তওবার দোয়া বাংলা উচ্চারণ অর্থ সহ সম্পূর্ণ দোয়া গুলো পড়ুন।

প্রিয় মুমিন ভাই ও বোনেরা তওবার দোয়া বাংলা উচ্চারণ সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। এটি প্রতিটি মুমিনের জানা যে ক্ষমা প্রার্থনায় তওবা ও ইস্তেগফার পড়ার কোনো বিকল্প নেই। আমাদের মহান আল্লাহ তায়ালা মানুষকে ক্ষমা চাওয়ার জন্য কুরআন-সুন্নাহ থেকে অনেক দোয়া এবং ইস্তেগফার প্রদান করেছেন। 

তবে যেগুলো পড়তে সহজ এবং ব্যাপক প্রচলিত রয়েছে সে সকল দোয়া গুলো মানুষ সবচেয়ে বেশি প্রার্থনায় পড়ে থাকে। আজকের আর্টিকেলে আপনাদের সামনে খুবই সহজ কিছু দোয়া উপস্থাপন করা হবে। 

এবং আপনারা এই দোয়া গুলো পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।সবগুলো দোয়ার মধ্যেই আরবি সহ বাংলা উচ্চারণ করে দেয়া আছে।

তওবা দোয়া বাংলা উচ্চারণ

তওবা দোয়া বাংলা উচ্চারণ
তওবা দোয়া বাংলা উচ্চারণ

– أَستَغْفِرُ اللهَ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ।’

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

নিয়মঃ আপনারা প্রতি ওয়াক্ত ফজর নামাজের সালাম ফেরানোর পর আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার কি তিনবার পড়বেন। (মিশকাত)

– أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।‘

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।

নিয়মঃ আপনারা এই ইস্তেগফার টি প্রতিদিন ৭০/১০০ পড়বেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) প্রতিদিন ৭০ বারের বেশী তওবা ও ইস্তেগফার করতেন। (বুখারী) 

– رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ

উচ্চারণ : ‘রাব্বিগ্ ফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা (আংতাত) তাওয়্যাবুর রাহিম।’

অর্থ : ‘হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।’

নিয়মঃ আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া ১০০ বার পড়েছেন। (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

– أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

উচ্চারণ : ‘আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।’

অর্থ : ‘আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’

নিয়ম : দিনের যে কোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবাহ-ইসতেগফার করা।

হাদিসে এসেছে- এভাবে তাওবাহ-ইসতেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

আরও পড়ুনঃ

দেশ দেউলিয়া হলে কি হয়?

বমি হলে কি রোযা ভেঙ্গে যায়?

লিভারের সমস্যা হলে কি খেতে হয়?

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

সাইয়েদুল ইসতেগফার পড়া

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ।

আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই।

তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি।

তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।’

নিয়ম : সকালে ও সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা।

কেননা হাদিসে এসেছে- যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বুখারি)

এ কারণেই কুরআন ও সুন্নাহতে বেশি বেশি তাওবাহ ইসতেগফার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে।

তওবার দোয়া বাংলা

তওবার দোয়া বাংলা
তওবার দোয়া বাংলা

কেননা গোনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইসতেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন-

– وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللّهَ يَجِدِ اللّهَ غَفُورًا رَّحِيمًا

‘যে গোনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়।’ (সুরা নিসা : আয়াত ১১০)

– ‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না।

কিন্তু যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতিত।’ (সুরা নিসা : আয়াত ১৪৫-১৪৬)

– وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর : আয়াত ৩১)

মহান আল্লাহ তায়ালা আমাদের সকল মুসলমানকে সঠিক নিয়মে আল্লাহর কাছে প্রার্থনা করার তৌফিক দান করুক।

কুরআন-সুন্নাহর ঘোষিত নিয়ম আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। 

এই দুনিয়ায় এবং পরকালে যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন।

আমিন।

আরও পড়ুনঃ

সমস্যা থেকে মুক্তির দোয়া?

সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকলে কি সমস্যা হয়?

হার্টের সমস্যার লক্ষণ ও প্রতিকার

তওবার দোয়া বাংলা উচ্চারণ FAQS

তওবার দোয়া বাংলা উচ্চারণ

– أَستَغْفِرُ اللهَ
উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ।’
অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
নিয়মঃ আপনারা প্রতি ওয়াক্ত ফজর নামাজের সালাম ফেরানোর পর আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার কি তিনবার পড়বেন। (মিশকাত)

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে তওবার দোয়া বাংলা উচ্চারণ সহকারে কিভাবে আপনারা দোয়া করবেন সে নিয়ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং রাস্তাঘাট থেকে আপনারা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানতে পেরেছেন।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রতিদিনই মহান আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতেন। 

আমাদেরও উচিত তাঁর আদর্শ মেনে এই সকল বিষয়গুলো সঠিক নিয়মে মেনে চলা এবং বেশি বেশি আল্লাহ তায়ালার কাছে তওবা ইস্তেগফার করা। 

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আপনাদের অনলাইন দক্ষতাকে বৃদ্ধির জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিটি অনলাইন প্ল্যাটফর্মের কার সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা হয়েছে। 

আপনারা অনলাইন থেকে খুব সহজে কিভাবে টাকা ইনকাম করতে পারেন সে সম্পর্কেও আমাদের ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল রয়েছে।

তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং অনলাইনের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।

সেই সাথে আমাদের ওয়েবসাইটের সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment