ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড সম্পর্কে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে সকল রেকর্ড গুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনারা মনোযোগ সহকারে পড়লে ব্রাজিল বনাম আর্জেন্টিনার যত রেকর্ড রয়েছে সম্পর্কে জানতে পারবেন।
ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা জাতীয় দল এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতাকে অনেক সময় দক্ষিণ আমেরিকার যুদ্ধের সাথে তুলনা করা হয়।
Content Summary
আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল উৎপত্তি
ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ফুটবল প্রতিদ্বন্দিতা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। দুই দেশে যখন ফুটবলে জনপ্রিয়তা ছিল না তখন থেকেই তাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু।
বর্তমান সময়ে খুব কম মানুষই দুই দেশের মধ্যকার অতি যুদ্ধ এবং রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে থাকেন।
এই দেশ দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের খেলাধুলার মাঝে এই লক্ষ্য করা যায় তবে পুরুষ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি এবং সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু।
খেলায় কোন দলের পরাজয় বরণ করতে চায় না এটা আমরা সকলেই জানি। এমনকি কখনো কখনো যদি এদের মধ্যকার খেলাটি কোন চ্যাম্পিয়নশিপের অংশ হয় তবে ওই চ্যাম্পিয়নশীপে তুলনায় এই দুই দলের খেলাটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সমর্থক রা।
ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার উদাহরণস্বরূপ ১৯৪৬ সালের ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে।
১৯৪৬ সালের পর দেশ দুইটি দশ বছর যাবত্ একে অপরের মুখোমুখি হয়নি।
আরও পড়ুনঃ
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম কি? সঠিক পদ্ধতি
ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরিসংখ্যান
খেলা | ব্রাজিল জয়ী | ড্র | আর্জেন্টিনা জয়ী | গোল |
১০৯ | ৪৩ | ২৬ | ৪০ | ১৬৫/১৬৩ |
মোট পরিসংখ্যান
মূল শিরোপা | ব্রাজিল | আর্জেন্টিনা |
বিশ্বকাপ | ৫ | ২ |
কোপা আমেরিকা | ৯ | ১৫ |
কনফেডারেশন্স কাপ | ৪ | ৬ |
প্যান আমেরিকান কাপ | ২ | ২ |
মোট | ২০ | ২৫ |
অপ্রধান এবং বাছাই প্রতিযোগিতা শিরোপা | ব্রাজিল | আর্জেন্টিনা |
অলেম্পিক | ২ | ২ |
প্যান আমেরিকান গেমস | ৪ | ৭ |
দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ | ১১ | ৫ |
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ | ১২ | ৪ |
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ | ৫ | ১ |
ফিফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ | ৪ | ০ |
ফিফা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | ৫ | ৬ |
প্রি অলিম্পিক চ্যাম্পিয়নশিপ | ৭ | ৫ |
দক্ষিণ আমেরিকান গেমস | ০ | ২ |
মোট | ৫০ | ৩২ |
সর্বপ্রথম আর্জেন্টিনা এবং ব্রাজিল আন্তর্জাতিকভাবে মুখোমুখি হয়েছিল ১৯১৪ সালে। সিবিএফ ও এএফএ এ হিসেব কিছুটা ভিন্ন হয়ে থাকে। ফিফার হিসেব অনুযায়ী এর পর থেকে এখন পর্যন্ত দুটি দল খেলায় অংশগ্রহণ করেছে।
ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের মোট ম্যাচ ও গোল সংখ্যা । ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড
এই ১০৮ টি খেলার মধ্যে ৪০ টি তে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং ৪৩ টি তে জয় পেয়েছে ব্রাজিল। মোট যে কয়টি গোল রয়েছে তার মধ্যে ব্রাজিলের গোল সংখ্যা হল ১৬৬ টি এবং আর্জেন্টিনার গোল সংখ্যা হল ১৬২ টি। শুধুমাত্র বিশ্বকাপ খেলা হিসাব করলে তাতে ব্রাজিল দুইটা নিয়ে এগিয়ে আছে একটি খেলা হয়েছে এবং অন্যটি জিতেছিল আর্জেন্টিনা।
অন্যদিক থেকে আবার কোপা আমেরিকায় সবচেয়ে বেশি জয় পেয়েছে আর্জেন্টিনা। তারা ১৬ টি খেলায় জিতেছে এবং ৮ টি খেলা ড্র করেছে এবং ১০ টি জিতেছে ব্রাজিল। দল দুটির মধ্যে এখন পর্যন্ত ৫০ টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা এবং বাদবাকি ১২ টি ড্র হয়েছে। ১৯৭০ এর দশক কে কিছুটা খারাপ সময় কাটায় আর্জেন্টিনা দল।
সে সময় তারা বারোটি খেলার মধ্যে মাত্র একটিতে জয় লাভ করে এবং সাতটিতে পরাজিত হয় আর চারটি খেলা ড্র হয়েছিল।দুইটি দলের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা, তারা ব্রাজিলকে ৬-১ ব্যবধানে পরাজিত করেছিল। এছাড়া তারা ১-৫ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।
ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার চেয়ে কম নয়। বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ব্রাজিল কে মানা হয়। তারা আর্জেন্টিনাকে ৬-২ গোল ব্যবধানে হারিয়েছিল। এছাড়াও তারা ১-৪ গোলেও আর্জেন্টিনাকে হারায়।
আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার সর্বশেষ মহাদেশীয় খেলা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১০ জুলাই ব্রাজিলের মালখানা শহরে।
খেলাটি ছিল ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল সেখানে আর্জেন্টিনা ব্রাজিল কে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
আরও পড়ুনঃ
কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল এবং খেলার বাংলাদেশ সময়
আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফলাফলসমূহ
আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফলাফলসমূহ
তারিখ | মাঠ | স্কোর | বিজয়ী | মন্তব্য |
২০ সেপ্টেম্বর ১৯১৪ | বুয়েনোস আইরেস | ৩ – ০ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
২৭ সেপ্টেম্বর ১৯১৪ | বুয়েনোস আইরেস | ১ – ০ | ব্রাজিল | রোকা কাপ |
১০ জুলাই ১৯১৬ | বুয়েনোস আইরেস | ১ – ১ | ড্র | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
৩ অক্টোবর ১৯১৭ | মন্তেভিদেও | ৪ – ২ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৮ মে ১৯১৯ | রিউ দি জানেইরু | ৩ – ১ | ব্রাজিল | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১ জুন ১৯১৯ | রিউ দি জানেইরু | ৩ – ৩ | ড্র | প্রদর্শনী খেলা |
২৫ সেপ্টেম্বর ১৯২০ | ভালপারাইসো | ২ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
২ অক্টোবর ১৯২১ | বুয়েনোস আইরেস | ১ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৫ অক্টোবর ১৯২২ | রিউ দি জানেইরু | ২ – ০ | ব্রাজিল | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৮ নভেম্বর ১৯২৩ | মন্তেভিদেও | ২ – ১ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
৯ ডিসেম্বর ১৯২৩ | বুয়েনোস আইরেস | ২ – ০ | আর্জেন্টিনা | রোকা কাপ |
১৩ ডিসেম্বর ১৯২৫ | বুয়েনোস আইরেস | ৪ – ১ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
২৫ ডিসেম্বর ১৯২৫ | বুয়েনোস আইরেস | ২ – ২ | ড্র | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
৩০ জানুয়ারি ১৯৩৭ | বুয়েনোস আইরেস | ১ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১ ফেব্রুয়ারি ১৯৩৭ | বুয়েনোস আইরেস | ২ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৫ জানুয়ারি ১৯৩৯ | রিউ দি জানেইরু | ৫ – ১ | আর্জেন্টিনা | রোকা কাপ |
২২ জানুয়ারি ১৯৩৯ | রিউ দি জানেইরু | ৩ – ২ | ব্রাজিল | রোকা কাপ |
১৮ ফেব্রুয়ারি ১৯৪০ | বুয়েনোস আইরেস | ২ – ২ | ড্র | রোকা কাপ |
২৫ ফেব্রুয়ারি ১৯৪০ | বুয়েনোস আইরেস | ৩ – ০ | আর্জেন্টিনা | রোকা কাপ |
৫ মার্চ ১৯৪০ | রিউ দি জানেইরু | ৬ – ১ | আর্জেন্টিনা | রোকা কাপ |
১০ মার্চ ১৯৪০ | রিউ দি জানেইরু | ৩ – ২ | ব্রাজিল | রোকা কাপ |
১৭ মার্চ ১৯৪০ | সাঁউ পাউলু | ৫ – ১ | আর্জেন্টিনা | রোকা কাপ |
১৭ জানুয়ারি ১৯৪২ | সাঁউ পাউলু | ২ – ১ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চাম্পিপনশিপ |
১৫ ফেব্রুয়ারি ১৯৪৫ | বুয়েনস আইরেস | ৩ – ১ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চাম্পিপনশিপ |
১৬ ডিসেম্বর ১৯৪৫ | বুয়েনোস আইরেস | ৪ – ৩ | আর্জেন্টিনা | রোকা কাপ |
২০ ডিসেম্বর ১৯৪৫ | আভেয়ানেদা | ৬ – ২ | ব্রাজিল | রোকা কাপ |
২৩ ডিসেম্বর ১৯৪৫ | মন্তেভিদেও | ৩ – ১ | ব্রাজিল | রোকা কাপ |
১০ ফেব্রুয়ারি ১৯৪৬ | বুয়েনোস আইরেস | ২ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
৫ ফেব্রুয়ারি ১৯৫৬ | মন্তেভিদেও | ১ – ০ | ব্রাজিল | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৮ মার্চ ১৯৫৬ | মেক্সিকো সিটি | ২ – ২ | ড্র | প্যানআমেরিকান কাপ |
৮ জুলাই ১৯৫৬ | আভেয়ানেদা | ০ – ০ | ড্র | আতলান্তিক কাপ |
৩ এপ্রিল ১৯৫৭ | লিমা | ৩ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
৭ জুলাই ১৯৫৭ | রিউ দি জানেইরু | ২ – ১ | আর্জেন্টিনা | রোকা কাপ |
১০ জুলাই ১৯৫৭ | সাঁউ পাউলু | ২ – ০ | ব্রাজিল | রোকা কাপ |
৪ এপ্রিল ১৯৫৯ | বুয়েনোস আইরেস | ১ – ১ | ড্র | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
২২ ডিসেম্বর ১৯৫৯ | গুয়াইয়াকিল | ৪ – ১ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৩ মার্চ ১৯৬০ | সান হোসে | ২ – ১ | আর্জেন্টিনা | প্যানআমেরিকান কাপ |
২০ মার্চ ১৯৬০ | সান হোসে | ১ – ০ | ব্রাজিল | প্যানআমেরিকান কাপ |
২৬ মার্চ ১৯৬০ | বুয়েনোস আইরেস | ৪ – ২ | আর্জেন্টিনা | রোকা কাপ |
২৯ মার্চ ১৯৬০ | বুয়েনোস আইরেস | ৪ – ১ | ব্রাজিল | রোকা কাপ |
১২ জুলাই ১৯৬০ | রিউ দি জানেইরু | ৫ – ১ | ব্রাজিল | আতকান্তিক কাপ |
২৪ মার্চ ১৯৬৩ | লা পাজ | ৩ – ০ | আর্জেন্টিনা | সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৩ এপ্রিল ১৯৬৩ | সাঁউ পাউলু | ৩ – ২ | আর্জেন্টিনা | রোকা কাপ |
১৬ এপ্রিল ১৯৬৩ | রিউ দি জানেইরু | ৫ – ২ | ব্রাজিল | রোকা কাপ |
৩ জুন ১৯৬৪ | সাঁউ পাউলু | ৩ – ০ | আর্জেন্টিনা | নেশন্স কাপ |
৯ জুন ১৯৬৫ | রিউ দি জানেইরু | ০ – ০ | ড্র | প্রদর্শনী খেলা |
৪ মার্চ ১৯৭০ | পোর্তো আলেগ্রে | ২ – ০ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
৮ মার্চ ১৯৭০ | রিউ দি জানেইরু | ২ – ১ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
২৮ জুলাই ১৯৭১ | বুয়েনোস আইরেস | ১ – ১ | ড্র | রোকা কাপ |
৩১ জুলাই ১৯৭১ | বুয়েনোস আইরেস | ২ – ২ | ড্র | রোকা কাপ |
৩০ জুন ১৯৭৪ | হানোফার | ২ – ১ | ব্রাজিল | ১৯৭৪ ফিফা বিশ্বকাপ |
৬ অগাস্ট ১৯৭৫ | বেলো অরিজন্ঠ | ২ – ১ | ব্রাজিল | কোপা আমেরিকা ১৯৭৫ |
১৬ অগাস্ট ১৯৭৫ | রোজারিও | ১ – ০ | ব্রাজিল | কোপা আমেরিকা ১৯৭৫ |
২৭ ফেব্রুয়ারি ১৯৭৬ | বুয়েনোস আইরেস | ২ – ১ | ব্রাজিল | আতলান্তিক কাপ |
১৯ মে ১৯৭৬ | রিউ দি জানেইরু | ২ – ০ | ব্রাজিল | রোকা কাপ |
১৮ জুন ১৯৭৮ | রোজারিও | ০ – ০ | ড্র | ১৯৭৮ ফিফা বিশ্বকাপ |
২ অগাস্ট ১৯৭৯ | রিউ দি জানেইরু | ২ – ১ | ব্রাজিল | কোপা আমেরিকা ১৯৭৯ |
২৩ অগাস্ট ১৯৭৯ | বুয়েনোস আইরেস | ২ – ২ | ড্র | কোপা আমেরিকা ১৯৭৯ |
৪ জানুয়ারি ১৯৮১ | মন্তেভিদেও | ১ – ১ | ড্র | মুন্দিয়ালিতো |
২ জুলাই ১৯৮২ | বার্সেলোনা | ৩ – ১ | ব্রাজিল | ১৯৮২ ফিফা বিশ্বকাপ |
২৪ অগাস্ট ১৯৮৩ | বুয়েনোস আইরেস | ১ – ০ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা ১৯৮৩ |
১৪ সেপ্টেম্বর ১৯৮৩ | রিউ দি জানেইরু | ০ – ০ | ড্র | কোপা আমেরিকা ১৯৮৩ |
১৭ জুন ১৯৮৪ | সাঁউ পাউলু | ০ – ০ | ড্র | প্রদর্শনী খেলা |
৫ মে ১৯৮৫ | বাইয়া | ২ – ১ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
১০ জুলাই ১৯৮৮ | মেলবোর্ন | ০ – ০ | ড্র | গোল্ড কাপ ১৯৮৮ |
১২ জুলাই ১৯৮৯ | রিউ দি জানেইরু | ২ – ০ | ব্রাজিল | কোপা আমেরিকা ১৯৮৯ |
২৪ জুন ১৯৯০ | তরিনো | ১ – ০ | আর্জেন্টিনা | ১৯৯০ ফিফা বিশ্বকাপ |
২৭ মার্চ ১৯৯১ | বুয়েনোস আইরেস | ৩ – ৩ | ড্র | প্রদর্শনী খেলা |
২৭ জুন ১৯৯১ | কুরিতিবা | ১ – ১ | ড্র | প্রদর্শনী খেলা |
১৭ জুলাই ১৯৯১ | সান্তিয়াগো দে চিলি | ৩ – ২ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা ১৯৯১ |
১৮ ফেব্রুয়ারি ১৯৯৩ | বুয়েনোস আইরেস | ১ – ১ | ড্র | প্রদর্শনী খেলা |
২৭ জুন ১৯৯৩ | গুয়াইয়াকিল | ১(৬) – ১(৫) | ড্র-আর্জেন্টিনা পেনাল্টিতে জয়ী | কোপা আমেরিকা ১৯৯৩ |
২৩ মার্চ ১৯৯৪ | রেসিফি | ২ – ০ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
১৭ জুলাই ১৯৯৫ | রিভেরা | ২(৪) – ২(২) | ড্র-ব্রাজিল পেনাল্টিতে জয়ী | কোপা আমেরিকা ১৯৯৫ |
৮ নভেম্বর ১৯৯৫ | বুয়েনোস আইরেস | ১ – ০ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
২৯ এপ্রিল ১৯৯৮ | রিউ দি জানেইরু | ১ – ০ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
১১ জুলাই ১৯৯৯ | সিউদাদ দেল এস্তে | ২ – ১ | ব্রাজিল | ১৯৯৯ কোপা আমেরিকা |
৪ সেপ্টেম্বর ১৯৯৯ | বুয়েনোস আইরেস | ২ – ০ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
৭ সেপ্টেম্বর ১৯৯৯ | পোর্তো আলেগ্রে | ৪ – ২ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
২৬ জুলাই ২০০০ | সাঁউ পাউলু | ৩ – ১ | ব্রাজিল | ২০০২ বিশ্বকাপ বাছাইপর্ব |
৫ সেপ্টেম্বর ২০০১ | বুয়েনোস আইরেস | ২ – ১ | আর্জেন্টিনা | ২০০২ বিশ্বকাপ বাছাইপর্ব |
২ জুন ২০০৪ | বেলো অরিজন্ঠ | ৩ – ১ | ব্রাজিল | ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্ব |
২৫ জুলাই ২০০৪ | লিমা | ২(৪) – ২(২) | ড্র-ব্রাজিল পেনাল্টিতে জয়ী | কোপা আমেরিকা ২০০৪ |
৮ জুন ২০০৫ | বুয়েনোস আইরেস | ৩ – ১ | আর্জেন্টিনা | ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্ব |
২৯ জুন ২০০৫ | ফ্রাঙ্কফুর্ট | ৪ – ১ | ব্রাজিল | ২০০৫ ফিফা কনফেডারেশন |
৩ সেপ্টেম্বর ২০০৬ | লন্ডন | ৩ – ০ | ব্রাজিল | প্রদর্শনী খেলা |
১৫ জুলাই ২০০৭ | মারাকাইবো | ৩ – ০ | ব্রাজিল | কোপা আমেরিকা ২০০৭ |
১৮ জুন ২০০৮ | বেলু ওরিজোঁতি | ০ – ০ | ড্র | ২০১০ বিশ্বকাপ বাছাইপর্ব |
৫ সেপ্টেম্বর ২০০৯ | রোজারিও | ৩ – ১ | ব্রাজিল | ২০১০ বিশ্বকাপ বাছাইপর্ব |
১৭ নভেম্বর ২০১০ | দোহা | ১ – ০ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
১৪ সেপ্টেম্বর ২০১১ | কোর্দোবা | ০ – ০ | ড্র | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
২৮ সেপ্টেম্বর ২০১১ | বেলেম | ২ – ০ | ব্রাজিল | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
৯ জুন ২০১২ | নিউ জার্সি | ৪ – ৩ | আর্জেন্টিনা | প্রদর্শনী খেলা |
১৯ সেপ্টেম্বর ২০১২ | গোইয়ানিয়া | ২ – ১ | ব্রাজিল | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
২১ নভেম্বর ২০১২ | বুয়েনোস আইরেস | ২ – ১ | আর্জেন্টিনা | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস এর ২ লেগ ম্যাচে ব্রাজিল পেনাল্টিতে জয়ী |
১২ অক্টোবর ২০১৪ | বেইজিং | ২ – ০ | ব্রাজিল | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
১৩ নভেম্বর ২০১৫ | বুয়েনোস আইরেস | ১–১ | ড্র | ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব |
১১ নভেম্বর ২০১৬ | বেলো হরিজন্তে | ৩–০ | ব্রাজিল | ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব |
৯ জুন ২০১৭ | মেলবোর্ন | ০–১ | আর্জেন্টিনা | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
১৬ অক্টোবর ২০১৮ | জেদ্দা | ১-০ | ব্রাজিল | সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস |
২ জুলাই ২০১৯ | বেলো হরিজন্তে | ২–০ | ব্রাজিল | কোপা আমেরিকা ২০১৯ |
১৫ নভেম্বর ২০১৯ | কিং সাউদ | ১–০ | আর্জেন্টিনা | ২০১৯ সুপার ক্লাসিকো |
১০ জুলাই ২০২১ | মারাকানা | ১–০ | আর্জেন্টিনা | ২০২১ কোপা আমেরিকা |
আরও পড়ুনঃ
নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদ একাউন্ট দেখার কোড নাম্বার
রকেটে টাকা দেখার নিয়ম কি? ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ, ফজিলত ও ব্যাবহার সম্পর্কে
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড FAQS
আর্জেন্টিনা এবং ব্রাজিলের অনেক রেকর্ড রয়েছে। এর মধ্যে ব্রাজিলের সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড গুলো হল- ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে। এবং আর্জেন্টিনার দিক থেকে সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড হলো- আর্জেন্টিনা ১৫ বার কোপা আমেরিকা জিতেছে।
আর্জেন্টিনা এবং ব্রাজিল সর্বপ্রথম ১৯১৪ সালে মুখোমুখি হয়েছিল।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের মোট গোল সংখ্যা ১৬৬ টি।
উপসংহার
উপরে আমরা ব্রাজিল বনাম আর্জেন্টিনার সকল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরেছে।
এবং এখানে আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ড গুলো সব আপনাদের সামনে খুবই সুন্দর এবং সহজ ভাবে তুলে ধরা হয়েছে।
আমরা সকলেই জানি ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড কোন দলের চেয়ে কোন দলের কম নয়। তাই পৃথিবীর বুকে এখন পর্যন্ত ফুটবলের দল হিসেবে ব্রাজিল এবং আর্জেন্টিনা রাজত্ব করছে।
আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সকল বিষয়ে জানানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তবুও যদি আপনাদের কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার যথাযথ চেষ্টা করব। এরকম আরো অনেক পোষ্ট আমাদের ওয়েব সাইটটিতে রয়েছে।
তাই এ সকল বিষয়ে জানতে এবং পড়তে আপনারা সকলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সেই সাথে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।