সব সিমের নাম্বার দেখার কোড | BD All SIM number check code

সব সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে আপনি জানেন কি? বাংলাদেশের চলমান পাঁচটি টেলিকম অপারেটর গ্রামীণফোন বাংলালিংক রবি এয়ারটেল এবং বিটিআরসি পরিচালিত টেলিটক নাম্বার চেক কোড সমূহ ভিন্ন ভিন্ন।

বাংলাদেশ অনেক মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন যারা তাদের সিম নম্বরটি সঠিকভাবে মনে রাখেন না। অথবা কোন কারণে তারা ভুলে গিয়েছেন বিভিন্ন সময়ে তারা মোবাইল নাম্বার জানতে ইচ্ছুক হন কেননা মোবাইল নাম্বার এর গুরুত্ব অনেক। কেননা মোবাইল নাম্বার নানা কাজে ব্যবহার হয়ে থাকে।

বিশেষ করে কখনো কাউকে নাম্বার দেয়ার ক্ষেত্রে অথবা টাকা রিচার্জ এর ক্ষেত্রে অথবা কোন সময় কোন অফিসিয়াল কাজে। 

সব সিমের নাম্বার দেখার কোড – BD All SIM number check code

সব সিমের নাম্বার দেখার কোড
সব সিমের নাম্বার দেখার কোড

বর্তমানে সকল টেলিকম অপারেটর সমূহ গ্রাহকদের নাম্বার দেখার জন্য ইউএসএসডি কোড প্রদান করছে।

গ্রামীণফোন রবি এয়ারটেল এই তিনটি অপারেটরে পূর্বের নাম্বার চেক কোড গুলো কে পরিবর্তন করে বর্তমানের নতুন নাম্বার চেক কোড গ্রাহকদের প্রদান করছে। 

তবে বাংলালিংক এবং টেলিটক সিমের নাম্বার চেক কোড পূর্বের ন্যায় রয়েছে।

All SIM number check code list – সকল সিমের নম্বর চেক কোড লিস্ট

OpatretorUSSD Code
গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার কোড*2#
রবি সিমের নাম্বার চেক করার কোড*2#
এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড*2#
টেলিটক সিমের নাম্বার চেক করার কোড*551#
বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড*511#
সব সিমের নাম্বার দেখার কোড লিস্ট ২০২৩

জিপি সিমের নাম্বার দেখার কোড

বাংলাদেশে বহুল পরিচিত একটি টেলিকম অপারেটর হচ্ছে গ্রামীণফোন।  গ্রামীণফোন অপারেটরের সংক্ষিপ্ত নাম হচ্ছে জিপি। দেশের অন্যান্য সকল টেলিকম অপারেটর তুলনায় এই টেলিকম অপারেটরের সিম এর ব্যবহার বাংলাদেশে বেশি।

তাই জিপি নাম্বার দেখার কোড সম্পর্কে অনেক বেশি গুগল সার্চ হয়ে থাকে।  জিপি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *২#। 

সহজে গ্রামীণফোন সিমের নাম্বার দেখতে যদি চান, তবে আপনি আপনার মোবাইলে ডায়াল পেড থেকে *২#  ডায়াল করুন। 

আপনার জিপি সিম টি সচল থাকলে আপনার মোবাইল স্ক্রীনে সিম নম্বরটি প্রদর্শিত হবে।

বাংলালিংক নম্বর চেক কোড

দেশের জনপ্রিয় টেলিকম অপারেটর সমূহের মধ্যে বাংলালিংক একটি।  সাম্প্রতিক বছরগুলোতে ফাস্টেস্ট নেটওয়ার্ক হিসাবে পরপর তিনবার ওক্লা স্পীড টেস্ট নিজেদের এক নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশের মধ্যে।

এই টেলিকম অপারেটর নতুন নতুন মিনিট ইন্টারনেট অফার দেয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। বাংলাদেশের টেলিকম সেবা প্রদানের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

বাংলালিংক সিমের নাম্বার চেক কোড হচ্ছে *৫১১# 

রবি নম্বর চেক কোড

পূর্বে গ্রাহক ৫ সংখ্যার ইউএসএসডি কোড টি ব্যবহার করে রবি সিমের নাম্বার চেক করতেন।

পূর্বে ব্যাবহার করা রবি নম্বর চেক কোড *১৪০*২*৪# বর্তমানে একই ভাবে কাজ করছে।

তবে পূর্বের ইউএসএসডি কোড টি ব্যবহার করে নাম্বার বের করা সম্ভব তবে পূর্বের 5 সংখ্যার ইউএসএসডি কোড মনে রাখার জন্য কষ্টসাধ্য ব্যাপার।

তাই বর্তমানে রবি গ্রাহকদের জন্য এক সংখ্যার একটি নাম্বার চেক কোড প্রবর্তন করেছে। 

নতুন রবি সিমের নাম্বার চেক কোড হচ্ছে *২#

এয়ারটেল নম্বর চেক কোড

রবি এবং এয়ারটেল সিমের নাম্বার দেখার পদ্ধতি বর্তমানে একই। তবে এয়ারটেল সিমে পূর্বে রবি সিমের মত ৫ সংখ্যার ইউএসএসডি কোড ব্যবহার করে নাম্বার চেক করা হতো।

গ্রাহকদের সুবিধার্থে বর্তমানে এয়ারটেল বিডি এক সংখ্যার ইউএসএসডি কোড চালু করেছে নাম্বার চেক করার জন্য।

এয়ারটেল সিমের নাম্বার চেক কোড হচ্ছে *২# 

টেলিটক সিমের নাম্বার চেক কোড

বাংলাদেশ টেলিকমিউনিকেশন অথরিটি (BTRC) কর্তৃক পরিচালিত বাংলাদেশের একমাত্র সরকারি টেলিকম অপারেটর হচ্ছে টেলিটক। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।

ভালো রেজাল্ট করা শিক্ষার্থীদের টেলিটক সিমটি বিনামূল্যে প্রদান করা হয় এবং ইন্টারনেট ব্যবহারেও বিশেষ ছাড় দেয়া হয়।

তবে পূর্বে এটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য থাকলেও বর্তমানে সকলেই ক্রয় ও ব্যবহার করতে পারছেন এই টেলিটক সিমটি। গ্রাহকদের ব্যাপক সুবিধা দেয়ার লক্ষ্যে বিশেষ প্রচারণা চালাচ্ছে টেলিটক বিডি।

টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *৫৫১# 

কিভাবে সিম নাম্বার দেখতে হয়?

বাংলাদেশে সব সিমের নাম্বার দেখার কোড রয়েছে। জিপি, রবি, এয়ারটেল সিমের নাম্বার চেক করতে *২# দায়াল করুন এবং বাংলালিংক ও টেলিটক নম্বর জানতে *৫৫১# দায়াল করুন।

সব সিমের নাম্বার দেখার কোড কি?

এই পোস্টে আমরা বাংলাদেশের সব সিমের নাম্বার চেক কোড সম্পর্কে আপনাদের জানিয়েছি। যেখানে ৩ টি টেলিকম অপারেটর number check USSD code একই। এবং বাকি দুটি অপারেটর নম্বর চেক কোড ভিন্ন ভিন্ন।

উপসংহার,

আশা করি আপনি সব সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানতে পেরেছেন।  এই বিষয়ে আপনার আরো জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

বাংলাদেশের চলমান সকল সিমের ইন্টারনেট অফার মিনিট অফার কলরেট অফার ও বান্ডেল অফার সম্পর্কে জানতে সিম অফার ভিজিট করুন এবং আমাদের সাথে থাকুন।

ইন্টারনেট দুনিয়ার সাথে কানেক্টেড থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

Leave a Comment