রোনালদোর মোট গোল সংখ্যা কত? এই সম্পর্কে জানতে অনেকেই নিজেদের ইচ্ছা প্রকাশ করে থাকেন। পর্তুগাল জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা কত ২০২৩ পর্যন্ত এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
কেননা আপনি যদি জানতে চান বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে এবং তার গোল সংখ্যা কত? তবে আপনাকে ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে জানতে হবে।
তাই আপনাদের ২০২২ ফিফা বিশ্বকাপের পূর্ব পর্যন্ত জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা কত এবং বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা কত? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালে হয়ে ফুটবল খেলে থাকেন। এছাড়াও রিয়েল মাদ্রিদের অন্যতম সফল ফুটবলার বলা হয় তাকে। বিশসেরা ফুটবলারদের একজন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
সংক্ষিপ্ত করে বললে ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই গোল। তিনি তার ২০ বছরের ক্যারিয়ারে পর্তুগাল জার্সি গায়ে যেখানেই খেলেছেন সেখানেই রেকর্ড ভেঙেছেন এবং ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।
এখনো তিনি পর্তুগালের হয়ে খেলে জাচ্ছেন এবং ৩৭ বছরে এসেও তার ফুটবলে মুগ্ধ ফুটবল প্রেমিরা। এখন পর্যন্ত ৫ টি বিশ্বকাপে খেলে ৫ টি ফিফা বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার এই পর্তুগীজ তারকা খেলোয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো।
Content Summary
- 1 রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা ২০২৩
- 2 ক্রিশ্চিয়ানো রোনালদো কোথায় কোথায় খেলেছেন?
- 3 ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান গোল সংখ্যা কত?
- 4 রোনালদোর মোট গোল সংখ্যা কত ২০২২ পর্যন্ত – Ronaldo’s Total Number Of Goals 2022
- 4.1 ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবনী ও তথ্য
- 4.2 ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার
- 4.3 ক্রিশ্চিয়ানো রোনালদো যুব পর্যায়ে যেখানে খেলেন
- 4.4 রোনালদোর জ্যেষ্ঠ পর্যায়ে খেলা ও গোল সংখ্যা
- 4.5 পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর খেলা ও গোল সংখ্যা
- 4.6 Note About Cristiano Ronaldo Goal score record
- 4.7 ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা কত
- 4.8 জুভেন্টাসের হয়ে রোনালদো মোট গোল সংখ্যা কত
- 4.9 রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল সংখ্যা
- 4.10 পর্তুগালের হয়ে রোনালদোর যত গোল
- 4.11 ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা কত প্রশ্ন ও উত্তর
- 4.12 উপসংহার,
- 4.13 Share this:
রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা ২০২৩
সর্বমোট ৫টি ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদো সর্বমোট ১,১৮৮ টি ম্যাচ খেলে ৮৫৮ গোল এবং ২৭৯ টি এসিস্ট করেছেন। ম্যাচ সংখ্যা বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো মোট গোলের পরিমাণ ছিলো ৭২.২২%। ক্যারিয়ারের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা সব মিলিয়ে ৮৫৮ টি।
ক্রিশ্চিয়ানো রোনালদো কোথায় কোথায় খেলেছেন?
রোনালদোকে মানুষ বেশী চেনে রিয়েল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার কারণে। কেননা প্রাথমিক পর্যায়ে রিয়েল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই তিনি বেশী আল ছড়ান।
এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস এবং স্পোর্টিং সিপির জন্য খেলেও তিনি তার ফুটবল দক্ষতার ছাপ রেখেছেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো নামের এই ফুটবলার ২০২১ সালে ইউনাইটেডে ফিরে আসার পর প্রথম হ্যাটট্রিকটির মাধ্যমে ক্যারিয়ারের ৮০৭ গোল পূর্ণ করেন যা ইতিহাসে তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্বীকৃতি দেয়।
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি অর্জন করা খেলোয়াড়। উল্লেখ্য ২০২২ সালের ১২ই মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নাটকীয় ফুটবল ম্যাচে ৩-২ গোল প্রিমিয়াম লীগের বিপক্ষে অসাধারণ একটি খেলা উপহার দেন এই ফুটবলার। যেখানে একাই ৩টি গোল করেন।
২০২১ – ২২ প্রিমিয়ার লিগের সময় আরও ছয়টি গোল স্কোর করেন এই ফুটবলার। ২০২২ সালের জুনে পর্তুগালের হয়ে আরো দুটি UEFA ন্যাশনস লীগে গোল করেন তিনি। ২০২২-২৩ বছরে তিনি আরো তিনটি গোল করেন।
রোনালদো তার গোল করার ধারা অব্যাহত রেখেছেন ফিফা বিশ্বকাপের ২২তম আসরেও। ইতিমধ্যে কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপে নতুন একটি রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান গোল সংখ্যা কত?
“সম্প্রতি ইউরোপা লীগে FC শেরিফের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১ টি গোল করে তার গোল সংখ্যা ৮১৮ পূর্ণ করেন। কাতার ২০২২ বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে ১টি গোল করে বর্তমানে তার সর্বমোট গোল সংখ্যা ৮১৯ টি।
এভারটনের বিপক্ষে ১ টি গোল করার পর তার গোল সংখ্যা ক্লাব পর্যায়ে ৭০০ এর কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।
এই অনন্য অসাধারণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা কত এই সম্পর্কে জানতে সম্পূর্ন পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।
রোনালদোর মোট গোল সংখ্যা কত ২০২২ পর্যন্ত – Ronaldo’s Total Number Of Goals 2022
দল | খেলায় অংশগ্রহণ | গোল সংখ্যা |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৪৫ | ১৪৫ টি |
জুভেন্টাস | ১৩৪ | ১০১ টি |
রিয়েল মাদ্রিদ | ৪৩৮ | ৪৫০ টি |
স্পোর্টিং সিপি | ৩১ | ৫ টি |
পর্তুগাল | ১৯২ | ১১৮ টি |
মোট | ১১৪০ | ৮১৯ টি |
৩৭ বছর বয়সী রোনালদো ফিফা বিশ্বকাপ এখন (০৬ ডিসেম্বর) পর্যন্ত মোট ১৭ টি ম্যাচে ৭টি গোল করেছেন। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আগে ২০০৬ সাল থেকে ফিফার বিশ্বকাপের প্রতিটি টুর্নামেন্টে গোল করেছেন রোনালদো। যা এক অনন্য একটি রেকর্ড।
ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবনী ও তথ্য
পূর্ণ নাম | ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো |
জন্ম | ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ |
বয়স | ৩৭ বছর |
জন্ম স্থান | ফুঞ্চাল, মাদেইরা, পর্তুগাল |
উচ্চতা | ১.৮৭ মি (৬ ফু ২ ইঞ্চি) |
মাঠের অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় |
ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার
বর্তমান সময়ের সেরা ফুরবলার ক্রিশ্চিয়ানো রোনালদো কোন কোন ক্লাবে খেলেছেন তার ফুটবল ক্যারিয়ার সম্পর্কে জানতে হবে আপনাকে।
যদি আপনি রোনালদোর গোল পরিসংখ্যান সম্পর্কে জানতে চান।
কেননা এই দলের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা কত? আমি আপনাকে বললাম আপনি দল বা ক্লাবটি সম্পর্কে জানলেন তবে আমার চেষ্টা বৃথা যাবে।
এবং আপনি রোনালদোর মোট গোল সংখ্যা কত? এই সম্পর্কে সঠিক তথ্য নিতে ব্যর্থ হবেন। তাই চলুন জেনে নেওয়া যাক প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ার সম্পর্কে।
ক্রিশ্চিয়ানো রোনালদো যুব পর্যায়ে যেখানে খেলেন
সাল | খেলেন |
১৯৯২–১৯৯৫ | আন্দোরিনিয়া |
১৯৯৫–১৯৯৭ | নাসিওনাল |
১৯৯৭–২০০২ | স্পোর্টিং সিপি |
রোনালদোর জ্যেষ্ঠ পর্যায়ে খেলা ও গোল সংখ্যা
সাল | খেলেন | ম্যাচ | গোল |
২০০২ | স্পোর্টিং সিপি বি | ২ | ০ |
২০০২–২০০৩ | স্পোর্টিং সিপি | ২৫ | ৩ |
২০০৩-২০০৯ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১৯৪ | ৮৪ |
২০০৯-২০১৮ | রিয়াল মাদ্রিদ | ২৯২ | ৩১১ |
২০১৮-২০২১ | ইয়ুভেন্তুস | ৯৭ | ৮১ |
২০২১–২০২২ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৪০ | ১৯ |
২০০২-২০২২ | ৫টি ক্লাবে/মোট ম্যাচ/গোল | ৬৫০ | ৪৯৮ |
পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর খেলা ও গোল সংখ্যা
রোনালদোর মোট গোল সংখ্যা কত ২০২২ পর্যন্ত
সাল | খেলেন | ম্যাচ | গোল |
২০০১ | পর্তুগাল জাতীয় অনূর্ধ্ব-১৫ | ৯ | ৭ |
২০০১–২০০২ | পর্তুগাল জাতীয় অনূর্ধ্ব-১৭ | ৭ | ৫ |
২০০৩ | পর্তুগাল জাতীয় অনূর্ধ্ব-২০ | ৫ | ১ |
২০০২-২০৩ | পর্তুগাল জাতীয় অনূর্ধ্ব-২১ | ১০ | ৩ |
২০০৪ | পর্তুগাল অলিম্পিক ফুটবল দল | ৩ | ২ |
২০০৩– | পর্তুগাল | ১৯১ | ১১৭ |
২০০১-২০২২ | সকল পর্যায়ে/মোট ম্যাচ/গোল | ২২৫ | ১৩৫ |
Note About Cristiano Ronaldo Goal score record
- শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
- পর্তুগাল জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা কত
ফুটবলের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের এক অনুপ্রেরণা ও ভালোবাসার নাম। তাইতো ভক্তদের মাঝে সবসময় একটি উত্তেজনা কাজ করে রোনালদোকে নিয়ে।
২০০৩ সালে ১৮ বছর বয়সে যখন তিনি তার ক্যারিয়ার শুরু করেন প্রথমে কিন্তু গোল করার জন্য তিনি মানুষের কাছে পরিচিতি পাননি, তার পরিচয় ছিল তার ড্রিবলিং এবং ফ্লেয়ারের জন্য।
২০০৬ থেকেই একজন গোলদাতা হিসেবে নিজেকে পরিচিত করান মানুষের মাঝে। সেই বছর ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
এর ফলে ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৮ সালে ব্যালন ডিওর জিতে ছিলেন। তারপর নিজেকে তিনি এতটাই উচ্চতায় নিয়ে যান ফুটবলের জগতে যে, ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন।
এর ঠিক ২বছর পর মানে ২০১১ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আবারো সর্বোচ্চ গোল করেন, যার সংখ্যা ছিল ২৪।
এক নজরে দেখে নেই ম্যানচেস্টারের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা কত?
নিশ্চয়ই এই প্রশ্ন এখন আপনার মাথায় আসছে যে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা কত? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরই আপনি এই প্যারাতে পেতে যাচ্ছেন।
ম্যানচেস্টারের হয়ে রোনালদোর করা গোলগুলো তালিকা আকারে নিচে দেওয়া হল।
বছর | মোট খেলায় অংশগ্রহণ | গোল |
২০০৩-০৪ | ৪০ | ৬ |
২০০৪-০৫ | ৫০ | ৯ |
২০০৫-০৬ | ৪৭ | ১২ |
২০০৬-০৭ | ৫৩ | ২৩ |
২০০৭-০৮ | ৪৯ | ৪২ |
২০০৮-০৯ | ৫৩ | ২৬ |
২০২১-২২ | ৩৮ | ২৪ |
২০২২-২৩ | ১৫ | ৩ |
মোট | ৩৪৫ | ১৪৫ |
জুভেন্টাসের হয়ে রোনালদো মোট গোল সংখ্যা কত
জুভেন্টাসে ২০১৮ সালে যোগদান করেন রোনালদো। চ্যাম্পিয়নস লীগের জয় অনেক পুরনো হলেও রোনালদোই কিন্তু রয়ে গেছেন সবচেয়ে বেশি গোল স্কোরার হিসেবে এখন পর্যন্ত।
২০১৯ মৌসুমে এসে তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম গোলটি তিনি করেন।
যা তার ৫০ এর কোঠা পূর্ণ করে এবং ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রুই কাস্তাকে ছাড়িয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম সবচেয়ে উপরের দিকে নিয়ে যান।
২০২০ মৌসুমে তিনি গোলের সেঞ্চুরি করেন এবং লীগের হয়ে ২৯ টি গোল করে সর্বোচ্চ স্কোরার হন।
এক নজরে দেখে নেই জুভেন্টাসে রোনাদোর যত গোল-
বছর | মোট খেলায় অংশগ্রহণ | গোল |
২০১৮-১৯ | ৪৩ | ২৮ |
২০১৯-২০ | ৪৬ | ৩৭ |
২০২০-২১ | ৪৪ | ৩৬ |
২০২১-২২ | ১ | ০ |
মোট | ১৩৪ | ১০১ |
আরও পড়ুনঃ
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস কোনগুলো?
ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম কি?
রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল সংখ্যা
রিয়াল মাদ্রিদে রোনালদো যুক্ত হওয়ার পর ফুটবলের চেহারাই বদলে দিয়েছেন।
তিনি মাদ্রিদে যোগদানের পরে একটি অসাধারণ পরিবর্তন এসেছিল এজন্য এই সময়টিকে আধুনিক ফুটবলের “স্বর্ণালী সময়” বলা হয়।
আর এই বিষয়টি লিওনেল মেসির সাথে তার যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মাধ্যমেই প্রমাণিত হয়েছে।
রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি অর্জন করেছেন। ব্যক্তিগতভাবে রোনালদো চারবার “ব্যালন ডি’অর” অর্জন করেছেন যা একজন ইউরোপিয়ান খেলোয়ার হিসেবে সবচেয়ে বেশি।
গোল করার ক্ষেত্রে দেখা যায় যে রোনালদোর লস ব্লাঙ্কোসের হয়ে খেলার সময় সবচেয়ে বেশি রেকর্ড ভেঙেছেন।
২০১৫-১৬ মৌসুমি তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ স্কোরার এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
রোনালদোর রিয়াল মাদ্রিদের জন্য করা গোলের তালিকা-
বছর | মোট খেলায় অংশগ্রহণ | গোল |
২০০৯-১০ | ৩৫ | ৩৩ |
২০১০-১১ | ৫৪ | ৫৩ |
২০১১-১২ | ৫৫ | ৬০ |
২০১২-১৩ | ৫৫ | ৫৫ |
২০১৩-১৪ | ৪৭ | ৫১ |
২০১৪-১৫ | ৫৪ | ৬১ |
২০১৫-১৬ | ৪৮ | ৫১ |
২০১৬-১৭ | ৪৬ | ৪২ |
২০১৭-১৮ | ৪৪ | ৪৪ |
মোট | ৪৩৮ | ৪৫০ |
পর্তুগালের হয়ে রোনালদোর যত গোল
অনেক খেলোয়ারই ক্লাব ও জাতীয় দলের খেলার মধ্যে পার্থক্য করে ফেলেন যা রোনালদোর মধ্যে কখনোই দেখা যায়নি।
তিনি ক্লাব এবং পর্তুগালের জাতীয় দলের খেলার সময় তার খেলার সামঞ্জস্য ও গোলের পরিমাণ ধারাবাহিকভাবে বজায় রেখেছিলেন।
জাতীয় দলের অভিষেকের বছরের তার কোন গোল ছিল না কিন্তু এরপর থেকে তিনি গোল করা যে শুরু করেছেন তা এখন পর্যন্ত বজায় রেখেছেন।
এইজন্য তিনি এখন পর্যন্ত পর্তুগালের সর্বোচ্চ স্কোরার এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের খেলোয়াড়।
রোনালদোর করা গোল পর্তুগালকে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ সালের ন্যাশন্স লীগ জিততে সাহায্য করেছিল।
বছর | মোট খেলায় অংশগ্রহণ | গোল |
২০০৩ | ২ | ০ |
২০০৪ | ১৬ | ৭ |
২০০৫ | ১১ | ২ |
২০০৬ | ১৪ | ৬ |
২০০৭ | ১০ | ৫ |
২০০৮ | ৮ | ১ |
২০০৯ | ৭ | ১ |
২০১ | ১১ | ৪ |
২০১১ | ৮ | ৭ |
২০১২ | ১৩ | ৫ |
২০১৩ | ৯ | ১০ |
২০১৪ | ৯ | ৫ |
২০১৫ | ৫ | ৩ |
২০১৬ | ১৩ | ১৩ |
২০১৭ | ১১ | ১১ |
২০১৮ | ৭ | ৬ |
২০১৯ | ১০ | ১৪ |
২০২০ | ৬ | ৩ |
২০২১ | ১৪ | ১৩ |
২০২২ | ৮ | ৩ |
মোট | ১৯২ | ১১৮ |
ক্লাব ও দেশের হয়ে রোনালদোর মোট গোল সংখ্যা।
রোনালদোকের সর্বশ্রেষ্ঠ গোল স্কোরারদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং সর্বোচ্চ স্তরে খেলার সময় তিনি নিয়মিতভাবে পূর্বেকার খেলোয়ার ও তাদের রেকর্ড ভেঙ্গে চলছেন।
ব্যক্তিগত এবং ক্লাব পর্যায়ে তার বেশিরভাগ সাফল্য এসেছে রিয়াল মাদ্রিদের সাথে।
কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের সাথেও তার কৃতিত্ব কম নয়। পর্তুগালের একজন সর্বকালের সর্বোচ্চ স্কোরার হচ্ছেন রোনালদো।
আরও পড়ুনঃ
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস পরিসংখ্যান
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী
ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা কত প্রশ্ন ও উত্তর
ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২১ সালে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙেছেন এবং নিজের নাম লিখিয়েছেন।
পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ১১৮ টি।
রোনালদো তার ২০ বছরের ক্যারিয়ারে যেখানেই তিনি খেলেছেন সেখানেই তিনি গোল করেছেন এবং রেকর্ড গড়েছেন ও ভেঙ্গেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা ৮১৯ টি। মোট ১১৪০ টি ফুটবল ম্যাচ খেলে মোট ৮১৯ টি গোল করেন রোনালদো।
ফুটবলে গোলের রাজা বলা হয় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এখন পর্যন্ত বিশ্বে কোন দেশের জাতীয় দলের সর্বকালের সেরা গোলদাতা বলা হয় তাকে।
ফুটবল খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদো সবচেয়ে বেশি গোল স্কোরার।
রোনালদো একজন পর্তুগীজ খেলোয়াড়। পর্তুগালের হয়ে খেলে থাকেন রোনালদো।
রোনালদো পূর্ণ নাম হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো।
উপসংহার,
আশাকরি আপনারা রোনালদোর মোট গোল সংখ্যা কত? এই সম্পর্কে জানতে পেরেছেন।
পর্তুগাল জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল সংখ্যা হচ্ছে ৮১৯ টি। রোনালদো এখন পর্যন্ত মোট ১১৪০ ম্যাচ খেলে ৮১৯ টি গোল স্কোর করেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে আপনার আরও জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
ব্লগিং help, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও বিশ্বকাপ পরিসংখ্যান ২০২২ ALL
বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা | নেইমার কতবার বিশ্বকাপ খেলেছেন
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান ২০২২? হেড টু হেড লড়াই
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচী 2022
১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২২ শুভেচ্ছা এসএমএস
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।