১ বিঘা কত শতাংশ? ১ হেক্টর কত বিঘা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুপ্রিয় পাঠকগণ ১ বিঘা কত শতাংশ এবং ১ হেক্টর কত বিঘা সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজ আমরা এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব ১ বিঘা কত শতাংশ। মূলত বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে জমি পরিমাপ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানার গুরুত্ব অপরিসীম। 

বিঘা কিংবা শতাংশের হিসাব অথবা একরের হিসাব অনুযায়ী বর্তমান সময়ে জমি পরিমাপের সকল হিসেব নিকেশ গুলো তৈরি করা হয়ে থাকে। আপনারা যদি জমি সংক্রান্ত বিষয়গুলোতে পরিমাপের সঠিক নিয়ম না জানেন সে ক্ষেত্রে অবশ্যই আপনারা নানান ধরনের সমস্যায় পড়বেন। 

এছাড়াও অন্যান্য দেশগুলোর মত বাংলাদেশীয় নানান ধরনের নিয়ম নীতি অনুসরণের মাধ্যমে জমি পরিমাপ করা হয়ে থাকে সেই সকল নিয়ম নীতিগুলো জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে আপনারা জমি পরিমাপ করবেন এবং এক বিঘা কত শতাংশ সেই সম্পর্কে সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আজকের যে আপনাদের ভালো লাগবে এবং আপনারা এক বিঘা কত শতাংশ সেটি জানতে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

এক বিঘা কত শতাংশ – ১ বিঘা কত শতাংশ

এক বিঘা কত শতাংশ? ১ বিঘা কত শতাংশ
এক বিঘা কত শতাংশ? ১ বিঘা কত শতাংশ

বর্তমানে বাংলাদেশের সকল জেলার এলাকাগুলোকে জিও কোডের আওতায় নিয়ে আসছে সরকার। 

এর ফলে জমির এলাকাবৃত্তিক নাম পরিহার করে সারাদেশে একই একক ব্যবহার করে জমি পরিমাপ করা হবে। কড়া, গ-া, কানির হিসেব আর থাকছে না। 

সকল জমির ক্ষেত্রেই এখন শুধুমাত্র শতাংশ, কাঠা, বিঘা কিংবা একর হিসেব থাকবে। 

বাংলাদেশের পুরো ৬৪ টি এলাকা জুড়েই এই হিসেব চলমান থাকবে এবং এই হিসেবে জমি পরিমাপ করা হবে। 

এছাড়াও সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, মৌজ, গ্রাম, সিটি কর্পোরেশন মহালয়ার বাংলা কিংবা ইংরেজি নাম বানান সহ প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। 

এছাড়াও এ বিষয়টি নিয়ে আই নিয়ে একটি ভিডিও দেওয়া হবে সেখান থেকে আপনারা সঠিকভাবে জঙ্গি পরিমাপ সম্পর্কে জানতে পারবেন।  

শুধু তাই নয়, সর্বজনীন ব্যবহারের জন্য এ সংক্রান্ত প্রকাশনা, নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করা হবে, যাতে সবাই একই ধরনের বানান, নাম বিশুদ্ধভাবে লিখতে পারে। 

একাধিক সূত্র জানায়, জমির একক হলো শতাংশ। এর ইংরেজী হলো ডেসিমেল।

তবে দেশের কোথাও কোথাও রয়েছে এমন যেখানে শতাংশ, আবার অনেক জায়গায় ডেফিনেল থাকলেও পাশাপাশি চালু রয়েছে কড়া গ-া কানি ইত্যাদি। 

মূলত 1.65 শতাংশে হয়ে থাকে এক কাঠা। অপরদিকে ৩৩ শতাংশে হয় এক বিঘা। 

এক্ষেত্রে দেশের অনেক জায়গায় রয়েছে যেখানে ৫০ শতাংশে এক বিঘা হয় আবার কোথাও কোথাও ৫২ শতাংশে এক বিঘা গণনা করা হয়ে থাকে। 

জিও কোড আধুনিকায়ন হলে দেশের সব এলাকায় একই হিসাব চলবে। 

সেটি হবে একশ শতাংশে এক একর, ১.৬৫ শতাংশে এক কাঠা, ২০ কাঠায় এক বিঘা, আবার ৩৩ শতাংশে এক বিঘা। 

প্রশাসনিক ওয়ার্ডের ভেতরে মহল্লা থাকলেও পাশাপাশি রয়েছে পাড়াও।

আরও পড়ুনঃ

১ ডিসিম কত শতাংশ? ১ ডিসিম কত বর্গফুট?

এক শতাংশ সমান কত ফুট? | শতাংশের হিসাব জানুন

১ হেক্টর কত বিঘা – How many bighas are in 1 hectare?

1 hectare to bigha মানে ১ হেক্টর কত বিঘা হয় আপনি জানেন কি?

১ হেক্টর বা এক হেক্টর = ৭.৪৭৪৯ বিঘা জমি। 1 hectare to 2.47105 acre.

জমি পরিমাপ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়

বাংলাদেশের জমি পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী বাংলাদেশের পুরো 64 টি জেলার জন্য তৈরি করা হচ্ছে জিও কোডের ইউনিট সমূহ। 

এই জিও কোডের আইনি সকল বৈধতার সহ বাংলা এবং ইংরেজিতে সার্বজনীন ব্যবহারের জন্য বই আকারে আনতে যাচ্ছে বাংলাদেশ সরকার। 

বিবিএস জিও কোড বই আকারে প্রকাশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের জন্য পত্র দেয়া হলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রশাসনিক ইউনিটগুলো জনপ্রশাসন, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও জননিরাপত্তা বিভাগসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করতে হবে। 

কারণ সব মন্ত্রণালয়ই মূলত জিও বোডের সঙ্গে সম্পৃক্ত। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থানা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে ১৯৭৮ সালে জিও কোড প্রস্তুত করে। 

’৮১ সালের আদম শুমারিতে প্রথম এই কোড ব্যবহৃত হয়। 

দেশের প্রতিটি ভৌগোলিক / প্রশাসনিক এলাকার জন্য বা একাধিক সংখ্যা দিয়ে কোড নির্ধারণ করা থাকে। 

সর্বশেষ বানান ও তথ্য সমেত এবারের জিও কোড প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।

আরও পড়ুনঃ

কত শতাংশে এক কাঠা? | কিভাবে শতাংশ এবং কাঠার হিসাব করবেন

১ শতাংশ কত বর্গফুট? | ১ শতাংশ কত বর্গগজ?

What percentage is 1 bigha? – ১ বিঘা কত শতাংশ FAQS

১ বিঘা কত শতাংশ?

বাংলাদেশ ৩৩ শতাংশে হয় এক বিঘা পরিমাপ করা হয়। তাই ১ বিঘা সমান ৩৩ শতাংশ।

১ কাঠা সমান কত শতাংশ?

১ কাঠা সমান ১.৬৫ শতাংশ।

বিঘা কি?

বিঘা হচ্ছে জমি পরিমাপের একক।

উপসংহার 

প্রিয় পাঠক বৃন্দ ১ বিঘা কত শতাংশ সে সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। 

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন ১ বিঘা কত শতাংশ। 

তবুও যদি আপনাদের আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে সে ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। 

অন্য যেকোনো বিষয়গুলো সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। 

আমরা সকল সময় আপনাদের কমেন্টের উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের জ্ঞানমূলক এবং খেলাধুলা বিষয়ক আর্টিকেল গুলো পেয়ে যাবেন। 

অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।