ঘরে বসে ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে কিভাবে অনলাইনে?  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ে সবকিছুর মতো ঘরে বসে ডাক্তারের পরামর্শ পাওয়া এখন মুহূর্তের ব্যপার। এর জন্য দরকার হবে একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশন। কিভাবে ঘরে বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যায়, এমনকি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডাক্তারি সেবা পাওয়া যায় এর সবকিছুই জানব আজকে। 

বর্তমান সময়ে আপনি নিজ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দেশের শীর্ষ ডাক্তারদের পরামর্শ পেতে পারেন খুব সহজে। এতে করে আপনি আপনার সময়, শারীরিক কষ্ট এবং সব থেকে বড় বিষয় যেটি সেটি বাঁচাতে পারবেন। অর্থাৎ, টাকা বাঁচাতে পারবেন।

ডাক্তারের পিছনে আপনাকে রোগ ভেদে কাড়ি কাড়ি টাকা খরছ করতে হবে না। 

শুধু তাই ই নয়, আপনি যদি চান ঘরে বসে ডাক্তারের অ্যাপ/সফটওয়্যার ব্যবহার করে সরাসরি ফ্রিতে অনেক ডাক্তারের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে অথবা চ্যাট করতে পারেন।

কিছু ক্ষেত্রে বেশি সমসসার কারণে ডাক্তারকে খুব কম পরিমাণ ফিস দিয়েও আপনার যাবতীয় সমস্যার সমাধান নিতে পারেন। আজকে ঘরে বসে ডাক্তারের পরামর্শ নেওয়ার সমস্ত উপায় সম্পর্কে আপানাদের জানাতে চেষ্টা করবো। 

যেভাবে ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিবেন

ঘরে বসে অনলাইনে ডাক্তারের পরামর্শ অ্যাপ
ঘরে বসে অনলাইনে ডাক্তারের পরামর্শ অ্যাপ

আপনি ঘরে বসে ডাক্তারের সাথে আপনার যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন।

Medical Report Check Online Bangladesh | মেডিকেল রিপোর্ট চেক

এতে আপনার কাজটি খুব সহজ ভাবে সম্পন্ন করতে সহজ হবে। 

দেশের প্রথম সারীর অনেক ডাক্তার নিজস্ব উদ্যোগে এমনকি যৌথ উদ্যোগে দেশ এমনকি দেশের বাহিরের মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে অনেক এপস/ সফটওয়ার তৈরি করে স্মার্ট ফোনের প্লে স্টোরে আপলোড করে রেখেছে। 

এতে করে সেই সব এপস ব্যবহার করে সাধারন মানুষ নিজেদের সমস্যা ও রোগের বিষয়ে ভয়েস কল, চ্যাট এবং ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন সেইসব ডাক্তারদের সাথে। 

ছোট সমস্যা এবং রোগের চিকিৎসা পাওয়ার জন্য অনলাইনে ডাক্তার জিজ্ঞাসা ও ডাক্তারের পরামর্শ নিন।

করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে বাহিরে না গিয়ে খুব সহজেই ডাক্তারগণ চিকিৎসা সেবা দিয়ে গেছেন অনলাইনের মাধ্যমে রোগী দেখে। 

এবার জেনে নেওয়া যাক কিভাবে কি কি এপস এর সাহায্যে ঘরে বসে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়।

এক্ষেত্রে বলে রাখা ভালো সম্পূর্ণ ফ্রি বা সামান্য ফি এ নিয়ে  বিব্রত হওয়ার একদমই দরকার নেই। কিছু ক্ষেত্রে ১০- ৫০ টাকা বা এর থেকেও কম টাকা নিয়ে থাকে।

বাহির থেকে যা বাহিরে ১০০০- ২০০০ টাকা ভিজিট দেওয়ার দিক থেকে আসলেই ফ্রি।  

আরও পড়ুনঃ

ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট

ঘরে বসে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসার জন্য মোবাইল Apps ব্যবহার

Ask Doctor – Doctor Dekha

আপনার ডাক্তারি যাবতীয় সমসার জন্য ঘরে বসে ডাক্তারের পরামর্শ ও সঠিক চিকিৎসা ছাড়াও ডাক্তার জিজ্ঞাসা পাওয়ার জন্য আপনি উপরে উল্লিখিত ২ টি মোবাইল সফটওয়ার App Install করে ব্যবহার করতে পারেন।

Ask Doctor এবং Doctor Dekhao এই দুটি পরিষেবা মানুষকে  ৭দিন ও ২৪ ঘন্টা অর্থাৎ প্রতিদিন ননস্টপ ভাবে Apps এর মাধ্যমে অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

তবে, আপনাদের গ্যাথারথে আরও একবার জানিয়ে রাখতে চাই, ঘরে বসে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা গ্রহণের জন্য আপনাকে স্বল্প মূল্যে অর্থ প্রদান করা লাগতে পারে।

এছাড়াও আপনাদেরকে আরও দুইটি এপস সম্পর্কে তথ্য দিয়ে রাখি।

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি ও ম্যাচ ফিকচার ও পয়েন্ট তালিকা

আশা করি এই দুইটি মাধ্যমে আপনারা সর্বাধিক ফ্রিতে দিন রাত চব্বিশ ঘণ্টা সবসময় সব ধরনের সামান্য এবং জটিল রোগের পরামর্শ নিতে পারবেন। 

মায়া অ্যাপ – শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ

এজন্য আপনি আপনার মোবাইল এর প্লে স্টোরে গিয়ে “মায়া” লিখে সার্চ করবেন। এরপর মায়া এপসটি ডাউনলোড করে একাউনট খুলে নিবেন।

এই মাধ্যমে সাধারণত মহিলা ও শিশু বিষয়ে দিন রাত চব্বিশ ঘণ্টা সম্পূর্ণ ফ্রিতে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়।

এছাড়াও আপনি এখানে সবথেকে জনপ্রিয় একটি ক্যতাগরি পাবেন যেখানে সারা দেশ এবং বাহির থেকে অসংখ্য মানুষ প্রশ্ন করে থাকে সমস্যা নিয়।

খুব কম সময়ের মধ্যে একজন দায়িত্ব প্রাপ্ত ডাক্তার এসে খুব সহজ সাবলীল ভাষায় উত্তর দিয়ে থাকেন।

এখানে আপনি কোনও প্রশ্ন করতে গেলে আপনার নাম ঠিকানা গোপন রাখে এই সফটওয়ার।

এই মাধ্যমে সবথেকে বেশি নারী শিশু এবং যৌন সমস্যার সমাধান দেওয়া হয়। তবে অন্য সবকিছুর সমাধানেও কোনও কমতি থাকে না।

আরও পড়ুনঃ

দুই বিঘা জমি কবিতা | দুই বিঘা জমি কবিতার প্রেক্ষাপট

আবার আসিব ফিরে কবিতা | আবার আসিব ফিরে কবিতার মূলভাব

জীবনের কিছু বাস্তব কথা সত্য ছবি ও স্ট্যাটাস

বিদায় অনুষ্ঠানের কবিতা কোনগুলো? | বিদায় অনুষ্ঠানের জন্য কবিতা আবৃতি

এবার আরেকটি মোবাইল এপস “টনিক” সম্পর্কে জেনে নেওয়া যাক। এটিও একটি চিকিৎসা সেবা মুলক এপস। এটি মূলত গ্রামীণ সিম কোম্পানির দ্বারা চলে।

এখানেও আপনি সব ধরনের ডাক্তারি সেবা পাবেন। তবে এখানে সব থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন ডাক্তারদের পাবেন আপনার পাছে।

এখানে ৬ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত ডাক্তারি ফিসের দরকার হতে পারে।  

যদি আপনি মনে করেন যে ঘরে বসে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা পেতে এই মোবাইল Apps গুলো (ডাক্তারের পরামর্শ apps) আপনার উপকারে আসবে বা সহায়তা করবে তাহলে আপনি সঠিক চিকিৎসা সেবা পাবেন।

শুধুমাত্র তবেই এই এপস গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে গুগল সার্চ করতে পারেন।

চাইলে আপনি মোবাইলের গুগল প্লে স্টোর থেকে App গুলো ডাউনলোড করে Install করতে পারেন অথবা সরাসরি নিচে দেওয়া লিংক থেকেও ঢুকে ডাউনলোড করতে পারেন। 

আরও পড়ুনঃ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ডাক্তারের পরামর্শ অ্যাপ গুলি ইন্সটল করবেন যেভাবে – ডাক্তারের পরামর্শ apps

Ask Doctor AppsClick Here
Doctor Dekhao AppsClick Here
মায়া AppsClick Here
টনিক AppClick Here
ঘরে বসে অনলাইনে ডাক্তারের পরামর্শ অ্যাপ লিংক

Ask Doctor Apps Install করার জন্য এই লেখার উপর ক্লিক করুন Install Ask Doctor Apps.

Doctor Dekhao Apps Install করার জন্য এই লেখার উপর ক্লিক করুন  Install Doctor Dekhao Apps.

মায়া  Apps Install করার জন্য এই লেখার উপরে ক্লিক করুন মায়া এপস ইন্সটল

টনিক Apps Install করার জন্য এই লেখার উপরে ক্লিক করুন টনিক এপস ইন্সটল

উপরের চারটি এপস এর মধ্যেই আপনি প্রবেশ করলে সবকিছু খুব সহজেই বুঝতে পারবেন।দেখবেন যে, খুব সহজ ভাবে সবকিছু দেখানো আছে।

এছাড়াও গুগল প্লে স্টোরে আরো অসংখ্য Apps রয়েছে যেগুলো ব্যবহারে ডাক্তার জিজ্ঞাসা ও পরিষেবা ছাড়াও আপনি জানতে পারবেন ,ঔষধ নির্দেশিকা ,কোন রোগের কী ঔষধ ,মেডিসিন গাইড ,রোগ এবং চিকিৎসার বই  ইত্যাদি। 

সবসময় সুস্থ থাকতে আপনি ঘর বসেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন সবসময়।

কখনোই কোনও ঔষধ সেবন করার আগে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না।

মনে রাখবেন আপনি একটি সামান্য ভুল ঔষধ সেবনের কারণে আপনার জীবন সংশয়ে পড়তে পারে।

হতে পারে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার। তাই সর্বদা সচেতন থাকার চেষ্টা করুন এই বিষয়ে। 

বিশেষ সতর্কতাঃ এই চারটি এপস বাদে অন্য যেকোনো এপস ব্যবহার করার পূর্বে ভালো করে যাচাই বাচাই করে নিন।

মনে রাখবেন অনলাইনে ডাক্তার দেখানোর জন্য স্বাভাবিক ভাবে কাড়ি কাড়ি টাকার দরকার হয়না। 

যদি এই অ্যাপ গুলি ব্যাবহারে আপনি কোন সমস্যায় পড়ে থাকলে আমাদের করে জানান।

আরও পড়ুনঃ

Passport Medical Report Check Online Bangladesh

ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কি?  

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব । ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় 

ঘরে বসে অনলাইনে ডাক্তারের পরামর্শ FAQS

ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিবো কিভাবে?

বর্তমানে বাংলাদেশে ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিতে Ask Doctor অ্যাপ অথবা Doctor Dekha অ্যাপ টি ব্যাবহার করুন।

অনলাইনে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কিভাবে নিবো?

ঘরে বসে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে মায়া অ্যাপ ডাউনলোড করুন এবং সেবা নিন। গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতেও এই আপ ব্যাবহার করতে পারেন।

অনলাইনে ডাক্তারের পরামর্শ পাওায় উপায় কি?

অনলাইনে ডাক্তারের পরামর্শ পেতে এই পোস্টে উল্লেখিত ৪ টি অ্যাপের যে কোন একটি ব্যাবহার করুন।

উপসংহার

আশা করছি ডাক্তারের দেখানো পরামর্শ সম্পর্কে আজকের লেখাটি আপনাদেরকে অনেক হেলফুল করেছে।

এই আর্টিকেলটি পড়ার পড়ে ঘরে বসে ডাক্তার দেখানোর জন্য করণীয় সম্পর্কে আপনাকে আর আর্টিকেল খুজতে হবে না। 

নিত্য নতুন আরও লেখা পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এবং কানেক্ট থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।