চিঠির খাম লেখার নিয়ম কি? | কিভাবে চিঠির খাম লিখবেন

সুপ্রিয় পাঠকগণ চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেল  এর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে চিঠির খাম লিখতে হয়। 

এবং কিভাবে আপনারা চিঠির খাম খামের উপরে লেখা ঠিকানা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত বর্তমান সময়ে খামের ব্যবহার কমে যাওয়ায় মানুষ এই সম্পর্কিত বিষয়ে তেমন ধারনা রাখে না।

যার কারণে আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো।তাহলে চলুন কিভাবে চিঠির খাম লিখতে হয় সেই নিয়ম জেনে নেয়া যাক।

বাংলা চিঠির খাম লেখার নিয়ম

বাংলা চিঠির খাম লেখার নিয়ম
চিঠির খাম লেখার নমুনা

মূলত আমরা খুব ছোটবেলা থেকেই চিঠির খাম সম্পর্কে পাঠ্যবইয়ে পড়ে এসেছি।

কিভাবে লিখতে হয় নিয়মকানুনগুলো আমরা সেই সময় খুবই ভালভাবে জেনেছি।

তবে ধীরে ধীরে এর বাইরে পড়াশোনার গুলোর কারণে আমাদের সেই সংক্রান্ত বিষয়গুলো এখন মনে নেই।

তাই আমরা অনেকেই চিঠির খাম সঠিক ভাবে লিখতে পারিনা।

মূলত আমরা পঞ্চম শ্রেণীতে থাকতে এ সকল বিষয়গুলো শেখা শুরু করেছি তবে এ বিষয়টি নিয়ে দ্বন্দ্ব ছিল প্রেরক আগে হবে নাকি প্রাপক আগে হবে।

চলুন আজকে এ বিষয়ে পরিষ্কার ধারণা গ্রহণ করা যাক।

চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম দেখুন।

আসলে খামে ঠিকানা লেখার নিয়ম সেটাই যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, শুধু মাত্র মনে নেই আমাদের, প্রেরক আগে হবে নাকি প্রাপক আগে; এই একটা জায়গায় বড় মুশকিল লাগে।

তো আজ পরিস্কার হবো প্রেরক প্রাপক লেখার নিয়ম সম্পর্কে।

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় কি?

প্রথমে খামের বাম পাশে লিখবেন

 প্রেরক, 

(আপনি যে নামটি ব্যবহার করবেন)

      পিতার নামঃ (ব্যক্তির পিতার নাম)

      গ্রামঃ (ব্যক্তির গ্রামের নাম)

      ডাকঘরঃ (ডাকঘরের নাম)

      উপজেলাঃ (উপজেলার নাম)

      জেলাঃ (জেলার নাম)

খামের ডান পাশে লিখতে হবে

প্রাপক, 

(যার কাছে চিঠিটা পাঠাবেন) 

  (ব্যক্তির নাম)

      পিতাঃ (ব্যক্তির পিতার নাম)

      গ্রামঃ(ব্যক্তির গ্রামের নাম)

      ডাকঘরঃ (ডাকঘরের নাম)

      উপজেলাঃ(উপজেলার নাম)

      জেলাঃ (জেলার নাম)

সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আপনারা খাম লিখবেন।

মূলত আমরা সকলেই এই সম্পর্কে পাঠ্যবইয়ের মাধ্যমে অবগত হয়েছি এমনকি পরীক্ষাগুলো লিখেছি। 

তবে বর্তমান সময়ে পাঠ্যপুস্তক এর মধ্যেও নানান ভাবে লেখার কারণে আমরা এই বিষয়টি সঠিকভাবে ধরতে পারছিনা।

আরও পড়ুনঃ

মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম?

সুরা বাকারার শেষ দুই আয়াত

আসরের নামাজ কত রাকাত?

চিঠির খাম লেখার নিয়ম FAQS

চিঠির খাম লেখার নিয়ম?

আমরা পাঠ্য বইয়ের মাধ্যমে অনেক আগেই চিঠির খাম কিভাবে লিখতে হয় তা জেনেছি। আপনাদের আজকের এই আর্টিকেলে চিঠির খাম লেখার নিয়ম বিস্তারিত বলা হয়েছে।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে ধারণা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে চিঠির খাম কিভাবে লিখতে হয় সে সম্পর্কে অবগত হয়েছেন।

আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।

ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো করতে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়ুন।

আমাদের ওয়েবসাইটে রয়েছে নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজের আর্টিকেল।

আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট গুলো সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment