পাল বংশের প্রতিষ্ঠাতা কে? | পাল বংশ সম্পর্কে বিস্তারিত জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ আজকে আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য এসেছি। আজকের আর্টিকেলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রাচীন সময় নানান ধরনের রাজা এবং প্রজাদের মধ্যে দ্বিধাদ্বন্দের মাধ্যমে আজকেরে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। 

আমাদের বর্তমান বাংলাদেশে ভারতবর্ষের মধ্যে থাকায় ভারতবর্ষের সকল ইতিহাস গুলোর  অংশীদার আমরাও। নানান সময় নানান ধরনের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি। তবে আজকে আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং পাল বংশের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। 

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। তাই মনোযোগ সহকারে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা
বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা

আমাদের বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 

গোপাল ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব চালিয়েছেন।

শতবর্ষব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা গোপাল এক নিমেষে দূর করে দিয়ে নিজের হাতে শাসনভার গ্রহণ করেছিলেন। 

যার কারণে তিনি মানুষের কাছে খুবই সুপরিচিত একজন মানুষ। 

গোপালের নামের সঙ্গে যুক্ত পাল তার জাতিগত পরিচয় কে নির্দেশ করে না। 

পাল অর্থ হচ্ছে রক্ষাকর্তা বা রক্ষক।

গোপালের সম্পর্কে তার পরিবার কিংবা তার কোন উৎস থেকে ইতিহাসে কিছু জানা যায়নি। 

তবে তার বংশধরদের তাম্রশাসন বা তাম্রলিপি এবং পাল সভা কবিদের কাব্য থেকে গোপাল এবং গোপালের রাজত্ব সম্পর্কে খুব সামান্য কিছু তথ্য জানা যায়।

তার জাতি পরিচয় সম্পর্কে সঠিকভাবে কোন কিছুই জানা সম্ভব হয়নি।

গোপালের পুত্র ধর্মপালের রাজত্বের ৩৪তম বর্ষে রচিত খালিমপুর তাম্রলিপি থেকে জানা যায়, গোপাল ছিলেন বপ্যট(শত্রু ধ্বংসকারী) নামে এক যোদ্ধার পুত্র এবং “দয়িতবিষ্ণু” নামে এক সর্ববিদ্যাবিশারদ পণ্ডিতের পৌত্র।

পাল বংশের সভাকবি সন্ধ্যাকর নন্দী একটি কাব্যে পাল রাজাদের “সমুদ্রকূলোদ্ভূত” বলেছেন।

সভাকবি সন্ধ্যাকর নন্দীর লিখিত কাব্যের নাম ছিল রামচরিত। 

আবুল ফজল পাল রাজাদের কায়স্থ বলে বর্ণনা করেন।

রামচরিতে বরেন্দ্রভূমি অর্থাৎ উত্তরবঙ্গকে পাল রাজাদের পিতৃভূমি (“জনকভূ”) বলা হয়েছে।

“জনক” অর্থ পিতা এবং “ভূ” অর্থ ভূমি।

প্রথম মহীপালের বারগড় তাম্রশাসনে উত্তরবঙ্গকে অন্য বিশেষণ দিয়ে রামচরিত কাব্যের অনুরূপ বিষয় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ

সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম কি?

পাল বংশের প্রতিষ্ঠাতা কে FAQS

পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল।

গোপাল কত বছর রাজত্ব করেন?

গোপাল ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব চালিয়েছেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি পাল বংশের প্রতিষ্ঠাতা কে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। 

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আজকেরে আর্টিকেল এর মাধ্যমে আপনারা পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় কিভাবে করবেন সে সংক্রান্ত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

আপনারা চাইলে সে সকল আর্টিকেলগুলো পড়তে পারেন এবং নিজেদের ক্যারিয়ার অনলাইনে গঠন করতে পারে।

সেই সাথে আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

ধন্যবাদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।