Dua Qunoot In Bangla | দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Dua Qunoot In Bangla লিখে অনেকেই গুগল সার্চ করে থাকেন। তাই আজকের আমাদের এই পোস্টটি দোয়া কুনুত বাংলা উচ্চারণ অর্থ সহ দেয়া হচ্ছে যারা অনেক দিন থেকে Dua Qunoot In Bangla খুঁজছেন তাদের জন্য।

মূলত একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে নামাজে ব্যবহৃত দোয়া কালাম গুলো সঠিকভাবে পড়া এবং জানা জরুরী।

দোয়া কুনুত তেমনি একটি দোয়া যেটি রেগুলার নামাজে পড়তে হয়। অনেকে বিভিন্ন কারণবশত সম্পূর্ণ দোয়াটি ভুলে যান বা অনেকে দোয়াটি সম্পর্কে নতুন করে জানতে চান। 

যার যে কারণই থাকুক না কেন দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ এখান থেকে জেনে নিতে পারেন। 

Dua Qunoot In Bangla and Arobic

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ 

এখানে আপনি দোয়ায়ে কুনুত বাংলা আরবি এবং দোয়ায়ে কুনুত বাংলা অর্থসহ পাবেন। তাই Dua Qunoot In Bangla uccharon ও অর্থসহ ভালোভাবে পড়তেও জানতে সম্পূর্ন পোস্ট পড়ুন। 

দোয়া কুনুত আরবী উচ্চারণ:

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ 

আল্লাহুম্মা ইন্না নাস্‌তাঈ’নুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক্ব।

দোয়া কুনুত বাংলা অর্থ:

“হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।”

আরও পড়ুনঃ

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানুন

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া কোনটি?

দোয়া কুনুত কখন পড়তে হয়?

(Dua Qunoot In Bangla) দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ
(Dua Qunoot In Bangla) দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ

আমরা সকলেই জানি এশার নামাজ শেষে আমাদের বিতরের তিন রাকাত নামাজ পড়তে হয়। 

বিতর নামাজের শেষ রাকাতে অর্থাৎ বিজোড় রাকাত বিতের সালাতের শেষ রাকাতে আলহামদুলিল্লাহ অন্যান্য সূরা পাঠ পরবর্তী একটি তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পূর্বে তারপর দোয়া কুনুত পড়তে হবে। 

আবু দাউদ (রহঃ) বলেছেন, যখন মুসলমানদের উপর কোন বিপদ অথবা বিপর্যয় আসতো তখন রাসুল (সাঃ) দোয়া কুনুত পড়তেন। 

আরও পড়ুনঃ

নেক সন্তান লাভের দোয়া জানেন কি?

গলায় কাটা নামানোর দোয়া কি?

বাজারে যাওয়ার দোয়া কি?

পড়া মনে রাখার দোয়া কি? সঠিক নিয়মে পড়ুন

আকিকার পশু জবাই করার দোয়া কি? 

বিতর নামাজে দোয়া কুনুত না পারলে কি হবে?

অনেকের সরল মনে প্রশ্ন করে থাকেন আমি দোয়া কুনুত মুখস্থ পারিনা বা আমার মনে থাকে না

তবে কি বিতর নামাজে দোয়া কুনুত না পড়লে আমার নামাজ হবে না? এখন বিতরের তৃতীয় রাকাতে দুআ কুনূতের সময় আমি কী করব? 

এ প্রশ্নের উত্তর হচ্ছে বিতর নামাযে দোয়া কুনুত পড়া ওয়াজিব। এটি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সাথে সূরা মিলিয়ে পড়ার পর তাকবীর বলে হাত বেঁধে পড়তে হয়।

সুতরাং আলেম-ওলামাদের মতে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব দুআ কুনূত মুখস্থ করে নেয়া উচিত।

বিকল্প পদ্ধতি হিসেবে অনেক আলেমগণ দোয়া কুনূত মুখস্থ করার আগ পর্যন্ত নিম্নোক্ত দুআটি পড়তে পারেন-

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

অথবা কয়েকবার أَللّهُمَّ اغْفِرْ لَنَا বা أَسْتَغْفِرُ اللهَ পড়বেন।

(ফাতাওয়া হিন্দিয়া ১/১৭০; আলমুহীতুল বুরহানী ২/২৭০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৪; আলবাহরুর রায়েক ২/৪২-৪৩; রদ্দুল মুহতার ২/৭)

ইমাম নববী বলেন, জেনে রাখুন, অগ্রগণ্য মাযহাব মতে, কুনূতের জন্য সুনির্দিষ্ট কোনো দুআ নেই। 

তাই যে কোনো দুআ পড়লে এর দ্বারা কুনূত (আদায়) হয়ে যাবে; এমনকি দুআসম্বলিত এক বা একাধিক কুরআনের আয়াত পড়লেও কুনূতের উদ্দেশ্য হাছিল হয়ে যাবে। 

তবে, হাদিসে যে দুআ এসেছে সেটা পড়া উত্তম। (ইমাম নববীর ‘আল-আযকার, পৃষ্ঠা-৫০)

আরও পড়ুনঃ

বিটকয়েন কি

How to add bkash priyo number

Daily 500 taka income

Dua Qunoot In Bangla FAQS

বিতর নামাজে দোয়া কুনুত না পারলে নামাজ হবে?

বিতর নামাজে দোয়া কুনুত না পারলে নামাজ হবে, তবে হাদিস অনুসারে আলেমগনের বক্তব্য এই পোস্টে উল্লেক করা হয়েছে দেখে নিন।

দোয়া কুনুত কখন পড়তে হয়?

দোয়া কুনুত পড়তে হয় বিতর নামাজের শেষ রাকাতে। এটি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সাথে সূরা মিলিয়ে পড়ার পর তাকবীর বলে হাত বেঁধে পড়তে হয়।

What is Dua Qunoot In Bangla?

Dua Qunoot is dua in salat and other purposes.

উপসংহার 

আশা করি আপনি Dua Qunoot In Bangla বা দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ সম্পর্কে আপনাকে অবগত করতে পেরেছি। 

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ বিষয়ক আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান।  

আপনার একটি কমেন্ট আমাদেরকে আরো তথ্যবহুল পোস্ট করতে আগ্রহী করবে।

আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে আরো নতুন নতুন ইসলামিক পোষ্ট নিয়ে আপনাদের জন্য হাজির হতে।

ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ জ্ঞান অর্জন করতে ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ।

আরও পড়ুনঃ

বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে কাজ করে

ভিডিও দেখে টাকা ইনকাম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।