প্রিয় পাঠকগণ নেক সন্তান লাভের দোয়া কি সে বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই নানান ভাবে সার্চ করে থাকেন। পৃথিবীতে প্রতিটি মানুষের নেক সন্তান লাভের আশা রয়েছে।
কারণ পৃথিবীতে সকলেই সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করতে চায়। যদি আপনার পরিবারে একজন সন্তানের জন্ম হয় তাহলে সে আপনার পরিবারকে সমৃদ্ধ এবং ভালো পথে নিয়ে যাবে।
আর সে সন্তানটিও যদি নেক সন্তান না হয়ে থাকে তাহলে আপনার জন্য নানান ধরনের বিপদ ডেকে আনবে।
তাই আল্লাহতায়ালা আপনাকে এবং আমাকে নেক সন্তান কিভাবে দিবেন সে জন্য দোয়া শিখিয়েছেন নবী ও রাসুলগন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেই দোয়াটি শিখব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকের এই আর্টিকেলটি পড়বেন।
এবং আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা এই দোয়াটি শিখে আল্লাহর কাছে একটি নেক সন্তান পাবার দোয়া করবেন।
Contents In Brief
নেক সন্তান লাভের আমল ও দোয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই।’ (তিরমিজি) আর আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করতে বলেছেন- তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন : আাত ৬০)
হযরত যাকারিয়া (আ.) এর নেক সন্তান পাওয়ার প্রার্থনা ছিল খুবই পছন্দের।
আল্লাহ তাআলার নিকট তার সেই কার্যকরী আমল এবং দোয়া কবুলের কথা কুরআনুল কারীমে একাধিকবার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন-
وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ
‘আর যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তার কাছে (দোয়া) আহ্বান করেছিল-
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ : রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিন।’
অর্থ : ‘হে আমার পালনকর্তা! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস (দানের অধিকারী)।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)
আরও পড়ুনঃ
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
নেক সন্তান লাভের উপায় ও আমল
পবিত্র মহান আল্লাহ তায়ালা হযরত যাকারিয়া (আ.) এর দোয়া কবুল করেছিলেন এবং তাকে একটি ছেলে সন্তান দান করেছিলেন।
তাই নেক সন্তান লাভের আরও একটি দোয়া বা আমল হচ্ছে –
فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
‘তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত।’ (সুরা আম্বিয়া : আয়াত ৯০)
মহান আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে হযরত যাকারিয়া (আ.) কে সন্তানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন।
এর পাশাপাশি আল্লাহতালা কিভাবে দোয়া করতে হয় সে সকল বিষয়ে বর্ণনা করেছেন।
দোয়া করার সময় তার আমল এমন হওয়া উচিত।
- সন্তান পাওয়ার আশা থাকতে হবে।
- ভয়ের সাথে দোয়ার আবেদন আল্লাহতালার কাছে করতে হবে।
- আল্লাহর সামনে দোয়া করার সময় যথেষ্ট বিনয়ী হতে হবে।
- সব সময় ভাল এবং সৎ কাজের সাথে সঙ্গ দিতে হবে।
- উপরে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়তে হবে।
আল্লাহতালা এই কাজগুলো করলে আপনাকে অবশ্যই একটি নেক সন্তান দান করবেন।
আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে আল্লাহর কাছে কুরআনের শেখানো ভাষায় দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুনঃ
হ্যাঁ, আছে। নেক সন্তান লাভের দোয়া হচ্ছে রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিন।
একজন সুস্থ ও নেক সন্তান আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নেয়ামত। তাই আল্লাহর কাছে আমরা একজন নেক সন্তানের জন্য দোয়া করতেই পারি।
উপসংহার
প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করেছি নেক সন্তান লাভের দোয়া সম্পর্কে।
আজকের এই আর্টিকেলটি আপনাদের যাদের সন্তান নেই এবং যারা নেক সন্তানের জন্য আশা করছেন তাদের জন্য গঠন করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে নেক সন্তান পাওয়ার দোয়া শিখে নিয়েছে।
এই আর্টিকেলটি সম্পর্কিত যদি আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আপনারা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত আর্টিকেলগুলো পড়ুন।
এবং নিয়মিত আপনাদের যদি আমাদের ওয়েবসাইট সম্পর্কিত কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে ফলো করুন।
আরও পড়ুনঃ
গলায় কাটা নামানোর দোয়া কি? পড়ার সঠিক নিয়ম জানুন
আকিকার পশু জবাই করার দোয়া কি?
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।