এশিয়া কাপ ২০২৩ সময়সূচি । এশিয়া কাপের সময়সূচি 2023 লাইভ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এশিয়া কাপ ২০২৩ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এশিয়া কাপ ২০২৩ সময়সূচি (Asia Cup Schedule 2023 ) ও সকল দলের স্কোয়াড সম্পর্কে জানতে এবং কেমন হলো বাংলাদেশ সহ সকল দলের স্কোয়াড। এসকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকের এই আর্টিকেলটি গঠন করা হয়েছে। 

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, এশিয়া কাপের সময়সূচি (এশিয়া কাপে বাংলাদেশের খেলা কবে), 2023 এশিয়া কাপে অংশগ্রহণকারী সকল দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত জানব। এশিয়া কাপ ২০২৩ সময়সূচি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পাকিস্তানের হবার কথা ছিল।

তবে পাকিস্তান সফরে যেতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অনিচ্ছার কারণে নানা চড়াই পেরিয়ে অবশেষে যাচ্ছে এশিয়ার ক্রিকেট পরাশক্তিগুলোর অন্যতম আসর এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এশিয়া কাপ 2023 সর্বপ্রথম পাকিস্তানে হওয়ার কথা থাকলেও এবং প্রেক্ষাপট চিন্তা করে এবারের এশিয়া কাপ দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে এমনটা গুঞ্জন সোনা যাচ্ছিল।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘাটিয়ে অবশেষে হোস্ট কান্ট্রি পাকিস্তানের সাথে শ্রীলঙ্কায়ও এশিয়া কাপ ২০২৩ যৌথভাবে অনুষ্ঠিত হবে।

Content Summary

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি – Asia Cup Schedule 2023

তারিখপ্রতিপক্ষসময়জয়ী দলভেনু
৩০ শে আগস্টপাকিস্তান বনাম নেপালদুপুর ৩.৩০ মিনিটপাকিস্তানমুলতান, পাকিস্তান
৩১ শে আগস্টবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাদুপুর ৩.৩০ মিনিটশ্রীলঙ্কাক্যান্ডি, শ্রীলঙ্কা
২ সেপ্টেম্বরপাকিস্তান বনাম ভারতদুপুর ৩.৩০ মিনিটড্রক্যান্ডি, শ্রীলঙ্কা
৩ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম আফগানিস্তানদুপুর ৩.৩০ মিনিটবাংলাদেশলাহোর, পাকিস্তান
৪ সেপ্টেম্বরইন্ডিয়া বনাম নেপালদুপুর ৩.৩০ মিনিটক্যান্ডি, শ্রীলঙ্কা
৫ সেপ্টেম্বরআফগানিস্তান ও শ্রীলংঙ্কাদুপুর ৩.৩০ মিনিটলাহোর, পাকিস্তান
সুপার ফোর
৬ সেপ্টেম্বরপাকিস্তান বনাম বি২দুপুর ৩.৩০ মিনিটলাহোর, পাকিস্তান
৯ সেপ্টেম্বরসুপার ফোর, (বি১ v বি২)দুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
১০ সেপ্টেম্বরপাকিস্তান বনাম ভারতদুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
১২ সেপ্টেম্বরভারত বনাম v বি২দুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বরপাকিস্তান বনাম বি১দুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
১৫ সেপ্টেম্বরভারত বনাম v বি২দুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল ২০২৩দুপুর ৩.৩০ মিনিটকলোম্বো, শ্রীলঙ্কা
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

Asia cup 2023 Somoy Suchi – এশিয়া কাপের সময়সূচি

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুসারে প্রতিটি ম্যাচ দিবারাত্রির হবে। বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিট খেলা শুরু হবে। স্বাগতিক দেখ পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ এর মেজবানি করছে, তবে ভারত পাকিস্তানি গিয়ে খেলতে অস্বীকৃতি জানোর কারনে যৌথভাবে শ্রীলঙ্কা ও পাকিস্তান এই টুর্নামেন্টের মেজবানি করছে।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও প্রথমবারের মতো জায়গা করে নেয়া নেপাল ক্রিকেট দল।

৩০ শে আগস্ট নির্ধারিত এশিয়া কাপ ২০২৩ সময় সূচি অনুসারে শুরু হয়েছে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে নবাগত নেপাল কে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান দল।

এশিয়া কাপ 2023 পয়েন্ট টেবিল – Group B – Asia cup point table 2023

TeamWinLossPointsNNR
Bangladesh (Q)112+0.373
Afghanistan010-1.780
Sri Lanka102+0.951
এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল

এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল – Group A

TeamWinLossPointsNNR
Pakistan (Q)103+4.76
India (Q)103+2.68
Nepal020-4.760
এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল

এশিয়া কাপ 2023 সময়সূচি অনুসারে নির্ধারিত সময়ে শুরু হয়েছে খেলা। এখন সময় এসেছে এশিয়া কাপ 2023 পয়েন্ট টেবিল সম্পর্কে জানার।

আরও পড়ুনঃ

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি সুপার ফোর ম্যাচ

এশিয়া কাপ ২০২৩ কবে শুরু হবে?

2023 এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা ছিল, তবে ভারতের অনাহার কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এবারের ২০২৩ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে খেলা হবে।

অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের ১৬তম আসর আগামী ৩০ শে আগস্ট ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে।

এশিয়া কাপ ২০২৩ পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশিত হয়েছে। ৩০ সে আগস্ট থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের ম্যাচগুলো চলবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

অর্থাৎ ১৬ তম এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। এশিয়া কাপ 2023 ম্যাচ ৩০ শে আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরে খেলা হবে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ ঘোষণা করা হলে, সবার আগে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

এছাড়াও আপনি এই ওয়েবসাইট থেকে এশিয়া কাপের সময়সূচী পিডিএফ ফর্ম্যাটটি ডাউনলোড করতে পারেন।

এশিয়া কাপ ২০২২ আসরে বিজয়ী দল শ্রীলংকা, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জিতেছিল শ্রীলঙ্কা।

ASIA Cup 2023 Groups – এশিয়া কাপ ২০২৩ গ্রুপ

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করেছেন যে ভারত ও পাকিস্তান ২০২৩ সালের ওডিআই এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে।

ভারত পাকিস্তানের সাথে এশিয়া কাপের গ্রুপ ১ এ রয়েছে নবাগত নেপাল। ২০২৩ এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ ২ এ রয়েছে, বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান।

Asia cup 2023 team list

গ্রুপ ১ গ্রুপ ২
ভারতবাংলাদেশ
পাকিস্তানশ্রীলঙ্কা
নেপালআফগানিস্তান
এশিয়া কাপ 2023 গ্রুপ

ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ সময়সূচি প্রকাশিত হয়েছে 31 শে আগস্ট পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে মুলতানি শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩।

দুইটি গ্রুপে বিভক্ত হয়ে এবারের এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে- গ্রুপ ১ তে রয়েছে ভারত পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ২ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

asia cup 2023 team list দেখে মনে হচ্ছে গ্রুপ ২ সবচেয়ে বেশি কঠিন। কেননা প্রতিটি গ্রুপ থেকে দুইটি দল যাবে, যেখানে তিনটি দলেই সমান শক্তির বলে মনে করা হয়।

পক্ষান্তরে এশিয়া কাপ ২০২৩ গ্রুপ এ কে ভারত-পাকিস্তান ছাড়া তৃতীয় দল নেপাল খুবই দুর্বল।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, ছবি, সিডিউল – asia cup 2023 schedule pdf download

প্রিয় পাঠক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এশিয়া কাপ ২০২৩ এ ষষ্ঠ দল হিসাবে যুক্ত হয়েছে নেপাল।

৩০ শে আগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচের মাধ্যমে এবারের এশিয়া কাপের আওয়াজ হতে যাচ্ছে।

  • এশিয়া কাপের প্রথম ম্যাচ মুখোমুখি হবে পাকিস্তান বনাম নেপাল, তারিখ ৩০ শে আগস্ট।
  • দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তারিখ ৩১ শে আগস্ট।
  • এশিয়া কাপের তৃতীয় ম্যাচ মুখোমুখি হবে পাকিস্তান বনাম ভারত, তারিখ ২ সেপ্টেম্বর।
  • চতুর্থ ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান, তারিখ ৩ সেপ্টেম্বর।
  • পঞ্চম ম্যাচ মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম নেপাল, তারিখ ৪ সেপ্টেম্বর।
  • এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলংঙ্কা, তারিখ ৫ সেপ্টেম্বর।

গ্রুপ পর্বে এই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর দুইটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল অন্য গ্রুপে শীর্ষ দুটি দলের সাথে মোকাবেলা করবে।

এভাবে এর রাউন্ড রবিন লীগের মাধ্যমে ২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ১৭ই সেপ্টেম্বর শ্রীলংকায় কলম্বো স্টেডিয়ামে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের সময়সূচি ২০২৩ – asia cup somoy suchi

পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী এশিয়া কাপ সেপ্টেম্বর মাসেই মাঠে গড়ানোর কথা ছিল। সেই অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করা হয়েছে।

Asia Cup 2023 Teams List

Start Date2023-09-12
End Date2023-09-17
Host CountryPakistan (পাকিস্তানে খেলা হবে না)
Format ODI ( 50 Overs)
TeamsIndia, Sri Lanka, Afghanistan, Bangladesh,
Pakistan, qualifying team
Asia Cup 2023 start date 12 September 2023.

প্রিয় পাঠক ২০২৩ সালের এশিয়া কাপের সময়সূচি সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গেল কোন দলেই এখনো তাদের অফিসিয়াল দল ঘোষণা করেনি।

এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে আপডেট এ পর্যন্তই নতুন আপডেট হাতে আসলে অবশ্যই তা আপনাদের জানানো হবে দ্রুত সময়ের মধ্যে.

এশিয়া কাপ সময়সূচি ও টিম লিস্ট দেখে নিন

শুরুর তারিখ 2 সেপ্টেম্বর 2023 থেকে 17 সেপ্টেম্বর 2023 (প্রত্যাশিত)
হোস্টপাকিস্তান
অ্যাডমিনিস্ট্রেটরএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ভেন্যুএখনো নিশ্চিত হয়নি
ফরমেটেওয়ানডে
টুর্নামেন্ট ফরম্যাটরাউন্ড রবিন লীগ
টিম সংখ্যা৬ টি
বর্তমান চ্যাম্পিয়নশ্রীলংকা
যোগ্যতা অর্জনকারী দল১ টি
এশিয়া কাপ সময়সূচী ২০২৩

প্রিয় পাঠকগণ আমরা এখন এশিয়া কাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী আপনাদের সামনে তুলে ধরবো।

Asia Cup 2023 Schedule – এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

Asia Cup 2023 Schedule - এশিয়া কাপ ২০২৩ সময়সূচি
Asia Cup 2023 Schedule – এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

আমরা এশিয়া কাপ ২০২৩ এ গ্রুপ সম্পর্কেও আপনাদের জানব, তবে তার আগে এশিয়া কাপে কোন দল এর ম্যাচ কবে সে সম্পর্কে জেনে নেয়া যাক।

কিভাবে হবে এবারের এশিয়া কাপ সে সম্পর্কে সামান্য জেনে নেয়া যাক। মূল পর্বে মোট ছয়টি দলের খেলা অনুষ্ঠিত হবে।

যেখানে দুইটি গ্রপ আলাদা করা হয়েছে। একটি গ্রুপে তিনটি দল করে রয়েছে। ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই পাঁচটি দল নিশ্চিত হলেও ষষ্ঠ দলটি কোয়ালিফাইয়ের করে আসতে হবে।

২০২৩ এশিয়া কাপে অংশগ্রহণকারী ষষ্ঠ দল হতে পারে আফগানিস্তান হংকং বা নেপালের মধ্যে।

এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশের স্কোয়াড

2023 এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশায় দুর্দান্ত একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ।

পাঁচজন পেস বোলার নিয়ে এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

২০২৩ এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন সান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, হাসান মাহমুদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহম্মদ নইম এবং নাসুম আহমেদ।

আকস্মিকভাবে এশিয়া কাপে দলের নির্বাচক কমিটি জাতীয় দল অন্যতম সেরা পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখেনি।

পারফর্ম না করেও অনেকেই দলে নিজের জায়গা করে নিয়েছেন। সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে অনেক দিন পারফর্ম করেও দলে জায়গা হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এশিয়া কাপ দলে বাংলাদেশ দলে বেশ কিছু চমক রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ নাঈম শামীম হোসেন পাটোয়ারী প্রমুখ।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হলে পয়েন্ট টেবিল টি আপডেট করা হবে। 2023 এশিয়া কাপের ম্যাচগুলি শুরু হলে এখানে আপনি আপডেট করা পয়েন্ট টেবিল পাবেন।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি পিডিএফ

2023 এশিয়া কাপের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৩০শে আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলংকা ও পাকিস্তান ম্যাচ গুলোর অনুষ্ঠিত হবে।

২০২৩ এশিয়া কাপ সময়সূচি অনুসারে টুর্নামেন্ট শুরু হবে ৩০ শে আগস্ট, এবং 17 সেপ্টেম্বর কলম্বয় ফাইনাল অনুষ্ঠিত হবে এশিয়া কাপের।

আপনি এই ব্লগে উল্লেখিত সারণি অনুসারে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তাই আপনি এশিয়া কাপ 2023 পিডিএফ ডাউনলোড করতে পারেন।

এশিয়া কাপ 2023 লাইভ খেলা কিভাবে দেখা যাবে – Asia cup 2023 live match score

স্টার ইন্ডিয়া নেটওয়ার্ক এশিয়া কাপ 2023 গ্লোবাল মিডিয়া এবং সম্প্রচারের অধিকার অর্জন করেছে। আন্তর্জাতিক স্বীকৃত লাইভ টিভি চ্যানেল Disney+ Hotstar-এ লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে।

এ ছাড়াও বাংলাদেশের জিটিভিটি স্পোর্টসহ অন্যান্য স্পোর্টস চ্যানেলগুলো এশিয়া কাপ ২০২৩ সম্প্রচার করবে।

এশিয়া কাপ 2023 জয়ের ভবিষ্যদ্বাণী

ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এখনো এশিয়া কাপের শীর্ষ তিন প্রতিযোগী দেশ। কেননা অন্যান্য এশিয়ান দেশগুলো এখনো এশিয়া কাপ শিরোপা দেখা পায়নি।

বাংলাদেশ ফাইনাল খেলোছে তবে এখনো এশিয়া কাপের শিরোপা পায়নি তবে এখন বাংলাদেশ দল অত্যন্ত শক্তিশালী, যদিও পূর্বের তিন চ্যাম্পিয়ন দলকে জয়ের সম্ভাবনা বেশি দেখছেন বিশেষজ্ঞরা।

তবে বাংলাদেশ ও এশিয়া কাপে ভালো খেলতে পারলে তাদেরও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নীচে এশিয়া কাপ বিজয়ীর ইতিহাস রয়েছে। এশিয়া কাপ ২০২৩ সময়সূচি প্রকাশিত হওয়ার সাথে সাথেই সকলে এশিয়া কাপের চ্যাম্পিয়ন তালিকায় খুঁজছেন তাদের জন্য এই পোস্টে আমরা এশিয়া কাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন সন উল্লেখ করেছি।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা

এশিয়া কাপের ১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই, ইতিমধ্যে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি প্রকাশিত হয়েছে।

এখন পর্যন্ত খেলা এশিয়া কাপের পূর্বের ১৫ টি আসরের মধ্যে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে একবারও শিরোপা জিততে পারেনি।

একজন বাংলাদেশী ক্রিকেট ভক্ত হিসেবে আমরা আশা করছি এবারে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়ার কাপ জয়ের মুকুট মাথায় নিয়ে দেশে ফিরবে।

YearWinner TeamRunner Up
2023TBDTBD
2022শ্রীলংকাপাকিস্তান
2018ভারতবাংলাদেশ
2016ভারতবাংলাদেশ
2014শ্রীলংকাপাকিস্তান
2012পাকিস্তানবাংলাদেশ
2010ভারতশ্রীলংকা
2008শ্রীলংকাভারত
2004শ্রীলংকাভারত
2000পাকিস্তানশ্রীলংকা
1997শ্রীলংকাভারত
1995ভারতশ্রীলংকা
1990-91ভারতশ্রীলংকা
1988ভারতশ্রীলংকা
1986শ্রীলংকাপাকিস্তান
1984ইন্ডিয়াশ্রীলংকা
2023 সাল পর্যন্ত জয়ী এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা

Asia Cup 2023 Schedule FAQS

এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচী কি?

২রা সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত (প্রত্যাশিত) এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

কোন দেশ 2023 এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করবে?

পাকিস্তান। পাকিস্তান এশিয়া কাপ হবার কথা থাকলেও এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা নেই।

এশিয়া কাপ ২০২৩ এর জন্য ভারত কি পাকিস্তানে যাবে?

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, ২০২৩ সালের এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল।

এশিয়া কাপ 2023 কি 20 ওভারের নাকি 50 ওভারের হবে?

এশিয়া কাপ 2023 হবে 50 ওভারের।

২০২৩ সালে কি ক্রিকেট এশিয়া কাপ হবে?

হ্যাঁ, ২০২৩ সালে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে।

এশিয়া কাপ ২০২৩-এ কয়টি দল অংশগ্রহণ করবে?

২০২৩ সালে এশিয়া কাপের ১৬তম আসরে মোট ছয়টি দল গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে।

২০২৩ সালের এশিয়া কাপ কবে?

৩০ শে আগস্ট থেকে পাকিস্তানের শুরু হচ্ছে ২০২৩ সালের এশিয়া কাপ।

বাংলাদেশের খেলার সময়সূচী এশিয়া কাপ ২০২৩

  • এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুসারে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে আফগানিস্তানের বিপক্ষে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩:৩০ মিনিটে।
  • এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুসারে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে শ্রীলংকার বিপক্ষে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩:৩০ মিনিটে।
  • বাংলাদেশের পরবর্তী ম্যাচ গুলো নির্ধারিত হবে যদি বাংলাদেশ এশিয়া কাপ 2023 সুপার-৪ এ নিজেদের জায়গা করে নিতে পারে।

আরও পড়ুনঃ

কাতার বিশ্বকাপ গ্রুপ তালিকা

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল?

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি (কোয়ালিফায়ার পর্ব)

প্রিয় পাঠকগণ এশিয়া কাপের মূল পর্বের লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আরো চারটি দল কোয়ালিফায়ার পর্ব খেলবে।

সে দলগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, কুয়েত। মূল পর্বের আগে এ চারটি দলের মধ্যে কোয়ালিফায়ার পর্ব অনুষ্ঠিত হবে। 

প্রিয় পাঠকগণ চলুন দেখে নেয়া যাক কোয়ালিফায়ার পর্বের সময়সূচী।

কবে শুরু হচ্ছে এশিয়া কাপ 2023

এশিয়া কাপের কোয়ালিফায়ার পর্ব ২০ শে আগস্ট থেকে শুরু হয় ২৪ শে আগস্ট এর মধ্যে শেষ হবে।

এরপর তিন দিন বিরতি দিয়ে মূল পর্বের খেলা মাঠে গড়াবে ২৭ আগস্ট থেকে। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা 

প্রিয় পাঠকগণ আপনারা কি জানেন এশিয়া কাপে কে কতবার চ্যাম্পিয়ন। আপনার যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেয়া যাক কে কতবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে।

এখন পর্যন্ত এশিয়া কাপ মোট ১৪ বার অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে একবারও এশিয়াকাপ ছুঁয়ে দেখতে পারেনি।

১৪ বারের মধ্যে তিনটি দল এশিয়া কাপ ট্রফি ঘরে তুলেছে।

  • ভারত ৮ বার
  • শ্রীলংকা ৪ বার
  • পাকিস্তান ২ বার

এখন পর্যন্ত এশিয়া কাপ শিরোপা সর্বোচ্চ ভারত জিতে নিয়েছে। 

তবে এবারে আমরা বাংলাদেশের কাছ থেকে ভালো কিছু আশা করব এবং আমরা চাইব প্রথমবারের মতো হলেও এবার যেন বাংলাদেশ নিজেদের ঘরে এশিয়া কাপ তুলতে পারে।

আরও পড়ুনঃ

বিশ্বকাপ ফুটবল ২০২৩ সময়সূচী

বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা কত?

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ও এশিয়া কাপের সময়সূচি, লাইভ স্কোর, সকল দলের স্কোয়াড ও টুর্নামেন্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেয়ার জন্য তৈরি করা হয়েছে। 

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। 

এবং আপনারা এশিয়া কাপ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত ভাবে জানতে পেরেছেন।

আপনাদের যদি এশিয়া কাপ ২০২৩, এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে অথবা এশিয়া কাপ ২০২৩ সময়সূচি আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। 

আমরা সব সময় আপনাদের কমেন্টের উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি। 

আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতে হয় সে সংক্রান্ত আর্টিকেল রয়েছে।

আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের  ফেসবুক পেইজে

ধন্যবাদ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।