ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনার উপায় কি?

ইউটিউবে গান শুনতে অনেকেই পছন্দ করেন, কিন্তু স্ক্রিন বন্ধ করলেই অডিও বন্ধ হয়ে যাওয়াটা বিরক্তিকর। বিশেষ করে হাঁটাহাঁটি, ব্যায়াম বা কাজের সময় শুধু অডিও চালিয়ে রাখতে চাইলে সমস্যায় পড়তে হয়। ইউটিউব প্রিমিয়াম নিলে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক সুবিধা পাওয়া যায়, কিন্তু সবাই মাসিক খরচ করতে চান না। তাই ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনার উপায় কি—এটা জানা খুব দরকার।

ভালো খবর হলো, অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই প্ল্যাটফর্মেই কয়েকটি সহজ পদ্ধতি ব্যবহার করে ইউটিউবের অডিও ব্যাকগ্রাউন্ডে চালানো যায়।

ব্রাউজার সেটিংস, ডেস্কটপ মোড বা মিডিয়া প্লেয়ারের সাহায্যে স্ক্রিন লক থাকলেও ভিডিওর অডিও চলতে থাকে। এতে অতিরিক্ত কোনো অ্যাপ লাগবে না এবং ফোনের ব্যাটারিও বাঁচে।

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

নিচে ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনার উপায় কি এবং ধাপে ধাপে কিভাবে চালু করবেন—সব ব্যাখ্যা করা হলো।

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনার উপায় কি

স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবের অডিও শোনার সবচেয়ে সহজ উপায় হলো ব্রাউজার ব্যবহার করা। Brave, Chrome, Firefox কিংবা আইফোনে Safari—সব ব্রাউজারেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানো যায়। শুধু ভিডিও ওয়েব ব্রাউজারে খুলে ব্যাকগ্রাউন্ড প্লে অপশন চালু করলে স্ক্রিন অফ করলেও অডিও চলবে।

আরও পড়ুনঃ NEIR কি: ১৬ ডিসেম্বরের নতুন নিয়ম, সতর্কতা, রেজিস্ট্রেশন গাইড

কিভাবে চালু করবেন

অ্যান্ড্রয়েডে Brave ব্রাউজার খুলে youtube.com-এ যান। ভিডিও চালানোর পর Settings → Multimedia → Background Playback অন করুন। এরপর স্ক্রিন বন্ধ করলেও গান চলবে এবং নোটিফিকেশন বার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

Chrome বা Firefox-এ ভিডিও লিংক ব্রাউজারে পেস্ট করে চালু রাখলে স্ক্রিন অন করলে মিডিয়া প্লেয়ার থেকে অডিও চালানো যায়।

আইফোনে Safari খুলে ভিডিও Desktop Mode-এ চালান। স্ক্রিন লক করার পর Control Center থেকে প্লে বাটন চাপলেই অডিও আবার চালু হবে।

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Brave ব্রাউজার সবচেয়ে সহজ বিকল্প। এ ছাড়া Chrome বা Firefox-ও কাজে লাগে।

ভিডিও ব্রাউজারে চালু রেখে স্ক্রিন লক করুন এবং ফের স্ক্রিন অন করলে মিডিয়া প্লেয়ারের প্লে বাটন চাপলেই অডিও ফিরে আসবে।

আইফোনে Safari-এর Desktop Mode ব্যবহার করলে স্ক্রিন বন্ধ রেখেও অডিও শোনা যায়। Control Center থেকে প্লে ট্যাপ করলেই অডিও চালু থাকবে।

আরও পড়ুনঃ বাংলালিংক নিয়ে এলো ওয়াইফাই কলিং (VoWiFi) সুবিধা

FAQs 

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও চালানো কি ফ্রি

হ্যাঁ, Brave, Chrome, Firefox বা Safari ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রি-তেই অডিও চালানো যায়।

অ্যান্ড্রয়েডে সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি?

Brave ব্রাউজারের Background Playback অপশন চালু করলে সবচেয়ে সহজে স্ক্রিন অফ প্লেব্যাক চালানো যায়।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে শুনতে হলে কী করতে হবে?

Safari-তে Desktop Mode অন করে ভিডিও চালান এবং Control Center থেকে প্লে চাপুন।

ইউটিউব অ্যাপ থেকে কি সরাসরি স্ক্রিন বন্ধ রেখে অডিও চালানো যায়?

না, অ্যাপ থেকে এ সুবিধা পেতে YouTube Premium প্রয়োজন।

এই পদ্ধতিগুলো কি সব ভিডিওতে কাজ করে?

হ্যাঁ, সাধারণ ওপেন ভিডিওগুলো ব্রাউজারে ব্যাকগ্রাউন্ডে বাজে। তবে কিছু কপিরাইটেড কনটেন্টে সীমাবদ্ধতা থাকতে পারে।

উপসংহার

স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে অডিও শোনার উপায় জানা থাকলে প্রিমিয়াম ছাড়াই গান, লেকচার বা পডকাস্ট উপভোগ করা যায়।

ব্রাউজারের সাধারণ কিছু সেটিং ব্যবহার করলেই ফোন লক থাকা অবস্থায়ও অডিও চলতে থাকে।

অ্যান্ড্রয়েডে Brave বা Chrome আর আইফোনে Safari—এই ব্রাউজারগুলো ব্যবহার করলে কম ডাটা খরচ হয় এবং ব্যাটারিও সাশ্রয় হয়।

নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করলে যেকোনো সময় সহজেই ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা যায়।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ও অনলাইন কপি ডাউনলোড

টেক দুনিয়ার সকল খবরাখবর সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment