Airtel loan code নিয়ে অনেকেই খোঁজ করেন, যখন ফোনে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যায়। তখন কথা বলা বা ইন্টারনেট ব্যবহার একদম বন্ধ হয়ে যায়। ঠিক এই সময়েই এয়ারটেল দিচ্ছে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার সুবিধা।
এয়ারটেল সিম ব্যবহারকারীরা এখন খুব সহজেই কয়েকটি কোড ডায়াল করে টাকা, মিনিট বা এমবি লোন নিতে পারেন। এই সেবাটি একদম ফ্রি নয়, তবে চার্জ খুবই কম।
বাংলাদেশে যারা নিয়মিত এয়ারটেল ব্যবহার করেন, তাদের জন্য এই সেবাটি অনেক সময় জীবনরক্ষাকারী হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নিই কীভাবে airtel loan code ব্যবহার করে আপনি মুহূর্তেই ব্যালেন্স নিতে পারেন।
Content Summary
What is Airtel Loan Code? (এয়ারটেল লোন কোড কত )
Airtel Loan Code is *141#. Other Airtel emergency Loan Code is *8#. You can use any one code to get Airtel emergency Loan.
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য মূলত দুটি কোড ব্যবহার করা হয়। আপনি *141# অথবা *8# ডায়াল করলেই আপনার সামনে ইমারজেন্সি ব্যালেন্স অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের লোনের পরিমাণ বেছে নিতে পারবেন।
তবে যদি আগের কোনো লোন বাকি থাকে, তাহলে নতুন লোন নেওয়া সম্ভব হবে না। তাই নিয়মিত লোন পরিশোধ করা জরুরি।
ফোনে জরুরি সময়ে ব্যালেন্স শেষ হয়ে গেলে এখন আর দুশ্চিন্তার কিছু নেই। আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি লোন নিতে ফোন থেকে শুধু *141# ডায়াল করুন এবং মেনু থেকে “অ্যাডভান্স লোন” অপশনটি বেছে নিন।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া খুব সহজ। শুধু *141# অথবা *8# ডায়াল করলেই আপনি এই সুবিধা পেতে পারেন। যদি আপনি লোন পাওয়ার উপযুক্ত গ্রাহক হন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ব্যালেন্স চলে আসবে।
এখন এয়ারটেল ব্যবহারকারীরা শুধু টাকা নয়, ইন্টারনেট ডেটা ও মিনিট লোনও নিতে পারেন যেকোনো সময়। খুব শিগগিরই আমরা “Airtel Internet Balance Loan কিভাবে নেবেন” এই বিষয়ে আলাদা পোস্টে বিস্তারিত জানাব।
এয়ারটেল বাংলাদেশের জরুরি ব্যালেন্স নেওয়ার নিয়ম একদম সহজ। *141* অথবা *8# ডায়াল করুন, আর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার কাছে একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে। সেই বার্তায় জানিয়ে দেওয়া হবে আপনি কত টাকা লোন পেয়েছেন।
এয়ারটেল সাধারণত গ্রাহকের ব্যবহার অনুযায়ী সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত লোন দেয়। অর্থাৎ আপনি যত বেশি রিচার্জ ও ব্যবহার করবেন, তত বেশি লোন নেওয়ার সুযোগ পাবেন।
এই ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি দেশের যেকোনো অপারেটরে কল করতে পারবেন, তাই ব্যালেন্স শেষ হয়ে গেলেও যোগাযোগে আর কোনো সমস্যা হবে না।
আরও পড়ুনঃ এয়ারটেল ১ পয়সা কল রেট অফার
Airtel Taka Loan and Charge (এয়ারটেল টাকা লোন এবং চার্জ)
নিচের টেবিলে আপনি লোনের পরিমাণ ও সার্ভিস চার্জ দেখতে পাবেন।
লোন পরিমাণ | সার্ভিস চার্জ (Tk.) | মোট পরিশোধ (Tk.) |
---|---|---|
12 টাকা | 2.67 টাকা | 14.67 টাকা |
15 টাকা | 2.67 টাকা | 17.67 টাকা |
22 টাকা | 2.67 টাকা | 24.67 টাকা |
25 টাকা | 2.67 টাকা | 27.67 টাকা |
32 টাকা | 2.67 টাকা | 34.67 টাকা |
50 টাকা | 2.67 টাকা | 52.67 টাকা |
100 টাকা | 2.67 টাকা | 102.67 টাকা |
আরও পড়ুনঃ এয়ারটেল ১০০০ মিনিট অফার এখন অনেক সস্তা
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড ( Airtel Emergency Loan Code )

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড হচ্ছে *১৪১#।
বর্তমানে এয়ারটেল সিমে ব্যালেন্স লোন নেওয়া একদম সহজ। আপনি শুধু *8# অথবা *141# ডায়াল করবেন, এরপর স্ক্রিনে আসা মেনু থেকে “Emergency Balance” অপশনটি সিলেক্ট করবেন। আপনি বা এয়ারটেল গ্রাহক 10 থেকে 100 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
লোন নেওয়ার পর টাকার সঙ্গে সার্ভিস চার্জ যোগ হয়ে আপনার পরবর্তী রিচার্জ থেকে কেটে নেওয়া হবে।
এয়ারটেল লোন চেক কোড (Airtel Loan Check Code)
যেভাবে লোন নেওয়া সহজ, ঠিক সেভাবেই আপনি আপনার নেওয়া লোন চেক করতে পারেন। এয়ারটেল সিমে লোন চেক করার জন্য *778# অথবা *1# ডায়াল করুন।
ডায়াল করার পর আপনি দেখতে পাবেন আপনার বাকি লোন, ব্যবহারযোগ্য ব্যালেন্স এবং লোন রিকভারি স্ট্যাটাস। এতে আপনি জানতে পারবেন কখন নতুন লোন নেওয়া যাবে।
আরও পড়ুনঃ এয়ারটেল বন্ধ সিমে ধামাকা অফার
এয়ারটেল লোন কিভাবে নেয় (Airtel Loan kivabe ney)
এয়ারটেল লোন নেওয়ার নিয়ম খুবই সহজ। ফোনের ডায়াল প্যাডে *141# অথবা *8# চাপুন। এরপর স্ক্রিনে আসা “Emergency Balance” অপশনটি বেছে নিন।
এরপর আপনার সামনে বিভিন্ন পরিমাণ টাকা, মিনিট ও এমবি প্যাক দেখানো হবে। পছন্দমতো অপশন সিলেক্ট করে রিপ্লাই দিন, তাহলেই সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে ব্যালেন্স যুক্ত হবে।
আপনি যদি খুব সহজে এয়ারটেল সিমে লোন পেতে চান তাহলে আপনাকে মাই airtel অ্যাপ ব্যবহার করতে হবে। মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করলে আপনাকে Airtel Loan code ব্যাবহার করতে হবে না।
আপনি সরাসরি আপনার মাই airtel অ্যাপ এ লগইন করে খুব সহজেই অ্যাপ ক্লিকে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন।
তবে এজন্য আপনার কাছে স্মার্টফোন থাকা জরুরী। যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে তাহলে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য *১৪১# কোড টি ডায়াল করুন।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোণ পাওয়ার শর্ত সমূহ
এয়ারটেল গ্রাহকরা প্রায়ই জানতে চান, “কে কত টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারে?”
যদিও এয়ারটেল বিডি আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি পরিষ্কারভাবে জানায়নি, তবুও দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার জন্য নিচের শর্তগুলো মেনে চলতে হয়:
- আপনার সিমটি কমপক্ষে ৬ মাস সক্রিয়ভাবে ব্যবহার করা থাকতে হবে।
- যদি সিমটি নতুন হয়, তাহলে শেষ ৩ মাসে অন্তত ৩০০ টাকা রিচার্জ করা থাকতে হবে।
- সিমটি অবশ্যই সক্রিয় (Active) থাকতে হবে, অর্থাৎ বন্ধ বা নিষ্ক্রিয় সিমে এই সুবিধা পাওয়া যাবে না।
- একবার লোন নেওয়ার পর আগের লোন পরিশোধ না করলে নতুন করে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া সম্ভব নয়।
এই শর্তগুলো পূরণ করলে আপনি সহজেই আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
FAQS –
আপনার ব্যালেন্স ৫ টাকার কম হলে আপনি লোন নেওয়ার যোগ্য হবেন
না, আগের লোন পরিশোধ না করলে নতুন লোন নেওয়া যাবে না.
*141# অথবা *8# ডায়াল করে “Minute Loan” অপশন বেছে নিতে হবে।
এমবি লোন নিতে *141*567# ডায়াল করুন এবং নির্দেশনা অনুসরণ করুন।
লোন চেক করতে *778# অথবা *1# ডায়াল করতে হবে।
Conclusion
জরুরি মুহূর্তে ফোনে ব্যালেন্স না থাকা খুবই বিরক্তিকর। ঠিক তখনই airtel loan code ব্যবহার করে আপনি সহজেই টাকা, মিনিট বা এমবি লোন নিতে পারেন।
সঠিক কোড জানা থাকলে এই সেবা আপনার যোগাযোগকে কখনো বন্ধ হতে দেবে না।
আশা করি আপনি এয়ারটেল লোন কোড খুজে পেয়েছেন। এয়ারটেল সিমে লোন নিতে আপনার কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।
এয়ারটেল সহ বাংলাদেশের সকল টেলিকম অফার আপডেট পেতে নিয়মিত আমাদের সাথে থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।