প্রিয় পাঠকগণ পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানার জন্য আপনারা অনেকে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। আপনি চাইছেন যে আপনার এলাকায় কিংবা আপনার বিদ্যালয়ের স্মৃতি পাঠাগার হোক।
তাই নিজ বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র লিখে যথাযথ কর্তৃপক্ষকে আপনাকে জানাতে হবে।
বাংলাদেশ সরকারের উচ্চতম কর্তৃপক্ষ বরাবর পাঠাগার কাফনের জন্য যদি আপনার আবেদন পত্র টি যদি সৌন্দর্যমন্ডিত হয় এবং কর্তৃপক্ষ আপনার আবেদনটি গ্রহণ করে তাহলে অবশ্যই আপনাকে পাঠাগার প্রদান করা হবে।
এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় পাঠাগার স্থাপনের আবেদন পত্র লিখ প্রশ্ন আসে। সে সময় আপনাদেরকে আপনাদের পরীক্ষার খাতায় আবেদনপত্রটি লেখার প্রয়োজনীয়তা রয়েছে।
সেক্ষেত্রে আপনি কিভাবে বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন করবেন এখন আমরা তা দেখে নেব।
Content Summary
নিজ এলাকায় বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
মনে রাখবেন বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র লেখার শুরুতেই আপনাকে আপনার এলাকার পূর্ণাঙ্গ ঠিকানা, যে বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা হবে ঐ বিদ্যালয় সম্পর্কে বর্ণনা লিখতে হবে। তাই এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি।
সর্বপ্রথমে আমরা যদি আমাদের এলাকায় পাঠাগার স্থাপন করার কথা উল্লেখ করা হয় তাহলে কিভাবে তা লিখবো নিচে তার নমুনা প্রদান করা হলো।
বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে হয় জেলা প্রশাসক বরাবর। যেই জেলায় বিদ্যালয়টি রয়েছে ঠিক ওই জেলার জেলা প্রশাসক বরাবর আপনাকে দরখাস্ত লিখতে হবে।
বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্রের নমুনা
তারিখ: ২৫/০৯/২০২২
বরাবর,
জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ
বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার অধীনস্থ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার খেলাবো গ্রামের বাসিন্দা। এই গ্রামটি একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস এবং অনেক বইপ্রেমী রয়েছে যারা ইতিমধ্যে পড়ালেখা শেষ করেছেন। এখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে। এছাড়া একটি মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকাটিতে শিক্ষার হার বেশি হওয়ার কারণে মানুষের মাঝে সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে। তবে এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এলাকাবাসীর একক প্রচেষ্টায় এরকম পাঠাগার স্থাপন সম্ভব নয়।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।
বিনীত নিবেদক,
এলাকাবাসীর পক্ষে
মঞ্জুরুল ইসলাম সজীব
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
আরও পড়ুনঃ
বাংলাদেশের ৩০ তম গ্যাসক্ষেত্র কোনটি?
নমুনা – ২
এখন আমরা কিভাবে বিদ্যালয়ের জন্য পাঠাগার স্থাপনের আবেদন পত্র লিখতে হয় তার নমুনা দেখে নিব।
তারিখঃ ২৫/০৯/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
বিষয়ঃ পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত আবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমাদের বিদ্যালয় প্রায় প্রতিটি সেক্টরে ভাল রেজাল্ট করছে গত ১০ বছর ধরে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিদ্যালয় থেকে নানান পুরষ্কারও মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়ে এসেছে। কিন্তু নিজেদের মেধা বিকাশের জন্য আমরা আমাদের বিদ্যালয় কোন পাঠাগার না থাকায় খুবই পিছিয়ে পড়ছি। আমরা বিদ্যালয় একটি পাঠাগার তৈরীর জন্য লক্ষ স্থির করেছি। কিন্তু বিদ্যালয়ের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের একার প্রচেষ্টায় এ কাজটি করা সম্ভব নয়।
অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে, আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার তৈরীর জন্য আপনার সু মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক,
দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে
মঞ্জুরুল ইসলাম সজীব
আরও পড়ুনঃ
ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন
ধরুন এই পোস্টে আমি আপনাদেরকে বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় এই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করেছি।
এখন মনে করেন আপনার বিদ্যালয়ে পাঠাগার রয়েছে তবে ভালো কোন ক্যান্টিনের ব্যবস্থা নেই।
তাই আপনি যদি বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন করতে চান, তবে উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে আপনাকে আবেদন পত্র লিখতে হবে।
শুধুমাত্র আপনাকে বিষয় পরিবর্তন করতে হবে, তারপর প্যারাগ্রাফটিতে আপনার এলাকায় পাঠাগার স্থাপনের পরিবর্তে বিদ্যালয়ে ক্যান্টিং স্থাপনের জন্য আবেদন বিষয়ে উল্লেখ করতে হবে।
আবেদন পত্রের অন্যান্য সকল কিছু যথাযথ নিয়ম এই সম্পূর্ণ হবে। তাই আপনি যদি আপনার এলাকায় পাঠাগার স্থাপন গোবিন্দর স্থাপন, কিংবা ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন করতে ইচ্ছুক হন তবে এখনই আমাদের দেখানো নিয়ম গুলো অনুসরণ করুন।
এই পোস্টটি পড়লে আপনি ডাকঘর স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে পারবেন এ বিষয়ে কোন ধরনের সমস্যা হবে না যদি আপনার আবেদন পত্র লিখতে কোন ধরনের সমস্যা হয় তবে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন
হ্যাঁ আপনার এলাকার বিদ্যালয় যদি গভীর নলকূপ না থাকে তবে উপরে উল্লেখিত দুইটি আবেদনপত্রের নমুনা থেকে যেকোনো একটি আবেদন পত্র নমুনা বাছাই করে আপনার জেলার জেলা প্রশাসক বরাবর গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে পারেন।
আরও পড়ুনঃ
সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা |
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলা
পাঠাগার স্থাপনের জন্য আবেদন FAQS
আপনাকে সঠিক নিয়মে আবেদন পত্র লিখতে হবে। আবেদন পত্রের মধ্যে কাটাকাটি কম করার চেষ্টা করবেন।
উপসংহার
প্রিয় পাঠকগণ বিদ্যালয় এবং নিজ এলাকায় কিভাবে আপনারা বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য দরখাস্ত লিখবেন তার নমুনা প্রদান করা হয়েছে।
আপনারা শুধুমাত্র আপনাদের এলাকায় কিংবা স্কুলের নাম এখানে ব্যবহার করে সঠিকভাবে এই আবেদনপত্রটি লিখতে পারবেন।
আশা করি আজকের এই পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র সম্পর্কিত আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে আবেদনপত্র লিখার নিয়ম টি ও দেখে নিয়েছেন।
আরও পড়ুনঃ
আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ
আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
একই সাথে আপনারা অনেকেই অনলাইন থেকে ইনকাম করার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন।
অনলাইন থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারেন তার জন্য আপনাকে অনলাইনের কাজের সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।
আমাদের ওয়েবসাইটে সংক্রান্ত আর্টিকেলগুলো রয়েছে যেগুলো থেকে আপনারা অনলাইনে ইনকাম করতে পারেন।
আমাদের ওয়েব সাইটের সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে ফলো করুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।