অভিযোগ পত্র লেখার নিয়ম | কিভাবে অভিযোগ পত্র লিখবেন

প্রিয় পাঠকবৃন্দ অভিযোগ পত্র লেখার নিয়ম সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই আমাদের কাছে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলে অভিযোগ পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করার জন্য আমরা এই আর্টিকেলটি গঠন করেছি।

মূলত প্রকৃতপক্ষে অভিযোগপত্র নানান ধরনের হয়ে থাকে। নানান বিষয়ে অভিযোগ প্রদান করা হয় এবং নানান ধরনের অভিযোগ পত্রের নিয়ম রয়েছে।

আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে এই দুই রকম অভিযোগ পত্র গুলো প্রদান করার চেষ্টা করব। আলাদা আলাদা অভিযোগ পত্র গুলো আলাদা আলাদা নিয়ম অনুসরণ করে প্রস্তুত করা হয়ে থাকে।

কোন অভিযোগ পত্র গুলো কোন কারণে আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি আজকের এই আর্টিকেলে আপনাদেরকে নমুনা করে সেগুলো প্রদান করা হবে। তাই অবশ্যই আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

অভিযোগ পত্র লেখার পদ্ধতি (যদি তথ্য সংক্রান্ত হয়)

অভিযোগ পত্র লেখার নিয়ম  কিভাবে অভিযোগ পত্র লিখবেন
অভিযোগ পত্র লেখার নিয়ম | কিভাবে অভিযোগ পত্র লিখবেন

আমাদের দেখান অভিযোগ পত্র লেখার পদ্ধতি অনুসরন করুন

বরাবর,

চেয়ারম্যান,

………………. (অফিসের নাম)

…………………….(অফিস ঠিকানা)

অভিযোগ নং- ………………………………………………

১. অভিযোগকারীর নাম ও ঠিকানা: ………………………………………………

২. অভিযোগ দাখিলের তারিখ: ……………../…………./……………………

৩. যার বিরূদ্ধে অভিযোগ করা হচ্ছে তার নাম ও ঠিকানা: ………………………………………………

৪.অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ: ………………………………………………

৫. ক্ষুব্ধতার কারণ: ………………………………………………

৬. প্রার্থিত প্রতিকার এবং উহার যৌক্তিকতা: ………………………………………………

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

৭. অভিযোগ পত্রে উল্লেখ করা বক্তব্যের সমর্থনে সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রের বর্ণনা: ………………………………………………

আমি এই মর্মে প্রত্যায়ন করিতেছি যে, উপরে উল্লেখ করা অভিযোগপত্রে এ বর্নিত অভিযোগসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য।

তারিখ: …………../……………/……………..

আবেদনকারীর নাম: …………………

পদবী: ………………..

অভিযোগ দায়ের করার ফরম (ডেমো) | অভিযোগ দরখাস্ত ফরম

নিচে আপনাদের জন্য অভিযোগ দায়ের করার ফরম ডেমো প্রদান করা হলো-

অভিযোগ দায়ের করার ফরম
অভিযোগ দায়ের করার ফরম

পুলিশের বরাবর অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম | জিডি আবেদন করার নিয়ম

আপনাদের যদি পুলিশের কাছে জেনারেল ডাইরি কিংবা সাধারণ ডায়েরি অথবা জিটি কিংবা কোন ধরনের উদ্ধার সঙ্ক্রান্ত কাজ কিংবা কোনো কারণে হেল্প চাইতে হয় সে ক্ষেত্রে অফিসার ইনচার্জ বরাবর দরখাস্ত লিখতে হয়।  যদিও এই দরখাস্ত গুলো আপনারা থানার বাহিরে কম্পিউটারের দোকানে করাতে পারবেন তবে কিভাবে করতে হয় সে সম্পর্কে জেনে রাখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের কাছে কিভাবে সাধারণ ডায়েরির জন্য দরখাস্ত লিখতে হয় তার নমুনা দেখে নিন।

থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম

বরাবর,

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

অফিসার ইনচার্জ

‘থানার নাম’ থানা, নারায়ণগঞ্জ।

বিষয়: ……………………………………অভিযোগ প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ……………………পিতা- মোঃ………………………., গ্রাম:…………………, থানা:……………, জেলা:………. থানায় আসিয়া এই মর্মে লিখিতভাবে জানাইতেছি যে, বাদী নাম: ……………………….পিতা: …….গ্রাম: ……..থানা: ……….. জেলা: ……..….. গত …………………..ইং তারিখ……………………আনুমানিক দুপুর………………….. ঘটিকার (আপনার সমস্যার বিবরণ প্রদান শুরু করুন) …………..………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

অতএব, উপরিউক্ত অভিযোগটি গুরুুত্বের সাথে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিয়া কৃতজ্ঞতায় বাধিত করিবেন।

নিবেদক

মোঃ …………………………………………

মোবাইল: ০১৭……………………….

পুলিশের কাছে অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম – জিডি আবেদন (ডেমো)

থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম
থানায় অভিযোগ পত্র লেখার নিয়ম

অভিযোগ পত্র লেখার নিয়ম FAQS

অভিযোগ পত্র লেখার নিয়ম কি?

মূলত অভিযোগ পত্র লেখার নিয়ম আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা ভাবে লিখতে হয়। আপনাদের জন্য আর্টিকেলে আলাদা ভাবে নমুনা দেয়া হয়েছে।

উপসংহার 

প্রিয় পাঠকবৃন্দ অভিযোগ পত্র লেখার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেল আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে। 

আশা করি আজকের এই আর্টিকেল থেকে কিভাবে আপনারা অভিযোগপত্রে লিখবেন সেই নিয়ম বিস্তারিত জানতে পেরেছেন।

এমনকি আপনাদেরকে সকল ধরনের অভিযোগের আলাদা আলাদা নিয়মগুলো নমুনা করে প্রদান করা হয়েছে।

তবুও যদি আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আপনি যদি নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত ডিজিটাল টাচ অফিসিয়াল ওয়েবসাইট ই ভিজিট করুন।

Also Read:

কোন দেশের টাকার মান বেশি

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

Broken Heart Bangla sad SMS

টনসিল হলে কি কি খাওয়া যাবে না

বর্তমান সময়ে দাঁড়িয়ে যেকোনো কাজের মাধ্যমে নিজেদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা খুবই কষ্টসাধ্য।

যার কারণে অনেক তরুণ যুবক যুবতীরা অনলাইন থেকে আয় সংক্রান্ত বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছে।

আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের অনলাইন থেকে আয় সংক্রান্ত আর্টিকেলগুলো ভিজিট করুন।

সেসকল আর্টিকেলগুলো থেকে আপনার সম্পূর্ণ গাইডলাইন সহকারে অনলাইন কাজগুলো বুঝে নিতে পারবেন।

তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment