প্রিয় পাঠকগণ আজকে আমরা চীনের মুদ্রার নাম কি এ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর জন্য আপনাদের সামনে এই আর্টিকেলটি তুলে ধরেছি। এ বিষয়টি নিয়ে আপনাদের অনেকের মাঝেই জানার আগ্রহ রয়েছে।
আশা করছি আপনারা আজকের এই আর্টিকেলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। প্রতিটি দেশের মুদ্রা রয়েছে। একেক দেশে এটির নাম একেক রকম হয়ে থাকে। তেমনি চীনেরও মুদ্রার আলাদা একটি নাম রয়েছে।
উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের টাকা, ভারতের রুপি ইত্যাদি আলাদা আলাদা আলাদা আলাদা নামে এর পরিচিতি রয়েছে। একটি দেশের জন্য মুদ্রার গুরুত্ব অপরিসীম। দেশ পরিচালনা করতে সর্বপ্রথম মুদ্রার প্রয়োজন হয়। চলো তাহলে চীনের মুদ্রার নাম কি সে বিষয়ে জেনে নেয়া যাক।
Content Summary
বর্তমানে চীনের মুদ্রার নাম কি?

চীনের মুদ্রার নাম হলো রেনমিনবি (Renminbi – RMB)। এর প্রচলিত একক হলো ইউয়ান (Yuan – 元 বা ¥)। সাধারণভাবে মানুষ চীনের মুদ্রাকে “ইউয়ান” বলেই চেনে, তবে অফিসিয়াল নাম রেনমিনবি।
তবে চীনের মুদ্রার প্রচলিত নাম হলো ইউয়ান। তবে অনেকেই চায়না ইয়ং বলে ডেকে থাকেন চায়না মুদ্রাকে।
In addition, চীনের রাজধানীর নাম হলো বেইজিং এবং চীনের রাষ্ট্র ভাষা হচ্ছে ম্যান্ডারিন।
চীনের মুদ্রার ইতিহাস
চীনের মুদ্রার ইতিহাস অনেক প্রাচীন। খ্রিস্টপূর্ব যুগ থেকেই চীনে বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা ব্যবহার করা হতো। তখন তামা, ব্রোঞ্জ, এমনকি ছুরি আকৃতির ধাতব মুদ্রা প্রচলিত ছিল।
For instance, মনে রাখা উচিত যে আধুনিক কাগজের নোটের সূচনা চীন থেকেই হয়। টাং রাজবংশের সময় (৭ম শতক) প্রথম কাগজের মুদ্রার ব্যবহার দেখা যায়। পরে সং রাজবংশ (১১শ শতক) নিয়মিতভাবে কাগজের নোট প্রচলন করে। তাই বলা যায়, বিশ্বের প্রথম কাগজের নোট ব্যবহারের ইতিহাস শুরু হয়েছিল চীন থেকে।
বর্তমান রেনমিনবি বা ইউয়ান ১৯৪৯ সালে চীনা গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার পর চালু হয়। সেই সময় চীনা কমিউনিস্ট পার্টি নতুন মুদ্রা চালু করে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য। এরপর থেকে এটি ধীরে ধীরে আধুনিক রূপ নিয়েছে।
In addition, আজকের দিনে রেনমিনবি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুদ্রা। আন্তর্জাতিক লেনদেনে ইউএস ডলার, ইউরো ও ইয়েনের পাশাপাশি ইউয়ানও ব্যবহৃত হচ্ছে। চীনের অর্থনৈতিক শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ইউয়ানের গুরুত্বও ক্রমশ বাড়ছে।
চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। সামরিক শক্তির দিক দিয়ে চীন বিশ্বের তৃতীয়। চীন বিশ্বের অন্যতম সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীনকে বলা হয় বিশ্বের পণ্য উৎপাদনের কারখানা।
উন্নয়নের দিক থেকে চীন পৃথিবীতে বর্তমানে রাজত্ব করছে।
চীন সম্পর্কে আরো অজানা তথ্য
তারা বিশ্বের জনসংখ্যার দিক থেকেও এক নম্বরে রয়েছে। তাদের জনসংখ্যায় তাদের জন শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এই দেশটির আয়তন প্রায় ৯৫,৯৬,৯৬১ কিলোমিটার।
আয়তনের দিক থেকে হিসেব করলে প্রায় বাংলাদেশের ৬৫ গুণ হল চীন।
২০২০ সালের হিসাব অনুযায়ী চীনের মোট জনসংখ্যা ১৪২ কোটিরও বেশি।
সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১৪৫ জন মানুষ বাস করে।
এবং ২০২০ সালের হিসাব অনুযায়ী চীনের আনুমানিক ৭৪.৫% মানুষ ধর্মহীন। এবং ১৮.৩ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। ৫.২ শতাংশ মানুষ খ্রিস্টান।
১.৬ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং ০.৪% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী।
চীনের মুদ্রার নাম কি FAQS
প্রতিটি দেশের মুদ্রার আলাদা আলাদা না। তেমনে চীনের মুদ্রার নাম হলো ইউয়ান।
নানান হিসাব এবং পরিসংখ্যান অনুযায়ী চীনের জনসংখ্যা ১৪৫ কোটিরও বেশি।
চীনে শতকরা ১.৬% মানুষ মুসলিম।
উন্নয়নশীল দেশ চীনের আয়তন প্রায় ৯৫,৯৬,৯৬১ কিলোমিটার।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি চীনের মুদ্রার নাম কী এবং চীন সম্পর্কে সাধারণ কিছু তথ্য আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
এবং আপনাদের যে প্রশ্নের উত্তরটি প্রয়োজন ছিল তা আপনারা পেয়ে গেছেন।
তবুও যদি আপনাদের এ বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আমরা সব সময় আপনাদের উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি।
নানান ধরনের শিক্ষামূলক প্রয়োজনীয় আর্টিকেল এবং অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই কিছু আর্টিকেল প্রদান করা হয়েছে।
আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সে আর্টিকেলগুলো পড়তে পারেন।
আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়ায় বর্তমানে চাকরি খুবই অভাব রয়েছে।
তাই আর নিজের ক্যারিয়ার গঠনের জন্য অনেকেই অনলাইন পদ কে বেছে নিচ্ছে।
তাই আপনিও কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতে পারেন সে বিষয়ে আমরা আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে সাহায্য করব।
চাইলে আপনারা সেই আর্টিকেলগুলো পড়ে আসতে পারেন।
আমাদের ওয়েব সম্পর্কিত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।