প্রিয় পাঠকগণ ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে ইতিমধ্যে শেষ করেছেন। কাতার বিশ্বকাপ 2022 এর অন্যতম হট ফেভারেট দল হচ্ছে ব্রাজিল। ইতিমধ্যেই দলটি প্রথম দুটি ম্যাচ জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে।
অপেক্ষাকৃত কম শক্তিশালী দল হচ্ছে ক্যামেরুন। ক্যামেরনের সাথে আগামী 3 ডিসেম্বর ব্রাজিলের একটি ম্যাচ রয়েছে। তবে সেটি শুধুমাত্র হতে চলেছে একটি নিয়ম রক্ষার ম্যাচ। সেখানে ব্রাজিল হারলেও দ্বিতীয় রাউন্ডে খেলতে কোন সমস্যা হবে না।
তবে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কি বলছে সে সম্পর্কে জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তাই আজকের এই আর্টিকেলে ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।
Content Summary
Brazil Vs Cameroon Stats 2022 – ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান
বর্তমানে পুরো ফুটবল বিশ্ব ব্রাজিল হচ্ছে এক নম্বর দল।
সেই হিসেব অনুযায়ী ব্রাজিলের পরিসংখ্যান কেমন হবে সেটি ইতিমধ্যে আপনাদের বোঝা হয়ে গিয়েছে।
ব্রাজিল ক্যামেরুন এর সাথে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ছয়বার। এবং এই ছয় বারের মধ্যে ব্রাজিল ক্যামেরুন এর সাথে পাঁচ বারই জয়লাভ করেছে।
আর ক্যামেরন জয়লাভ করেছে মাত্র একটি ম্যাচে।
Brazil Vs Cameroon Stats (#updated)
Team | win | lose |
Brazil | 5 | 1 |
Cameroon | 1 | 5 |
এখানে আপনাদেরকে শুধুমাত্র ম্যাচগুলোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে।
তবে কখন কোথায় কিভাবে খেলা হয়েছিল সে সম্পর্কে আপনারা বিস্তারিত নিচে জানতে পারবেন।
তাই অবশ্যই পুরোপুরি পরিসংখ্যান জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
আরও পড়ুনঃ
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান
আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড
ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান
ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান বলতে এই ৬ টি ম্যাচের পরিসংখ্যান ছাড়া আর কোন ম্যাচে এখন পর্যন্ত হয়নি।
এই ম্যাচগুলো কবে, কোথায়, কত গোলে ব্রাজিল জিতেছে এবং হেরেছে সে সম্পর্কে বিস্তারিত টেবিল নিচে প্রদান করা হলো-
তারিখ | দলের নাম | খেলার ফলাফল | স্কোরবোর্ড | প্রতিযোগিতা |
24 Jun 1994 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 3-0 | FIFA World Cup |
13 Nov 1996 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 2-0 | International Friendly |
31 May 2001 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 2-0 | FIFA Confederations Cup |
19 Jun 2003 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil lose | 0-1 | FIFA Confederations Cup |
23 Jun 2014 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 4-1 | FIFA World Cup |
20 Nov 2018 | ব্রাজিল বনাম ক্যামেরুন | Brazil win | 1-0 | International Friendly |
এই পরিসংখ্যানটি দেখার পর অবশ্যই ব্রাজিল সর্মথকরা বেস্ট স্বস্তিতেই থাকবেন।
কেননা ব্রাজিলের পরবর্তী ম্যাচ না জিতল কোন ধরনের সমস্যা হবে না।
এছাড়াও ব্রাজিল কতটা শক্তিশালী ইতিমধ্যেই সেটার প্রমাণ আপনারা পেয়েছেন।
তাই ব্রাজিল সমর্থক রা নিশ্চিন্তে পরিসংখ্যানটি দেখতে পারেন।
অপেক্ষাকৃত কম শক্তিশালী দল ক্যামেরুন এবছর বেশ ভালোই খেলেছে।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ড এর কাছে ১-০ গোলে পরাজয় গ্রহণ করলেও পরবর্তী ম্যাচে সার্বিয়ার সাথে ৩-৩ গোলে সমতায় ড্র করেছিল।
ব্রাজিল বনাম ক্যামেরুন কে বেশি শক্তিশালী
আশা করছি এই সম্পর্কে আপনাদের এতক্ষণে বিস্তারিত তথ্য জানা হয়ে গিয়েছে।
তবে যদি শক্তিমত্তার পরিচয় দিতে হয় তাহলে কে বেশি শক্তিশালী কিংবা কাদের পূর্ব খেলা কেমন সে সম্পর্কে জেনে নেয়া যেতে পারে।
ক্যামেরুন দল থেকে ব্রাজিল দল বেশ অনেকটা বেশি শক্তিশালী।
আপনারা যদি আগে কিংবা পূর্বের কথা চিন্তা করেন সেক্ষেত্রেও ১৯৯৪ সাল হতে গত ২০১৮ সাল পর্যন্ত ক্যামেরুন এবং ব্রাজিলের সর্বমোট সংখ্যা মাত্র ৬ টি।
এরমধ্যে ব্রাজিল প্রায় সবগুলো ম্যাচে ভালো খেলেছে এবং পাঁচটি ম্যাচে জিতে নিয়েছে।
এখন হয়তোবা আপনি ভাবতে পারেন যে, বেশি ম্যাচ জেতার কারণেই কি ব্রাজিল কে শক্তিশালী বলা হচ্ছে?
যদি এমনটা ভেবে থাকেন, তাহলে ভুল ভাবছেন। কেননা আপনি যদি ২০০৩ সালের জুন মাসের ১৯ তারিখে অনুষ্ঠিত হওয়া ব্রাজিল বনাম ক্যামেরুন এর ম্যাচটি দেখেন।
তাহলে সেই ম্যাচে কিন্তু ব্রাজিল হেরে গিয়েছিল এবং ক্যামেরুন শুধুমাত্র একটি গোলের বিনিময়ে জিততে পেরেছে।
আর এইসব যাবতীয় বিষয় বিবেচনা করলে আপনিও বলবেন যে, ক্যামেরুন ফুটবল দলের চাইতে ব্রাজিল ফুটবল দল অনেকটাই শক্তিশালী।
আশা করি, সেটা আপনি ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান দেখেই বুঝতে পেরেছেন।
আরও পড়ুনঃ
কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি?
ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান FAQS
এই দুইদলের পরিসংখ্যান হচ্ছে সর্বমোট ম্যাচ ৬ টি খেলেছে। এর মধ্যে ৫ টি ম্যাচ ব্রাজিল জিতেছে আর ১ টি ম্যাচ ক্যামেরুন জিতেছে।
২০ নভেম্বর ২০১৮ সালে ব্রাজিল বনাম ক্যামেরুন শেষ কবে মুখোমুখি হয়েছিল।
উপসংহার
প্রিয় পাঠকগণ ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান সম্পর্কে আজকের এই আর্টিকেলের আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা ব্রাজিল ও ক্যামেরুন দল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনাদের যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে ম্যাচের আগে কমেন্টের মাধ্যমে জানান।
অবশ্যই সকলে ব্রাজিল এবং ক্যামেরনের ম্যাচটি উপভোগ করবেন এছাড়াও পুরো বিশ্বকাপজয়ী নানান ধরনের তথ্য বল আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।
তাই অবশ্যই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।