কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি? এই সম্পর্কে জানতে অনেকেই গুগোল করে আসছেন। আয়োজক দেশ কাতারের রাজধানী দোহায় ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের ড্র আয়োজনের দিন থিম সং প্রকাশ করা হয়। পাশাপাশি উন্মুক্ত করা হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি করা অফিশিয়াল ম্যাসকটও। ২০২২ বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটের নাম রাখা হয়েছে লায়িব। আরবি শব্দ ম্যাসকট অর্থ হচ্ছে “দারুণ দক্ষ খেলোয়াড়”।
কাতার বিশ্বকাপের মাস্কট প্রকাশ করা হয় ড্রয়ের পূর্বে। প্রায় প্রতিটি ফুটবল বিশ্বকাপে ফিফা মাস্কট থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
চলমান ফিফা ২০২২ কাতার বিশ্বকাপের জন্য একটি মাস্কট ও তার নাম নির্ধারণ করা হয়। তাতেও দেখা যায় একজন আরবিয় পোশাক পরিহিত বল নিয়ে খেলছে। মাস্কট টি মানুষ না অন্য প্রাণী তা বুঝা মুশকিল।
এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কাতার বিশ্বকাপের মস্কট নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
মসকট কি?
মাস্কট কি? মাস্কট হল একটি ডিজাইন বা নকশা, যে ডিজাইন বা নকশার মাধ্যমে ফিফা বিশ্বকাপ আয়োজনকারী দেশের একটি বৈশিষ্ট্য তুলে ধরা। এবং চেষ্টা করা হয় যাতে ঐ দেশের ঐতিহ্য সম্পর্কে বিশ্ব বাসী জানতে পারে।
কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি?

কাতার বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম লায়িব। লায়িব (laeeb) একটি আরবি শব্দ। বাংলায় লায়িব শব্দের অর্থ হচ্ছে “একজন দক্ষ খেলোয়াড়”। লায়িব মাস্কটকে কাতারের ঐতিহ্যবাহী সুন্নতি পোশাক দিয়ে সাজানো হয়েছে।
যা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি বহিঃপ্রকাশ হিসেবে কাজ করেছে। বিশ্বের কাছে এই মাস্কটের মাধ্যমে একটি বার্তা পৌঁছানো হয়েছে আরব দেশের পক্ষে।
আরও পড়ুনঃ
কাতার বিশ্বকাপের মাস্কট “লায়িব” অর্থ কি?
কাতার বিশ্বকাপ ২০২২ শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার মাস্কট পদর্শন করা হয় মন-মুগ্ধকর পরিবেশে। ২০ নভেম্বর থেকে বিশ্বের সর্ববৃহৎ জনপ্রিয় খেলা ফুটবল মাঠে গড়াবে, চলে আসবে আরও একটি “গ্রেটেস্ট শো ইন দ্যা আর্থ” ২০২২।
আর ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার প্রশাসন। বিশ্বের সর্ব বৃহৎ ফুটবল টুনামেন্ট ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশের তেলসমৃদ্ধ ধনী দেশ মধ্যপ্রাচ্যের কাতারে।
আর কাতার বিশ্বকাপের ড্রও প্রাকাশ করা হয়েছে। সাথে ২০২২ বিশ্বকাপের মাস্কট ও উন্মোচন করেছে ফিফা।
কাতার বিশ্বকাপের মাস্কটের নাম লায়িব। লায়িব অর্থ একজন দক্ষ খেলোয়াড়। যে সাহসী ও প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন তরুণ। সবগুলো বিশ্বকাপ দেখেছেন। আর প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ আবদান রেখেছেন।
কাতার বিশ্বকাপ মাস্কটের আকৃতি কেমন?
লায়িব একটি মাসকট। কাতার বিশ্বকাপের মাস্কট। লায়িব মানে দক্ষ খেলোয়াড়। লায়িবকে সাজানে হয়েছে কাতারি পোশাকের ঢংঙে।
সাদা কালারের ঐতিহ্যবাহী মুসলিম সুন্নতী পোশাক বা কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লায়িবকে। লায়িবের সামনে আছে বল। আর লায়িবের পোশাকে আরবিয় আঙ্গিকে নকশা করা, যা অনেকটাই মুসলিম ঐতিহ্য বহন করে।
আরও পড়ুনঃ
ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়গুলো সম্পর্কে জানুন
কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি? প্রশ্ন ও উত্তর
উপসংহার,
আশাকরি আপনি কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি? এই সম্পর্কে জানতে পেরেছেন।
আমরা আমাদের ওয়েবসাইটে কাতার ফুটবল বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময় অনুসারে কখন কোন দলের খেলা অনুষ্ঠিত হবে তা প্রকাশ করেছি।
এছাড়াও কাতার ফুটবল বিশ্বকাপের মাসকট সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
অথবা মাস্কাট বিষয়ে আপনার কোনো তথ্য জানা থাকলে একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে এই পোষ্ট আপডেট করাতে সাহায্য করুন।
এছাড়াও ব্লগিং help, ডিজিটাল মার্কেটিং, বিকাশ, নগদ, রকেট, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান | বিশ্বকাপ ফ্রেন্ডলি আন্তর্জাতিক