সুপ্রিয় পাঠকগণ নামাজের ফরজ কয়টি এই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব নামাজের ফরজ সম্পর্কে এবং নামাজের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত।
মহান আল্লাহ তালা সকল মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন। আল্লাহর ইবাদত অবশ্যই একজন মুমিন হিসেবে আপনাকে পালন করতে হবে।
আপনারা যারা নামাজের ফরজ সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি গঠন করা হয়েছে। নামাজের ফরজ গুলো জেনে নিতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
Content Summary
নামাজের ফরজ কয়টি ও কি কি
ইসলামিক শরীয়ত অনুযায়ী নামাজের ফরজ সর্বমোট ১৩ টি।
নামাজের বাহিরে ৭ টি এবং নামাজের ভিতরের ফরজ ৬ টি।
এখন আমরা নামাজের ভিতরে এবং বাইরে সবগুলো ফরজ সম্পর্কে জানব।
নামাজের বাইরে সাতটি ফরজ
১. শরীর পবিত্র হওয়া। [সুরা মায়িদা, আয়াত ৬; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাদিসটি হাসান)]
২. কাপড় পবিত্র হওয়া। [সুরা মুদ্দাসসির, আয়াত ৪; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)]
৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। [সুরা বাকারা, আয়াত : ১২৫; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)]
৪. সতর ঢাকা (অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা।
বিজ্ঞাপন
মনে রাখা আবশ্যক, পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত)। [সুরা আরাফ, আয়াত ৩১; সুরা নূর, আয়াত ৩১; আবু দাউদ, হাদিস : ৪৯৬ (হাসান), মুসনাদে আহমাদ, হাদিস : ৬৭৫৬ (হাসান), তিরমিজি ১/২২২, হাদিস : ১১৭৩, ৩৭৭ (সহিহ), আবু দাউদ ১/৯৪, হাদিস : ৬৪১ (সহিহ), ২/৫৬৭, হাদিস : ৪১০৪ (গ্রহণযোগ্য), মারাসিলে আবি দাউদ ৮৬, হাদিস : ২৮ (গ্রহণযোগ্য)]
৫. কিবলামুখী হওয়া। [সুরা বাকারা, আয়াত ১৪৪; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১]
৬. ওয়াক্তমতো নামাজ পড়া। [সুরা নিসা, আয়াত : ১০৩; বুখারি ১/৭৫, হাদিস : ৫২১]
৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। [বুখারি ১/২, হাদিস : ১]
আরও পড়ুনঃ
নামাজের ভেতরে ছয়টি ফরজ
১. তাকবিরে তাহরিমা, অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা।
[সুরা মুদ্দাসসির, আয়াত ৩; বুখারি ১/১০১, হাদিস : ৮৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১, ৪১২, তিরমিজি ১/৫৫, হাদিস : ২৩৮]
২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। [সুরা বাকারা, আয়াত ২৩৮; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪ (হাদিসটি সহিহ)]
৩. কিরাত পড়া (অর্থাৎ কোরআন শরিফ থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ)।
[সুরা মুজ্জাম্মিল, আয়াত ২০; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩ (হাদিসটি সহিহ)]
৪. রুকু করা। [সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৩, ১১১৪, মুসলিম ১/১৭৭, হাদিস : ৪১২]
৫. দুই সিজদা করা। [সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১০১, হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১]
৬. শেষ বৈঠক (নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা) [আবু দাউদ : ১/১৩৯, হাদিস : ৯৭০ (সহিহ)]
বি.দ্র. : নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে (যেমন—সালাম ফেরানো ইত্যাদি) নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ। [আল বাহরুর রায়িক, ১ : ৫১৩]
নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয় না। [আল বাহরুর রায়িক, ১ : ৫০৫) ফাতাওয়া শামি, ১ : ৪৪৭, হিদায়া, ১ : ৯৮]
আরও পড়ুনঃ
নামাজের ফরজ কয়টি FAQS
প্রতিদিনের নামাজের ভিতরে এবং বাহিরে নামজের ফরজ ১৩ টি।
নামাজের ভিতরে ফরজ ৬টি।
নামজের বাহিরে ফরজ ৭টি।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের নামাজের ফরজ কয়টি এবং সে সকল ফরজ গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
এবং আপনার আজকের এই আর্টিকেল থেকে নামাজের ফরজ গুলো সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন।
আপনাদের যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন বা অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
আমরা অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় এবং বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট গুলো সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।