • Refuel On the Move – রিফুয়েল অন দা মুভ
  • Regional Oxidant Model – রিজিনাল অক্সিডেন্ট মডেল
  • Registry Of Marriages – রেজিস্ট্রি অফ ম্যারেজেস
  • Right Or Maybe – রাইট অর মেবি
  • Read Only Meaning – রিড অনলি মিনিং
  • Read Or Memorize – রিড অর মেমোরাইজ
  • Range Of Motion – রেঞ্জ অফ মোশান

আরও পড়ুনঃ

পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটেছে?

স্বাধীনতা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য

বাংলাদেশ সম্পর্কে ৩ টি বাক্য

ROM এর পূর্ণরূপ কি FAQS

মোবাইল এবং কম্পিউটারে ব্যবহৃত ROM এর পূর্ণরূপ কি?

ROM এর পূর্ণরূপ হচ্ছে Read-Only Memory।

মোবাইল এবং কম্পিউটারে ROM ব্যবহৃত কেন হয়?

ROM হচ্ছে এক ধরনের নন ভোলাটাইল কম্পিউটার মেমোরি স্থায়ীভাবে আপনার ডাটা কে সঞ্চয় করতে সক্ষম।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের আমরা আপনাদের সাথে আলোচনা করেছি rom এর পূর্ণরূপ কি এবং রম সম্পর্কিত নানান ধরনের বিষয়ে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে rom কি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনাদের মধ্যে অনেকেই অনলাইনের মাধ্যমে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

কিভাবে অনলাইন থেকে ঘরে বসে খুব সহজে আয় করতে পারেন সে সংক্রান্ত আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আপনারা চাইলে সেই সকল আর্টিকেলগুলো পরে নিজেদের অনলাইন প্লাটফর্ম এর কাজ কে শুরু করতে পারেন।

আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট গুলো পেতে চোখ রাখুন ফেসবুক পেইজে।ধন্যবাদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।